WB News Live: বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, টাকার পাহাড়ের হদিশ

West Bengal News Live : জেলা থেকে রাজ্য, দুপুর থেকে গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।

ABP Ananda Last Updated: 20 Dec 2023 11:55 PM
WB News Live: সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী পাচ্ছেন সাহিত্য একাদেমি পুরস্কার

ঘোষিত সাহিত্য একাদেমি পুরস্কার। ২৪টি ভাষায় সাহিত্যকর্মে দেওয়া হচ্ছে এই পুরস্কার। উপন্যাসে বিভাগে এই পুরস্কার পাচ্ছেন বাংলার সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী

West Bengal Live News: রাজ্য সরকারের অপশাসন, পুলিশি সন্ত্রাসের অভিযোগে বিজেপির থানা অভিযানে ধুন্ধুমার

রাজ্য সরকারের অপশাসন, পুলিশি সন্ত্রাসের অভিযোগে বিজেপির থানা অভিযানে ধুন্ধুমার। খড়গপুর টাউন থানা ঘেরাও করে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

WB News Live: কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু হল ক্রিসমাস কার্নিভাল

কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু হল ক্রিসমাস কার্নিভাল। ১২ দিনব্যাপী এই কার্নিভাল বা উৎসব হবে ইছাপুরে ড্রেনেজ ক্যানেল রোডে ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে। ২২ ডিসেম্বর এই কার্নিভালের উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।

West Bengal Live News: পার্ক সার্কাসের মারুতি বাগান এলাকায় ঝুপড়িতে আগুন

পার্ক সার্কাসের মারুতি বাগান এলাকায় ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই ছাই ৩টি ঝুপড়ি। দমকলের ৪টি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।

WB News Live: বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, টাকার পাহাড়ের হদিশ

বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, টাকার পাহাড়ের হদিশ। সূত্রের খবর, সাগরদিঘির বিধায়কের বাড়িতেই ৬০ লক্ষ টাকার হদিশ।

West Bengal Live News: অর্জুন পুরস্কার পাচ্ছেন বাংলার ২ ক্রীড়াবিদ

অর্জুন পুরস্কার পাচ্ছেন বাংলার ২ ক্রীড়াবিদ। বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের পুরস্কার, অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ সামি। অর্জুন পুরস্কার পাচ্ছেন টেবল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায়কে। সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে এশিয়ান গেমসে চিনের বিশ্বজয়ী জুটিকে হারান তিনি।

WB News Live: বাংলায় জোট নিয়ে হাইকম্যান্ডের কোর্টেই বল প্রদেশ কংগ্রেস নেতাদের

দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কথা হাইকম্যান্ডের। বাংলায় জোট নিয়ে হাইকম্যান্ডের কোর্টেই বল প্রদেশ কংগ্রেস নেতাদের। 'সম্মানজনক জোট হবে কি না, দেখতে হবে হাইকম্যান্ডকেই, বাংলায় কংগ্রেসের সম্মান বাঁচবে কি না, সেটা হাইকম্যান্ডই ঠিক করবে', হাইকম্যান্ডের কোর্টে বল ঠেলে মন্তব্য দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকারের। হাইকম্যান্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, মন্তব্য পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাতোর।

West Bengal Live News: টেট পরীক্ষা দিন বেশি মেট্রো, কখন প্রথম মেট্রো পরিষেবা?

আগামী রবিবার, ২৪ ডিসেম্বর, রাজ্যে আয়োজিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET)। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ভিড় থাকবে পরীক্ষার্থীদের। সেই দিকে তাকিয়েই ওইদিন অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোর ব্লু লাইন (Blue Line) অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইনে। ২৪ ডিসেম্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। উল্টোদিকে দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে (সকাল ৯টার পরিবর্তে)। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে (সকাল ৯টার পরিবর্তে)। উল্টোদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় (সকাল ৯টার পরিবর্তে)  

WB News Live: হাইকোর্টে দায়ের জোড়া জনস্বার্থ মামলা, কাঠগড়ায় SSKM

বিভিন্ন দুর্নীতিতে যুক্তদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে SSKM। আর সেজন্য হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। এই অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হল জোড়া জনস্বার্থ মামলা। এদিকে, SSKM-এর বিরুদ্ধে বেনিয়ম, চিকিৎসা পরিকাঠামোর অভাব সহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ-সামবেশ করল বামপন্থী সংগঠন জনস্বাস্থ্য় কমিটি। 

West Bengal Live News: উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয় থেকে মুক্তি পাওয়া শ্রমিকের পাশে রাজ্য শ্রম দফতর

উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গ-বিপর্যয় থেকে মুক্তি পেয়েছিলেন কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার মানিক তালুকদার। তাঁর হাতে এদিন পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদফতরের তরফ থেকে পরিযায়ী শ্রমিক প্রকল্পের শুভেচ্ছা বার্তা তুলে দিলেন  জয়েন্ট লেবার কমিশনার, কোচবিহার। তাঁকে শ্রম দফতরের নির্মাণকর্মী কল্যাণ প্রকল্পে ও তাঁর স্ত্রীকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

WB News Live: ফের বাড়ছে কোভিড সংক্রমণ, রিপোর্ট তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর

ফের বাড়ছে কোভিড সংক্রমণ। উদ্বিগ্ন কেন্দ্র। করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। সূত্রের খবর, চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে যত জন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের সম্পর্কে তথ্য এবং নমুনার জিনোম পরীক্ষা করা হয়েছে কি না, তা নিয়ে রিপোর্ট তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর। না পাঠানো হলে, তা দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য়দিকে, করোনা আক্রান্তের নমুনা আরও বেশি করে পাঠাতে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে কল্যাণীর জিনোম গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। তবে গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1-এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। 

WB News Live: ফের বাড়ছে কোভিড সংক্রমণ, রিপোর্ট তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর

ফের বাড়ছে কোভিড সংক্রমণ। উদ্বিগ্ন কেন্দ্র। করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। সূত্রের খবর, চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে যত জন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের সম্পর্কে তথ্য এবং নমুনার জিনোম পরীক্ষা করা হয়েছে কি না, তা নিয়ে রিপোর্ট তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর। না পাঠানো হলে, তা দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য়দিকে, করোনা আক্রান্তের নমুনা আরও বেশি করে পাঠাতে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে কল্যাণীর জিনোম গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। তবে গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1-এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। 

West Bengal Live News: কলকাতায় পরপর দুর্ঘটনা, ৪ থানা এলাকায় ৫ জনের মৃত্যু

রাতের কলকাতায় পরপর দুর্ঘটনা, ৪ থানা এলাকায় ৫ জনের মৃত্যু। দক্ষিণ বন্দর থানা: প্রিন্সেপ ঘাটের কাছে যুবক ও তরুণীর মৃত্যু, পশ্চিম বন্দর থানা: গার্ডেনরিচ পিজিআর রোডে বাইক আরোহীকে পিষে দিল লরি, গড়ফা থানা: গাড়ির দরজায় বাইকের ধাক্কা, বাইক চালকের মৃত্যু, লেদার কমপ্লেক্স থানা: পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু।

WB News Live: পুলিশি সন্ত্রাসের অভিযোগে বিজেপির থানা অভিযানে ধুন্ধুমার

রাজ্য সরকারের অপশাসন, পুলিশি সন্ত্রাসের অভিযোগে বিজেপির থানা অভিযানে ধুন্ধুমার। খড়গপুর টাউন থানা ঘেরাও করে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

West Bengal Live News: ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ঘিরে ফের জটিলতা

২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ঘিরে ফের জটিলতা। কোর্ট মিটিং করার অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি অন্তর্বর্তী উপাচার্যর। অন্তর্বর্তী উপাচার্যর আদৌ কোর্ট মিটিং ডাকার এক্তিয়ার আছে কিনা জানতে চেয়ে পাল্টা চিঠি রাজভবনের, খবর সূত্রের। তারপরই রাজ্যপালকে নিশানা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

WB News Live: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাড়িতে গেলেন ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীদের একাংশ। 'ভগবান উদ্ধার করুন', প্ল্যাকার্ড হাতে বিচারপতির সাক্ষাৎপ্রার্থী চাকরিপ্রার্থীরা।

West Bengal Live News: মুর্শিদাবাদের আহিরনে মালগাড়ির ধাক্কায় ৩ পড়ুয়ার মৃত্যু

মুর্শিদাবাদের আহিরনে মালগাড়ির ধাক্কায় ৩ পড়ুয়ার মৃত্যু। রেলব্রিজের উপর রিল বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কা, দাবি স্থানীয়দের। মৃত্যু হয় নবম শ্রেণির ৩ পড়ুয়ার, আহত আরও ২। মৃতদের নাম আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখ।

WB News Live: তালিকায় নাম থাকলেও, শেষমুহূুর্তে মোদি-সাক্ষাতে 'বাদ' কল্যাণ-কাকলি

তালিকায় নাম থাকলেও, শেষমুহূুর্তে মোদি-সাক্ষাতে 'বাদ' কল্যাণ-কাকলি । '১০ জনের বেশি হওয়ায় না গেলে ভাল হয়, বলেছিলেন দিদি'। তালিকায় থেকেও শেষমুহূর্তে মোদি-সাক্ষাতে না যাওয়া নিয়ে দাবি কল্যাণের। 'মমতা ছাড়াও ৯জনের বেশি হওয়ায় আটকে দেয় নিরাপত্তারক্ষীরা', প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে না থাকা নিয়ে দাবি কাকলি ঘোষ দস্তিদারের।

West Bengal Live News: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জোট প্রার্থী হিসেবে প্রিয়ঙ্কা গাঁধীর নাম প্রস্তাব তৃণমূল নেত্রীর

বারাণসী থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জোট প্রার্থী হিসেবে প্রিয়ঙ্কা গাঁধীর নাম প্রস্তাব তৃণমূল নেত্রীর। সূত্রের খবর, গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে খাড়গের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


 

WB News Live: মোদি-মমতা বৈঠকের দিনই রাজ্যে আরও এক বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা

দিল্লিতে মোদি-মমতা বৈঠকের দিনই রাজ্যে আরও এক বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। ৭ ঘণ্টা ধরে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বিভিন্ন ঠিকানায় তল্লাশি আয়কর দফতরের। ধুলিয়ানে বিধায়কের বাড়ি ছাড়াও বাড়ি লাগোয়া বিড়ি কারখানা, বাড়ির উল্টোদিকে চা ব্যবসার দফতরে হানা আয়কর আধিকারিকদের। অফিস, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সামশেরগঞ্জের হাসপাতালেও তল্লাশি। রঘুনাথগঞ্জে বিধায়কের মালিকানাধীন স্কুলে চলছে আয়কর-তল্লাশি। সুতিতে বায়রনের নির্মীয়মাণ কেমিক্যাল হাবেও আয়কর হানা।


 

West Bengal Live News: এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা

এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা। বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম, অভিযোগ মামলায়। এই সমস্ত ব্যক্তিদের জন্য হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে, অভিযোগ মামলায়। সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা কেন এসএসকেএম হাসপাতালে হবে? কেন ইএসআই জোকাতে হবে না ? প্রশ্ন তুলে মামলা। এই সমস্ত অভিযুক্তদের মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠানো হোক, আবেদন মামলায়। কেন্দ্রীয় সংস্থার হাতে ধৃত ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রীয় হাসপাতালেই হোক, দাবি মামলায়। আগামী সপ্তাহে এই মামলায় শুনানির সম্ভবনা।

WB News Live: ধর্মতলার মোড়ে বসে পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, অবরুদ্ধ গোটা এলাকা

আইসিডিএস কর্মীদের মিছিলে অবরুদ্ধ ধর্মতলা। ধর্মতলার মোড়ে বসে পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ কর্মসূচি অঙ্গনওয়াড়ি কর্মীদের। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

প্রেক্ষাপট


আইসিডিএস (ICDS) কর্মীদের আন্দোলনে অবরুদ্ধ ধর্মতলা (Esplanade)। স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি সহ একাধিক দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ। স্তব্ধ যান চলাচল।


বকেয়ার দাবিতে অভিষেক (Abhishek Banerjee) সহ সাংসদ-দল নিয়ে মোদির কাছে মমতা। কেন্দ্র-রাজ্য আধিকারিক পর্যায়ের বৈঠক করে সমাধান প্রস্তাব প্রধানমন্ত্রীর (Narendra Modi), জানালেন মুখ্যমন্ত্রীর।


আবাস থেকে স্বাস্থ্য, বকেয়া চেয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার মুখ্যমন্ত্রীর (Chief Minister)। পাল্টা রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে মোদিকে চিঠি শুভেন্দুর। খতিয়ান নিয়ে গেলেন নবান্নে।


বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) দফতরে 'খাজানা'। তল্লাশিতে মিলেছে মন্ত্রীর স্ত্রী-মেয়ে ও নাতির নামে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও এলআইসি ও ২টি সম্পত্তির নথি, দাবি ইডির।


সল্টলেকে অরণ্য ভবনে মিলল ধান ব্যবসার রসিদ। উদ্ধার লুকিয়ে রাখা ৮০০টি ব্ল্যাঙ্ক ব্যাকডেটেড স্ট্যাম্প পেপার। বন দফতরে বসে ধানের ব্যবসা চালাতেন জ্যোতিপ্রিয়, অনুমান ইডির।


রাজ্যে আরও এক দলবদলু বিধায়কের বাড়িতে আয়কর হানা। এবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া বায়রন বিশ্বাসের (Byron Biswas) সম্পত্তিতে নজর। একাধিক ঠিকানায় চলছে তল্লাশি।


কর ফাঁকির (Income Tax Raid)) অভিযোগ। সুতিতে নির্মীয়মাণ কেমিক্যাল হাব-স্কুল-কলেজ-কারখানা-সহ বায়রনের একাধিক ঠিকানায় তল্লাশি। সকাল থেকে টানা তল্লাশি


নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তলব সত্ত্বেও আজ সিজিও কমপ্লেক্সে গেলেন না পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর। ৫ দিন সময় চাইলেন ইডির (ED) কাছে। 


উপরাষ্ট্রপতিকে উপহাস কল্যাণের (Kalyan Banerjee)। তীব্র নিন্দা রাষ্ট্রপতির। সাংবিধানিক পদকে অপমান বেদনাদায়ক, ফোনে বলেছেন প্রধানমন্ত্রী, নিজেই জানালেন ধনকড়। 


উপরাষ্ট্রপতিকে কল্যাণের অপমানের অভিযোগে কাল দেশজুড়ে প্রতিবাদের ডাক বিজেপি (BJP)।


সকাল থেকে দুপুরে কী ঘটেছে রাজ্যে? দেখুন এক ঝলকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.