West Bengal News Live Updates: হাসিনার আমলে বাংলাদেশের বন্দিদের গুম করার অভিযোগে ভারত-যোগ খুঁজে পেল ইউনূস সরকার

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 22 Dec 2024 12:29 PM
Bangladesh News: হাসিনার আমলে বাংলাদেশের বন্দিদের গুম করার অভিযোগে ভারত-যোগ খুঁজে পেল ইউনূস সরকার

হাসিনার আমলে বাংলাদেশের বন্দিদের গুম করার অভিযোগে ভারত-যোগে খুঁজে পেল ইউনূস সরকারের তদন্ত কমিশন। কয়েকজন বন্দি ভারতের জেলে আটকে থাকতে পারে বলেও কমিশন মনে করছে। শেখ হাসিনার জমানায় ওঠা একাধিক অভিযোগের সত্যাসত্য জানতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন গঠন করে ইউনূস সরকার। ওই কমিশন সম্প্রতি ইউনূসের হাতে রিপোর্ট তুলে দেয়। রিপোর্টে ভারত-বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় হয়ে থাকতে পারে বলে দাবি করা হয়েছে। রিপোর্টে উল্লেখ, ভারতে এখনও কিছু বাংলাদেশি বন্দি আটকে থাকতে পারে। বাংলাদেশের বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব, তাদের চিহ্নিত করা হোক। কারণ, কমিশনের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয়। বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। 

Kolkata News: বাংলাদেশ থেকে এসে নাম বদলে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট জঙ্গিদের?

মহম্মদ শাদ রাডি থেকে শাব শেখ। বাংলাদেশ থেকে এসে নাম বদলে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট। ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল। তৈরি করছিল স্লিপার সেল। অস্ত্র সংগ্রহের চেষ্টা।

Howrah Shalimar News: হাওড়ার শালিমার স্টেশন থেকে প্রায় ১৮ লক্ষ টাকা-সহ এক যাত্রী আটক

হাওড়ার শালিমার স্টেশন থেকে প্রায় ১৮ লক্ষ টাকা-সহ এক যাত্রীকে আটক করল শালিমার জিআরপি থানা। পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস আজ সকাল ৯টা নাগাদ শালিমার স্টেশনে পৌঁছয়। বিনয় কুমার  নামের হাওড়ার পি কে ব্যানার্জি রোডের এক ব্যক্তি ট্রেন থেকে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে নামেন। রেল পুলিশের সন্দেহ হওয়ায় তার একাধিক ব্যাগে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার হয়।

Bangladeshi Immigrants: অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্তানদের চিহ্নিত করতে এবার দিল্লির স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাল দিল্লি পুরসভা

অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্তানদের চিহ্নিত করতে এবার দিল্লির স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাল দিল্লি পুরসভা।
কোনও অনুপ্রবেশকারীকে যাতে জন্মের শংসাপত্র না দেওয়া হয়, তার জন্যেও নির্দেশিকা জারি করা হয়েছে। দিল্লিতে কয়েকদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে।
রাজধানীজুড়ে চলছে বেআইনি বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার কাজ। দিল্লি পুরসভা এলাকায় বাংলাদেশি  অনুপ্রবেশকারীদের জবরদখল হঠানোরও নির্দেশিকা জারি করা হয়েছে। এর পাশাপাশি, দিল্লির স্কুলগুলিতে বাংলাদেশি 
অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করে রিপোর্ট জমা দিতে
বলেছে দিল্লি পুরসভা। রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর।

Suvendu Adhikari: ঘর দিতে কাটমানি চাইছেন তৃণমূল বুথ সভাপতি? ভিডিও পোস্ট শুভেন্দুর

আবাস যোজনায় ঘর দিতে সরাসরি কাটমানি চাইছেন তৃণমূল বুথ সভাপতি। ভাইরাল ভিডিও ঘিরে মুর্শিদাবাদের সুতিতে শোরগোল। সুতি ২ নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের তৃণমূল সভাপতি নীলিমা দাসের টাকা চাওয়ার ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা। লিখেছেন, T - টাকা, M - মারা, C - কোম্পানি। আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারীর সঙ্গে। ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি ২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের গাজিপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস। গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নতুন এসেছেন, তাই জানেন না, টাকা চাওয়া নিয়ে সাফাই তৃণমূল বুথ সভাপতির। 


 

Weather Updates: আবহাওয়ার মেজাজ বদল, বৃষ্টি থামার পর ফের নামল পারদ

আবহাওয়ার মেজাজ বদল। বৃষ্টি থামার পর ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে বরফ পড়ার সম্ভাবনা। তবে শীতের আমেজ ফিরলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আজ ও সপ্তাহান্তে শুক্রবার
পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার 
সম্ভাবনা নেই। বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। 


 

Kolkata News: ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢোকে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী

ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢোকে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ সাদ রাডি। 

Kolkata News: রবিবারের সকালে শহরে ফের ম্যারাথন, পোশাকি নাম পোর্টাথন

রবিবারের সকালে শহরে ফের ম্যারাথন। বন্দর এলাকায় ম্য়ারাথনের আয়োজন করা হয় বলে এর পোশাকি নাম পোর্টাথন। ২১, ১৪ ও ৭ কিলোমিটার ম্যারাথনের সূচনা করেন মেয়র ও পুর নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সস্ত্রীক পোর্টাথনে অংশ নেন। এই ম্যারাথনে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। 


 

Sarada Devi Birth Anniversary: আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি, জয়রামবাটি মাতৃমন্দিরে উৎসবের মেজাজ

আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি। পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদাদেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে। আর স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান।
আজ সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। ভোরে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। শোভাযাত্রা সহকারে মাতৃমন্দির থেকে শুরু হয়ে প্রভাতফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে। ভিনরাজ্য থেকেও এদিন জয়রামবাটিতে এসেছেন ভক্তরা। 
জয়রামবাটির পাশাপাশি বেলুড় মঠেও পালিত হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসছেন ভক্তরা। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে জন্মতিথি উৎসবের সূচনা হয়। 
পাশাপাশি, চলছে স্তবগান, ভজন, মাতৃসঙ্গীত। কীর্তন, গীতিনাট্য, বাউল গান ও ভজন-সহ নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে। শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে আজ সারাদিন বেলুড় মঠ খোলা থাকবে। 


 

Jhargram News: বন দফতর ও পুলিশের পাশাপাশি, এবার ঝাড়গ্রামে বাঘের খোঁজে নামল আধা সামরিক বাহিনী

বন দফতর ও পুলিশের পাশাপাশি, এবার ঝাড়গ্রামে বাঘের খোঁজে নামল আধা সামরিক বাহিনী। CRPF-এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গতকাল থেকেই কাঁকড়াঝোড়ের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছেন। সঙ্গে রয়েছে CRPF-এর স্নিফার ডগ ‘গোল্ডি’। বেলজিয়ান প্রজাতির এই স্নিফার ডগ শক্তিশালী বিস্ফোরক IED খুঁজতে যেমন সক্ষম, তেমনই ৫০০ মিটারের মধ্যে কোনও হাতি, বাঘ, সিংহের মতো বন্যপ্রাণী থাকলে, তারও হদিশ দিতে পারে। ঝাড়গ্রামে এখন পর্যটনের ভরা মরসুম। যেখানে বাঘিনী যমুনা রয়েছে বলে জানা গেছে, তার আশপাশে কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক হোম স্টে, রিসর্ট, হোটেল। আতঙ্কিত পর্যটকরা। 


 

Kolkata Slum Fire: নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের তলায় আগুন, শীতের রাতে পুড়ে ছাই মাথা গোঁজার ঠাঁই

নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের তলায় আগুন। শীতের রাতে পুড়ে ছাই মাথা গোঁজার ঠাঁই। আগুন নিভলেও দুর্গাপুর ব্রিজের নীচে ইটের গাঁথনি দেওয়া ঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল ব্রিজের ওপর থেকে দু’পাশের ঘরগুলোর ওপর জল দিতে পারলেও, ব্রিজের একেবারে নীচের ঘরগুলোয় জল দিয়ে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম বলেন, বারবার ঝুপড়িতে আগুন লাগছে, কিছু তো একটা হচ্ছে। কারণ খুঁজতে সোমবার পুলিশ ও দমকলের DG-র সঙ্গে বৈঠক ডেকেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। 


 

Weather Updates: দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা, কলকাতায় জাঁকিয়ে শীত এখনই নয়

দার্জিলিংয়ে আজও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে উত্তরবঙ্গের পাঁচ জেলা। সকালের দিকে সামান্য কুয়াশা, আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ফিরবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৩ মিলিমিটার।

Maa Flyover Accident: সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু

সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হল। চালকের মাথায় হেলমেট থাকলেও, বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের ওপর  গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 


 

Bangladesh News: নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন

ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন! বেছে বেছে হিন্দু-খুন, মন্দিরের উপর হামলার পর পুরোহিত খুন! নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন। হাত-পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার। বাংলাদেশের নাটোরে লুঠপাটের পর সেবায়েতকে খুন।ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলার অভিযোগ। ভাণ্ডার ঘরে লুঠপাট, ডাকাতি বলে দাবি বাংলাদেশ পুলিশের: সূত্র।


 

Ration Scam: জ্যোতিপ্রিয় মল্লিককে এবার 'দুর্নীতির গঙ্গাসাগর' বলে আদালতে সওয়াল করলেন ইডি আইনজীবী

জ্যোতিপ্রিয় মল্লিককে এবার 'দুর্নীতির গঙ্গাসাগর' বলে আদালতে সওয়াল করলেন ইডি আইনজীবী। সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে রেশন কেলেঙ্কারির 'রিংমাস্টার' বলেও আখ্যা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

Kolkata Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণের অভিযোগ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবেশকর্মীদের

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে, রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণের অভিযোগ লেক লাভার্স ফোরাম ও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের। যদিও অভিযোগ খারিজ করে রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। কাজ বন্ধ না হলে, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশকর্মীদের একাংশ।

CBI News: ভুয়ো ভারতীয় পাসপোর্ট কাদের হাতে চলে গিয়েছে?CBI-এর চিঠি ঘিরে প্রশ্ন

ভুয়ো ভারতীয় পাসপোর্ট কাদের হাতে চলে গিয়েছে? ভুয়ো শংসাপত্র তৈরি করতে কি পোস্ট অফিসের মতো পুরসভাগুলিকেও ব্যবহার করা হচ্ছে? মাল পুরসভাকে দেওয়া সিবিআইয়ের চিঠি ঘিরে সামনে এল চাঞ্চল্যকর সব তথ্য। তবে কি সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত? উঠছে এই প্রশ্নই। 

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ বিমানবন্দর কর্মীদের একাংশ

কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ বিমানবন্দর কর্মীদের একাংশ। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেন এয়ারপোর্ট অথরিটিস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য়রা। এই অনুষ্ঠানেই উপস্থিত তৃণমূল সাংসদ সৌগত রায়। অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তের সমালোচনাও করেন তৃণমূল সাংসদ। 

বাংলাদেশে হয়েছিল জঙ্গি ট্রেনিং, অসম পুলিশের জালে আনসারুল্লা

বাংলাদেশে গিয়ে হয়েছিল জঙ্গি ট্রেনিং। পাকিস্তান, বাংলাদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জঙ্গিরা। অসম পুলিশের জালে আনসারুল্লা বাংলা টিমের ৮ জঙ্গি ধরা পড়ার পর এমনই তথ্য সামনে এল। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের মোবাইল ফোনে থাকা একটি বিশেষ অ্যাপের মাধ্যমেই নিজেদের মধ্যে যোগাযোগ রাখত জঙ্গিরা। 

প্রেক্ষাপট

১। ত্রাসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা। নাটোরের শ্মশানকালী মন্দিরে লুঠপাটের পর পুরোহিত খুন। অনেক হয়েছে, আর নয়। কেন্দ্রের পদক্ষেপ দাবি রাধারমণের। (Bangladesh Situation)

২। নাটোরে পুরোহিত খুনের পর ময়মনসিংহের মন্দিরে তাণ্ডব। পরপর দুটি মন্দিরে হামলা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক মূর্তি। নির্বিকার ইউনূস সরকারের পুলিশ! (Bangladesh News)

৩। পাকিস্তানের থেকেও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বেশি হামলা। ৮ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত ২ হাজারের বেশি হিনদু। আর আলোচনা নয়, কড়া পদক্ষেপ চাই, মোদি সরকারের কাছে দাবি সন্ত সমাজের।

৪। ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন। বিএনপি নেতার বক্তব্য, "রাফালের ভয় দেখাচ্ছে। যদি একবার লুঙ্গিটা মালকোচা মারি, দিল্লি ধাওয়া হয়ে যাবে।"

৫। আধিপত্যবাদের প্রতীক ভারত, ফের বিষোদগার বিশ্বাসঘাতক বাংলাদেশের। 


৬। ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ জিগিরের মধ্যেই প্রবল চাপে ঢাকা। বাংলাদেশ সীমান্তের আরও কাছে আরাকান আর্মি। রাখাইনে মায়ানমার সেনার দফতর দখল।

৭। ভারত-বিদ্বেষের মধ্যেই পাকিস্তানের আরও কাছাকাছি বাংলাদেশ। ফের করাচি থেকে চট্টগ্রামে এল জাহাজ। কোনও তল্লাশি না করার নির্দেশ। পণ্যের আড়ালে জঙ্গিদের অস্ত্র সরবরাহ? উঠছে প্রশ্ন।

৮। পাক মদতেই চিকেনস নেকে হামলার ছক বাংলাদেশের? পাকিস্তানের হ্যান্ডলার সঙ্গে যোগাযোগ ছিল আনসারুল্লা বাংলার ৮ সদস্যের। বাংলাদেশে প্রশিক্ষণ মুর্শিদাবাদে ধৃত জঙ্গির।

৯। মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে চলত মগজধোলাই? কাদের নির্দেশে কাজ করত আব্বাস আলি? মোবাইলে বিশেষ অ্য়াপের মাধ্যমে যোগাযোগ রাখত ধৃতরা। খবর পুলিশ সূত্রে। (Murshidabad News)


১০। বহিষ্কারের পরেও অভিষেক-স্তুতিতে অনড় মণিশঙ্কর! বললেন, "অভিষেকের অশ্বমেধের ঘোড়া আটকাতে দলেই ষড়যন্ত্র।" ব্রাত্যর কথায়, "ভাম বেড়াল, ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে শহরে।" (Abhishek Banerjee)


১১। পিঁপড়েই বইছে বড় আরশোলাকে বইছে। মণিশঙ্করের সুরেই পোস্ট দেবাংশুর। আরশোলার ওষুধ হাওয়াই চটি, খোঁচা কুণালের। পুরনো পোস্ট, দাবি দেবাংশুর।


১২। ভাটপাড়ায় বেআইনি নির্মাণ মামলায় বিজেপি নেতা প্রিয়াঙগু পাণ্ডের বাড়িতে পুলিশি তল্লাশিতে তুলকালাম। পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ। জখম IC-সহ ৪। ধৃত ১। (Bhatpara News)

১৩। প্রোমোটার পেটানোর ৭ দিন পরও অধরা বাগুইআটির তৃণমূল কাউন্সিলর। চিলাপাতা থেকে দিঘা, তল্লাশি চালিয়েও ধরতে পারেনি পুলিশ। আতঙ্কের আক্রান্ত প্রোমাটার। ৭ দিন পার, অধরা কাউন্সিলর

১৪। তপসিয়ার পর নিউ আলিপুর। ২৪ ঘণ্টার মধ্যেই বিপি পোদ্দার হাসপাতালের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দমকলের সঙ্গে হাত লাগাল সেনাবাহিনীও।

১৫। শনিবারের সন্ধ্যায় নিউ আলিপুরে ঝুপড়ি পুড়ে ছাই। বারবার কেন কলকাতায় ঝুপড়িতেই আগুন? 

১৬। ৪ মাস পার, এখনও মেলেনি বিচার। হাইকোর্টে অনুমতি নিয়ে ধর্মতলায় অবস্থান। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়া মঞ্চের। সামিল নাগরিক সমাজও।

১৭। কালীঘাটের কাকুকে নিয়ে হিমশিম CBI। আর হেফাজতেই চাইল না। ফের জেলেই সুজয়কৃষ্ণ! খাওয়া-দাওয়া করছেন না। নেতাদের মতো অনশন করে মুক্তি পেতে চাইছেন, দাবি এজেন্সির।

১৮। রেশন দুর্নীতির গঙ্গাসাগর জ্যোতিপ্রিয় মল্লিক। কেলেঙ্কারির সব কিছুই বালুতে এসে মিশেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রীই ছিলেন দুর্নীতির রিং মাস্টার। আদালতে দাবি ইডির। (Jyotipriya Mallick)

১৯। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের ভয়। সন্ধে নামতেই শুনশান বেলপাহাড়ি-কাঁকড়াঝোর। 

২০। সিওপিডিতে আক্রান্ত সব্যসাচী চক্রবর্তী। সুস্থ না হওয়া পর্যন্ত অভিনয় থেকে বিরতি নিয়ে কাজ করবেন নাটকের ব্যাক স্টেজে, নাটকের মঞ্চে জানালেন নিজেই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.