West Bengal News Live Updates: আমি বিধানসভার কোনও আসবাব ভাঙচুর করিনি, সে সময়ে আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল: মমতা

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 18 Feb 2025 03:10 PM
Mamata Banerjee: আমি বিধানসভার কোনও আসবাব ভাঙচুর করিনি, সে সময়ে আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল: মমতা

বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, বাইরে ধর্নায় বিরোধী দলনেতা। কাগজ ছোড়া নিয়ে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'রাজ্য বিধানসভায় ৫০ শতাংশ সময়ই বিরোধীদের দেওয়া হয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে কুৎসা চলছে। আমি বিধানসভার কোনও আসবাব ভাঙচুর করিনি। সে সময়ে আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল।  আমি একটা জিনিসেও হাত দিইনি: মুখ্যমন্ত্রী


 

Basirhat News: জেলা অফিস সংস্কারের নামে নিজের বাড়িতে মার্বেল বসিয়েছেন? কাঠগড়ায় বসিরহাটের বিজেপি নেতা

জেলা অফিস সংস্কারের নামে কয়েক লক্ষ টাকার মার্বেল নিয়ে নিজের বাড়ির কাজে লাগিয়েছেন জেলা সভাপতি। দুর্নীতির অভিযোগ উঠল বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে। বসিরহাটের মির্জাপুরের মার্বেল ব্যবসায়ীর অভিযোগ, বসিরহাট জেলায় বিজেপি জেলা অফিস সংস্কারের নামে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকার মার্বেল নিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি তাপস ঘোষ। পরে জানা যায়, ওই মার্বেল নিজের বাড়িতে কাজে লাগিয়েছেন। অভিযোগ, কিছু টাকা শোধ হলেও, ৭৭ হাজার টাকা পাওনা রয়েছে মার্বেল ব্যবসায়ীর। টাকা দিতে টালবাহানা করায়, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। বিজেপিকে কাটমানি-কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি জেলা সভাপতির দাবি, মার্বেল ব্যবসায়ী হিসেব দিতে না পারায়, টাকা দেওয়া হয়নি। 


 

Ghatal News: গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ ঘিরে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ ঘিরে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা ছড়াল। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার। শনিবার পুত্রসন্তান প্রসব করেন ঘাটালের শিমুলিয়ার বাসিন্দা নিশা খাঁ। পরিবারের দাবি, জন্মের পর সুস্থই ছিল শিশু। আজ সকালে সদ্যোজাতর মৃত্যু হয়। এরপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। কীভাবে শিশুর মৃত্যু হল, তা নিয়ে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।


 

Malda Hospital: মালদার হাসপাতালে আগুন-আতঙ্ক, কালো ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, রোগীদের শ্বাসকষ্ট

মালদার হাসপাতালে আগুন-আতঙ্ক। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন-আতঙ্ক। কালো ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, রোগীদের শ্বাসকষ্ট। হাসপাতালের পাশে আবর্জনা স্তূপে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের ওয়ার্ড। ওয়ার্ড থেকে বাইরে বের করে আনা হয় রোগীদের। 

West Bengal Assembly: বিধানসভার সিঁড়িতে ধর্না বিজেপি-র, 'রাজ্য সরকার ভয় পেয়েছে', বলছেন শুভেন্দু

'রাজ্য সরকার ভয় পেয়েছে', বলছেন শুভেন্দু। বিধানসভার সিঁড়িতে ধর্না বিজেপি-র। সাসপেনশনের পাল্টা বয়কটের ডাক।

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। 'সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা', অভিযোগ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।


 

Kalighater kaku: সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর,, ৩১ মার্চ পর্যন্ত 'কালীঘাটের কাকু'র অন্তর্বর্তী জামিন

সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। ৩১ মার্চ পর্যন্ত 'কালীঘাটের কাকু'র অন্তর্বর্তী জামিন। জামিন মঞ্জুর করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে জামিনের আবেদন মঞ্জুর। বেহালার বাড়িতেই থাকতে হবে সুজয়কৃষ্ণকে, নির্দেশ হাইকোর্টের। 
সুজয়কৃষ্ণের ফোনে নজরদারি চালাতে পারবে CBI. চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবেন না, শর্ত আদালতের। 


 

Murshidabad News: মুর্শিদাবাদের জঙ্গিপুরে রাস্তা তৈরিতে দুর্নীতি হচ্ছে বলে দাবি করলেন খোদ তৃণমূল বিধায়ক

মুর্শিদাবাদের জঙ্গিপুরে রাস্তা তৈরিতে দুর্নীতি হচ্ছে বলে দাবি করলেন খোদ তৃণমূল বিধায়ক। দুর্নীতি খতিয়ে দেখতে লোকজন এনে রাস্তাও খুঁড়ে ফেললেন বিধায়ক জাকির হোসেন। জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ালেন তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ চৌধুরী। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাতৈরিতে দুর্নীতি চলছে, পুরসভা কিছুই করছে না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি প্রমাণ করতে পারবেন? বিধায়ককে
চ্যালেঞ্জ করেন জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। প্রমাণ করতে না পারলে বিধায়ক পদ ছেড়ে দেব, পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। বাগ্‍‍যুদ্ধের মধ্যেই বিধায়ককে সরিয়ে নিয়ে যান অনুগামীরা। 

Ghatal News: শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে

শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ। ঘটনা স্থলে উপস্থিত ঘাটাল থানার পুলিশ। কীভাবে মৃত্যু শিশুর, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি চিকিৎসকের তরফে। 

West Bengal Assembly: আজ বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, বাইরে ধর্নায় বিরোধী দলনেতা

আজ বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, বাইরে ধর্নায় বিরোধী দলনেতা। বিজেপির মুলতুবি প্রস্তাবে বিধানসভায় তুলকালাম, সাসপেন্ড শুভেন্দু। 
সরস্বতী পুজোয় বাধার অভিযোগে বিজেপির আলোচনার দাবি খারিজ। বিধানসভায় একমাসের জন্য বিরোধী দলনেতা-সহ ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড। 
শুভেন্দুর সাসপেনশনের পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক বিজেপির। সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ। 

Kolkata News: সাত সকালে বিবাদী বাগে টানটান নাটক, দোকানের ভিতর আটকে চোর, শাটার ভেঙে ঢুকল পুলিশ

সাত সকালে বিবাদী বাগে টানটান নাটক। দোকানের ভিতর আটকে চোর। বাইরে থেকে শাটার ভেঙে ঢুকল পুলিশ। চোরকে বের করার চেষ্টা। কিন্তু বেরোতে নারাজ চোর। বেরোতে না চেয়ে শুয়ে পড়লেন চোর। চ্যাংদোলা করে বের করার চেষ্টা।

Kolkata News: কার্তুজ-কাণ্ডের নেপথ্যে আন্তঃরাজ্য অপরাধ সিন্ডিকেট? STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কার্তুজ-কাণ্ডে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য। 'কার্তুজ-কাণ্ডের নেপথ্যে আন্তঃরাজ্য অপরাধ সিন্ডিকেট। কলকাতা ও শহর লাগোয়া এলাকায় ছেয়ে গেছে বেআইনি অস্ত্র, কার্তুজ। বৈধ অস্ত্রের দোকান থেকে দুষ্কৃতীদের হাতে বন্দুক-গুলি', আদালতে জমা দেওয়া নথিতে দাবি STF-এর। অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযানে নামছেন গোয়েন্দারা।
নজরদারি নিয়ে প্রশ্ন ওঠায় নড়চড়ে বসেছে লালবাজারও। সিপি-র নির্দেশে পৃথক তদন্তে লালবাজার। নজরদারিতে গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখতে তদন্ত।


 

Kolkata News: দমদম বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুঠ, এখনও অধরা দুষ্কৃতীরা

দমদম বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুঠ, এখনও অধরা দুষ্কৃতীরা। বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠ! গভীর রাতে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠের অভিযোগ। হেলমেট পরা সশস্ত্র ডাকাতদলের হানা, ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুঠ! জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে ঢোকে ৭জনের ডাকাতদল। ভাড়াটে না থাকার সুযোগে একতলার গ্রিল কেটে লুঠপাটের অভিযোগ। ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত, কর্মসূত্র ছেলে থাকেন মহারাষ্ট্রে। হেলমেট পরা ডাকাতদলের চড়াও হওয়ার ছবি সিসি ক্যামেরাবন্দি!৫দিন পার, সেন্ট্রাল অ্যাভেনিউয়ে এখনও অধরা দুষ্কৃতী, এবার রিজেন্ট পার্ক, দমদমে লুঠ। 

Asansol News: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর পর হুড়োহুড়ির ছবি আসানসোলেও

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু, হুড়োহুড়ির ছবি আসানসোলেও। গতকাল আসানসোল স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। ব্যারিকেডের বদলে হাতে দড়ি নিয়ে ভিড় আটকাতে এল রেল পুলিশ। দড়ি সরিয়ে হুড়মুড়িয়ে ভিড় ঢোকে প্ল্যাটফর্মে, তৈরি হয় চরম বিশৃঙ্খলা। হুড়োহুড়ির মধ্যে নয়াদিল্লি স্টেশনের মতো প্রাণহানি ঘটে গেলে তার দায় কে নিত? নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল থেকেও শিক্ষা নিল না রেল! কাল প্রয়াগরাজে যাওয়ার জন্য আসানসোল স্টেশন থেকে ছাড়বে স্পেশাল ট্রেন।
অবশেষে ব্যারিকেড দিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা রেলের।

West Bengal Assembly: আজ বিধানসভায় বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাইরে ধর্নায় বিরোধী দলনেতা

আজ বিধানসভার ভিতরে বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাইরে ধর্নায় বিরোধী দলনেতা। বিজেপির মুলতুবি প্রস্তাবে বিধানসভায় তুলকালাম। সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। সরস্বতী পুজোয় বাধার অভিযোগে বিজেপির আলোচনার দাবি খারিজ। বিধানসভায় একমাসের জন্য বিরোধী দলনেতা-সহ ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড । শুভেন্দুর সাসপেনশনের পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক বিজেপির। সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ। শুভেন্দুর বিরুদ্ধে অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ। 'হিন্দুদের পক্ষে বলায় সাসপেন্ড, গর্ব অনুভব করছি', বললেন শুভেন্দু অধিকারী। আজ বিধানসভা গেটের সামনে ধর্নার সিদ্ধান্ত বিরোধী দলনেতার।

Salt Lake Fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু এক ব্যবসায়ীর

কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সল্টলেকে ঝলসে মৃত্যু হল এক ব্যবসায়ীর। মৃতের নাম দেবর্ষি গঙ্গোপাধ্যায়। গতকাল রাত ১০টা নাগাদ সল্টলেকের DA ব্লকে বছর ৪৭-এর ওই ব্যবসায়ীর বাড়ির তিনতলার ঘরে আগুন লাগে। ৫ বছরের মেয়েকে নিয়ে একতলায় ছিলেন ব্যবসায়ীর স্ত্রী। তাঁরা বেরিয়ে আসতে পারলেও তিনতলার ঘরে আটকে পড়েন দেবর্ষি। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। ততক্ষণে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ব্যবসায়ীর। ধূমপানের কারণে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।


 

Kumbh Mela 2025: ভিড় সামলাতে রেল ব্য়র্থ হল কেন? কুম্ভের পথে পদপিষ্ট হয়ে মৃত্যুতে প্রশ্ন

কুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণ গেছিল ৩০ জনের। এবার কুম্ভের পথে স্টেশনেই, পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্য়ু হল ১৮ জনের। একবছর ধরে প্রচার, কোটি কোটি মানুষের ভিড়ের আগাম ঘোষণা সত্ত্বেও, সেই ভিড় সামলাতে রেল ব্য়র্থ হল কেন? জোরাল হচ্ছে সেই প্রশ্ন। রেলমন্ত্রীর পদত্য়াগের দাবিও তুলেছে বিরোধীরা। যার পাল্টা আবার সরব হয়েছে বিজেপি।

Kolkata News: রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুঠ

সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর রিজেন্ট পার্ক, শহরে ফের দুঃসাহসিক লুঠ। রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুঠ। ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল ২ দুষ্কৃতী, গৃহকর্ত্রী ফিরতেই হামলা। পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ, গলায় ছুরি ঠেকিয়ে লুঠ। লুঠপাটের পর প্রৌঢ়াকে মেরে সোনার গয়না, নগদ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রেখেছিলেন প্রৌঢ়া। নেপথ্যে পরিচিত কেউ, সন্দেহ রিজেন্ট পার্কের পরিবারের। রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় দুঃসাহসিক লুঠ, ফের প্রশ্নে শহরের নিরাপত্তা। 

Joynagar News: মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে পথসভা করলেন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস

জয়নগরে নিজেই শব্দবিধি ভাঙলেন শাসকদলের বিধায়ক।মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে পথসভা করলেন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিধায়ক প্রতিক্রিয়া দিতে না চাইলেও দল এ ধরনের কাজ সমর্থন করে না বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। কটাক্ষ করেছে বিজেপি। 

Suvendu Adhikari: শুভেন্দু-সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরপর ৩০ দিনের জন্য বিরোধী দলনেতা-সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার গেটে ধর্নার বসবেন বিজেপি বিধায়করা। 

প্রেক্ষাপট

কলকাতায় ফের আগুন। সল্টলেকে বাড়ির মধ্যেই ঝলসে একজনের মৃত্যু। অল্পের জন্য স্ত্রী-মেয়ের রক্ষা। ধূমপানের জন্যেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান। (Kolkata Fire)


 প্রয়াগরাজ থেতে পাটনা স্টেশনে পদপিষ্টের মতো পরিস্থিতি। এসি কামরার কাচ ভেঙে ভিতরে ঢুকলেন যাত্রীরা। (Mahakumbh 2025)


কোটি কোটি পুণ্যার্থীর ভিড়ের আগাম অনুমান। তাও দিল্লি, মধ্যপ্রদেশ, পাটনা থেকে আসানসোল স্টেশনে চূড়ান্ত অব্যবস্থা। (Kumbh Mela 2025)


প্রয়াগরাজ যেতে স্টেশনে স্টেশনে উপচে পড়া ভিড়। ১৮ পুণ্যার্থীর মৃত্যুর পরে অবশেষে নয়াদিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটে কড়াকড়ি। (Indian Railways)


মহাকুম্ভে আবার বিপর্যয়। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের পর ফের প্রয়াগরাজে তাঁবুতে আগুন! খালি থাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।


সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে বিধানসভায় তুললাকাম। শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ৩০দিনের জন্য সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!  (Suvendu Adhikari)


বিজেপির মুলতুবি প্রস্তাব ঘিরে বিধানসভায় তোলপাড়। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে সাসপেন্ড শুভেন্দু। 


মমতা-অভিষেক নিয়ে সুর বদল সৌগতর। বললেন, "আগে কী বলেছিলাম মনে নেই, মমতাই সুপ্রিমো। অভিষেক সাংসদ.. তার বাইরে কী বলতে পারব না।" (Mamata Banerjee)


বীরভূমে ফের কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর লড়াই। পুলিশ পরিচয়ে ডেকে নানুরে অনুব্রত-ঘনিষ্ঠের উপর হামলার অভিযোগ। পাল্টা কঙ্কালিতলায় কাজল-ঘনিষ্ঠের বাড়িতে বোমা! (Anubrata Mondal)


মণ্ডল সভাপতিদের নাম নিয়ে বিজেপিতে ফের বিদ্রোহ! হলদিয়ায় এবার বিজেপির সাংসদ বনাম বিধায়ক! পৃথক শ্রমিক সংগঠন নিয়ে আক্রমণের পাল্টা আক্রমণ। 


শুধু রাশি রাশি কার্তুজ নয়, বিবাদী বাগে অস্ত্রের বৈধ দোকান থেকেই দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্রও! ধৃতদের জেরা করে পরতে পরতে সূত্রের হদিশ! 


লালবাজারের নাকের ডগায় বৈধ অস্ত্রের দোকানে বেআইনি গুলি-বন্দুকের কারবার! আরও এক কর্মী গ্রেফতার। জল গড়াবে কোথায়, জানি না, বললেন সরকারি আইনজীবী। 


কর্মসূত্রে মহারাষ্ট্রে ছেলে। পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ। ভাড়াটে না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে দমদমে ডাকাতদের তাণ্ডব। 


সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুষ্কৃতীরা ধরা পড়ার আগেই দমদমে টার্গেট বৃদ্ধ দম্পতি। মধ্যরাতে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি! 


বড়তলায় নাবালিকাকে অপহরণ করে অত্যাচার, খুনের চেষ্টা। ঝাড়গ্রাম থেকে ধৃত, ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত। আজ সাজা ঘোষণা করবে নগর দায়রা আদালত। 


আধার-ভোটার কার্ড থাকলেই কি ভারতীয়? অনুপ্রবেশকারীদেরও অনেকের জাল পরিচয়পত্র আছে। বর্ধমানের দম্পতি গ্রেফতার মামলায় প্রশ্ন হাইকোর্টের। 


হাওড়ার পর এবার হুগলির চাঁপদানি। ফের বেপরোয়া দুষ্কৃতীরাজ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে লুঠের চেষ্টা। ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে পুলিশ। 


কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলেই 'র‍্যাগিং'! সিনিয়র, ২ সহপাঠীর বিরুদ্ধে মেডিক্যাল কমিশনে নালিশ। ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে শুরু তদন্ত। পদক্ষেপের আশ্বাস।


নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত কেআইআইটি। নেপালি পড়ুয়াদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ। ওড়িশা যাচ্ছেন নেপালি দূতাবাসের ২ অফিসার। 


দিল্লি-NCR-এ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪।  উৎসস্থল ধৌলাকুঁয়ার কাছে। আতঙ্কিত হবেন না, বার্তা প্রধানমন্ত্রীর। 


মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক। ২টি প্রশ্নের অঙ্কে হাত দিলেই নম্বর পাবে পরীক্ষার্থীরা। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত। 


১মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে পার্টি অফিসের উদ্বোধন করলেন খোদ তৃণমূল বিধায়ক! বিতর্কের মুখে নিন্দায় নেতৃত্ব। 


নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার। দায়িত্ব নিচ্ছেন বুধবার। অবসর নিচ্ছেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশনার হচ্ছেন বিবেক জোশী। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.