West Bengal News Live Updates: মঙ্গলবার মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড়
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
মঙ্গলবার মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড় জমতে শুরু করেছে। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তাঁরা। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চালানো হবে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। এবারও গঙ্গাসাগর মেলায় এসেছেন প্রচুর বিদেশি। ইসকনের মাধ্যমে এসেছেন ২১টি দেশের ৮০ জন ভক্ত। এঁদের অধিকাংশই মহিলা। বর্ণাঢ্য শোভাযাত্রায় রঙিন সাগরতট। বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে সাগরমেলা।
স্বামী বিবেকানন্দর জন্মদিনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। একই সময়ে সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী, শশী পাঁজা। ২ দলেরই একই সময়ে কর্মসূচি। বিজেপি যুব মোর্চার ম্যারাথনে সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য শোভাযাত্রা, হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা।
স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজিকে জানালেন শ্রদ্ধা।
মালদার হবিবপুরে সীমান্ত পরিদর্শনে গেলেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। হবিবপুরের কেদারিপাড়া সীমান্ত চৌকিতে গিয়ে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। প্রায় ১০ কিলোমিটার খোলা সীমান্তে ফেন্সিং না দিতে পারায় রাজ্য সরকারকেই দুষলেন হবিবপুরের বিজেপি বিধায়ক। সরকার জমি না দেওয়াতেই এই সমস্যা, দাবি জুয়েল মুর্মুর। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অন্যদিকে, বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে আজও কাঁটাতার লাগানোর কাজ বন্ধ। BSF-BGB ফ্ল্যাগ মিটিংয়ের পরেও মেলেনি সুরাহা। গতকাল ওপারে চাষ করতে গিয়ে ফসল নষ্টের অভিযোগ তোলেন এপারের কৃষকরা। নিরাপত্তার কারণে আপাতত কৃষকদের ওপারে যেতে নিষেধ করা হয়েছে।
কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে গ্রেফতার আরও ১। ধৃতের নাম আদিল
মুর্শিদাবাদের সুতিতে অবৈধভাবে আধার ও প্যান কার্ড তৈরির চক্রের হদিশ। আইডি হ্যাক করে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল আধার ও প্যান কার্ড তৈরির কাজ। গ্রেফতার ৩, ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে আধার কার্ড তৈরির মেশিন, উদ্ধার বেশ কিছু আধার ও প্যান কার্ডও। ধৃতদের নাম মনোজ কুমার মণ্ডল, ইসমাইল শেখ, আকবর আলি। ধৃতদের মধ্যে রয়েছে ১ জন ব্যাঙ্ককর্মীও। ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত, জিজ্ঞাসাবাদ করে জানতে চায় পুলিশ।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে গুরুতর অসুস্থ তিন প্রসূতি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আনা হচ্ছে কলকাতায়। মেদিনীপুর মেডিক্যালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল দু'জনকে। আইসিইউ-তে ছিলেন এক প্রসূতি। প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটির।
সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের উস্কানির পাশাপাশি ফের মন্দিরে চুরি। বাংলাদেশের লালমণিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরি। সোনা-রুপোর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত ৪ লক্ষেরও বেশি টাকার সামগ্রী লুঠ গভীর রাতে মন্দিরের দুটি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। দেড়শ বছরের প্রাচীন মন্দিরে এ ধরনের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণচন্দ্র দাস। খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত সমীর দাস। স্থানীয়দের দাবি, বছর খানেক আগে মুদিখানা খোলেন সমীর। দোকানের একপাশে ফোটোকপির মেশিন। মুদিখানার থেকেও সমীরের ফোটোকপির ব্যবসারই রমরমা ছিল। ভিড় লেগেই থাকত, খদ্দেরদের সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতেন সমীর। স্থানীয়দের দাবি, এর পাশাপাশি, ফ্ল্যাট- বাড়িভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশিদের জন্য আস্তানারও বন্দোবস্ত করে দিতেন সমীর?
বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গিয়েছেন নারায়ণ অধিকারী। ভুয়ো নথি দিয়ে বানানো হয়েছিল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। ভারতে এসে নাম ভাঁড়িয়ে বহু বছর ধরে দত্তপুকুরের কাজিপাড়ায় বাস করছিলেন। দত্তপুকুরে গ্রেফতার অনুপ্রবেশকারী রফিকুল ইসলাম। ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে থাকছিল রফিকুল ইসলাম। রফিকুল ইসলামের বাড়ি বাংলাদেশের মাদারিহাটে। রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকত নুরুল হক ওরফে নারায়ণ অধিকারী। কীভাবে জাল নথি তৈরি, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু। স্যালাইন দূষিত ছিল বলে জানালেন স্বাস্থ্যশিক্ষা দফতরের বিশেষ সচিব। আরও চার প্রসূতি অসুস্থ। আজ এসএসকএম-এ বৈঠক স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধি দলের।
বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত সমীর দাস। স্থানীয়দের দাবি, বছর খানেক আগে মুদিখানা খোলেন সমীর। দোকানের একপাশে ফোটোকপির মেশিন। মুদিখানার থেকেও সমীরের ফোটোকপির ব্যবসারই রমরমা ছিল। ভিড় লেগেই থাকত, খদ্দেরদের সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতেন সমীর। স্থানীয়দের দাবি, এর পাশাপাশি, ফ্ল্যাট- বাড়িভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশিদের জন্য আস্তানারও বন্দোবস্ত করে দিতেন সমীর?
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে ভেন্টিলেশনে দুই প্রসূতি। প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটির। লাইন ব্যবহারের পর প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে, খবর স্বাস্থ্যভবন সূত্রে। ভেঙে যাচ্ছে রক্ত কণিকা, প্রসূতিদের শরীরে অক্সিজেনের পরিমাণও কমেছে, খবর স্বাস্থ্যভবন সূত্রে। 'কিডনিতে সংক্রমণ দেখা দিয়েছে, ৩ প্রসূতির ডায়ালিসিস চলছে। স্যালাইন রহস্য ভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, প্রসবের পরে দেওয়া অক্সিটোসিন ইঞ্জেকশন ও রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের মধ্যে যোগসূত্র রয়েছে কি না', মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনগুলি দীর্ঘদিন বাক্সবন্দী হয়ে থাকায় কোনও রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কি না, তাও দেখা হচ্ছে।
মঙ্গলবার মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড় জমতে শুরু করেছে। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তাঁরা। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চালানো হবে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। এবারও গঙ্গাসাগর মেলায় এসেছেন প্রচুর বিদেশি। ইসকনের মাধ্যমে এসেছেন ২১টি দেশের ৮০ জন ভক্ত। এঁদের অধিকাংশই মহিলা। বর্ণাঢ্য শোভাযাত্রায় রঙিন সাগরতট। বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে সাগরমেলা।
ডোমজুড়ে একটি দড়ির গোডাউনে ভয়াবহ আগুন। সকাল সাড়ে দশটা নাগাদ কারখানাটিতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি। আশেপাশে বেশকিছু কারখানা থাকায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন ।
কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। কিন্তু দহগ্রাম অঙ্গারপোতা গ্রামের ভৌগলিক অবস্থান ভারতীয় ভূখণ্ডে।
বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই দুটি গ্রামকে জুড়তে ’৯২ সালে চালু করা হয় তিন বিঘা করিডর। মেখলিগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, এখানে খোলা সীমান্তের সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সব কিছু অবাধে পাচার হয়। ঢুকে পড়ে দুষ্কৃতীরাও।
বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে তিন বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা। BSF-এর পক্ষে
বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্মদিন। প্রতিবার সাড়ম্বরে পালিত হয় দিনটি। এই উপলক্ষ্যে বেলুড় মঠে প্রতিবছরের মত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোর ৫টায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু হয়। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা
সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে বেলুড় মঠে আসেন। দিনভর চলবে শাস্ত্রপাঠ ও হোমযজ্ঞ। স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই বেলুড়মঠে ভক্ত সমাগম হয়েছে।
নতুন ভোটার তালিকায় নাম নেই তো বাংলাদেশের নাগরিকদের?
যেভাবে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে, তাতে ভুয়ো ভোটারও থাকতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ভুয়ো ভোটার কার্ড তৈরি নিয়ে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো ভোটার কার্ড তৈরি করতে, একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করতেন বারাসাত থেকে ধৃত সমীর দাস। প্রথমে আসল ভোটার কার্ডের ছবির বদলে লাগানো হত বাংলাদেশের নাগরিকদের ছবি। এভাবেই রাশি রাশি ভুয়ো ভোটার কার্ড বানানো হত। এই ভোটার কার্ড দিয়েই তৈরি করে ফেলা হত আসল আধার কার্ড। এই আধার কার্ড দেখিয়ে আসল ভোটার কার্ড বানিয়ে ফেলতেন বাংলাদেশের নাগরিকরা। অনুপ্রবেশকারীরাও অনায়াসে হয়ে যেতেন এ দেশের ভোটার। মিলত ভোটাধিকারও। আর এই তথ্যই রীতিমতো চিন্তায় ফেলেছে প্রশাসনকে।
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। বেলুড় মঠ-সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভক্ত সমাগম। বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় সারা দেশে। সেই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন।করা হয়েছে।
অভিযুক্ত সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ রয়েছে। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগের ঘটনায়, স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা। এমনকী এই ঘটনায় ইডি তদন্তেরও দাবি তুলেছেন শুভেনদু অধিকারী। নির্দিষ্ট কোনও তথ্য থাকলে তদন্তে সহযোগিতা করুন, বলছে তৃণমূল।
নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক। উত্তরীয় পরে, সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপির কটাক্ষ, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গুরুত্ব নারাজ তৃণমূল। BDO-র সাফাই, পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে বনভোজনে যান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।
আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। গত মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তারপর গতকাল, এই কোম্পানির ১০টি ওষুধ বন্ধের নির্দেশিকা দিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কী এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? স্বাস্থ্য দফতরের নির্দেশের পরই তা কেন বন্ধ হল না? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।
প্রেক্ষাপট
১। মেদিনীপুর মেডিক্যালে প্রসূতিমৃত্যু। এবিপি আনন্দর খবরের জেরে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। সমস্ত সরকারি হাসপাতালে অভিযুক্ত সংস্থার তৈরি ওষুধ ব্যবহারে না করতে নির্দেশ। (Medinipur News)
২। এসএসকেএম ও আর জি কর মেডিক্যালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত ওষুধ দ্রুত বন্ধের নির্দেশ। আর জি করে অভিযুক্ত সংস্থার ১০ ধরনের ওষুধ নিষিদ্ধ। (Death at Childbirth)
৩। ৭ জানুয়ারি স্যালাইন বন্ধের নোটিসের পরেও কীভাবে দেওয়া হল নিষিদ্ধ স্যালাইন ? জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশের পর উলুবেড়িয়া হাসপাতাল থেকে সরানো হল স্যালাইনের বোতল। (Adulterated Medicines)
৪। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাঁকুড়া মেডিক্যালে মেল মেডিসিনে ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের দেওয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। আগের স্যালাইনের বোতল, এখন ব্যবহৃত হচ্ছে না, দাবি কর্তৃপক্ষের।
৫। শুধু বাঁকুড়া মেডিক্যাল নয়, রায়গঞ্জ মেডিক্যাল ও ডায়মন্ডহারবার মেডিক্যালেও অবাধে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার। আর কত প্রাণ গেল ফিরবে হুঁশ ? উঠছে প্রশ্ন।
৬। নিষিদ্ধ স্যালাইন দেওয়ার জেরেই কি মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু? আরও ২ জন প্রসূতি ভর্তি CCU-তে। এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে।
৭। প্রসূতি মৃত্যু তদন্তে কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর। মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের ১৩ সদস্যের টিম। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চায় চিকিৎসকদের সংগঠন।
৮। কালো তালিকাভুক্ত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের চোপড়ার ফ্যাক্টরি ও শিলিগুড়ির অফিসে পৌঁছল এবিপি আনন্দ।
৯। মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ এসএফআই, বিজেপি, কংগ্রেসের।
১০। এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ আছে, দাবি শুভেন্দুর। পাল্টা কুণালের চ্যালেঞ্জ, তথ্য থাকলে তদন্তে সহযোগিতা করুন।
১১। মালদার কালিয়াচকে আক্রান্ত বিএসএফ। ২০ জন বাংলাদেশি চোরাচালানকারীদের সশস্ত্র হামলা। ছত্রভঙ্গ করতে শূন্যে ২ রাউন্ড গুলি বিএসএফের। উদ্ধার ফেনসিডিল, ধারাল অস্ত্র। (Malda News)
১২। কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে বন্ধ কাঁটাতার লাগানোর কাজ। ওপারে বাঙ্কার বানাচ্ছে বিজিবি, দাবি স্থানীয়দের। পাল্টা ভারতীয় ভূখণ্ডে বাঙ্কার তৈরি বিএসএফের, সাহায্য গ্রামবাসীদের। (India Bangladesh Border)
১৩। কাঁটাতার লাগানো হবেই, বাংলাদেশকে চ্যালেঞ্জ মেখলিগঞ্জের গ্রামবাসীদের। (বাইটঃ মেখলিগঞ্জ - দম থাকলে গুলি করুন। তবু আমাদের তারবন্দি চলবে এবং চলছে। তারবন্দি আমরা বন্ধ করব না।
১৪। বাংলাদেশের ভারত বিদ্বেষের মধ্যেই বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে ভারতীয় কৃষকদের জমির ফসল নষ্টের অভিযোগ। কার্তিক মহারাজ বললেন, ভারতকে অনেক ধৈর্য দেখাতে হবে।
১৫। কালনায় জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা। এক বাংলাদেশি নাগরিক সহ গ্রেফতার ২। ফের পুলিশের জালে অনুপ্রবেশ সাহায্যকারী। ধানতলা-হাঁসখালি থেকে গ্রেফতার ২ দালাল।
১৬। মালদায় দুলাল খুনে জড়িত ঘনিষ্ঠ কেউ ? খুনের দিন কেন একা ছিলেন দুলাল ? খবর ছিল আততায়ীদের কাছে ? প্রশ্ন তৃণমূল নেতার স্ত্রী ও গাড়ি চালকের। তদন্তে সিআইডির সাইবার টিম।
১৭। এবার সাসপেন্ডেড আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের। জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু আরাবুল ও তাঁর ছেলে হাকিমুলের বিরুদ্ধে। গ্রেফতার ১।
১৮। ফের তৃণমূলের মঞ্চে সরকারি আধিকারিক। মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজনে গিয়ে উত্তরীয় পরে, সম্বর্ধনা নিলেন রানাঘাট ১ নম্বর ব্লকের BDO। ভাইরাল ছবি।(TMC News)
১৯। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে অর্জুনপুত্র পবন সিংহ-কে ফের তলব CID। আগামী সোমবার ভাটপাড়ার বিজেপি বিধায়ককে ভবানী ভবনে তলব। যাবেন CID দফতরে, জানালেন পবন।
২০। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে গয়না চুরির অভিযোগ। গ্রেফতার লকার ইনচার্জ। জালে আরও ১। তল্লাশিতে উদ্ধার ৩০ লক্ষ টাকা, ৫৬ লক্ষের গয়না, দুটি বিলাসবহুল গাড়ি।
২১। আইএসএল ডার্বির রং সবুজ মেরুন। গুয়াহাটিতে মেগা ডার্বিতে ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের। জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -