West Bengal News Live Updates: 'দু'রাউন্ড গুলি চালালে আমরা চার রাউন্ড গুলি চালাব', বললেন ডিজি রাজীব কুমার
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
'আমাদের ওপর দু রাউন্ড গুলি চালালে আমরা চার রাউন্ড গুলি চালাব। আমরা এই বিষয়ে প্রশিক্ষিত, মানুষের নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের ওপর গুলি চালালে বরদাস্ত নয়', বললেন ডিজি রাজীব কুমার। গোয়ালপোখরে গুলিবিদ্ধ কনস্টেবল দেবেন বৈশ্য ও অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর নীলকান্ত সরকার ভর্তি মাটিগাড়ার একটি হাসপাতালে আজ আহত দুজনকে দেখতে যান তিনি।
'সব হাসপাতালে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার বন্ধ করতে হবে। যারা এই ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে', স্যালাইন মামলায় নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের।
'একই সময়ে সরকারি হাসপাতালেও কাজ করব, বেসরকারি হাসপাতালেও করব, এটা হতে পারে না। সব কেসেই সিনিয়র বা বিভাগীয় প্রধানরা সঙ্গে থাকবেন। সঙ্গে থাকবেন সিস্টাররা। বাংলার বদনাম করা হচ্ছে', স্যালাইন কাণ্ডে মমতা।
মালদার কালিয়াচকে তৃণমূলকর্মী খুনের ঘটনায় আটক ২। ড্রোন উড়িয়ে তল্লাশি চালানোর পর আটক ২। বালুয়া চড়া এলাকায় একটি মাঠ থেকে আটক। অভিযোগ, বালুয়া চড়ার মাঠে গোপন ডেরা বানিয়ে লুকিয়ে ছিল ধৃতেরা।
ডিউটি থাকা সত্ত্বেও যাঁরা পালন করেননি, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্য়ালাইন কাণ্ডে মোট ১২ জনকে সাসপেন্ড করা হয়েছে। মেদিনীপুর কলেজের RMO সাসপেন্ডেড। সাসপেন্ড করা হয়েছে MSVP-কে, জানালেন মমতা।
'OT-র গেট পর্যন্ত সিসিটিভি কেন থাকবে না? গাফিলতি থাকলে ফৌজদারি অপরাধ কেস টু কেস খতিয়ে দেখতে হবে। OT পর্যন্ত সিসিটিভি অবিলম্বে লাগাতে হবে। না মানলে হাতজোড় করে বলব অন্য রাজ্যে যান', বললেন মমতা।
'এ-রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর যে উন্নয়ন হয়েছে, তা কোথাও হয়নি। মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়েছে। মেডিক্যালে বেড়েছে সিটের সংখ্যাও। ৪২ টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে', জানালেন মমতা।
'স্যালাইনকাণ্ডে ২ রকমের তদন্ত করা হয়েছে। রিপোর্টে গাফিলতি সামনে এসেছে। ২ টি ওটি টেবিলে অপারেশন করা হয়েছিল। যে RMO বা ডাক্তার ডিউটিতে ছিলেন, তাঁরা রোগীকে দেখতে যাননি, অস্ত্রোপচারের সময়ও যাননি। অস্ত্রোপচারের পদ্ধতি ঠিকমত অনুসরণ করা হয়নি। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল মানা হয়নি। ট্রেনি চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করা হয়েছে', জানানো হয়েছে রাজ্যের তদন্ত রিপোর্টে, স্যালাইন কাণ্ড নিয়ে বলল রাজ্য।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে দুই পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে উধাও বিচারাধীন বন্দি এখনও পলাতক আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ পলাতক ২০১৮ সালে করণদিঘির একটি খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাদ আলম
পুলিশের দাবি, গতকাল আদালত থেকে ফেরার পথে, শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থামায় সাজ্জাদ
এরপর পাহারায় থাকা দুই পুলিশকর্মীর ওপর গুলি চালিয়ে সে পালিয়ে যায়
গুলিবিদ্ধ কনস্টেবল দেবেন বৈশ্য ও অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর নীলকান্ত সরকার মাটিগাড়ার একটি হাসপাতালে ভর্তি আছেন
গোয়ালপোখরের পর এবার ডোমকল। ডোমকলের আলিনগর গ্রামে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাই! আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত হন ASI রানাপ্রতাপ সেনগুপ্ত. তাঁর আঙুলে কোপ মারা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় পুলিশি টহল চলছে।
'সব হাসপাতালে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহার বন্ধ করতে হবে। যারা এই ড্রাগ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে', স্যালাইন মামলায় নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের।
আগেই রিঙ্গার্স ল্যাকটেটের ব্যবহার বন্ধ করা হয়েছে, আদালতে জানায় রাজ্য। সিআইডি তদন্তে আগ্রহী কি না জানতে চাইলে, 'হ্যাঁ' বলে রাজ্য। মামলার পরবর্তী শুনানি ৩০ জানুয়ারি।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বন্ধ রিঙ্গার ল্যাকটেট সরবরাহ। বাইরে থেকে কিনতে হচ্ছে RL. এবার সেই RL-এ মিলল ছত্রাক! অভিযোগ, ওই স্যালাইনে ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট নেই। উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়রা
সেফ আলি খানের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লিখলেন, 'সেফ আলি খানের উপর হামলার খবর অত্যন্ত উদ্বেগজনক। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। আশা করি, আইনি পথে তদন্ত হবে, ধরা পড়বে দোষীরা। শর্মিলাদি, করিনা কপূর এবং গোটা পরিবারের জন্য প্রার্থনা করছি'।
স্যালাইনকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই সরিয়ে দেওয়া হল ওষুধ কেনা ও সরবরাহের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। অপসারিত স্বাস্থ্য দফতরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তী। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, দায়িত্বে আনা হল জাতীয় স্বাস্থ্য মিশনের দায়িত্বে থাকা বিশেষ সচিব শুভাঞ্জন দাস। চৈতালিকে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পরিকল্পনা ও স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্ব।
অস্ত্রোপচার হয়ে গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সেফ আলি খান। পরিবারের সকলে নিরাপদে রয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। জানাল অভিনেতার টিম।
প্রথমে সই-তারিখ ছাড়া রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নোটিস, এরপরই বাড়িতে পুলিশি তল্লাশির অভিযোগ তুললেন আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া। তাঁর অভিযোগ, আজ সকালে ৩০-৪০ জন পুলিশ আচমকাই তাঁর কাকদ্বীপের রামতনুনগরের বাড়িতে হানা দেয়। তল্লাশির নামে বাড়ি তছনছ করে। আর জি কর মেডিক্যাল কলেজের ENT বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আসফাকুল্লা ‘নিয়ম বহির্ভূতভাবে’ নিজেকে ENT বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করছেন বলে
সম্প্রতি অভিযোগ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর্স অ্যাসোসিয়েশন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলও সই, তারিখ ছাড়া একটি নোটিস পাঠায় জুনিয়র ডাক্তারের কাছে।
আর জি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ আসফাকুল্লা নাইয়া। তাঁর বাড়িতে পুলিশ ও নোটিস পাঠিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর্স ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো।
সেফ আলি খানের বাড়িতে ঢুকে লুঠের ছক? নাকি অন্য কোনও কারণে হামলা? পতৌদি-পুত্রকে আক্রমণের ঘটনায় ৭টি দল গঠন করেছে মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিনেতার বাড়ির কর্মচারীদের। পুলিশ সূত্রে খবর, রাত ২টো নাগাদ সেফের ছোট ছেলে জেহ্-র শোওয়ার ঘরে ঢোকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরিচারিকা তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠেন। চিৎকার শুনে সেফ ওখানে যেতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তি, এলোপাথাড়ি কোপাতে শুরু করে। পুলিশ জানিয়েছে, সেফের বাড়ির পিছনে একজনই নিরাপত্তারক্ষী ছিলেন।পাঁচিলও ৫-৬ ফুটের বেশি উঁচু নয়। হামলাকারী পাঁচিল টপকে ভিতরে ঢোকে বলে পুলিশের অনুমান।
স্যালাইনকাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু। অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুপুত্রের মৃত্যু। জন্মের পর থেকে SNCU-তে ভর্তি ছিল নবজাতক।
২ দিন পার। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রোমোটার। হরিয়ানার ঠিকাদার সংস্থারও কেউ গ্রেফতার হয়নি। চারতলা বহুতল ভেঙে ফেলার কাজ করছে কলকাতা পুরসভা। জলাজমি বুজিয়ে, তিনতলার প্ল্যান স্যাংশন করিয়ে চারতলা বানিয়ে ফেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে, এতদিন পুরসভা কী করছিল? নজরদারি ছিল না কেন?
বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিল দুষ্কৃতীরা। সেই সময়ই হামলা সইফ আলি খানের উপর। হাসপাতালে অস্ত্রোপচার চলছে অভিনেতার, জানাল তাঁর টিম।
আইনশৃঙ্খলা, স্বাস্থ্য়, শিক্ষা--- সরকারের প্রধান দায়িত্ব যেগুলো, এরাজ্য়ে তা-ই বারবার প্রশ্নের মুখে। গোয়ালপোখরে দিনেদুপুরে গুলি খাচ্ছে পুলিশ। মালদায় ধাওয়া করে, গুলি চালিয়ে, খুন করা হচ্ছে তৃণমূল নেতাকে। রাস্তায় ফেলে, থেঁতলে খুন করা হচ্ছে তৃণমূলকর্মীকে। ভয় এতটাই, যে তাঁর পরিবার বিচার অবধি চাইছে না। যা দেখে বিরোধীরা প্রশ্ন তুলছে, এরাজ্য়ে কি আইশৃঙ্খলা বলে কিছু আছে? পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
কালিয়াচকে তৃণমূলকর্মী খুনের ঘটনায় ২৪ ঘণ্টা কেটে গেলেও মূল অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখকে ধরতে পারল না পুলিশ। স্নিফার ডগ এনে তল্লাশি চালিয়েছে পুলিশ। নামানো হয় ড্রোনও। তাতেও অধরা মূল অভিযুক্ত।
অভিনেতা সইফ আলি খানের উপর হামলা। গভীর রাতে সইফের মুম্বইয়ের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা। আপাতত লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ, অভিনেতা বিপন্মুক্ত, জানিয়েছেন চিকিৎসকরা। নিছক চুরি, না অন্য কোনও কারণে হামলা? তদন্তে বান্দ্রা থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা দাবি। না দেওয়ায় দোকানে ঢুকে ভাঙচুর, ভাঙা হল বাড়ির কাচ। CC ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতী-দৌরাত্ম্যের ছবি। অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছ থেকে বছরখানেক ধরে তোলা দাবি করছিলেন স্থানীয় তৃণমূল নেতার অনুগামীরা। টাকা না দেওয়ায় এর আগেও একবার ব্যবসায়ীর নার্সারির পাঁচিল ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।
গল্ফগ্রিনে মহিলা খুনের কিনারা। খুনের সঙ্গে জড়িত সন্দেহে পাকড়াও ১। মহিলার সঙ্গে গণ্ডগোলের জেরে খুন, সন্দেহ পুলিশের।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ অনুসন্ধানে পুলিশ। গতকাল খাটের তলা থেকে উদ্ধার হয় মহিলার গলার নলি কাটা মৃতদেহ।
তোলা না দেওয়ায়, বাগুইআটিতে প্রোমোটারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনার ১ মাস পরও খোঁজ নেই অভিযুক্ত কাউন্সিলরের। তাঁর স্ত্রীর দাবি, তিনিও জানেন না, স্বামী কোথায় আছে। এদিকে, অভিযুক্ত ধরা না পড়ায় রীতিমতো আতঙ্কে রয়েছেন আক্রান্ত প্রোমোটার।
১ মাসের মধ্যে ফের গল্ফ গ্রিনে মহিলাকে নৃশংসভাবে খুন! গল্ফ গ্রিনের রাজেন্দ্র কলোনিতে মহিলার গলার নলি কাটা দেহ। খাটের তলা থেকে নাফিসা খাতুনের রক্তাক্ত দেহ উদ্ধার। শরীরে ধারালো অস্ত্রের আঘাত, খুন বলে অনুমান পুলিশের। মায়ের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন নাফিসা, কাজ করতেন সাউথ সিটিতে।
সাতসকালে কলকাতা, হাওড়া-সহ ৩টি জায়গায় ইডি তল্লাশি। ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডি-র তল্লাশি। হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে, দাবি ইডি-র। এই মামলায় আগেই শিল্পপতি সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করেছে ইডি।
প্রেক্ষাপট
পরপর তৃণমূল নেতা খুনের পরে এবার পুলিশকে গুলি চালিয়ে খুনের আসামি চম্পট! কোর্ট থেকে জেলে ফেরার সময় গোয়ালপোখরে আক্রান্ত ASI, কনস্টেবল। (Attack on Police)
কোর্ট থেকে বেরোনোর ৪০ মিনিটের মধ্যেই নিখুঁত অপারেশন। যাতায়াতের পথে বন্দির হাতে অস্ত্র। শৌচাগারে যাওয়ার নামে ভ্যান থামতেই এলোপাথাড়ি গুলি।
পুলিশের হেফাজতে থাকা বন্দির হাতে কম্বলের আড়ালে আগ্নেয়াস্ত্র। সেই অস্ত্রেই পুলিশকে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট। পরতে পরতে প্রশ্নের মুখে নজরদারি।
মালদায় তৃণমূলকর্মীকে নৃশংস খুন। ১ দিন পর মূল অভিযুক্তের ঘনিষ্ট গ্রেফতার। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ দিয়ে দিনভর তল্লাশিতেও খোঁজ মিলল না জাকিরের। (Malda News)
নেক্সট টার্গেট কে? মুখ খুললেই হামলা হবে না তো? ভাইয়ের খুনের পর আতঙ্কে মৃত তৃণমূলকর্মীর পরিবার। (TMC News)
নেতা থেকে কর্মী। মালদায় ফের তৃণমূলের হাতে তৃণমূল খুন। মুখ খুললেন অভিষেক। বললেন, পার্টি বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক। দোষী হলে কেউ পার পাবে না।
রেশন কাণ্ডে এগ্রেফতারির ১৪ মাস পর বালুও জেলমুক্ত। তদন্ত নিয়ে পরতে পরতে প্রশ্নের মুখে ইডি। জামিন-শুনানির সময় নতুন গ্রেফতারি দুরভিসন্ধির ইঙ্গিত, বলল কোর্ট। (Ration Scam)
গরু পাচার থেকে শিক্ষা দুর্নীতি, একের পর এক মামলায় জামিন। কেষ্ট-মানিক-জীবন-অর্পিতার পর বালুরও জামিন। এখনও জেলে পার্থ। (Jyotipriya Mallick)
২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কী? দুর্নীতি করে কাদের চাকরি, কারা পায়নি, সেটাই গুরুত্বপূর্ণ, বলল সুপ্রিম কোর্ট। আলাদা করে তদন্ত চায় গ্রুপ সি চাকরিপ্রাপকরা। ২৭ জানুয়ারি ফের শুনানি। (SSC Case)
স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য ভবন শুভেন্দু। স্বাস্থ্যসচিব, সুপারের গ্রেফতারি দাবি। থানায় নালিশ বিজেপি-র। শুভেন্দু বললেন, "স্বাস্থ্যমন্ত্রীর গ্রেফতারি-পদত্যাগ চাই।"
প্রসূতিমৃত্যু দুঃখজনক, এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে হবে, প্রসূতিকাণ্ডে মুখ খুলে বার্তা অভিষেকের। (Saline Death Case)
স্যালাইন কাণ্ডে এখনও সঙ্কটে ৩ প্রসূতি। সেপটিক শকে মৃত্যু মামণি রুইদাসের।দাবি ময়নাতদন্তের রিপোর্টে। আজও মেদিনীপুর মেডিক্যালে CID, কর্তৃপক্ষের সঙ্গে কথা।
বাংলায় স্যালাইন কেলেঙ্কারি, সঙ্কট মেটাতে ভরসা উত্তরপ্রদেশ। লখনউ থেকে কলকাতা মেডিক্যালে এল ২০ হাজার স্যালাইন। আসছে আরও রিঙ্গার ল্যাকটেট।
পথ দুর্ঘটনায় গুরুতর আহত ফুড ডেলিভারিম্যান। ভর্তি করতে গিয়ে বিপত্তি, রাতভর ঘুরতে হল সরকারি-বেসরকারি হাসপাতালে। ১১ ঘণ্টা পর, SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি, মেলেনি বেড।
তৃণমূলে তুঙ্গে বয়কট বিতর্ক। অভিষেক বললেন, "মমতা বয়কটের রাজনীতি বিশ্বাস করেন না।" পাল্টা কুণাল, "মমতার কথা অন্যের মুখে শুনব না, অবস্থানে অনড়।"
অভিষেক বললেন, "অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তো তাঁরাই দলে ফিরতে পারতেন না।" কুণালের বক্তব্য, "আমার অবদান নেত্রীও জানেন, অভিষেকও জানে।" (Abhishek Banerjee)
সাসপেনশনের পরেও সেবাশ্রয় ক্যাম্পে। কার্যত শান্তনুর পাশেই দাঁড়ালেন অভিষেক। (Kunal Ghosh)
সমবায় ব্যাঙ্কের বোর্ড গঠনেও দ্বন্দ্ব, হস্তক্ষেপ করতে হল খোদ মমতাকেও! প্যানেলের বাইরে কাউকে মনোনয়ন নয়। অখিল, উত্তমদের নিয়ে বৈঠকে কড়া বার্তা। (Mamata Banerjee)
১ মাসের মধ্যে গল্ফ গ্রিনে ফের মহিলা খুন! টালিগঞ্জের পরে রাজেন্দ্র প্রসাদ কলোনি। খাটের তলায় গলার নলি কাটা দেহ উদ্ধার। খুনির খোঁজে স্নিফার ডগ। (Kolkata News)
বাঘাযতীনের হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু করল পুরসভা। ১১ বছর আগে জলাজমি বুজিয়ে বিল্ডিং। কীভাবে তিনতলার অনুমোদন পেয়ে চারতলা ফ্ল্যাট? (Baghajatin Illegal Construction)
বাঘাযতীনে বাড়ি ভাঙার দায় বামেদের ঘাড়ে চাপালেন মেয়র। ফিরহাদ বললেন, "কলোনি এলাকাগুলো প্রথমে জলাজমি ছিল...ফিলিং হয়েছে লেফট ফ্রন্টের সময়ে।" বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, "দোষ ঢাকতে দায় চাপাচ্ছে।"
বাঘাযতীনে বাড়ি হেলে পড়া নিয়ে রাজনৈতিক তরজা। সুকান্ত মজুমদার বললেন, "পদত্যাগ করতে হবে মেয়রকে।" পাল্টা ফিরহাদ হাকিম বললেন, " সুকান্তর তো তিনটে, ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে কেন?"
গুড়াপে শিশুকন্যাকে ধর্ষণ-খুন। ৫২ দিনের মাথায় রায়দান। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল পকসো আদালত।
রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের লকার থেকে চুরির অভিযোগ। ধৃত ব্যাঙ্ককর্মীর বাড়িতে মিলল ১০ কোটির হিরে। উদ্ধার ১ কোটি টাকার সোনা ও কাঁড়ি কাঁড়ি টাকা।
সীমান্তে উস্কানির মধ্যেই অনুপ্রবেশ, চোরাচালান। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদে অভিযান। BSF-এর ওপর হামলা, পাল্টা শূন্যে গুলি। ধৃত ১৩ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত।
আরও বেপরোয়া বাংলাদেশ। এবার BGB-র বিরুদ্ধে ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ। চাপড়া থানায় অভিযোগ দায়ের।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শুরু ইডির। নথি সংগ্রহ। টাকা পাচার হয়েছে কিনা, সেদিকেই নজর। রিপোর্ট দেখে ECIR-এর সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -