West Bengal News Live Updates: ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার ঘটনায় চার্জশিট দিল NIA
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার ঘটনায় চার্জশিট। বিশেষ আদালতে চার্জশিট পেশ এনআইএ-র। বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে চার্জশিট। ২৮ অগাস্ট: বিজেপির ডাকা বাংলা বনধের দিন প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি।
ফের চাকরি চেয়ে পথে। নিয়োগের দাবিতে ২০২২-এর টেট উত্তীর্ণদের মিছিল। শিয়ালদায় রাস্তায় বসে বিক্ষোভ।
আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ। দিনহাটার গীতালদহের ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় দুই পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, আহত ২। তৃণমূল পঞ্চায়েত সদস্য ডলি খাতুনের সঙ্গে নির্দল পঞ্চায়েত সদস্য রোশেনারা বিবির অনুগামীদের সংঘর্ষ। সংঘর্ষে আহত ২ ডলি খাতুনের অনুগামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ।
আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ। দিনহাটার গীতালদহের ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় দুই পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, আহত ২। তৃণমূল পঞ্চায়েত সদস্য ডলি খাতুনের সঙ্গে নির্দল পঞ্চায়েত সদস্য রোশেনারা বিবির অনুগামীদের সংঘর্ষ। সংঘর্ষে আহত ২ ডলি খাতুনের অনুগামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ।
বিধানসভায় এলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। শুভেন্দু অধিকারী ও নৌশাদ সিদ্দিকির সঙ্গে বৈঠক।
বিধানসভায় এলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। শুভেন্দু অধিকারী ও নৌশাদ সিদ্দিকির সঙ্গে বৈঠক।
বিধানসভায় এলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। শুভেন্দু অধিকারী ও নৌশাদ সিদ্দিকির সঙ্গে বৈঠক।
বিধানসভায় এলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। শুভেন্দু অধিকারী ও নৌশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক।
বিধানসভায় এলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। শুভেন্দু অধিকারী ও নৌশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক।
ঢাকায় গ্রেফতার সন্ন্যাসী, দিল্লির পদক্ষেপ চান শুভেন্দু। 'সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন চিন্ময়কৃষ্ণ দাস প্রভু', অবিলম্বে চিন্ময়কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের ডাক। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনেও বিক্ষোভের ডাক। অবিলম্বে হস্তক্ষপ করুন বিদেশমন্ত্রী, আবেদন শুভেন্দু অধিকারীর। অবিলম্বে বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ চান সুকান্ত মজুমদারও।
ঢাকায় গ্রেফতার সন্ন্যাসী, দিল্লির পদক্ষেপ চান শুভেন্দু। 'সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন চিন্ময়কৃষ্ণ দাস প্রভু', অবিলম্বে চিন্ময়কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের ডাক। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনেও বিক্ষোভের ডাক। অবিলম্বে হস্তক্ষপ করুন বিদেশমন্ত্রী, আবেদন শুভেন্দু অধিকারীর। অবিলম্বে বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ চান সুকান্ত মজুমদারও।
পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার গাজোল। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অন্তত ৭। পুকুর দখলকে কেন্দ্র করে একের পর এক বাড়িতে আগুন।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার গাজোল। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অন্তত ৭। পুকুর দখলকে কেন্দ্র করে একের পর এক বাড়িতে আগুন।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
তৃণমূলে প্রচুর বদল, ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। ফের অভিষেকের হয়ে ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়ক। বললেন, 'মমতার ঘনিষ্ঠরা কতটা তাঁর ভাল চান, সন্দেহ আছে। কিন্তু মমতা যাঁদের দায়িত্ব দিয়েছেন, তাঁদের কী ভূমিকা? ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফিরহাদ ক'বার মিটিং করেছেন'? প্রশ্ন হুমায়ুন কবীরের।
বিধানসভায় এলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় নিহত চিকিৎসকের মা-বাবা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ। গতকাল চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হন তিনি। প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইসকন। কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। ভিত্তিহীন অভিযোগ, চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার, দাবি ইসকন কর্তৃপক্ষের।
মহেশতলায় SBI ব্য়াঙ্কের চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। দাবি, ভেঙে নয়, চাবি দিয়েই খোলা হয়েছিল তালা। 'ব্যাঙ্কের পিছনের দরজা থেকে শুরু করে ভল্ট রুম, সবকিছুই চাবি দিয়ে খোলা হয়েছিল। ডুপ্লিকেট চাবি দিয়ে কি খোলা হয়েছিল তালা? খতিয়ে দেখছে পুলিশ। চুরির ঘটনায় ব্যাঙ্কের কেউ জড়িত? CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
গুজরাতে ধৃত সিরিয়াল কিলারের কাছে মিলল বালির নিহত তবলা বাদকের মোবাইল। গুজরাত থেকে ধৃত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু। ধৃতের কাছ থেকে উদ্ধার তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে উদ্ধার হয় তবলা বাদকের দেহ। ধৃত সিরিয়াল কিলারই কি তবলা বাদকের খুনি? খতিয়ে দেখছে পুলিশ। গুজরাত যাচ্ছে হাওড়া জিআরপি-র বিশেষ দল।
গুজরাতে ধৃত সিরিয়াল কিলারের কাছে মিলল বালির নিহত তবলা বাদকের মোবাইল। গুজরাত থেকে ধৃত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু। ধৃতের কাছ থেকে উদ্ধার তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে উদ্ধার হয় তবলা বাদকের দেহ। ধৃত সিরিয়াল কিলারই কি তবলা বাদকের খুনি? খতিয়ে দেখছে পুলিশ। গুজরাত যাচ্ছে হাওড়া জিআরপি-র বিশেষ দল।
জাতীয় কর্মসমিতিতে থাকলেও শৃঙ্খলারক্ষা কমিটিতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বলার দায়িত্ব।
তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে জায়গা পেলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটিতেও কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।
দলের নতুন প্রজন্মকে মমতা-মুখী করতে বিশেষ কর্মসূচি তৃণমূলের। 'নেত্রী যে ইতিহাস তৈরি করেছেন, এই ইতিহাস জানতে হবে। নবীন প্রজন্মের গোচরে হয়তো ইতিহাস থাকে না', বললেন চন্দ্রিমা। তৃণমূলের কর্মসূচির নেপথ্য়ে কি বিশেষ রাজনৈতিক সমীকরণ?
তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের। ২৬-র ভোটের আগে মমতার হাতেই রাশ, তৃণমূলে প্রবীণদের আরও গুরুত্ব। তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের অনুগামী-আস্থাভাজন-প্রবীণ নেতাদের গুরুত্ব বাড়ল। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২০ থেকে বেড়ে হল ২৫। দিল্লিতে বলার দায়িত্বে অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ। জাতীয় কর্মসমিতিতে থাকলেও শৃঙ্খলারক্ষা কমিটিতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের কথা ঘোষণা। সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি। সব কমিটির মাথাতেই তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠরা। শৃঙ্খলারক্ষা কমিটির বেশিরভাগ সদস্যই প্রবীণ ও মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত।
শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে তুলে নেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে। আর জি কর-কাণ্ডে প্রকাশ্যে মুখ খোলেন শান্তনু। এর আগে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরকারি প্রতিনিধি শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। পাল্টা স্বাস্থ্যসচিবকে চিঠি লেখেন শান্তনু। সেই আবহেই এবার শান্তনু সেনের নিরাপত্তা ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই নিয়ে মন্তব্য করতে চাননি শান্তনু সেন।
ফের সরকারি হাসপাতালে দালাল-রাজ, এবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল। প্রকাশ্যেই টাকা নিয়ে রোগী ভর্তি করছেন দালালরা। দালালরাই রোগীকে স্ট্রেচারে তুলে পৌঁছে দিচ্ছেন ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি, অভিযোগ রোগীর আত্মীয়দের। দালাল-রাজের কথা স্বীকার করেছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষের। পর্যাপ্ত গ্রুপ ডি কর্মী না থাকায়, সুযোগ নিচ্ছে দালালরা: অধ্যক্ষ।
কলকাতায় ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু। এবার আলিপুর চিড়িয়াখানার কাছে বেপরোয়া গতির বলি ১৯ বছরের তরুণ।
গতকাল গভীর রাতে দুর্ঘটনা ঘটে। আলিপুর থেকে ধর্মতলায় যাওয়ার পথে, চিড়িয়াখানার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে
পড়েন ওই তরুণ। আহত হন তাঁর সঙ্গীও। আলিপুর থানার পুলিশ ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
কোচবিহারের মাথাভাঙায় আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে তৃণমূল নেতার রোষের মুখে পড়লেন সরকারি অফিসার। সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য, চেয়ার ছুড়ে মারার চেষ্টার অভিযোগ উঠল রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মণিরুল হকের বিরুদ্ধে। হামলার ছবি ভাইরাল। গতকাল রুইডাঙা এলাকায় সমীক্ষার কাজে যান ভূমি ও রাজস্ব বিভাগের আধিকারিক। অভিযোগ, তাঁকে ফোন করে অন্য এলাকায় সমীক্ষায় যাওয়ার নির্দেশ দেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সরকারি অফিসার নির্দেশ অগ্রাহ্য করায় তাঁকে মারার জন্য চেয়ার ছুড়ে মারার চেষ্টা করেন তৃণমূল নেতা।
এরপর ঘোকসাডাঙা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটক করে। যদিও রাত পর্যন্ত প্রশাসনের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রশাসনকে কাজ করতে দিতে হবে, দল হস্তক্ষেপ করবে না, সাফাই তৃণমূল নেতৃত্বের।
নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্যমৃত্য়ু। মৃতের নাম আব্দুর রহমান। গতকাল রাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ১৮ তলায় ঘর থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। মৃত ছাত্রের বাড়ি মালদার বৈষ্ণবনগরে। আত্মহত্যা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ।
রাজধানী দিল্লির মতোই ধোঁয়াশার চাদরে ঢাকছে কলকাতার মুখ। শহুরে ঘিঞ্জি এলাকা তো আছেই, কলকাতার অপেক্ষাকৃত সবুজ অঞ্চলেও গত কয়েকদিনে দূষণের মাত্রা বাড়ছে।
হুগলির খানাকুলে বিজেপি পঞ্চায়েত সদস্যার শ্লীলতাহানির অভিযোগ উঠল। খানাকুল থানা ঘেরাও করে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনায় চার তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির দাবি, পঞ্চায়েত দখল করতে না পেরে হেনস্থা করছে তৃণমূল। রাজনীতি-যোগ অস্বীকার করেছে শাসকদল।
চিটফান্ড কাণ্ডের তদন্তে তৎপর ইডি। কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় অভিযান। নিউ আলিপুরে প্রয়াগ গোষ্ঠীর ফ্ল্যাটে ইডির তল্লাশি। আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে। প্রয়াগ গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ। চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় ইডি। প্রয়াগ গোষ্ঠীর বিভিন্ন অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। নিউ আলিপুর-সহ কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
এর আগে চিটফান্ড মামলায় ২০১৭-র ১৫ মার্চ সিবিআইয়ের হাতে গ্রেফতার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে অভীক বাগচী। ১৯৯৭ সালে প্রয়াগ গোষ্ঠী দিল্লিতে ব্যবসা শুরু করে। সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই অভিযান চালাচ্ছে ইডি।
কয়লাকাণ্ডে অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার জেরে সোমবার আসানসোল আদালতে হল না সিবিআইয়ের মামলায় চার্জ গঠন। যার জেরে বিরোধীরা প্রশ্ন তুলছে, চার্জ গঠন আটকাতেই কি হঠাৎ এই গ্রেফতারি? যদিও, তৃণমূলের পাল্টা দাবি, কোনওকিছু আটকানোর জন্য় কিছু করা হয়নি।
প্যারোলে মুক্ত থাকার মধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্য়াট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ ও সোনা উদ্ধার হয়েছিল। অর্পিতা মুখোপাধ্য়ায় জামিন পেলেও, এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়।
প্রেক্ষাপট
ছাব্বিশের ভোটের আগে সংগঠনে জোর। জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূলে আরও গুরুত্ব প্রবীণদের। দিল্লিতে কীর্তি আজাদদের সঙ্গে বলার দায়িত্বে অভিষেক। (TMC News)
১ থেকে বেড়ে তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি। জাতীয় কর্মসমিতিতে থাকলেও একটিতেও নেই অভিষেক। বলতে পারবেন দিল্লিতে সংসদ বিষয়ে। (Abhishek Banerjee)
একের পর এক বেফাঁস মন্তব্যে বিড়ম্বনায় দল। শৃঙ্খলায় আরও কড়া মমতা। এক থেকে বেড়ে এবার ৩টি কমিটি। জাতীয় কর্মসমিতির সদস্যসংখ্যা বেড়ে ২৫। (Mamata Banerjee)
ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় নামছে তৃণমূল। ৩০ নভেম্বর মিছিল, ধর্না। রাষ্ট্রপতির কাছে যাবে প্রতিনিধিদল।
তৃণমূলের নতুন কর্মসমিতিতে এলেন বিমান, মানস, মালা, কল্যাণ, জাভেদ। শৃঙ্খলারক্ষা কমিটিতে আরও কড়াকড়ি। ৩বার নোটিসের জবাব না দিলেই সাসপেন্ড।
বামেদের বিরুদ্ধে মমতার লড়াইকে সামনে রেখে এবার পথে নামছে তৃণমূল। জেলায় জেলায় নব্যদের দলের ইতিহাস ও মমতার সংগ্রাম শেখানোর কর্মসূচি।
অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূম তৃণমূল। জেল মুক্তির ২ মাস পরে সাক্ষাৎ, কেষ্টতেই আস্থা নেত্রীর। জানতে চাইলেন কেমন আছেন, কিছু বলার আছে কিনা। (Anubrata Mondal)
কালীঘাটে তৃণমূলের মেগা বৈঠক। মমতা, অভিষেক, সুব্রত বক্সি ছাড়া বলার সুযোগ পেলেন না আর কেউ। বাইরে বেরিয়েও মুখে কুলুপ।
পরপর ভোটে ভরাডুবি, বঙ্গ বিজেপিতে আরও তথাগত-সুর! আপসহীন রাজ্য সভাপতি চাই, বলছেন অনেকেই। (BJP News)
দিলীপ, তথাগত, অগ্নিমিত্রার পরে অর্জুন। ছাব্বিশের লক্ষ্যে সংগঠন নিয়েই সন্দেহ। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার বার্তা জিতেন্দ্রর। অর্জুন বললেন, "এখন যা অবস্থা তাতে ছাব্বিশের কীভাবে ক্ষমতায়?"
ছাপ্পা ভোট দিয়ে উপনির্বাচন জয়ের অভিযোগ, বিধায়কদের শপথ গ্রহণে থাকবে না বিজেপি।
উপনির্বাচনে জোড়া ফুলের জয়, মহারাষ্ট্রে কংগ্রেসের ভরাডুবি। ছোঁয়া এড়াতে দিল্লিতে জোটের বৈঠকে গরহাজির তৃণমূল। পাল্টা ওয়াকফ নিয়ে সমাবেশের ডাক।
ওয়াকফ বিল নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ। প্রধান বক্তা ফিরহাদ-কল্যাণ। বিধানসভাতেও আসছে বিরোধিতার প্রস্তাব। (Waqf Bill)
আদানি-ইস্যুতে উত্তপ্ত সংসদ। অধিবেশনের শুরুতেই মুলতুবি। যন্তরমন্তরে কংগ্রেসের বিক্ষোভ। বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী।
ঘুষ-কাণ্ডের অভিযোগে বিদ্ধ আদানি। চাপ বাড়াল কংগ্রেস শাসিত তেলঙ্গানা সরকার। ইয়ং ইন্ডিয়া স্কিল বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ কোটির অনুদান প্রত্যাখ্যান।
ফের ঝাড়খণ্ডের মসনদে হেমন্ত। শপথগ্রহণে যাচ্ছেন মমতা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ। সাড়া দিয়ে রাঁচি যাচ্ছেন তৃণমূল নেত্রী।
মহারাষ্ট্রের মসনদ নিয়ে এবার লড়াই? বিপুল ভোটে জয়ের পরে মুখ্যমন্ত্রীর পদে নাম ঘোষণার তৎপরতা বিজেপির। মুম্বই যেতে পারেন শাহ। কুর্সি ছাড়তে নারাজ একনাথও।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতারও জামিন। প্যারোলে থাকাকালীনই জামিন দিল ইডির বিশেষ আদালত। মুক্তি পাবেন আড়াই বছর পরে।
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গ্রেফতার। চাকরি চুরির লেনদেনে জড়িত থাকার অভিযোগ। নিজাম প্যালেসে জেরার পরে পাকড়াও।
২ বছর পূর্তিতে নিজের হাতেই নিজের মূর্তির উদ্বোধন। বিতর্কের মুখে মূর্তি সরিয়ে তদন্তের নির্দেশ রাজ্যপালের। লোকদেখানো কমিটি, কটাক্ষ তৃণমূলের।
ঢাকায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ। তীব্র নিন্দায় সুকান্ত। মুক্তি না দিলে আজ সীমান্তে অবরোধের ডাক শুভেন্দুর।
২০২৫-এর ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই-র পরীক্ষা, শেষ ২৭ মার্চ।আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি, শেষ ৫ এপ্রিল। স্কুলে বিধি পাঠাল কাউন্সিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -