West Bengal News Live Updates: হাওড়া জলসঙ্কট প্রসঙ্গে প্রথমেই প্রাকৃতিক দুর্যোগের কথা মন্ত্রী অরূপ রায়ের মুখে
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
West Bengal News Live Updates: লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা এয়ারপোর্ট বিমানবন্দরে বললেন, ভাল থাকবেন, যোগাযোগ থাকবে সবার সঙ্গে।
হাওড়া জলসঙ্কট প্রসঙ্গে প্রথমেই প্রাকৃতিক দুর্যোগের কথা মন্ত্রী অরূপ রায়ের মুখে। পরে যদিও সুর বদল করে মন্ত্রী বলেন, মানুষের কাজ করতে গিয়েই এই দুর্যোগ হয়েছে। পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিয়েছে। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।
দিলীপের মন্তব্যের প্রতিবাদ, বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপিরও।
বাড়িতে নেই দিলীপ, বাইরে বিক্ষোভ তৃণমূলের। দিলীপ বললেন, "ওদের জানিয়ে আসা উচিত ছিল, ভাল ট্রিটমেন্ট করতাম।"
তৃণমূল হাতে চুড়ি পড়ে বসে নেই। কাল তৃণমূল চাইলে দিলীপ ঘোষ খড়গপুর থেকে বেরতে পারতেন না। ভবিষ্যতেও খড়গপুরে আসতেও পারবে না। দিলীপকে আক্রমণ খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকারের।
দিলীপের মন্তব্যের প্রতিবাদ, বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপিরও। বাড়িতে নেই দিলীপ, বাইরে বিক্ষোভ তৃণমূলের। মহিলাদের অসম্মান করা হয়েছে, দিলীপকে ক্ষমা চাইতে হবে বলে দাবি।
মালদায় সক্রিয় অ্যাম্বুল্যান্সে দালাল চক্র। সঙ্কটাপন্ন রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে সরকারি হাসপাতালের পরিবর্তে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। অ্যাম্বুল্যান্সে দালাল চক্রের কথা কার্যত স্বীকার করেছেন মালদার অতিরিক্ত জেলাশাসক। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গাজোলের বাসিন্দা ষাটোর্ধ্ব প্রৌঢ়কে সম্প্রতি মালদা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অভিযোগ, রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যান অ্যাম্বুল্যান্স চালক। সেখানে ২ দিনে ১ লক্ষ ২৪ হাজার টাকা বিল হয়। রোগীর পরিবার ৪২ হাজার টাকা দেয় এবং রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে। এরপর স্বাস্থ্য দফতরের একটি দল গিয়ে রোগীকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। বিল বেশি হওয়ার কথা স্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
বনগাঁ দক্ষিণ বিধানসভায় ভোটার তালিকায় নাম রয়েছে বাংলাদেশের চার নাগরিকের। এমনই অভিযোগ করেছেন
বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা। ভোটার তালিকা থেকে এই চারজনের নাম কাটাতে বনগাঁর BDO-র কাছে আবেদনও করেছেন তিনি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের সময় এরা বাংলাদেশ থেকে ভারতে এসে ভোট দিয়ে চলে যায়। ১০-১২ বছর আগে অসাধু চক্রের মাধ্যমে এরা বনগাঁ দক্ষিণ বিধানসভার ভোটার তালিকায় নাম তুলেছে বলে তৃণমূলের অভিযোগ। বাংলাদেশ থেকে ১৯৮০ সালে এদেশে এসেছেন, তাঁরা এখন এখানেই ভোট দেন, দাবি করেছেন অভিযুক্ত ভোটার। তৃণমূলের ভুয়ো ভোটারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিল। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।
আবারও সাধারণ মানুষ এবং পর্যটকদের কাছে বন্ধ হয়ে গেল বিশ্বভারতীর প্রাঙ্গন। বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল, রবীন্দ্রভবন ছাড়া সব জায়গায় ঢুকতে পারবেন না সাধারণ মানুষ এবং পর্যটকরা। দু'দিন আগেই সর্বসাধারণ এবং পর্যটকদের জন্য বিশ্বভারতীর প্রাঙ্গন সকলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন নব নিযুক্ত উপাচার্য প্রবীরকুমার ঘোষ সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। কিন্তু দু'দিনের মাথায় সেই সিদ্ধান্ত বদল হল কেন, উঠছে প্রশ্ন।
বিজেপির হিন্দুত্বের পাল্টা তৃণমূলের সর্বধর্ম সমন্বয়ের ফ্লেক্স। চুঁচুড়ার পর এবার রিষড়া, ফের হুগলিতে ধর্ম-যুদ্ধ। রিষড়ার বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে। কোথাও লেখা, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা সবাই ভাই ভাই। কোথাও আবার লেখা, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাই। কোথাও ফ্লেক্সে লেখা, হিন্দু মুসলিম শিখ ইসাই, স্বাস্থ্যসাথী আমরা সবাই পাই, বিনামূল্যে সবাই রেশন পাই। তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গই সেই রাজ্য যেখানে মানুষের সামাজিক সুরক্ষা আছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পে কোনও ভেদাভেদ করা হয় না, সেটা বোঝাতেই এই ধরনের প্রচার চলছে। কেন্দ্রের টাকায় রাজ্যে উন্নয়ন, পাল্টা দাবি বিজেপির।
হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জলসঙ্কট মেটাতে বিকল্প পাইপলাইন বসানোর কাজ শুরু করল হাওড়া পুরসভা। উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড এবং শিবপুর বিধানসভার চারটি ওয়ার্ড এবং মধ্য হাওড়ার চারটি ওয়ার্ড, সব মিলিয়ে মোট ২২টি ওয়ার্ড গত দু’দিন ধরে জলসঙ্কটে ভুগছিল। যার জেরে কয়েক হাজার পরিবারকে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। শিবপুর ও মধ্য হাওড়ায় জল সরবরাহ শুরু হলেও, উত্তর হাওড়া বিধানসভা জলশূন্যই ছিল। গতকাল সন্ধে থেকেই পদ্মপুকুর জল প্রকল্পের মূল লাইনের সঙ্গে জোড়ার জন্য পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। অন্যদিকে, পাইপলাইনের মেরামতি করতে গিয়ে গতকাল
হাওড়ার বেলগাছিয়া এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরে। আজ সকালে সেখানে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিপজ্জনকভাবে ফাটল ধরায় অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। হাওড়া পুরসভার দাবি, ক্ষতিগ্রস্তদের স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা করা
হয়েছে।
মালদার হরিশ্চন্দ্রপুরে খোদ মন্ত্রীর গড়েই জল-সঙ্কট। দফায় দফায় বিক্ষোভ। জনস্বাস্থ্য কারিগরী দফতরের জলের গাড়ি ফিরিয়ে দিলেন মহিলারা। এক-দু’দিনের সমস্যা নয়, তাই জোড়াতালি দিয়ে সমাধান চান না, তাঁরা চান স্থায়ী সমাধান, সরকারি কর্মীদের জানালেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। সকালে পাইপলাইন বসানোর কাজেও বাধা দেওয়া হয়। নিম্মমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, এই অভিযোগে কাজ বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।
গরম পড়তেই রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রতিমন্ত্রী তাজমুল
হোসেনের এলাকায় তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল না পৌঁছনোয় গতকাল রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া না হলে আন্দোলন তীব্র হবে।
মালদার হরিশ্চন্দ্রপুরে খোদ মন্ত্রীর গড়েই জল-সঙ্কট। দফায় দফায় বিক্ষোভ। জনস্বাস্থ্য কারিগরী দফতরের জলের গাড়ি ফিরিয়ে দিলেন মহিলারা। এক-দু’দিনের সমস্যা নয়, তাই জোড়াতালি দিয়ে সমাধান চান না, তাঁরা চান স্থায়ী সমাধান, সরকারি কর্মীদের জানালেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। সকালে পাইপলাইন বসানোর কাজেও বাধা দেওয়া হয়। নিম্মমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, এই অভিযোগে কাজ বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।
গরম পড়তেই রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রতিমন্ত্রী তাজমুল
হোসেনের এলাকায় তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল না পৌঁছনোয় গতকাল রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া না হলে আন্দোলন তীব্র হবে।
দার্জিলিঙের মিরিকে ভয়াবহ দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় খাদে গাড়ি পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৯ জন।
একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে মিরিক রোডে গয়াবাড়ি চা বাগানের কাছে দুর্ঘটনা ঘটে। সুখিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে খাদে পড়ে গাড়ি। গাড়িতে ১১ জন যাত্রী ছিলেন।
তাঁদের মধ্যে ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শনি ও রবিবার কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ইডেনে KKR vs RCB ম্যাচ রয়েছে। দুর্যোগের জেরে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফের মধ্যমগ্রামে যশোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল স্কুটার চালকের। অল্পের জন্য রক্ষা পান তাঁর স্ত্রী ও শিশু। স্কুটার চালককে নিয়ে ডাম্পারটি প্রায় ৩০০ মিটার এগিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। গতকাল রাতে মধ্যমগ্রামে যশোর রোডে দুর্ঘটনা ঘটে। বারাসাতের দিক থেকে মধ্যমগ্রামের দিকে আসছিলেন স্কুটার চালক, তাঁর স্ত্রী ও শিশু। ডাম্পারের পাশ দিয়ে যাওয়ার সময়, ধাক্কা লাগায় স্কুটার থেকে ছিটকে পড়েন ৩ জনই। স্ত্রী ও শিশু উল্টোদিকে পড়ায়, তাঁরা বেঁচে যান। ঘটনাস্থলেই
মৃত্যু হয় স্কুটার চালকের।
'এবার বাড়িতে ঢুকে মেরে আসব, না হলে বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তায় মারব', গতকালের পর আজও রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ।
বললেন, 'খড়গপুর কারও বাপের জায়গা নয়, দিলীপ ঘোষ কারও পরোয়া করে না। কোনটা কু-কথা আর কোনটা সু-কথা তা তৃণমূলকে বুঝিয়ে দেব। রাজনীতি ছেড়ে দেব, তবু মেজাজ ছাড়ব না।'
অধিনায়ক অভিষেকের পর সর্বাধিনায়িকা মমতা। বিতর্কের মাঝেই তৃণমূলের নতুন পোস্টারে ফের জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং, পোস্টারের পর এবার যাদবপুরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং। হলুদ রঙের নতুন হোর্ডিংয়ে লেখা, ‘সর্বাধিনায়িকা জয় হে’। যাদবপুর এইট বি থেকে সুলেখা মোড় পর্যন্ত লাগানো হয়েছে নতুন হোর্ডিং। একই রকমভাবে নতুন হোর্ডিংয়েও তৃণমূল সমর্থকদের সোশাল মিডিয়া প্ল্য়াটফর্ম, FAM...অর্থাৎ FEARLESS AITC MEMBERS যেমন লেখা রয়েছে, তেমনই বাংলায় লেখা ফ্যাম কমিউনিটি। গতকাল যাদবপুর থেকে বাঘাযতীন, গাঙ্গুলিবাগান থেকে পাটুলি, দক্ষিণ
কলকাতার বিস্তীর্ণ এলাকায় দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ ‘অধিনায়ক জয় হে‘ লেখা পোস্টার, হোর্ডিং, পতাকা।
ফের আক্রান্ত পুলিশ। এবার ভাঙড়ের পোলেরহাটে জমি-বিবাদ মেটাতে গিয়ে মার খেলেন এক পুলিশ কর্মী। ধাক্কা মারার পাশাপাশি পোলেরহাট থানার ওই কনস্টেবলকে কিল-ঘুসিও মারা হয়। ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে পুলিশকে মারধরের ছবি। পুলিশের হাত থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় উন্মত্ত জনতা। পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত গতকাল পোলেরহাটের নাটাপুকুরে জমি-বিবাদকে কেন্দ্র করে। দু’পক্ষের ঝামেলার জেরে ২ জনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় কনস্টেবল সুশান্ত ঘোষের ওপর চড়াও হয় স্থানীয়রা। কনস্টেবলকে কিল-ঘুসি মেরে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় তারা। গন্ডগোল এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পোলেরহাট থানার পুলিশ। পলাতক অভিযুক্তের সন্ধান চলছে।
গতকাল হাওড়ার সাঁকরাইলের পর আজ ফের আগুন। খাস কলকাতার নারকেলডাঙায় আগুন। বহুতলের নীচে আগুন। কাগজের বাক্স মজুত থাকায় আগুন দ্রুত ছড়ায়।
ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর লড়াই চালাচ্ছে।
বিধানসভা ভোটের বছরখানেক আগেই ধর্মের ধ্বজা তুলে প্রচারের ময়দানে নেমেছে তৃণমূল ও বিজেপি। সল্টলেকে তৃণমূলের হোর্ডিংয়ের পাল্টা ফ্লেক্স টাঙাল গেরুয়া শিবির।
হিন্দুদের ভোট এককাট্টা করতে হুগলিতে দেওয়াল লিখনও
শুরু করল তারা। বিজেপির দাবি, পশ্চিমবঙ্গকে বাঁচাতে সনাতন ধর্মের প্রচার জরুরি। বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে, পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।
পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিল। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।
হাওড়ার সাঁকরাইলে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। সাঁকরাইলে কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি-রও বেশি ইঞ্জিন।
পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হল তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-কে। যদিও এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের পরিবার। তার কারণ, মেয়ের দেহ দ্রুত সৎকারের অভিযোগে, প্রথম থেকে এই সোমনাথ দের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে তারা। যদিও, এসবে গুরুত্ব দিতে নারাজ নতুন চেয়ারম্য়ান।
ভোটের বাকি এখনও এক বছর। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা '২১৫+' টার্গেট বেঁধে দিয়েছিলেন। আর এবার শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল বিধানসভা ভোটে বিজেপির টার্গেটের কথা।
প্রেক্ষাপট
হিন্দুদের উপর হামলার অভিযোগে এবার রামপুরহাটে শুভেন্দু। রুখে দাঁড়ানোর ডাক। সাঁইথিয়ায় বিশাল জমায়েতে হুঙ্কার। বললেন, "এ লড়াই টিকে থাকার লড়াই, যার যা সাহায্য লাগে করব।" (Suvendu Adhikari)
তমলুকের পর হলদিয়া। রবিবার শুভেন্দুর মিছিল-সভায় হাইকোর্টের অনুমতি। দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শব্দবিধি মেনে কর্মসূচিতে সম্মতি। (West Bengal Assembly Elections 2026)
বছর ঘুরলেই ভোট। ১৮০ আসনের টার্গেট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণে তৃণমূল। ট্র্যাক রেকর্ড ধরলে ৬৮টি পেতে পারে বলে কটাক্ষ দেবাংশুর। (TMC News)
যাদবপুর থেকে পাটুলি। নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পতাকায় ছয়লাপ। রবিবার রণকৌশল বৈঠকের আগে পোস্টার ঘিরে জল্পনা। (Abhishek Banerjee)
ছাব্বিশের ভোটের আগে হিন্দুত্বের অস্ত্রে শান। সিউড়ি থেকে রায়গঞ্জ--বিজেপির পোস্টারের পাল্টা পোস্টার তৃণমূলের। জবাবে ফের পোস্টার গেরুয়া শিবিরের। (Trinamool News)
রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়গপুরে বিক্ষোভের মুখে মেজাজ হারালেন দিলীপ। বললেন, "৫০০ টাকা নিয়ে ঘেউঘেউ করছে।" (BJP News)
সাংসদ, বিধায়ক নন, তাহলে পুরসভাকে না জানিয়ে কেন দলবল নিয়ে হঠাৎ এলাকায়? পাল্টা প্রশ্ন তৃণমূলের। দিলীপ বললেন, "আমি টাকা দিয়েছি...আমি এসেছি...।" (West Bengal Assembly Elections 2026)
চব্বিশে সূচি বদল, পঁচিশে ম্যাচই হাতছাড়া। রামনবমীর জন্য নিরাপত্তা দিতে নারাজ কলকাতা পুলিশ, ইডেন থেকে KKR-LSG আইপিএলের ম্যাচ সরল গুয়াহাটিতে।
শেখ শাহজাহানের বিরুদ্ধে জেল থেকে হুমকি দেওয়ার অভিযোগ। খুনের চক্রান্তের অভিযোগে বিস্ফোরক অধীর। বললেন, "জেলেই আসামীকে খুনের সুপারি দিয়েছিল এক এসপি।"
তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবির পরেই এবার বাংলায় হিংসা নিয়ে সংসদে সরব শমীক।
পানিহাটির পুরপ্রধান পদে অভয়ার শেষকৃত্য-বিতর্কে নাম জড়ানো তৃণমূল কাউন্সিলর। প্রাইজ পোস্টিং, বলছে নিহত চিকিৎসকের পরিবার।
প্রমাণ লোপাটের চেষ্টায় সক্রিয়তার অভিযোগ নিহত চিকিৎসকের পরিবারের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
আরজি কর-কাণ্ডে সুর্বণর পর বদলি অভীককে শাস্তি দেওয়া কমিটির চেয়ারম্যান। ডায়মন্ড হারবার থেকে পাঠানো হল বর্ধমানে। প্রতিহিংসা দেখছে চিকিৎসক সংগঠন।
একের পর এক হামলা, ভয়ে কাঁপছেন খোদ মালদার তৃণমূল বিধায়ক! বললেন, "আমায় নিয়ে আমার ছেলে-মেয়ে,নাতি-নাতনির আতঙ্ক বেশি। একটি করেই সিভিক দিয়েছে।"
পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি থেকে জামাইয়ের অব্যাহতি। অভিযুক্ত হিসেবে নাম বাদ, ইডির আবেদনে সম্মতি আদালতের।
মুক্তি পেয়েই দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শান্তনুর। বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন। পাশে দাঁড়ালেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য।
প্রাথমিক নিয়োগ মামলায় ২ বছর পরে জামিনে জেলমুক্ত শান্তনু। ফুল-মালা-শাঁখ বাজিয়ে বহিষ্কৃত যুব তৃণমূল নেতাকে বরণ।
ওয়ার্ক অর্ডার ছাড়াই কাজের অভিযোগ। গয়েশপুরে তৃণমূলকর্মীদের হাতেই হামলার অভিযোগ কাউন্সিলরের! এসে দেখে নিন, পাল্টা পুরপ্রধান।
সুপ্রিম কোর্ট থেকে সোমবার হাইকোর্টে আর জি কর মামলার শুনানি। ফের সক্রিয় CBI, ঘটনার দিন ডিউটিতে থাকা গ্রুপ-ডি কর্মীদের জিজ্ঞাসাবাদ।
SC-দের মন্দিরে প্রবেশের অনুমতির পরে গাজন উৎসবের নজরদারির দায়িত্বে জেলা জজ। ৩দিন অন্তর জেলা জজকে রিপোর্ট দিতে হবে ওসিকে, নির্দেশ হাইকোর্টের।
হাইকোর্টের নির্দেশের পরেই কৃষ্ণনগরে এসসিদের উৎসব। কিছু হলে বাহিনী নিয়ে এসপিকে নির্দেশ দেবেন জেলা জজ, এমনিতে তো কথা শোনেন না বলে ভর্ৎসনা।
ছাত্রের মৃত্যুর পরেও সেই মেন হস্টেল। র্যাগিং বিরোধী লিফলেট দেওয়াতেও যাদবপুরে র্যাগিংয়ের অভিযোগ! তদন্তে কমিটি গঠনের নির্দেশ বিশ্ববিদ্যালয়ে।
বিজয়গড়ে ফ্ল্যাটের মধ্যেই তরুণীর রহস্যমৃত্যু। ঘর জুড়ে আবর্জনার স্তূপ! কীভাবে মৃত্যু, এত আবর্জনাই বা কেন? তদন্তে গলফগ্রিন থানার পুলিশ।
জাতীয় সড়কেও রেষারেষি, ওভারটেক করতে গিয়ে বর্ধমানের আলমপুরে বাস দুর্ঘটনায় ৫০জন যাত্রী আহত। ভর্তি করা হল বর্ধমান মেডিক্যালে।
বিধাননগর স্টেশনে রেল লাইন পেরোতে গিয়ে হঠাৎ ২দিকেই ট্রেন। রেলব্রিজ থেকে ঝাঁপ দিয়েও প্রাণে রক্ষা পেলেন না দক্ষিণদাঁড়ির মহিলা। স্বামীও গুরুতর আহত।
চিৎপুর, বিটি রোড থেকে চিড়িয়ামোড়। রাতের শহরে ৪ ঘণ্টায় ৬ জায়গায় ছিনতাই! সিসি ফুটেজ দেখে পোস্তা থেকে বমাল ২ ছিনতাইবাজ গ্রেফতার, বাজেয়াপ্ত স্কুটার।
সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। নেভাতে হিমশিম দমকল বাহিনী। আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা।
মুখ্যমন্ত্রীর সফরের আগেই হিথরো বিমানবন্দরে আগুন। অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিভ্রাট। আপাতত বন্ধ বিমানবন্দর। বাতিল প্রায় তেরশোর বেশি উড়ান।
তীব্র গরমের মধ্যেই হাওড়ায় নির্জলা ২২টি ওয়ার্ড! পাইপ লাইন ফেটে বিপত্তি। স্বাভাবিক হতে ৩-৪দিন, দাবি পুরসভার। জলের ট্যাঙ্ক পাঠাল কলকাতা পুরসভা।
হাওড়ায় ভূগর্ভস্থ পাইপ লাইন ফেটে বিপত্তি, একের পর এক বাড়িতে ফাটল! পাইপ ভেঙে বাড়িতে ফাটল!
জলের দাবিতে বিক্ষোভ মালদাতেও। হরিশ্চন্দ্রপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে মহিলাদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা। সমাধানের আশ্বাস বিধায়কের।
শেষপর্যন্ত ব্যাঙ্ক ধর্মঘটের আপাতত প্রত্যাহার। ২৪ ও ২৫ মার্চের ধর্মধট স্থগিত। এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকের পরে সিদ্ধান্ত, জানাল ব্যাঙ্ক সংগঠনগুলি।
প্রবল গরমের মধ্যেই কিছুটা স্বস্তি। পুরুলিয়া, বাঁকুড়া থেকে কলকাতা-দক্ষিণবঙ্গের একাংশে বর্ষণে কিছুটা নামল পারদ।
শিলিগুড়িতে এবার সাইনবোর্ড-হোর্ডিংয়ে বাংলায় লেখা বাধ্যতামূলক। ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ থেকে কার্যকর।
৬ বছর পরে পর্যটকদের জন্য খুলে গেল পুরো বিশ্বভারতী। রবীন্দ্রভবন-সহ সব জায়গাই এবার ঘুরে দেখা যাবে, দায়িত্ব নিয়েই ঘোষণা নতুন উপাচার্যের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -