West Bengal News Live Updates: হাওড়া জলসঙ্কট প্রসঙ্গে প্রথমেই প্রাকৃতিক দুর্যোগের কথা মন্ত্রী অরূপ রায়ের মুখে
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
Mamata Banerjee : লন্ডনের উদ্দেশে যাত্রা মুখ্য়মন্ত্রীর
West Bengal News Live Updates: লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা এয়ারপোর্ট বিমানবন্দরে বললেন, ভাল থাকবেন, যোগাযোগ থাকবে সবার সঙ্গে।
Howrah Water Crisis: হাওড়া জলসঙ্কট প্রসঙ্গে প্রথমেই প্রাকৃতিক দুর্যোগের কথা মন্ত্রী অরূপ রায়ের মুখে
হাওড়া জলসঙ্কট প্রসঙ্গে প্রথমেই প্রাকৃতিক দুর্যোগের কথা মন্ত্রী অরূপ রায়ের মুখে। পরে যদিও সুর বদল করে মন্ত্রী বলেন, মানুষের কাজ করতে গিয়েই এই দুর্যোগ হয়েছে। পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিয়েছে। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।
Dilip Ghosh: খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের, দিলীপ বললেন, 'জানিয়ে এলে ট্রিটমেন্ট করতাম'
দিলীপের মন্তব্যের প্রতিবাদ, বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপিরও।
বাড়িতে নেই দিলীপ, বাইরে বিক্ষোভ তৃণমূলের। দিলীপ বললেন, "ওদের জানিয়ে আসা উচিত ছিল, ভাল ট্রিটমেন্ট করতাম।"
Kharagpur News: 'কাল তৃণমূল চাইলে দিলীপ ঘোষ খড়গপুর থেকে বেরতে পারতেন না', বললেন প্রদীপ সরকার
তৃণমূল হাতে চুড়ি পড়ে বসে নেই। কাল তৃণমূল চাইলে দিলীপ ঘোষ খড়গপুর থেকে বেরতে পারতেন না। ভবিষ্যতেও খড়গপুরে আসতেও পারবে না। দিলীপকে আক্রমণ খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকারের।
Dilip Ghosh: দিলীপের মন্তব্যের প্রতিবাদ, বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের
দিলীপের মন্তব্যের প্রতিবাদ, বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপিরও। বাড়িতে নেই দিলীপ, বাইরে বিক্ষোভ তৃণমূলের। মহিলাদের অসম্মান করা হয়েছে, দিলীপকে ক্ষমা চাইতে হবে বলে দাবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
