West Bengal News Live : 'দোলযাত্রা' উপলক্ষে শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল
West Bengal News LIVE Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর
ভোটের মুখে ইডি-র হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঘিরে জাতীয় রাজনীতি যখন উত্তাল, তখন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বাংলাতেও ফের অলআউট অ্যাকশনে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাতসকালে একযোগে ৫ জায়গায় হানা দিলেন ইডি-র প্রায় ৪০ জন আধিকারিক। চেতলা, লেকটাউন সহ ৫ জায়গায় চলছে ইডি-র তল্লাশি অভিযান। চেতলায় পিয়ারীমোহন রায় রোডে বিশ্বরূপ বসু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। স্থানীয় সূত্রে খবর, বিশ্বরূপ বোস তৃণমূল নেতা। তাঁর পরিবহণ সংক্রান্ত ব্যবসা রয়েছে। তৃণমূল নেতার বাড়িতে গেলে, ইডি-র আধিকারিকদের জানানো হয়, তিনি বাড়িতে নেই। লেকটাউনে এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি-র হানা। সকাল সাতটার আগেই ৭৯ শরৎ চ্যাটার্জি রোড, বরাত কলোনির একটি আবাসনে ওই ব্যবাসায়ীর ফ্ল্যাটে পৌঁছে যান ইডি-র আধিকারিকরা। এর বাইরেও আরও তিন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
'দোলযাত্রা' (Dolyatra Festival 2024) উপলক্ষে শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল (Train Cancel On Dolyatra 2024)। মূলত দোল উৎসব উপলক্ষে স্বাভাবিকভাবেই ওইদিন যাত্রী সংখ্যা কম থাকবে। পূর্ব রেলওয়ে সূত্রে খবর, বিশেষ করে ২৫ মার্চ সোমবার সকালে সাবর্বান ট্রেন পরিষেবাগুলি বাতিল থাকবে।
ফের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বসিরহাট কোর্টের। ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলা মামলায় ফের সিবিআই হেফাজত।
দিল্লি থেকে বাংলা, দুর্নীতি তদন্তে তোলপাড়, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রসঙ্গ টেনে ফের তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর। সুকান্ত মজুমদারের সুরে এবার বলাগড়ের সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় আদালতে পেশ শেখ শাহজাহান সহ অনুগামীদের। ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতের দাবি
আশঙ্কাই সত্যি হল। গার্ডেনরিচের পাহাড়পুরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও এক ব্যক্তির মৃতদেহ। বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রে খবর, যাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে, তিনি এলাকারই বাসিন্দা। নাম আব্দুল রউফ নিজামি, শেরু নামে পরিচিতি ছিলেন। রবিবার মধ্যরাতে পাঁচতলা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছিল গার্ডেনরিচের পাহাড়পুরে। ঘটনার পাঁচদিনের মাথায় উদ্ধার হল আব্দুল
রউফ নিজামির মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, তিনি বহুতল বিপর্যয়ে ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমের সহযোগী ছিলেন।
গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। যেদিন মানুষ চাইবে না, ইডি-সিবিআই লাগিয়েও জামানত বাঁচাতে পারবেন না। এজেন্সি নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আগামীকাল বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী মহম্মদ সেলিম। কংগ্রেসের সমর্থনেই মুর্শিদাবাদ কেন্দ্রে লড়বে বামেরা। ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী নিয়ে এখনও কাটেনি জট। বসিরহাট না কি বনগাঁ? কোন আসনে লড়বে সিপিএম, তা নিয়েও চলছে আলোচনা।
'বহিরাগত' তৃণমূল ছাত্রনেতার জন্মদিনের অনুষ্ঠানে বিতর্ক যোগেশচন্দ্র চৌধুরী কলেজে
৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় আদালতে পেশ শেখ শাহজাহান সহ অনুগামীদের ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতের দাবি।
ফের উত্তপ্ত সন্দেশখালি, এবার বিক্ষোভ জেলিয়াখালিতে। ধৃত শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। জেলিয়াখালিতে মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।
টানা ৩ দিন, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে চলছে আয়কর তল্লাশি। বুধবার সকাল ৭টা নাগাদ স্বরূপ বিশ্বাসের সাহাপুর কলোনির ফ্ল্যাটে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। ওই দিন ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসেও চলে অভিযান।
শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যে ফের অলআউট অ্যাকশনে ইডি। একযোগে বেশ কয়েকটি জায়গায় হানা। চেতলায় তৃণমূল নেতা, লেকটাউনে ব্যবসায়ীর বাড়িতেও অভিযান।
৬ ঘণ্টা পার, এখনও বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে ইডি। ভোটের মুখে রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। বাড়িতে ঢুকে মন্ত্রীকে না দেখে গ্রামের বাড়ি থেকে চন্দ্রনাথ সিন্হাকে তলব ইডির। ইডির তলবে মুরারই থেকে বোলপুরের বাড়িতে ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার রেজিস্টারে চন্দ্রনাথের নাম, ইডি সূত্রে খবর।
সন্দেশখালিতে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল।
জেলিয়াখালিতে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল।
আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালিতে ভারতী ঘোষও।
গ্রামবাসীদের সঙ্গে কথা বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দলের।
সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের ভর্ৎসনার মুখে তদন্তকারী আধিকারিক চার্জশিটে কেন বাদ শেখ শাহজাহানের নাম? প্রশ্ন বিচারপতির। ১ এপ্রিলের মধ্যে জবাব তলব আদালতের।
রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি। শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে বোলপুরে ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চলছে তল্লাশি।
বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে এখনও চলছে আয়কর দফতরের তল্লাশি। বুধবার সকাল ৭টা নাগাদ স্বরূপ বিশ্বাসের সাহাপুর কলোনির ফ্ল্যাটে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। ওই দিন ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসেও চলে অভিযান। আয়কর দফতর সূত্রে দাবি, ২টি রিয়েল এস্টেট কোম্পানি সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য তাদের হাতে আসে। সেই তদন্ত করতে গিয়ে যখন, এই দুটো কোম্পানির অ্যাকাউন্ট ও নথি খতিয়ে দেখা হয়, সেখান থেকে স্বরূপ বিশ্বাসের নাম আসে। আয়কর দফতর সূত্রে দাবি, সেই সূত্রেই এখনও চলছে তল্লাশি।
প্রচারে নামলেন দার্জিলিঙের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। শুক্রবার প্রথমবার শিলিগুড়িতে প্রচারে নামলেন তিনি। প্রচারের আগে শিলিগুড়ির মাল্লাগুড়িতে হনুমান মন্দিরে দিলেন পুজো। পুজোর শেষে করলেন প্রসাদ বিলি।
ভোটের মুখে গ্রেফতার কেজরিওয়াল, প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 'দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করছি। বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে। আজ নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে যাচ্ছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে যাচ্ছেন ডেরেক ও নাদিমুল হক। দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে সমবেদনা জানিয়েছি' এক্স হ্যান্ডেলে লিখলেন মমতা।
টানা ৩ দিন, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে চলছে আয়কর তল্লাশি। বুধবার সকাল ৭টা নাগাদ স্বরূপ বিশ্বাসের সাহাপুর কলোনির ফ্ল্যাটে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। ওই দিন ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসেও চলে অভিযান। আয়কর দফতর সূত্রে দাবি, ২টি রিয়েল এস্টেট কোম্পানি সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য তাদের হাতে আসে
সেই তদন্ত করতে গিয়ে স্বরূপ বিশ্বাসের নাম আসে। আয়কর দফতর সূত্রে দাবি, সেই সূত্রেই এখনও চলছে তল্লাশি।
রাজ্যের মুখ্যসচিবকে নোটিস কলকাতা হাইকোর্টের । নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন সংক্রান্ত মামলায় মুখ্যসচিবকে নোটিস। মুখ্যসচিবকে নোটিস বিচারপতি জয়মাল্য বাগচী। দুর্নীতিকাণ্ডে ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য অনুমোদন । রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব? জানতে চেয়ে রিপোর্ট তলব। আগামী ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের ।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরেকটি দেহ, গার্ডেনরিচে মৃত বেড়ে ১১।
তদন্তে বারবার উঠে এসেছে মন্ত্রীর নাম, তথ্যতালাশে অভিযান, খবর ইডি সূত্রে। বাড়িতে নেই মন্ত্রী। ডেকে পাঠাল ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হল এলাকা।
শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেই শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কড়া নাড়ল ইডি। ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, তদন্তে বারবার নাম উঠে আসাতেই, তথ্য জানতে মন্ত্রীর বাড়িতে তাঁদের এই অভিযান
চ্যালেঞ্জ নিয়েছিলাম সুযোগ পেলে বিজেপিকে হারিয়ে মালদা উত্তর পুনরুদ্ধার করব। লোকসভা ভোটের টিকিট না পেয়ে অভিমানী তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। যদিও দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি।
শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কড়া নাড়ল ইডি। ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়িতে ইডি ।
চক্রান্তকারীদের ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। বিতর্কে নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। তাঁর বক্তৃতার
একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ভরা জনসভায় চক্রান্তকারীদের ভেঙে গুঁড়িয়ে দেওয়ার দাওয়াই দিচ্ছেন তিনি। গতকাল নায়ারণগড়ের হাঁদলা এলাকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে একটি জনগর্জন সভা করে তৃণমূল।
গার্ডেনরিচের পাহাড়পুরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও এক ব্যক্তির মৃতদেহ। বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রে খবর, ভোরে যাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে, তিনি এলাকারই বাসিন্দা। নাম আব্দুল রউফ নিজামি, শেরু নামে পরিচিতি ছিলেন। রবিবার মধ্যরাতে পাঁচতলা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছিল গার্ডেনরিচের পাহাড়পুরে। ঘটনার পাঁচদিনের মাথায় উদ্ধার হল আব্দুল রউফ নিজামির মৃতদেহ।
ভোটের মুখে ইডি-র হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঘিরে জাতীয় রাজনীতি যখন উত্তাল, তখন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বাংলাতেও ফের অলআউট অ্যাকশনে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাতসকালে একযোগে ৫ জায়গায় হানা দিলেন ইডি-র প্রায় ৪০ জন আধিকারিক।
প্রেক্ষাপট
কলকাতা: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ৫ দিনের মাথায় আরও এক মৃতদেহ উদ্ধার হল। এই নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। শুক্রবার ভোরে দেহ উদ্ধার করেছে পুরসভার টিম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত ব্যক্তি অভিযুক্ত প্রোমোটারের সহযোগী ছিলেন বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল রউফ নিজামি। ভেঙে পড়ার সময় বহুতলেই ছিলেন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর আব্দুল রউফ নিজামি কয়েকজনকে ফোন করে আটকে পড়েছি বলেও জানান, খবর সূত্রের।
গার্ডেনরিচে বহুতল ভাঙা নিয়ে কলকাতার বর্তমান মেয়রকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়ও। ফিরহাদ হাকিম যেখানে শুরু থেকেই সরকারি অফিসারদের ঘাড়ে দায় ঠেলছেন, সেখানে শোভন সাফ জানিয়েছেন, দায় নিতে হবে শহরের প্রধানকেই। এর আগে কার্যত এই সুরই শোনা গেছিল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের গলাতেও।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। ইতিমধ্য়ে বামেরা যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে তারা। তবে বৃহস্পতিবার নৌশাদ সিদ্দিকির দল ISF ৮টি আসনে প্রার্থী দিয়েছে। যার মধ্য়ে কয়েকটি আসনে বাম এবং কংগ্রেসও প্রার্থী দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -