West Bengal News Live Updates: ভোটের মুখে হাইকোর্টে রাজ্যের জোড়া ধাক্কা, সন্দেশখালিতে সমস্ত মামলার তদন্তে সিবিআই

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..

ABP Ananda Last Updated: 10 Apr 2024 11:47 PM
WB Live News: ভূপতিনগরকাণ্ডে অভিযুক্তের স্ত্রীর অভিযোগে এনআইএ-র বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা

ভূপতিনগরকাণ্ডে অভিযুক্তের স্ত্রীর অভিযোগে এনআইএ-র বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা। এনআইএ-র অভিযোগে সামান্য আঘাতের ধারা? পুলিশকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারপতির।

West Bengal Live News: 'আমরা টাকা দিচ্ছি, তাও বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না কমিশন', দাবি অভিষেকের

'ঝড়ে দুর্গতদের জন্য নতুন বাড়ি তৈরিতে নির্বাচন কমিশন অনুমতি দিচ্ছে না', রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  'আমরা টাকা দিচ্ছি, তাও বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না কমিশন', দাবি অভিষেকের।

WB Live News: রাজ্যসভার সাংসদ হিসেবে মমতা ঠাকুরের শপথগ্রহণে বিতর্ক

রাজ্যসভার সাংসদ হিসেবে মমতা ঠাকুরের শপথগ্রহণে বিতর্ক। যার জেরে আজ তাঁর নেওয়া প্রথমবারের শপথকে, গ্রহণ না করার অভিযোগ করেছেন তিনি। পরে রাজ্যসভার চেয়ারম্যানের কথা মতো দ্বিতীয়বার শপথ নেন তিনি। যা নিয়ে পরে সাংবাদিক বৈঠক করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ঠাকুর। 

West Bengal Live News: সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির মানুষ

সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির মানুষ। এজেন্সিকে পোর্টাল তৈরির নির্দেশ হাইকোর্টের। যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব, জানিয়ে দিল আদালত।

WB Live News: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে ফের বিচারব্যবস্থার একাংশকে বেলাগাম আক্রমণ কুণাল ঘোষের

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে ফের বিচারব্যবস্থার একাংশকে বেলাগাম আক্রমণ কুণাল ঘোষের। 'আদালত অবমাননাকর মন্তব্য। কুণাল ঘোষের মুখ দিয়ে আদালত অবমাননাকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুর্নীতিগ্রস্ত দলের প্রধান, একটু শিক্ষা দেওয়া উচিত', পাল্টা অবসরপ্রাপ্ত বিচারপতি ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 

West Bengal Live News: চিঠির পরে ফের রাজ্যপালের কাছে অভিষেক

চিঠির পরে ফের রাজ্যপালের কাছে অভিষেক। এনআইএ-বিজেপি আঁতাঁতের অভিযোগে ফের রাজভবনে তৃণমূল। অভিষেকের নেতৃত্বে রাজভবনে তৃণমূলের ৯ প্রতিনিধি

WB Live News: ভোটের মুখে ডায়মন্ড হারবারে 'সন্ত্রাস', বিজেপি নেতার ছেলেকে অপহরণ?

ভোটের মুখে ডায়মন্ড হারবারে 'সন্ত্রাস', বিজেপি নেতার ছেলেকে অপহরণ? দলবদলের জন্য বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগ! নিখোঁজ ছেলে, ফিরে পেতে তৃণমূলে যোগ দেওয়ার হুমকি, শঙ্কুদেব পণ্ডার। অভিযোগ পেয়েই আইন অনুযায়ী পদক্ষেপ, দাবি পুলিশের। 'এখনও পর্যন্ত অপহরণের নির্দিষ্ট কোনও অভিযোগের প্রমাণ মেলেনি। তদন্তে যা প্রমাণ মিলেছে, এখনও পর্যন্ত অভিযোগের সারবত্তা মেলেনি', তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি ডায়মন্ড হারবার পুলিশের। 'খবর এসেছে একটি বিশেষ দলের পক্ষ থেকে পুলিশকে বদনাম করার চেষ্টা চলছে'

West Bengal Live News: লোকসভা ভোটের মুখে রণক্ষেত্র মুর্শিদাবাদের রেজিনগর

লোকসভা ভোটের মুখে রণক্ষেত্র মুর্শিদাবাদের রেজিনগর। দেওয়াল দখল নিয়ে রণক্ষেত্র রেজিনগর, মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। বোমাবাজিতে শিশু-সহ জখম ৬ জন
তৃণমূল বিধায়কের অনুগামী ও প্রাক্তন ব্লক সভাপতির ঘনিষ্ঠদের দ্বন্দ্বে উত্তপ্ত রেজিনগর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

WB Live News: ভূপতিনগরে হামলার ঘটনায় এনআইএ আধিকারিকদের রক্ষাকবচ হাইকোর্টের

ভূপতিনগরে হামলার ঘটনায় এনআইএ আধিকারিকদের রক্ষাকবচ হাইকোর্টের। এনআইএ-র কোনও আধিকারিককে গ্রেফতার করা যাবে না। অন্তর্বর্তী নির্দেশে জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। 'জিজ্ঞাসাবাদ করতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে', তদন্ত চলবে কিন্তু চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা চলবে না, নির্দেশ আদালতের

West Bengal Live News: ২টি লোকসভার সঙ্গে বরানগর বিধানসভা উপনির্বাচনে বাম প্রার্থী ঘোষণা

২টি লোকসভার সঙ্গে বরানগর বিধানসভা উপনির্বাচনে বাম প্রার্থী ঘোষণা 

WB Live News: 'ভূপতিনগর বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচাতে চাইছেন মমতা' বললেন অমিত শাহ

'ভূপতিনগর বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচাতে চাইছেন মমতা' বললেন অমিত শাহ

West Bengal Live News: ভোটের মুখে হাইকোর্টে রাজ্যের জোড়া ধাক্কা

ভোটের মুখে হাইকোর্টে রাজ্যের জোড়া ধাক্কা

WB Live News: ভোটের মুখে হাইকোর্টে রাজ্যের জোড়া ধাক্কা

ভোটের মুখে হাইকোর্টে রাজ্যের জোড়া ধাক্কা। সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ হাইকোর্টের।

West Bengal Live News: চিঠির পরে ফের রাজ্যপালের কাছে অভিষেক 

চিঠির পরে ফের রাজ্যপালের কাছে অভিষেক 
এনআইএ-বিজেপি আঁতাঁতের অভিযোগে ফের রাজভবনে তৃণমূল
সন্ধে ৭.১৫: অভিষেকের নেতৃত্বে রাজভবনে যাচ্ছে তৃণমূলের ১০ প্রতিনিধি

WB Live News: ভোটের মুখে ডায়মন্ড হারবারে 'সন্ত্রাস', বিজেপি নেতার ছেলেকে অপহরণ?

ভোটের মুখে ডায়মন্ড হারবারে 'সন্ত্রাস', বিজেপি নেতার ছেলেকে অপহরণ?

West Bengal Live News: ভূপতিনগরে হামলার ঘটনায় এনআইএ আধিকারিকদের রক্ষাকবচ হাইকোর্টের

ভূপতিনগরে হামলার ঘটনায় এনআইএ আধিকারিকদের রক্ষাকবচ হাইকোর্টের। এনআইএ-র কোনও আধিকারিককে গ্রেফতার করা যাবে না।
অন্তর্বর্তী নির্দেশে জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত।

WB Live News: 'সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছেন মমতা' : অমিত শাহ

'সন্দেশখালিতে দিনের পর পর মহিলাদের ওপর অত্যাচার হয়েছে'। 'তোষণের রাজনীতির জন্যই অপরাধীদের বাঁচাতে চাইছেন মমতা'। 'সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছেন মমতা'। মন্তব্য অমিত শাহর।

West Bengal Live News: সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই

ভোটের মুখে হাইকোর্টে রাজ্যের জোড়া ধাক্কা। সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ হাইকোর্টের।

ভোটের মুখে সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই। জমি দখল থেকে ধর্ষণের অভিযোগ, সব মামলার তদন্তে সিবিআই। ইডির ওপর হামলা-সহ বাকি সব মামলার তদন্তে সিবিআই। সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির মানুষ। সিবিআইকে পোর্টাল তৈরির নির্দেশ হাইকোর্টের। যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব করতে পারবে সিবিআই, জানিয়ে দিল আদালত। স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসি ক্যামেরা ও এলইডি আলো বসানোর নির্দেশ। সন্দেশখালির ঘটনায় সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের।
২ মে পরবর্তী শুনানি, সেদিন রিপোর্ট দেবে সিবিআই।

WB Live News: আসানসোলে এসএস অহলুওয়ালিয়াকে প্রার্থী করল বিজেপি

ভোটের ১ মাস ৩ দিন আগে আসানসোলের প্রার্থী ঘোষণা বিজেপির। অবশেষে আসানসোলে এসএস অহলুওয়ালিয়াকে প্রার্থী করল বিজেপি।
দশম তালিকায় আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের। দার্জিলিং, বর্ধমান-দুর্গাপুর হয়ে আসানসোলের প্রার্থী হলেন অহলুওয়ালিয়া। 
এখনও ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।

West Bengal Live News: প্রথমদফায় সবথেকে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে কোচবিহারে

প্রথমদফার ভোটে মোতায়েন হচ্ছে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথমদফায় সবথেকে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে কোচবিহারে। শুধুমাত্র কোচবিহারেই মোতায়েন হচ্ছে ১১২ কোম্পানি বাহিনী। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি, আলিপুরদুয়ারে মোতায়েন হবে ৬৩ কোম্পানি।

WB Live News: উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে 'হামলা'

উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে 'হামলা'। ভেঙে ফেলা হয়েছে বাড়ির সিসি ক্যামেরা। লক্ষ্য তিনিই ছিলেন, বাইকে চড়ে এসে হামলা, দাবি তমোঘ্নর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির জেলা সভাপতির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal Live News: ভোটের আগে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে, থানা ঘেরাও সৌমিত্র খাঁর

ভোটের আগে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে থানা ঘেরাও। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নেতৃত্বে ইন্দাস থানা ঘেরাও বিজেপি কর্মীদের

WB Live News: সন্দেশখালিকাণ্ডে আজ ফের শেখ শাহজাহানের স্ত্রীকে তলব ইডি-র

এবার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকেও হেফাজতে চায় ইডি। জেরা করতে চায় শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও দিদার বক্স মোল্লাকেও। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। তিনজনের ঠাঁই এই মুহূর্তে জেল হেফাজতে। সন্দেশখালিকাণ্ডে আজ ফের শেখ শাহজাহানের স্ত্রীকে তলব ইডি-র। শেখ শাহজাহানের মাছ ব্যবসার দুই শাগরেদকেও হাজিরার নির্দেশ।পরিবারের কোথায়, কত সম্পত্তি, জিজ্ঞাসাবাদ করা হবে শেখ শাহজাহানের স্ত্রীকে: সূত্র। শেখ শাহজাহানের মুখোমুখি বসিয়েও হতে পারে জিজ্ঞাসাবাদ: সূত্র। শনিবার আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে।

West Bengal Live News: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ময়নার বিজেপি নেতা-সহ ৩ জন

হুগলির খানাকুলে BDO-র কম্পিউটারের পাসওয়ার্ড হাতিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি নেতা-সহ ৩ জন। ধৃত অশোক দাস দক্ষিণ হরকুলি গ্রামে বিজেপির বুথ সভাপতি। বিজেপি নেতার ছেলে বেসরকারি সংস্থার অধীনে বিভিন্ন সরকারি অফিসে ডেটা এন্ট্রি করার কাজ করতেন। অভিযোগ, ২০২২ সালে তিনি খানাকুল ২ নম্বর ব্লকের BDO-র কম্পিউটারের পাসওয়ার্ড হ্যাক করে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাইয়ে দেন তাঁর বাবা-সহ ময়নার ১২ জন ব্যক্তিকে। বিষয়টি জানাজানি হলে, খানাকুল ২ নম্বর ব্লকের বিডিও থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল ময়না থেকে বিজেপি বুথ সভাপতি-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও মূল অভিযুক্ত এখনও অধরা।   

WB Live News: 'অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে বেআইনি নিয়োগের কালো টাকা', অভিযোগ শুভেন্দুর

পাহাড়ে নিয়োগ 'দুর্নীতি'তে ২ মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ শুভেন্দু অধিকারীর। মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিককে নিশানা বিরোধী দলনেতার। 'অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে বেআইনি নিয়োগের কালো টাকা'। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ'। 'বেআইনি নিয়োগে সরাসরি যুক্ত অনীত থাপা'। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

West Bengal Live News: আজ রাজ্যে ভোটের প্রচারে আসছেন অমিত শাহ

NIA-BJP আঁতাঁতের অভিযোগ ঘিরে সরগরম বাংলা। সেই আবহেই আজ রাজ্যে ভোটের প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ। চব্বিশের লোকসভা ভোটের জন্য তাঁর প্রথম প্রচার শুরু হচ্ছে বিজেপির রাজ্য সভাপতির গড় থেকে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আজ বুনিয়াদপুরে সভা করবেন অমিত শা।

WB Live News: ভূপতিনগরেকাণ্ডে অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে তলব পুলিশের

৪দিন পার, ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলায় এখনও গ্রেফতারি শূন্য! এবার এনআইএ-কেই নোটিস পুলিশের । অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে তলব। ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে ২ এনআইএ আধিকারিককে তলব ।শনিবার ভূপতিনগরে অভিযানে গিয়ে কী ঘটেছিল? মেডিক্যাল রিপোর্ট, কাচ ভাঙা গাড়িও আনতে বলা হল এনআইএকে। হামলার ঘটনায় ৩ গ্রামবাসীকে ৩দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ। 

West Bengal Live News: সন্দেশখালিতে জখম কনস্টেবলের মাথায় অস্ত্রোপচার করে বের করা হল জমে থাকা রক্ত

সন্দেশখালিতে ED-র পর এবার শীতুলিয়া ক্যাম্পে রক্তাক্ত হলেন পুলিশ কর্মী। ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয় তৃণমূলের দুই নেতা-সহ ৩ জনকে আটক করা হলেও, সন্দেহজনক কিছু না মেলায় রাতে ৩ জনকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। জখম কনস্টেবলের মাথায় অস্ত্রোপচার করে বের করা হয় জমে থাকা রক্ত।

WB Live News: সন্দেশখালিতে ক্যাম্পেই রক্তাক্ত কনস্টেবল, আটক ৩ তৃণমূল নেতা-কর্মীকে ছাড়ল পুলিশ

শাহজাহানের গ্রেফতারির পরেও সন্দেশখালিতে ফিরল আতঙ্ক। ক্যাম্পেই রক্তাক্ত কনস্টেবল। ৩ তৃণমূল নেতা-কর্মীকে আটক করেও রাতে ছাড়ল পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা : গার্ডেনরিচ, বিরাটিতে বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনার পর, আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ায় ভেঙে পড়ল বাড়ি (Howrah Building Collapse)। মঙ্গলবার বেলুড় থানার ভোটবাগান এলাকায় বাড়ি ভেঙে আহত হলেন ৪-৫ জন। দীর্ঘদিনের পুরনো বাড়িটির দোতলার ছাদ ছিল টালির তৈরি। দুর্ঘটনার সময় দোতলার ঘরে ছিলেন ৪-৫ জন বাসিন্দা। নীচের ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন এক মহিলা। হঠাৎ দোতলার মেঝে ধসে নীচে পড়ে যান ওপরের ঘরে থাকা ৪-৫ জন। অল্পের জন্য প্রাণে বাঁচেন সকলেই। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপরই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে নোটিস টাঙিয়ে দেয় বালি পুরসভা।


ভোটের মুখে কৃষ্ণনগর পুরসভা (Krishnanagar Municipality Area) এলাকায় বিশেষ নজর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর (Mahua Moitra)। প্রতিদিন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছেন তিনি। সন্ধে নামলেই মহুয়া পৌঁছে যাচ্ছেন এলাকাবাসীর দুয়ারে। অভাব-অভিযোগ শোনার সঙ্গে মিলছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস।  


দেশের সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকার আয় বৃদ্ধির করতে একাধিক রাষ্ট্রীয় সম্পত্তির বেসরকারিকরণের সিদ্ধান্ত নিচ্ছে বলে বারেবারে নিশানা করেছে বিরোধীরা। এর মধ্যে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে মঙ্গলবার পথে নামল ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।


মুখ্যসচিবের (Chief Secretary) ভূমিকায় ফের ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। নিয়োগ দুর্নীতি মামলায়, অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল হাইকোর্ট। ২৩ এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানাতে হবে মুখ্যসচিবকে।


নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচীর। 'ভোটের পর অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে', রিপোর্ট দিয়ে জানালেন রাজ্যের মুখ্যসচিব। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.