West Bengal News Live Updates:ভোটের প্রচারে ফের রাজ্যে প্রধানমন্ত্রী মোদি

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 11 May 2024 11:24 PM
WB News Live Updates: অমিত শাহের সভামঞ্চে উঠতে দেওয়া হয়নি 'তাঁকে'

অমিত শাহের সভা মঞ্চে তাঁকে উঠতেই দেওয়া হয়নি। দেখাও করতে দেওয়া হয়নি অমিত শাহের সঙ্গে। দাবি প্রাক্তন আইপিএস ও বিজেপির রাজ্য় এক্সিকিউটিভ কমিটির সদস্য় দেবাশিস ধরের।

WB News Live Updates: কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা

দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি, নানুরে বাজ পড়ে ২জনের মৃত্যু। নানুরে বজ্রপাতে ১ মহিলা-সহ ২জনের মৃত্যু, ৫জন আহত। কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। উঃ ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

West Bengal News Live Updates:বালি বোঝাই ট্রাক উল্টে ২ পথচারীর মৃত্যু, আশঙ্কাজনক ১

বালি বোঝাই ট্রাক উল্টে ২ পথচারীর মৃত্যু, আশঙ্কাজনক ১। উঃ ২৪ পরগনার দত্তপুকুরে বালি বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা। বালি বোঝাই ট্রাকের তলায় চাপা পড়ে ২ পথচারীর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিক্যাল কলেজে ১জন ভর্তি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় বালি বোঝাই ট্রাক। বালির স্তূপে আর কেউ আটকে আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। 

WB News Live Updates: শাহের সভা মঞ্চে 'ব্রাত্য' দেবাশিস

বীরভূমের রামপুরহাটে অমিত শাহের সভা মঞ্চে তাঁকে উঠতেই দেওয়া হয়নি। দেখাও করতে দেওয়া হয়নি অমিত শাহের সঙ্গে। দাবি প্রাক্তন আইপিএস ও বিজেপির রাজ্য় এক্সিকিউটিভ কমিটির সদস্য় দেবাশিস ধরের। রাজ্য় ও বীরভূম জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।   

West Bengal News Live Updates: বিজেপিকে আক্রমণ মমতার

'সন্দেশখালি নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা পড়ে গিয়েছে। সন্দেশখালির মহিলাদের দিয়ে কী লিখিয়ে নেওয়া হয়েছে, তা তাঁরা জানতে পারেননি'
সপ্তগ্রামের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

PM Modi In Bengal: ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী মোদি

পঞ্চম দফার আগে জোরদার প্রচারে প্রধানমন্ত্রী। আজ ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী মোদি, রাতে থাকবেন রাজভবনে।

West Bengal News Live Updates: জেলে থেকেও ভোটে অনুব্রত! ফের শুভেন্দুর মুখে কেষ্ট

 



জেলে থেকেও ভোটে অনুব্রত! ফের শুভেন্দুর মুখে কেষ্ট । কেষ্টর নাম নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 
 

WB News Live Updates:দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি, নানুরে বাজ পড়ে ২জনের মৃত্যু

দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি, নানুরে বাজ পড়ে ২জনের মৃত্যু। নানুরে বজ্রপাতে ১ মহিলা-সহ ২জনের মৃত্যু, ৫জন আহত। কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। উঃ ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

West Bengal News Live Updates: 'শ্লীলতাহানি'-বিতর্কে তোলপাড়, আর রাজভবন যেতে নারাজ মুখ্যমন্ত্রী

'শ্লীলতাহানি'-বিতর্কে তোলপাড়, আর রাজভবন যেতে নারাজ মুখ্যমন্ত্রী। যা কীর্তি কেলেঙ্কারি, আপনার পাশে বসাটাও পাপ'। পেন ড্রাইভে রাজ্যপালের আরও কেলেঙ্কারির ভিডিও থাকার দাবি। হুগলির সভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী 

WB News Live Updates: ভাইরাল-ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধার

ভাইরাল-ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধার। শেখ শাহজাহান-ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র-ভাণ্ডারের পরে ফের অস্ত্রের হদিশ। 'জেলিয়াখালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব। অস্ত্র কেড়ে নেওয়ার পরে বিজেপি কর্মীকে মেরে উধাও দুষ্কৃতী', ভাঙা রাইফেল উদ্ধার করল পুলিশ, এখনও অধরা অভিযুক্ত। 

West Bengal News Live Updates: অমিত শাহের মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে

অমিত শাহের মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে। এমনকী অমিত শাহের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্য এবং জেলার কয়েকজন বিজেপি নেতা দেবাশিস ধরে মঞ্চে উঠতে বাধা দিয়েছেন বলে অভিযোগ। 

WB News Live Updates: মিঠুনের হাত ধরে বিজেপিতে TMC প্রার্থীর স্ত্রী

সৌমিত্র-সুজাতার ছায়া এবার নদিয়া (Nadia)। নদিয়ায় ভোটের শেষ দফার প্রচারে বিজেপির চমক (Mithun Chakraborty Vote Campaign)। মিঠুনের হাত ধরে বিজেপিতে তৃণমূল প্রার্থীর স্ত্রী। প্রচারের শেষ ঘণ্টায় তৃণমূল প্রার্থীর স্ত্রী বিজেপিতে। বিজেপিতে রানাঘাটের তৃণমূল প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। 'বধূ নির্যাতনের মামলা চলছে, একসঙ্গে থাকি না', স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে হলফনামায় জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী (Ranaghat TMC Candidate Mukut Mani Adhikari )। আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে। 

West Bengal News Live Updates: মদন মিত্রের নিশানায় দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী

মদন মিত্রের নিশানায় দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী । 'দমদমে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন। ওঁর সাদা চুল কালো করে পাঠাব, হুঁশিয়ারি মদন মিত্রর। মদন মিত্র আমাকে নিয়ে না ভেবে নিজের শরীরটা নিয়ে ভাবুন, কটাক্ষ সুজন চক্রবর্তীর। 

WB News Live Updates: আমার কাছে পেনড্রাইভ আছে, আরও কেলেঙ্কারি আছে, আদিসপ্তগ্রামের সভা থেকে রাজ্যপালকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যপালের তো পদত্যাগ করা উচিত। রাজ্যপাল এডিট করে রাজভবনের ফুটেজ দেখিয়েছেন। রাজ্যপাল কথা বলতে চাইলে রাস্তায় বসে কথা বলব। যা দেখছি ওঁর পাশে বসে কথা বলব না। আমার কাছে পেনড্রাইভ আছে, আরও কেলেঙ্কারি আছে। আদিসপ্তগ্রামের সভা থেকে রাজ্যপালকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live Updates: সন্দেশখালি নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা প়ড়ে গিয়েছে : মমতা

'সন্দেশখালি নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা প়ড়ে গিয়েছে'। 'সন্দেশখালির মহিলাদের দিয়ে কী লিখিয়ে নেওয়া হয়েছে, তা তাঁরা জানতে পারেননি'। আদিসপ্তগ্রামের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: সাতসকালে কচুরি খেতে গিয়ে কলকাতার রাস্তায় আক্রান্ত মহিলা, আক্রান্ত তাঁর বন্ধুও

সাতসকালে কচুরি খেতে গিয়ে কলকাতার রাস্তায় আক্রান্ত মহিলা, আক্রান্ত তাঁর বন্ধুও। ঘটনার পর ৪৮ ঘণ্টা পার, এখনও অধরা অভিযুক্তরা। গত বৃহস্পতিবার বাইকে ধাক্কা লাগাকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। একদল মত্ত যুবক মহিলা ও তাঁর সঙ্গীর ওপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। নিগ্রহ সত্ত্বেও টালিগঞ্জ থানা শ্লীলতাহানির অভিযোগ নিতে চায়নি বলে মহিলার দাবি। আজ DC সাউথ প্রিয়ব্রত রায়ের কাছে অভিযোগ জানাতে যান ওই মহিলা। তাঁর দাবি, পুলিশের কাছে ই-মেল মারফত অভিযোগ জানিয়ে সাড়া মেলেনি। যদিও পুলিশ জানিয়েছে, যা অভিযোগ করা হয়েছে, তার ভিত্তিতেই মামলা রুজু হয়েছে। 

West Bengal News Live Updates: প্রার্থী পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবাশিস ধরকে নিয়ে ফের বিতর্ক

অমিত শাহের মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে এমনকী অমিত শাহের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রাজ্য এবং জেলার কয়েকজন বিজেপি নেতা দেবাশিস ধরে মঞ্চে উঠতে বাধা দিয়েছেন বলে অভিযোগ  গতকাল বীরভূমের রামপুরহাটে অমিত শাহের সভায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রার্থী পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবাশিস ধরকে নিয়ে ফের বিতর্ক। এরকমভাবে বিভাজন করা উচিত নয়, প্রতিক্রিয়া দেবাশিস ধরের। 

WB News Live Updates: ভোটের ৪৮ ঘণ্টা আগে বহরমপুরে রাজনৈতিক সৌজন্যের ছবি

ভোটের ৪৮ ঘণ্টা আগে বহরমপুরে রাজনৈতিক সৌজন্যের ছবি। শেষদিনের প্রচারে মুখোমুখি কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও বিজেপি প্রার্থী নির্মলচন্দ্র সাহা। একে অন্যকে হাতজোড় করে নমস্কার করলেন দুই যুযুধান প্রার্থী। বিজেপি প্রার্থীকে অধীর চৌধুরীর গাড়ি লক্ষ্য করে ফুল ছুড়তেও দেখা গেল। বহরমপুরে লালদিঘি সংলগ্ন রাস্তা দিয়ে সমবায়িকা মোড়ের দিকে যাচ্ছিল অধীর চৌধুরীর রোড শো। অন্যদিকে, রানিবাগানের দিক থেকে একই রাস্তায় চলে আসে বিজেপি প্রার্থী নির্মলচন্দ্র সাহার রোড শো। মুখোমুখি হলেও কংগ্রেস ও বিজেপি কর্মীরা শান্ত ছিলেন। ভোটের বাংলায় বহরমপুরে দেখা গেল অন্যরকম ছবি। 

West Bengal News Live Updates: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় শুরু বৃষ্টি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, সোমবারও ঝড় ও বৃষ্টি হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নিচে। মঙ্গলবার থেকে হাওয়া বদল, ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। 

WB News Live Updates: ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার, এবার মিলল ড্রাম ভর্তি সকেট বোমা

ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার। ডোমকলের জুগিন্দা মালিথাপাড়ায় বিদ্যুৎ-এর টাওয়ারের পাশে বোমা। টাওয়ারের পাশে কলাবাগানে ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার। 

West Bengal News Live Updates: ভোট ঘোষণার পর নবমবার রাজ্যে আসছেন মোদি, আগামীকাল পরপর ৪টি জনসভা করবেন প্রধানমন্ত্রী

সোমবার চতুর্থ দফার ভোট, ২০ মে পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফার আগে জোরদার প্রচারে প্রধানমন্ত্রী। আজ রাতে ফের শহরে আসছেন প্রধানমন্ত্রী মোদি, রাতে থাকবেন রাজভবনে। এই নিয়ে ভোট ঘোষণার পর নবমবার রাজ্যে আসছেন মোদি। কাল পরপর ৪টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, হাওড়ায় জনসভা করবেন মোদি। 

WB News Live Updates: দাদাগিরি করলে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ

ভোটের প্রচারে অব্যাহত হুমকি-হুঁশিয়ারি। দাদাগিরি করলে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। নিশানা করলেন বড়জোড়ার বিধায়ককে। প্রাক্তন স্বামীকে পালটা জবাব দিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। 

West Bengal News Live Updates: ভোটের ময়দানে না থাকলেও, নেতাদের কথায় বারবার ঘুরেফিরে আসছে অনুব্রতর নাম

সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলে জামিনের আর্জির শুনানি, জুলাই অবধি পিছিয়ে গেল। অর্থাৎ লোকসভা ভোটের সময়টা কেষ্টকে কাটাতে হবে জেলেই। তবে ভোটের ময়দানে না থাকলেও, নেতাদের কথায় বারবার ঘুরেফিরে আসছে তাঁর নাম। শুক্রবারও বীরভূম থেকে অনুব্রত মণ্ডলের নাম করে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

WB News Live Updates: তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির মণ্ডল সভাপতি

তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির মণ্ডল সভাপতি। ভোট দিতে বাধা দিলে ঝাঁটা, বঁটি, জুতো নিয়ে পাল্টা হামলার হুমকি। বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র সমর্থনে নির্বাচনী সভা থেকে হুঁশিয়ারি অনুপ ঘোষের। এটাই বিজেপির সংস্কৃতি, গেরুয়া শিবিরকে নিশানা তৃণমূলের। 

West Bengal News Live Updates: কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরিতে বিজেপি প্রধানের বাড়িতে বোমাবাজি ও মোটরবাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল

খেজুরির হলুদ বাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মন্ডলের বাড়িতে বোমাবাজি ! বিজেপির প্রধানের মোটরবাইক জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। কারা হামলার পিছনে জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। 

WB News Live Updates: ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়ের মাঝেই সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধার !

ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়ের মাঝেই সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধার! অস্ত্র উদ্ধারের ছবি ভাইরাল। গতকাল সন্দেশখালির জেলিয়াখালিতে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল। গ্রামবাসীদের অভিযোগ, সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেন। পরে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অভিযুক্তরা পালিয়ে যায়, সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

West Bengal News Live Updates: বারাসাতের নার্সিংহোমে নাবালিকার দেহ উদ্ধার

বারাসাতের কাজীপাড়ায় নার্সিংহোমে নাবালিকার দেহ উদ্ধার। ধর্ষণ ও খুনের অভিযোগে নার্সিংহোমের মালিক-চিকিৎসক গ্রেফতার। বারাসাত থানার পুলিশের হাতে গ্রেফতার নার্সিংহোমের এক কর্মীও। ধৃতদের আজ বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। নার্সিংহোমের এই নাবালিকা কর্মীকে খুন করা হয়েছে, জানা গিয়েছে প্রাথমিক তদন্তে, খবর সূত্রের। 

WB News Live Updates: 'ভোটের দিন তৈরি থাকুন, সকাল ৬টায় নির্দেশ চলে যাবে কী করতে হবে', বেলঘরিয়ার সভা থেকে হুঙ্কার মদন মিত্রর

'ভোটের দিন তৈরি থাকুন'। 'সকাল ৬টায় নির্দেশ চলে যাবে কী করতে হবে'। বেলঘরিয়ার সভা থেকে হুঙ্কার মদন মিত্রর। দমদমে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন। ওঁর সাদা চুল কালো করে পাঠাব, হুঁশিয়ারি মদন মিত্রর। 

West Bengal News Live Updates: পুরুলিয়ায় টোটো ও মোটরবাইকে বেপরোয়া লরির ধাক্কা, মৃত্যু ৫ জনের

পুরুলিয়ার নিতুড়িয়ায় টোটো ও মোটরবাইকে বেপরোয়া লরির ধাক্কা, মৃত্যু হল ৫ জনের। আহত ১১ জন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। পুরুলিয়ার দিক থেকে বরাকরের দিকে যাওয়ার সময়, বেপরোয়া লরি প্রথমে টোটো ও পরে একটি বাইকে ধাক্কা মারে। মৃত্যু হয় টোটোর ৩ যাত্রী ও ২ মোটরবাইক আরোহীর। লরির ধাক্কায় জখম হন পথচারীরাও। লরি আটক হলেও, চালক পলাতক। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

WB News Live Updates: নিউটাউনে হিডকোর জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নিউটাউনে হিডকোর জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, তিনটি পার্টি অফিসই ভেঙে ফেলতে হবে। ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

West Bengal News Live Updates: আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, সোমবারও ঝড় ও বৃষ্টি হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নিচে। মঙ্গলবার থেকে হাওয়া বদল, ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। 

WB News Live Updates: দিলীপ ঘোষের শেষ দিনের প্রচারেও বিতর্ক

দিলীপ ঘোষের শেষ দিনের প্রচারেও বিতর্ক। দুর্গাপুরের নতুন পল্লিতে রোড শো করার পুলিশি অনুমতি মেলেনি বলে দাবি করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। প্রচারের শেষ বেলাতেও চেনা মেজাজেই দিলীপ ঘোষ। কেন্দ্র বদলে গেলেও, এবারও লোকসভা ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। 

West Bengal News Live Updates: দুর্নীতি অস্ত্রে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিরোধীদের জবাব মোদির। ইডি-সিবিআই নিয়ে অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণে প্রধানমন্ত্রী। 'ইডি যত তদন্ত করছে, তার মাত্র ৩ শতাংশ করেছে রাজনীতিকদের বিরুদ্ধে'। 'বাংলা থেকে ঝাড়খণ্ড, নেতাদের বাড়িতে মিলছে নোটের পাহাড়'। 'নেতাদের বাড়ি থেকে মিলেছে প্রায় সওয়া লক্ষ কোটি টাকা'। 'এঁরা নির্দোষ হলে এত টাকা এল কী করে?' ভুবনেশ্বরের রোড শো থেকে দুর্নীতি অস্ত্রে নিশানা প্রধানমন্ত্রীর। 

WB News Live Updates: দুর্নীতি থেকে ভোট ব্যাঙ্কের রাজনীতির অভিযোগে মমতাকে আক্রমণ মোদির

চতুর্থ দফার ভোটের আগে এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী। দুর্নীতি থেকে ভোট ব্যাঙ্কের রাজনীতির অভিযোগে মমতাকে আক্রমণ। 'বাংলায় ক্লিন স্যুইপ করবে বিজেপি, একই পথে হাঁটবে দেশও' বলছেন মোদি। 'আগে যার বিরোধিতা করতেন, তার কাছেই আত্মসমর্পণ করেছেন মমতা', ভুবনেশ্বরের রোড শো থেকে তৃণমূলনেত্রীকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

West Bengal News Live Updates: সোমবার আসানসোলে ভোট, তার আগে শুক্রবার এই কেন্দ্রে ছিল হেভিওয়েট ভোট-প্রচার

শুক্রবার আসানসোলে ছিল জোর টক্কর! বিজেপি প্রার্থী এস এস অহলুওয়ালিয়ার হয়ে প্রচার সারলেন অমিত শাহ। অন্য়দিকে, তৃণমূলের শত্রুঘ্ন সিনহার হয়ে রোড শো করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার এই কেন্দ্রে ভোটগ্রহণ। 

WB News Live Updates: সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলে জামিনের আর্জির শুনানি পিছিয়ে গেল জুলাই পর্যন্ত

সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলে জামিনের আর্জির শুনানি, জুলাই অবধি পিছিয়ে গেল। অর্থাৎ লোকসভা ভোটের সময়টা কেষ্টকে কাটাতে হবে জেলেই। তবে ভোটের ময়দানে না থাকলেও, নেতাদের কথায় বারবার ঘুরেফিরে আসছে তাঁর নাম। শুক্রবারও বীরভূম থেকে অনুব্রত মণ্ডলের নাম করে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

West Bengal News Live Updates: রাজ্য়ে ভোট প্রচারে এসে সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রাজ্য়ে ভোট প্রচারে এসে সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানাঘাটের সভায় দোষীদের উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি দিলেন তিনি। তবে নীরব রইলেন স্টিং অপারেশন নিয়ে। পাল্টা গোধরা ও পুলওয়ামার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

WB News Live Updates: ফের বেলাগাম দিলীপ ঘোষ, রাতে থানা জ্য়াম করে পুলিশকে আটকে রাখার হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী

ফের বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমান থানার আইসির কাপড় খুলে নেওয়ার হুমকির ২৪ ঘণ্টার মধ্য়ে এবার রাতে থানা জ্য়াম করে পুলিশকে আটকে রাখার হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। শাসক দলের নেতাদের উদ্দেশেও হুমকি দিয়েছেন তিনি। তাঁর মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। যদিও তৃণমূল তাতে গুরুত্ব দিতে নারাজ। 

West Bengal News Live Updates: রাজভবনের কাছে চেয়েও মেলেনি, এবার পূর্ত দফতরের দেওয়া সিসিটিভি ফুটেজ এল রাজ্য় পুলিশের হাতে

রাজভবনের কাছে চেয়েও মেলেনি, এবার পূর্ত দফতরের দেওয়া সিসিটিভি ফুটেজ এল রাজ্য় পুলিশের হাতে। কারা সেদিন অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন? জানতে চায় লালবাজার। প্রয়োজনে তলব করা হতে পারে বলে সূত্রের খবর। এরই মধ্য়ে শ্লীলতাহানিকাণ্ডে রাজ্য়পালকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

WB News Live Updates: দাদাগিরি করলে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ

ভোটের প্রচারে অব্যাহত হুমকি-হুঁশিয়ারি। দাদাগিরি করলে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। নিশানা করলেন বড়জোড়ার বিধায়ককে। প্রাক্তন স্বামীকে পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। 

West Bengal News Live Updates: সন্দেশখালিকাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত তৃণমূলের

সন্দেশখালি পরিদর্শনে এসেছিল জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় এসটি কমিশন। স্টিংকাণ্ডকে সামনে রেখে এবার এই দুই জাতীয় কমিশনকে নিশানা করল তৃণমূল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোরও সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও রেখা শর্মার পাল্টা দাবি, সন্দেশখালির মহিলাদের ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহার করানো হচ্ছে।

প্রেক্ষাপট

ভোট ব্যাঙ্কের রাজনীতির অভিযোগে মোদির নিশানায় মমতা। বিজেপির কথায় চলছে সিবিআই-ইডি, অভিযোগ তৃণমূলের। 


সন্দেশখালির ভাইরাল-সিরিজে তোলপাড়। গোধরা-পুলওয়ামার সঙ্গে তুলনা টেনে আক্রমণে অভিষেক। 


স্টিং-কাণ্ডে নীরব থেকেও হুঙ্কার অমিত শাহের। 


এক সপ্তাহে তিন-তিনটি ভাইরাল ভিডিও। তৃণমূলের অভিযোগে মাম্পির পর এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে FIR পুলিশের। ২ বিজেপি নেতার বিরুদ্ধেও মামলা।


সন্দেশখালির ভাইরাল ভিডিও-কে হাতিয়ার তৃণমূলের। মিথ্যে অভিযোগে অশান্তি নালিশ। রক্ষাকবচ থাকায় শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে যাচ্ছে পুলিশ। 


ভাইরাল ভিডিওয় সন্দেশখালিতে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানোর দাবি। বিজেপি কর্মী মাম্পির বিরুদ্ধে ভয় দেখিয়ে মিথ্যা মামলার ধারা যোগ করল পুলিশ। 


সন্দেশখালির একের এক ভিডিওয় তোলপাড়। রামপুরহাটে সভার পরে শাহ-শুভেন্দু বৈঠক। 


ছবি ব্যবহার করে ফেক ভিডিও-র অভিযোগ। হাইকোর্টে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। সোমবার মামলার শুনানি। আদালতে গেলেই অপরাধমুক্ত হওয়া যায় না, পাল্টা চন্দ্রিমা। 


সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ, রেখা শর্মার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহার, পাল্টা চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। 


সিবিআই তদন্ত, কোর্টে মামলা চলাকালীনই কেন স্টিং? সন্দেশখালিকাণ্ডে এবার তৃণমূলকে নিশানা অসমের মুখ্যমন্ত্রীর। সত্যি সামনে আসতেই দিশেহারা বিজেপি, পাল্টা শান্তনু। 


ইডির নজরে শেখ শাহজাহানের ব্যবসার ১২জন পার্টনার। ১০ দিনে ধাপে ধাপে তলব। তলব সত্ত্বেও গরহাজির শাহজাহানের শ্যালক, জামাই। 


রাজভবনের প্রত্যাখ্যান, পূর্ত দফতরের ৮ঘণ্টার ফুটেজ পুলিশের হাতে। কারা সেদিন অভিযোগকারিণীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন? জানতে চায় লালবাজার। 


ক্ষমতা থাকলে করিডোরের ভিডিও দেখান। শ্লীলতাহানির অভিযোগ-বিতর্কে ফুটেজ প্রকাশের পর রাজ্যপালকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের।


সন্দেশখালি থেকে দুর্নীতি, ফের উল্টো ঝুলিয়ে সোজা করার হুঙ্কার অমিত শাহর। 


ভোটের সাত দফাতেই বিজেপিকে ভাঙার হুঙ্কার অভিষেকের। 


ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হুমকি, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বিজেপির। হুমায়ুন কবীরকে শোকজ করল নির্বাচন কমিশন।


বিচারপতি অমৃতা সিন্হার স্বামীর বিরুদ্ধে দায়ের মামলায় হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। এফআইআরের মধ্য়ে রাজনীতি টানবেন না। রাজ্যের উদ্দেশে কড়া মন্তব্য সর্বোচ্চ আদালতের।


হিডকোর জমি দখল করে কী করে তৃণমূলের অফিস! নিজেের সম্পত্তি কেন রক্ষা করতে পারছেন না? বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.