West Bengal News Live: চটিতে 'সেফটিপিন' লাগানো নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর, ভোটের মধ্যে ভাইরাল দেবের অডিও ক্লিপিং!

Loksabha Election 2024 : রাজ্যের একের পর এক জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর , এক নজরে...

ABP Ananda Last Updated: 18 May 2024 01:08 AM
WB Live News Updates: রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৪১ নম্বর ধারায় জোর করে আটকে রাখা এবং ১৬৬ ধারায় এফআইআর। ইতিমধ্যেই আদালতে অভিযোগকারিণী গোপন জবানবন্দি দিয়েছেন। অভিযোগকারিণীর গোপন জবানবন্দি ও সিসিটিভি-র ফুটেজের ওপর ভিত্তি করে এফআইআর রুজু পুলিশের

WB Live Updates: শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জমি, ভেড়ি-সহ ১৪ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান, তাঁর ভাই আলমগিরের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত

WB Live News Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় বৃহস্পতিবার সরাসরি শুভেনদু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যার পর থেকেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী। 

WB Live Updates: হরিদেবপুরে উঠতি অভিনেত্রীর রহস্যমৃত্যু, গ্রেফতার অভিনয় প্রশিক্ষক

হরিদেবপুরে উঠতি অভিনেত্রীর রহস্যমৃত্যু, গ্রেফতার অভিনয় প্রশিক্ষক। উদ্ধার হওয়া সুইসাইড নোটে সম্পর্কের উল্লেখ ছিল। অভিনেত্রীর মা-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিনয় প্রশিক্ষক। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার অভিনয় প্রশিক্ষক সঞ্জয় নস্কর।

WB Live News Updates: নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় বৃহস্পতিবার সরাসরি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যার পর থেকেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী। 

WB Live Updates: পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিজেপি বিধায়কের

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিজেপি বিধায়কের। নিতুরিয়া থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি পুরুলিয়ার রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ির।

WB Live News Updates: 'অডিও এডিট করে মহিলার গলা বসানো হয়েছে', হিরণের পাল্টা দেব

'অডিও এডিট করে মহিলার গলা বসানো হয়েছে। এমন কোনও মহিলার সঙ্গে কথা বলেছি বলে মনে পড়ছে না', জেতার জন্য নোংরা রাজনীতি হিরণের, পাল্টা আক্রমণ দেবের।

WB Live Updates: ভোটের মধ্যে এবার ভাইরাল ঘাটালের অডিও

ভোটের মধ্যে এবার ভাইরাল ঘাটালের অডিও। এক্স হ্যান্ডলে ভাইরাল অডিও রিপোস্ট, দেবকে নিশানা হিরণের। 'দেবের পিএ-কে দিয়ে প্রচুর টাকা তোলা হয়। চাকরি বিক্রির নামে প্রচুর টাকা তোলা হয়', এই অডিও ক্লিপ ভুয়ো হলে কোর্টে যান দেব, চ্যালেঞ্জ হিরণের।

WB Live News Updates: মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন

মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। নির্বাচনী বিধিভঙ্গে কেন উপযুক্ত ব্যবস্থা নয় ? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জবাব তলব নির্বাচন কমিশনের। ২০ মে বিকেল ৫টার মধ্যে তমলুকের বিজেপি প্রার্থীর জবাব তলব নির্বাচন কমিশনের

WB Live Updates:  ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর খারিজের দাবি

ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর খারিজের দাবি। হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের। আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়। মৌখিক নির্দেশ বিচারপতির। অন্যদিকে, সন্দেশখালির বিজেপি নেত্রীর গ্রেফতারি মামলায় ধাক্কা রাজ্য পুলিশের। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন মাম্পি দাস। লঘু ধারায় মামলার নোটিসের টোপ দিয়ে কেন গ্রেফতার ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির।

WB Live Updates: 'আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ', মাম্পি দাসের মামলায় মন্তব্য বিচারপতির

'বিচারপ্রক্রিয়া চলাকালীন অভিযোগকারী বা সাক্ষীকে মিথ্যা বলতে হুমকি দিলে তবেই ১৯৫(এ) ধারা প্রযোজ্য'। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও চোখ বন্ধ করে বসে থাকলে, তা আদালত অবমাননার সামিল, মন্তব্য বিচারপতির। এফআইআরে থাকা জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ হাইকোর্টের। 'বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে, পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ', নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর, ১৯ জুন মামলার পরবর্তী শুনানি

WB Live Updates: 'আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ', মাম্পি দাসের মামলায় মন্তব্য বিচারপতির

'বিচারপ্রক্রিয়া চলাকালীন অভিযোগকারী বা সাক্ষীকে মিথ্যা বলতে হুমকি দিলে তবেই ১৯৫(এ) ধারা প্রযোজ্য'। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও চোখ বন্ধ করে বসে থাকলে, তা আদালত অবমাননার সামিল, মন্তব্য বিচারপতির। এফআইআরে থাকা জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ হাইকোর্টের। 'বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে, পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ', নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর, ১৯ জুন মামলার পরবর্তী শুনানি

WB Live News Updates: সন্দেশখালিতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড়সড় ধাক্কা রাজ্য পুলিশের

সন্দেশখালিতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড়সড় ধাক্কা রাজ্য পুলিশের। ব্যক্তিগত বন্ডে সন্দেশখালির বিজেপি নেত্রীর জামিন। নিম্ন আদালতের বিচারক, পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না? প্রশ্ন বিচারপতির।

West Bengal Weather Update: বিজেপি নেত্রী মাম্পি দাসের পর হাইকোর্টে স্বস্তি গঙ্গাধর কয়ালেরও

সন্দেশখালির মামলায় জোড়া স্বস্তি বিজেপির। বিজেপি নেত্রী মাম্পি দাসের পর হাইকোর্টে স্বস্তি গঙ্গাধর কয়ালেরও। আপাতত গঙ্গাধরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতির। গঙ্গাধরের মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠালেন বিচারপতি জয় সেনগুপ্ত। ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন গঙ্গাধর। ভাইরাল ভিডিও নিয়ে সিবিআই তদন্তেরও দাবি জানান বিজেপি নেতা।

WB Live News Updates: হরিদেবপুরে অভিনয় প্রশিক্ষকের বাড়ি থেকে উদ্ধার উঠতি অভিনেত্রীর দেহ

হরিদেবপুরে উঠতি অভিনেত্রীর রহস্যমৃত্যু। অভিনয় প্রশিক্ষকের বাড়ি থেকে উদ্ধার উঠতি অভিনেত্রীর দেহ। মৃতের নাম সুস্মিতা দাস, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সুস্মিতা আত্মঘাতী হয়েছেন বলে গতকাল পুলিশকে জানান ওই প্রশিক্ষক। ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট। 
'প্রশিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন সুস্মিতা'। সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মঘাতী, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

West Bengal Weather Update: ব্যক্তিগত বন্ডে সন্দেশখালির বিজেপি নেত্রীর জামিন

সন্দেশখালিতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড়সড় ধাক্কা রাজ্য পুলিশের। ব্যক্তিগত বন্ডে সন্দেশখালির বিজেপি নেত্রীর জামিন। এফআইআরে থাকা জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ হাইকোর্টের।

WB Live News Updates: জেলবন্দি সন্দেশখালির বিজেপি নেত্রী, হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ

জেলবন্দি সন্দেশখালির বিজেপি নেত্রী, হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ । 'সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসকে জেল থেকে ছেড়ে দেওয়া উচিত'। লঘু ধারায় মামলার নোটিসের টোপ দিয়ে গ্রেফতার? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। 'মাম্পি দাসের বাড়িতে লাগানো নোটিসে জামিন অযোগ্য ধারা ছিল না'। '১৪ মে আত্মসমর্পণের সময় জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে গ্রেফতার'। হাইকোর্টে সওয়াল বিজেপি নেত্রীর আইনজীবীর । নিম্ন আদালতে কেস ডায়রিও পেশ করেনি পুলিশ, দাবি মাম্পি দাসের আইনজীবীর। গোটা ঘটনার পিছনে কার মাথা কাজ করছে? কার পরিকল্পনা? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। নিম্ন আদালতের বিচারক, পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না? প্রশ্ন বিচারপতির । সন্দেশখালির ভাইরাল ভিডিওয় বিজেপি নেত্রী মাম্পি দাসের নাম। সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করানোর হয়েছিল, মাম্পির বিরুদ্ধে অভিযোগ সন্দেশখালির এক মহিলার। বিজেপি নেত্রী মাম্পি দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ 

West Bengal Weather Update: কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ, আক্রান্ত ৫

কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ, আক্রান্ত ৫ । মার্চ মাস থেকে মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ। কলকাতাতেও ৭ দিনে ৫ জন করোনা আক্রান্তের খবর । আক্রান্তরা সবাই অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মহারাষ্ট্রে এ পর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনার নতুন উপ প্রজাতি KP টু'এর প্রকোপ।


 

WB Live News Updates: পরপর চারদিন, সন্ত্রস্ত সন্দেশখালির বেড়মজুর গ্রামে মহিলাদের রাতপাহারা অব্যাহত

পরপর চারদিন, সন্ত্রস্ত সন্দেশখালির বেড়মজুর গ্রামে মহিলাদের রাতপাহারা অব্যাহত। ফের ভাইরাল হল তার ভিডিও। ঝাঁটা, লাঠির পাশাপাশি রাত জেগে গ্রাম পাহারায় এবার মহিলারা হাতে তুলে নিয়েছেন শঙ্খ ও কাঁসর ঘণ্টা। বেড়মজুরের মহিলাদের একাংশের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে অত্যাচারা চালাচ্ছে। তাঁদের দাবি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই পালা করে রাত জাগছেন তাঁরা। কেউ আক্রান্ত হলেই যাতে তার সঙ্কেত সবাইকে পৌঁছে দেওয়া যায়, সেজন্যই  কাঁসর, ঘণ্টা আনা হয়েছে বলে দাবি। তল্লাশির নামে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

West Bengal Weather Update: সন্দেশখালিতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত CBI-এর

সন্দেশখালিতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত CBI-এর। CBI সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত। মোট ৯০০টি অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না।নিজাম প্যালেসের অফিস থেকে রোজ সন্দেশখালি যাতায়াতও সময়সাপেক্ষ, মত CBI-এর। এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত, খবর CBI সূত্রে ।

WB Live News Updates: ভোটের চারদিন আগে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার

ভোটের চারদিন আগে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার। পোস্টার দেওয়া হয়েছে তৃণমূলেরই নামে। চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার ডোমজুড়ে। সোমবার পঞ্চম দফায় শ্রীরামপুর-সহ সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে পোস্টার পড়েছে সলপ ব্রিজ, সলপ বাজার, লালবাড়ি, কাটলিয়া-সহ বিভিন্ন এলাকায়। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal Weather Update: হাঁসফাঁস গরমের মধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে

হাঁসফাঁস গরমের মধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। আগামী দু'দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। কালও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস । পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের পূর্বাভাস। চলতি সপ্তাহেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখন নেই। বজায় থাকবে গরম ও অস্বস্তির দাপট, সোমবার বৃষ্টি হতে পারে কলকাতায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

WB Live News Updates: ঘরে ঢুকে দুই অবিবাহিত বোনকে কুপিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে

ঘরে ঢুকে দুই অবিবাহিত বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুর গ্রামে। বাড়ির বারান্দায় দুই অবিবাহিত বোনের রক্তাক্ত দেহ উদ্ধার। ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন
কী কারণে খুন, তা নিয়ে ধন্দে প্রতিবেশীরা। কীভাবে মৃত্যু নিশ্চিত হতে, ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় গোয়েন্দারা।

Dilip Ghosh Live Updates: 'সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্ম ভুলতে দেওয়া হবে না', খোঁচা দিলীপের

'সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্ম ভুলতে দেওয়া হবে না। আরও বড় অপকর্ম বেরোবে। শেখ শাহজাহানের ভাই এখনও পলাতক।
তার লোকেরা এখনও ভয় দেখাচ্ছে, যাকে তাকে পুলিশ কেস দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে ভোট করাতে চাইছে সরকার। শেখ শাহজাহানের সম্পত্তি ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। জমি, ভেড়ি, ইটভাটা সব কিছু এর মধ্যে আছে। বিরোধীদের জোটের ৩১৫ আসন হবে না, শেখ শাহজাহানের ৩১৫ কোটির সম্পত্তি হয়ে যাবে।' সন্দেশখালি নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

WB Live News Updates: বিধানসভা নির্বাচনের পরের হিংসার তদন্তে CBI, শুভেন্দুর জেলায় তৃণমূল নেতার বাড়িতে অভিযান

লোকসভা ভোট চলাকালীন বিধানসভা নির্বাচনের পরের হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে CBI। শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল নেতার বাড়িতে অভিযান। মারিশদার সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে CBI। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে চলছে জিজ্ঞাসাবাদ।  CBI সূত্রে খবর, তৃণমূল নেতা বাড়িতে না থাকায় তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বিধানসভা ভোটে ফলপ্রকাশের পর, ভোটপরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে CBI।

WB Live News: 'আমার নাম ভাঙাচ্ছেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী', আক্রমণ কল্যাণের

বিজেপিকে তীব্র আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর । 'আমার নাম ভাঙাচ্ছেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই বলেই টিকিট পেয়েছেন কবীরশঙ্কর। সন্দেশখালি নিয়ে বিজেপির প্রচারে উল্টো প্রভাব পড়বে। সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত ফাঁস হয়েছে।' শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকেও নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'বাংলার জন্য কী করেছেন মিঠুন চক্রবর্তী?'
'রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন, বাংলার জন্য কী করেছেন?' মিঠুন একবারও মণিপুর গেছেন? প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

WB Live News Updates: এবার নন্দীগ্রামে হারের বদলা নেওয়ার হুঁশিয়ারি মমতার, পাল্টা হুঙ্কার শুভেন্দুর

এবার নন্দীগ্রামে হারের বদলা নেওয়ার হুঁশিয়ারি মমতার। বলেন, 'গণনা হয়ে যাওয়ার পরে লোডশেডিং করে রেজাল্ট বদলে দিয়েছিল। এর বদলা আমি নেব, কীভাবে নেব সেকথা ভবিষ্যত বলবে।' পাল্টা আক্রমণ শুভেন্দুর। বলেন, 'কোর্টে লড়ছে না কেন, ওকে হারাব ওর ভাইপোকে জেলে ঢোকাব।'

প্রেক্ষাপট

কলকাতা : কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) প্রচারে হামলার অভিযোগ। বিজেপির প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘাটালের বিজেপি প্রার্থী (Ghatal BJP Candidate) হিরণ চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এপ্রসঙ্গে হিরণ বলেন, 'নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। এক বিজেপি কর্মী খুন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন দেব। তাই গতকাল আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি আর আজ প্রার্থীর ওপর হামলা হল।" তৃণমূলকে (TMC) নিশানা করে অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থীর। এই, অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের তরফে।


বৃহস্পতিবার তমলুকে (Tamluk) সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, তিনি ইন্ডিয়া জোটের সঙ্গেই আছেন। ফলাফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের সরকার গঠনে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর জবাবে তাঁকে কটাক্ষ করে "গাঁয়ে মানে না আপনি মোড়ল", বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md. Salim)।


বৃহ্স্পতিবার বজ্রপাতের ফলে মালদায় ১১ জন এবং মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে একজন করে দু'জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়ার পরে মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teachers Recruitment Scam) অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে সিবিআই (CBI)। আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ২৫ জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সূত্রের খবর, বেআইনি ভাবে চাকরি পাওয়ার কথা স্বীকার করেছে কয়েকজন।


মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের জের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে শুক্রবার তমলুকে অভিষেকের মিছিল। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। "সৌজন্য-ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু মমতাকে নন, বাংলার সব মহিলাকে অপমান করেছেন অভিজিৎ। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন।" এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.