West Bengal News LIVE Updates: 'বিরোধী দলনেতার কনভয় পার করতে এত দেরি কেন? কত দালালি করবে', পুলিশকে ধমক ফিরহাদের
Rath Yatra News LIVE Updates: এক ক্লিকে দেখে নিন সব খবরের লাইভ আপডেটস
সিএএ-তে নাগরিকত্বের আবেদনে সহযোগিতা করতে আগামী বুধবার ঠাকুরনগরের মতুয়াবাড়িতে ক্যাম্প চালু হবে। জানালেন বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
বাগদায় প্রচারে গিয়ে পুলিশকে ধমক ফিরহাদের। গতকাল শুভেন্দুর কনভয় যাওয়ার সময় পুলিশকে ধমক ফিরহাদের। 'বিরোধী দলনেতার কনভয় পার করতে এত দেরি কেন? কত দালালি করবে। আমাদের মিটিংয়ের সময় কেন সামনে দিয়ে একটার পর একটা গাড়ি যাবে।'
কত দালালি করবে? পুলিশকে ধমক ফিরহাদের।
টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকল শহরে। প্লাবিত জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় ঘরে ঘরে জল, জলবন্দি বহু মানুষ। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু-সমান জল। মাছ বাজার, পাইকারি বাজারে জল ঢোকায় সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা। একাধিক দোকান জলমগ্ন হয়ে পড়ায় মজুত জিনিস নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কবে জল নামবে, তা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা। অন্যদিকে, পাহাড়ে টানা বৃষ্টিতে কালিম্পঙের তিস্তাবাজার এলাকা জলমগ্ন। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল।
মিন্টো পার্কে ইস্কন মন্দিরের রথযাত্রা। সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কের অ্য়ালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড ধরে ইসকনের রথ পৌঁছয় ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে। ৭ দিন পর এখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা। বিশ্বের দেড়শোটি দেশের ৭০০টি শহরে মহা সমারোহে রথযাত্রা উদ্যাপন ইসকনের।
লোকসভা ভোটে নিশীথের হার, কোচবিহারে পরপর পঞ্চায়েত দখল তৃণমূলের। দলবদলে ক্ষমতা বদল কোচবিহারের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রধান-সহ ৩ পঞ্চায়েত সদস্য। অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের। ভয় দেখিয়ে দলবদল করিয়ে পঞ্চায়েত দখল তৃণমূলের, অভিযোগ বিজেপির। ভয় দেখিয়ে নয়, উন্নয়নের স্বার্থে নিজের ইচ্ছাতেই তৃণমূল, দলবদলের পর দাবি প্রধানের। কোচবিহারের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১২। ১০টি আসনে জিতে বোর্ড গঠন করে বিজেপি, তৃণমূল পেয়েছিল ২টি আসন। লোকসভা ভোটের ফল ঘোষণার পর তৃণমূলে যোগ একের পর এক বিজেপি সদস্যের। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্যের।
রথের দিনে সৈকত শহরে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। মুহুর্মুহু শোনা গেল জয় জগন্নাথ ধ্বনি। এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হল। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা। আগামীকাল শেষ হবে রথযাত্রা। পুরীতে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ফের শহরে অগ্নিকাণ্ড। পশ্চিম চৌবাগায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। কারখানার সব গেট বন্ধ, ওপর থেকে ঝাঁপ এক ব্যক্তির। তিনতলার ওপর থেকে ঝাঁপ, গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ফাঁকা করা হচ্ছে আশপাশের বাড়ি। কালো ধোয়াঁয় ঢাকল গোটা এলাকা।
১ ঘণ্টা পার, এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন।
বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে শ্যুটআউটের ঘটনায় এবার রাজ্য পুলিশের জালে সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সাহিল সিং। বিহারের নওয়াদা থেকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেট ও বেলঘরিয়া থানার পুলিশ। গতকালই সাহিলকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের দাবি, অজয় মণ্ডলের ওপর হামলার ব্লু-প্রিন্ট জেলে বসে তৈরি করেছিল সুুবোধ সিং। অন্য অপারেশনের
মতো তৈরি করা হয় ছোট ছোট দল। ঠিক হয়, একদল ইন্টারনেট ভয়েস কলের মাধ্যমে জেল থেকে হুমকি-ফোন করবে। ব্যবসায়ীর ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ৩ হামলাকারীর হাতে তুলে দেওয়ার অ্যাসাইনমেন্ট ছিল সাহিলের। সেই মতো হামলার ৩-৪ দিন আগে নওয়াদা থেকে চারটি পিস্তল নিয়ে সাহিল এসে ওঠে হাওড়ার বেলিলিয়াস রোডের হোটেলে। সেখানেই অস্ত্র হাতবদল করে বিহারে ফিরে যায় সাহিল।
ভিনরাজ্যে বাংলার নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু। বেঙ্গালুরুর হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃত দিয়া মণ্ডলের বাড়ি কাঁকসার গোপালপুরে।বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন দিয়া। 'গতকাল সন্ধেয় ফোনে কথা হয় দিয়ার সঙ্গে'। তার কিছুক্ষণ পরেই মৃত্যুর খবর মেলে, দাবি পরিবারের।
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি NIA-র। চার্জশিটে নাম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পণ্ডার। বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ২ তৃণমূল নেতা, চার্জশিটে দাবি NIA-র। 'বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই'। লজিস্টিক সাপোর্টের দায়িত্ব ছিল মানব পড়ুয়া, নবকুমার পণ্ডা ও বলাইচরণ মাইতির: NIA। তৃণমূলের বুথ সভাপতি ছিলেন ধৃত বলাইচরণ মাইতি। 'ভূপতিনগরে বোমা তৈরি করে, আগ্নেয়াস্ত্রর ভয় দেখিয়ে সভায় যেতে বাধ্য করা হত'। 'সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়ার হুমকি দেওয়া হত'। ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমা টেস্টিং, চার্জশিটে দাবি NIA-র।
কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে স্বামীকে অপহরণ করে দল বদল করানোর অভিযোগ স্ত্রীর। গতকাল ফুলবাড়ি ১ পঞ্চায়েতের ৩ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। 'স্বামীকে অপহরণ করে দল বদল করিয়েছে তৃণমূল।' অভিযোগ বিজেপি সদস্যা দীপালি পালের । অভিযোগ অস্বীকার শাসক দলের।
ভাঙড়ে ব্যক্তির মৃত্যু, চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ । চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের অভিযোগ স্থানীয়দের । পুলিশের হাতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের নাম আজগর মোল্লা, মৃত্যুর পরেও দীর্ঘক্ষণ পড়েছিল দেহ। মৃতের পরিবারই দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রায় ২ ঘণ্টা পর পরিবারের কাছ থেকে দেহ উদ্ধার পুলিশের। সম্প্রতি কলকাতা পুলিশের আওতায় আনা হয় ভাঙড় থানাকে। 'ভাঙড়ের ঘটনা গণপিটুনি কি না, তা স্পষ্ট হবে ময়নাতদন্তে।' মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন, অনুমান পুলিশের। 'গণপিটুনি কি না, তা স্পষ্ট হবে ময়নাতদন্তে।' পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি, দাবি পুলিশের।
বোলপুরে রহস্যজনক অগ্নিকাণ্ডে ৩ মৃত্যু, গ্রেফতার বাড়ির সেজ বউ। ধৃত স্মৃতি বিবি মৃত গৃহকর্তা আব্দুল হালিমের সেজ ভাইয়ের স্ত্রী। 'এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্মৃতির। ভাসুর দেখে ফেলায় তাঁকে স্ত্রী, পুত্র-সহ পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তাঁর প্রেমিক'। পরিকল্পনা মতো ভাসুরের ঘরের জানলায় কেরোসিন ঢেলে আগুন, দাবি পুলিশের
কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে স্বামীকে অপহরণ করে দল বদল করানোর অভিযোগ স্ত্রীর। গতকাল ফুলবাড়ি ১ পঞ্চায়েতের ৩ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। 'স্বামীকে অপহরণ করে দল বদল করিয়েছে তৃণমূল', অভিযোগ বিজেপি সদস্যা দীপালি পালের । অভিযোগ অস্বীকার শাসক দলের
মিন্টো পার্কে ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দেড়শোটি দেশের ৭০০টি শহরে আজ মহা সমারোহে রথযাত্রা উদ্যাপন করছে ইসকন।
এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোররাতে ভাঙড় বাজারে ঘটনাটি ঘটে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়।
মিন্টো পার্কে ইসকন মন্দিরের রথযাত্রা। সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কের অ্য়ালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড ধরে ইসকনের রথ পৌঁছবে ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে। ৭ দিন পর এখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা। বিশ্বের দেড়শোটি দেশের ৭০০টি শহরে আজ মহা সমারোহে রথযাত্রা উদ্যাপন করছে ইসকন।
আজ রথযাত্রা, কলকাতায় ইস্কন মন্দিরেও রথযাত্রার প্রস্তুতি
আড়াইশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানি জানকীদেবী মিলনমেলার উদ্দেশ্যে এই রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল। এখন ১৩ চূড়ার রথ। লোহার পাত দিয়ে মোড়া রথের মোট ৩৪টি চাকা আছে।মহিষাদলের রথের উচ্চতা প্রায় ৪০ ফুট।
সরকারি জমিতে দখলদার উচ্ছেদ অভিযানের মাঝেই এবার নলহাটিতে পুকুর ভরাটের অভিযোগ উঠল। ৩ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া মাটি ফেলে ওই পুকুর রাতারাতি বুজিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মানিকতলা উপনির্বাচনের প্রচারে শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা। সঙ্গী তাপস রায়
বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজাদের রথের রশিতে পড়ল টান। সাড়ে তিনশো বছরের পুরনো এই রথযাত্রা বিশেষত্ব হল, জগন্নাথ-বলরাম-সুভদ্রা নন, রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ।
রথযাত্রা উপলক্ষ্যে হুগলির মাহেশে লোকারণ্য। এবার ৬২৮ বছরে পড়ল এই রথযাত্রা। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় ১৩৬ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে।
জগন্নাথ দেবের রত্নভাণ্ডার নিয়ে সিদ্ধান্ত হবে ৯ তারিখের বৈঠকে। কিন্তু কী আছে রত্ন ভাণ্ডারে, জানালেন পুরীর রাজা গজপতি দিব্য সিংহ দেব।
রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত।
গ্রেফতারির ১২ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন ময়ূরেশ্বরের তৃণমূল কর্মী বুলেট মির্জা! সরকারি আইনজীবীর দাবি, জামিনের বিরোধিতা করলেও, হেফাজতে চায়নি পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল NIA. বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করে চার্জশিটে দুই তৃণমূল নেতা মানবকুমার পড়ুয়া ও নবকুমার পাণ্ডার নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিটে NIA-র দাবি, বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই। তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পাণ্ডার দায়িত্ব ছিল লজিস্টিক সাপোর্ট দেওয়া। NIA-র দাবি, ভূপতিনগরে বোমা তৈরি করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হত সভায় যেতে। সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়ার হুমকি দেওয়া হয়। ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমা টেস্টিং, চার্জশিটে দাবি NIA-র।
দেড় দশকেরও বেশি সময় ধরে গ্যাংস্টার সুবোধ সিং-এর বং-কানেকশন! ২০০৭ সালে উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করে। দফায় দফায় রাজ্যে এসে করে একের পর এক ডাকাতি। জেরায় স্বীকার করেছে বলে সিআইডি সূত্রে খবর। ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর হামলার ঘটনায় বিহার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন।
আজ রথযাত্রা। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময়। আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন। ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি যোগ দেবো, আগামীবছর এর সঙ্গে যুক্ত হবে দীঘার বিশাল রথযাত্রা!
কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগে গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম। বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি, ২০১৮-র ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ, বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে, RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ প্রভাবিত কর্মী ইউনিয়নের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে। দু’পক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করেই জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।
রথযাত্রার দিন সকালে জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথ দেবদলন বা পদ্মধ্বজকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ।
আজ রথযাত্রা। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
রথযাত্রা উৎসবের মধ্যে সোমবারই খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার? জানা যাবে আজই। রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছে নবগঠিত কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের।
৫৩ পছর পর এ বছর ফের একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা। রবিবার বিকেলে টান পড়বে রথের রশিতে। কিছুটা এগিয়ে থেমে যাবে যাত্রা। সোমবার ফের রথযাত্রা হবে। এই উপলক্ষ্যে ইতিমধ্য়েই সোমবার ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার।
প্রেক্ষাপট
রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে।ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা। আগামীকাল শেষ হবে রথযাত্রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -