West Bengal News Live : মমতা সব কিছু করার ক্ষমতা রাখে, হুঙ্কার ফিরহাদের

West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 19 Nov 2024 11:26 PM
West Bengal News Live : গুলশন কলোনিতে জমির বেআইনি কারবারের অভিযোগ

গুলশন কলোনিতে জমির বেআইনি কারবারের অভিযোগ। মহম্মদ জুলকার নাইন আলির বিরুদ্ধে ১০ লক্ষ টাকা নিয়েও জমি না দেওয়ার অভিযোগ। জুলকারের বিরুদ্ধে অভিযোগ ১০৮নং ওয়ার্ডের বাসিন্দা আমজাদের। অভিযোগ অস্বীকার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক জুলকারের। 

Sougata On Madan: মদন মিত্রকে পাল্টা জবাব সৌগত রায়ের

কসবা-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই 'পুলিশ' মন্তব্য নিয়ে বাগযুদ্ধে মদন-সৌগত। মদন মিত্রকে পাল্টা জবাব সৌগত রায়ের

Kasba Incident: কসবাকাণ্ডে ঘনীভূত 'ইকবাল'-রহস্য

কসবাকাণ্ডে ঘনীভূত 'ইকবাল'-রহস্য। ইকবাল নামে এখনও কারও হদিশ মেলেনি, পুলিশ সূত্রে খবর। পুলিশকে বিভ্রান্ত করতে ইকবালের নাম, অনুমান তদন্তকারীদের। 'বিহারের পাপ্পু গ্যাংয়ের সঙ্গে গুলজারের পরিচয় করিয়ে দেন বেউর জেলের এক আসামি'। প্রায় ৩ মাস ধরে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ছক, পুলিশ সূত্রে খবর । 

Madan Mitra: হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া মদন মিত্রের

কে মুখ্যমন্ত্রী হবেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, এটা ঠিক করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। যা বলার দলের ভিতরে বলুন, দলের বাইরে এসব বললে, বিরোধীরা উৎসাহিত হয়। হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া মদন মিত্রের। 

West Bengal News Live Updates :কসবা-কাণ্ডের পর গুলশন কলোনির বিতর্কিত জমি পরিদর্শন

কসবা-কাণ্ডের পর গুলশন কলোনির বিতর্কিত জমি পরিদর্শন। বিতর্কিত জমি পরিদর্শনে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। গুলশন কলোনিতে চিহ্নিত একাধিক বিতর্কিত জমি 

West Bengal News Live : নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া জবাব ফিরহাদ হাকিমের

নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া জবাব ফিরহাদ হাকিমের । 'অভিষেক আমাদের সন্তান, ঠিক সময় আসবে', মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করার ক্ষমতা রাখে, হুঙ্কার ফিরহাদের। 
 

TMC Sushanta Ghosh Attacked Case: গুলশন কলোনিতে জমির বেআইনি কারবারের অভিযোগ

গুলশন কলোনিতে জমির বেআইনি কারবারের অভিযোগ। মহম্মদ জুলকার নাইন আলির বিরুদ্ধে ১০ লক্ষ টাকা নিয়েও জমি না দেওয়ার অভিযোগ। জুলকারের বিরুদ্ধে অভিযোগ ১০৮নং ওয়ার্ডের বাসিন্দা আমজাদের। অভিযোগ অস্বীকার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক জুলকারের। 

Dilip On Kolkata Police: পুলিশ এখন দলদাস হয়ে গেছে , আক্রমণ দিলীপ ঘোষের

'পুলিশের কর্মক্ষমতা সিপিএম আমল থেকেই শেষ করে দেওয়া হয়েছে। পুলিশ এখন গরুপাচার, কয়লাপাচার, বালিপাচারের টাকা তুলছে। পুলিশ টাকা তুলবে না আইনশৃঙ্খলা দেখবে ? পুলিশের ওপর মানুষের ভরসা নেই, পুলিশ এখন দলদাস হয়ে গেছে', আক্রমণ দিলীপ ঘোষের। 

Madan On Sougata: পুলিশের সমালোচনায় সৌগত রায়, পাল্টা কটাক্ষ মদন মিত্রের

পুলিশের সমালোচনায় সৌগত রায়, পাল্টা কটাক্ষ মদন মিত্রের। সৌগত রায় এখন দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম হতে চলেছেন। তাঁর নিরাপত্তারক্ষীকে দিয়ে বাজার করানো হয়। তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কী করে? প্রশ্ন মদন মিত্রের। 

TMC Sushanta Ghosh: সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার

সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার। দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। এই স্কুটারে চেপেই সুশান্ত ঘোষের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।  উদ্ধার হওয়া স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই স্কুটারেই ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল। 

Kolkata News: অনুপ্রবেশে বাংলা-যোগ

কর্ণাটক থেকে গ্রেফতার ৬ বাংলাদেশি। পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকে কলকাতায় এসে তৈরি করেছে জাল আধার, প্যান ও ভোটার কার্ড।বানিয়েছিল ভুয়ো পাসবুক, পাসপোর্টও, দাবি কর্ণাটক পুলিশের।

Firhad On Mamata Abhishek: 'সময়ে আসবে অভিষেক', নেতৃত্ব বিতর্কে মন্তব্য ফিরহাদের

মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। অভিষেক সন্তানসম, ঠিক সময়ে আসবে, নেতৃত্ব বিতর্কে মন্তব্য ফিরহাদের।

Bankura News: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের আব্রু স্বাস্থ্যের বেহাল ছবি

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের আব্রু স্বাস্থ্যের বেহাল ছবি । বাঁকুড়ায় সোনামুখী গ্রামীণ হাসপাতালে অমানবিক ছবি। অপরিণত ভ্রুণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর!

প্রেক্ষাপট

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। অভিষেক সন্তানসম, ঠিক সময়ে আসবে, নেতৃত্ব বিতর্কে মন্তব্য ফিরহাদের। বাসে ২ যাত্রীর গন্ডগোলের জেরে শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর।সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে বিহারের কুখ্যাত পাপ্পু গ্যাং। ৫ রাজ্যে নেটওয়ার্ক। রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক! নজরে আসতেই একটি পোর্টাল বন্ধ। কড়া সমালোচনায় চিকিৎসক মহলের একাংশ।শীত পড়তেই দূষণ দৌড়। দিল্লিকে পাল্লা দিচ্ছে কলকাতা।



আরও পড়ুন, সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.