West Bengal News Live Updates: ফের তিন প্রধানের এক স্বর, জাস্টিস ফর আর জি কর

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 08 Sep 2024 12:37 AM
RG Kar News Live: শোকজ করা হল আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে

সিবিআইয়ের গ্রেফতারির পরে অবশেষে ঘুম ভাঙল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের! শোকজ করা হল আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।

WB Live Update: ভাইরাল একের পর এক অডিও

আর জি কর কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকেই উঠছে ভুরি ভুরি অভিযোগ। বিভিন্ন লবির দাদাগিরি কীভাবে চলে, তা নিয়ে ভাইরাল একের পর এক অডিও।

RG Kar Live: রং-তুলিতে প্রতিবাদ যাদবপুর এইট-বিতে।

রং-তুলিতে প্রতিবাদ যাদবপুর এইট-বিতে।

RG Kar News Live: ফের তিন প্রধানের এক স্বর, জাস্টিস ফর আর জি কর

ফের তিন প্রধানের এক স্বর, জাস্টিস ফর আর জি কর। বেলঘরিয়ায় প্রতিবাদে সামিল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান সমর্থকরা।

West Bengal Update: সিগন্যালে দাঁড়িয়ে গাড়ি, জানলা দিয়ে গয়না 'ছিনতাই'!

সিগন্যালে দাঁড়িয়ে গাড়ি, জানলা দিয়ে গয়না 'ছিনতাই'! দমদম বিমানবন্দরের কাছে তৃণমূল নেতার বোনের সোনার হার 'ছিনতাই'।

West Bengal Live: আর জি কর-কাণ্ডে এবার নাড্ডাকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের

আর জি কর-কাণ্ডে এবার নাড্ডাকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের। 'পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে তৃণমূল নেতাদের দুর্নীতি আড়ালের চেষ্টা হচ্ছে। আর জি কর-কাণ্ডের পর প্রকাশ্যে চলে এসেছে স্বাস্থ্যক্ষেত্রে মমতা জমানার অনিয়ম। অন্যের জীবন বাঁচানোর ব্রত যাঁদের, সেই চিকিৎসকরাই আজ পশ্চিমবঙ্গে নিরাপদ নন', কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর।

WB News Live: সাগর দত্ত মেডিক্যালের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের

৫ সেপ্টেম্বর: থ্রেট কালচারের প্রতিবাদে অধ্যক্ষের সঙ্গে বৈঠকের সময় হামলা। হামলাকারীদের বিরুদ্ধে কেন এখনও ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশ্ন তুলে বিক্ষোভ। সাগর দত্ত মেডিক্যালের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। ব্যবস্থা নেওয়া হয়েছে, আন্দোলনকারীদের অভিযোগ খারিজ করে দাবি অধ্যক্ষের।

West Bengal News Live: সাগর দত্ত মেডিক্যালের অধ্যক্ষকে ঘেরাও

সাগর দত্ত মেডিক্যালের অধ্যক্ষকে ঘেরাও। অধ্যক্ষের ঘরের সামনে বসে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের ।

West Bengal News Update: সিসি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত গ্রেফতার, মৃত্যুদণ্ড দিল আদালত

২২ অগাস্ট, ২০২৩: স্কুল থেকে ফেরার সময় নাবালিকা ছাত্রী নিখোঁজ। সিসি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত গ্রেফতার, মৃত্যুদণ্ড দিল আদালত।

WB News Live: শিলিগুড়িতে নাবালিকাকে ধর্ষণ-খুন, মৃত্যুদন্ড দিল আদালত

শিলিগুড়িতে নাবালিকাকে ধর্ষণ-খুন, মৃত্যুদন্ড দিল আদালত। পকসো আদালতে দোষী সাব্যস্ত মহম্মদ আব্বাসের ফাঁসির সাজা।

WB News Live: বিচার চেয়ে রাত দখলের আন্দোলনকারীদের হুঁশিয়ারি কারামন্ত্রীর

উদয়ন, লাভলী, কাঞ্চন, পরেশরাম, অতীশের পরে এবার চন্দ্রনাথ! আর জি কর কাণ্ডের প্রতিবাদীদের এবার হুঁশিয়ারি কারামন্ত্রীর! বিচার চেয়ে রাত দখলের আন্দোলনকারীদের হুঁশিয়ারি কারামন্ত্রীর।

West Bengal Live: নগদ ছাড়াও ৫ কোটি টাকার সোনা, নথি বাজেয়াপ্ত

নগদ ছাড়াও ৫ কোটি টাকার সোনা, নথি বাজেয়াপ্ত: সূত্র। ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। এই বিপুল পরিমাণে সোনার উৎস কী? জানতে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ।

WB News Live: ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি

সল্টলেকে ইডির অভিযান, ৭ কেজি সোনার হদিশ! BE ব্লকে গতকাল ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি।

West Bengal Live: অভিযানে সামিল ৭৫ বছরের প্রবীণ চিকিৎসকও

এনআরএস থেকে ধর্মতলা হয়ে রাজভবনের দিকে এগোচ্ছে চিকিৎসকদের মিছিল। রাজভবন অভিযানে সামিল ৭৫ বছরের প্রবীণ চিকিৎসকও।

RG Kar News Live Updates: ধর্মতলায় মিছিল পৌঁছনোর পর বাড়ছে মানুষের সংখ্যা

ধর্মতলায় মিছিল পৌঁছনোর পর বাড়ছে সাধারণ মানুষের সংখ্যাও।

RG Kar News Live Updates: RG কর কাণ্ডের প্রতিবাদে রাজভবন পর্যন্ত মিছিল চিকিৎসকদের

RG কর কাণ্ডের প্রতিবাদে রাজভবন পর্যন্ত নীলরতন সরকার হাসপাতাল থেকে মিছিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

Haripal Molestation Case: হরিপালের ঘটনা নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা অমিত মালব্যর

হরিপালের ঘটনা নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা অমিত মালব্যর। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের প্রধান।
'হুগলির হরিপালে কিশোরীকে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয়। নির্যাতিতা যে হাসপাতালে ভর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই হাসপাতাল ঘিরে রেখেছে। তৃণমূলের নেতার ঘুরছে, সংবাদমাধ্যমকেও কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সবথেকে অসুরক্ষিত'
'মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। এখনও তিনি ধর্ষণ ও পকসো মামলায় দোষীদের শাস্তি দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে উঠতে পারেননি', সোশাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণে বিজেপির আইটি সেলের প্রধান। 

Dev vs Kunal: তৃণমূলে ফের দেব বনাম কুণাল ঘোষ

তৃণমূলে ফের দেব বনাম কুণাল ঘোষ। এবার ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ঘিরে সংঘাত। '৬ মাস আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব। ফলকে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম। মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায়। সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ড করা যায়। শুধু রিলের নয়, রিয়েল হিরো', দেবকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। আর জি কর কাণ্ডের আবহে পাল্টা কুণাল ঘোষকে পরামর্শ দিয়েছেন দেব। 'দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম। দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ পরিষেবার ব্যাপারে জানতে পারেন। এর ফলে মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, উপকৃত হবে সাধারণ মানুষ 'আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে মন্তব্য না করাই ভাল', কুণাল ঘোষকে জবাব ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। 

Birbhum News: বীরভূমের লাভপুরে আবাসিক স্কুলের ছাত্রীদের শারীরিক হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ

বীরভূমের লাভপুরে আবাসিক স্কুলের ছাত্রীদের শারীরিক হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকই ওই আবাসিক স্কুলের মালিক। ঘটনা জানাজানি হতেই তিনি ফেরার। লাভপুরের এই আবাসিক স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত রয়েছে। গতকাল অভিভাবিকা অভিযোগ করেন, তাঁর মেয়ের শ্লীলতাহানি করেছেন স্কুলের মালিক। অভিযোগ, একে একে আরও কয়েকজন ছাত্রী জানায় তাদের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। স্কুলের টিচার-ইনচার্জ লাভপুর থানায় স্কুলের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই স্কুল বন্ধ করে দেয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার।


 

RG Kar Protests Live Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়া-কলকাতায় বাউলদের অভিনব প্রতিবাদ

আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়া-কলকাতায় বাউলদের অভিনব প্রতিবাদ। হাওড়ায় মিছিল করে বিক্ষোভ দেখালেন বাউলরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আলাদা মিছিল করে বিক্ষোভ দেখালেন বাউলরা।

Sandip Ghosh News Live Updates: সরকারি বোর্ড লাগানো SUV, RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও সম্পত্তির খোঁজ মিলল

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ। বেলেঘাটায় বাড়ি, ক্যানিংয়ে বাংলোর পর এবার খোঁজ মিলল সন্দীপের জোড়া ফ্ল্যাটের। বেলেঘাটায় রয়েছে দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজতে থাকা সন্দীপের জোড়া ফ্ল্যাট। গ্যারাজে রয়েছে সরকারি বোর্ড লাগানো এসইউভি। আর জি কর মেডিক্যালে দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। 

Naihati News: নৈহাটিতে পথচারী মহিলাকে 'চুলের মুঠি ধরে 'মারধর', অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

নৈহাটিতে পথচারী মহিলাকে 'চুলের মুঠি ধরে 'মারধর'। রাস্তায় দাঁড়িয়ে ফোনে অশ্লীল মন্তব্য়, প্রতিবাদ করায় 'মারধর'। মারধরের অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে যাওয়ায় ক্যান্সার আক্রান্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকেও 'মারধর'। এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
কেউ ছাড় পাবে না, জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Coal Scam Case: কয়লা পাচার মামলায় আজও হল না চার্জ গঠন, তীব্র ভর্ৎসনার মুখে CBI

কয়লা পাচার মামলায় আজও হল না চার্জ গঠন। মামলায় জড়িত দুই সংস্থার জটিলতার কারণে করা গেল না চার্জ গঠন। মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে তলব-পদ্ধতি নিয়ে তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই। নোটিস পাঠিয়ে নয়, সিবিআই তলব করছে ইমেলের মাধ্যমে, দাবি লালার। 'চার্জশিট পেশের পর কাউকে এভাবে ডাকা যায় নাকি? একজন অভিযুক্তকে সাধারণ ভাবে ডাকা হচ্ছে কেন? তিনি জানতেই পারছেন না, তিনি অভিযুক্ত নাকি সাক্ষী। কী কারণে তাঁকে ডাকা হচ্ছে, সেকথাও উল্লেখ করা হয়নি', মন্তব্য আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর।
বিচারকের তোলা কোনও প্রশ্নের জবাব দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী। মামলার চূড়ান্ত চার্জ গঠনের পরবর্তী শুনানি ১৪ নভেম্বর।

Katwa News: কাটোয়ায় সাড়ে চার বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে

এবার কাটোয়ায় সাড়ে চার বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অসুস্থ শিশুকন্যা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, গতকাল প্রতিবেশীর বাড়িতে ভুট্টা কিনতে গেলে সাড়ে চার বছরের ওই শিশুকে যৌন নিগ্রহ করা হয়। দীর্ঘক্ষণ না ফেরায়, খোঁজ শুরু হলে
বিষয়টি জানাজানি হয়। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। পালানোর সময় আজ ভোরে কাটোয়া থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে, তার পক্ষে কোনও আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কাটোয়া বার অ্যাসোসিয়েশন।


 

Haripal Molestation Case Live Updates: হরিপালকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস ঘেরাও AIDSO-র, বিক্ষোভে SFI-DYFI

হরিপালকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস ঘেরাও AIDSO-র। হরিপাল থানার সামনে বিক্ষোভে SFI-DYFI।

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে শোকজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের, ব্যাখ্যা সন্তোষজনক না হলে বাতিল হবে রেজিস্ট্রেশন

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে শোকজ করা হল আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের ৩ দিনের মধ্যে জবাব তলব। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের। 

RG Kar Case: অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

প্রবল চাপের মুখে অবশেষে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ। শোকজ করা হল আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের ৩ দিনের মধ্যে জবাব তলব। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের।

RG Kar Case Live Updates: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়

আর জি কর-কাণ্ডে অব্যাহত নাগরিক সমাজের প্রতিবাদ। এবার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়। রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটেরও ঘোষণা।

RG Kar Case Live Updates: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়

আর জি কর-কাণ্ডে অব্যাহত নাগরিক সমাজের প্রতিবাদ। এবার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়। রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটেরও ঘোষণা।

Kultali News: টোটোয় যেতে যেতে, পথচলতি স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ কুলতলিতে

টোটোয় যেতে যেতে, পথচলতি স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্য়ে টোটোর চালকও রয়েছে। পরিবারের দাবি, গতকাল সকালে টিউশন থেকে ফিরছিল দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ, টোটোয় চড়ে যাওয়ার সময় এক যুবক তার শ্লীলতাহানি করে। ছাত্রীর বাবা স্থানীয়দের সাহায্যে টোটো চালককে চিহ্নিত করার পর, কুলতলি থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই অভিযুক্ত যুবক ও টোটো চালককে গ্রেফতার করে পুলিশ। শ্লীলতাহনির অভিযোগ অস্বীকার করেছে ধৃত যুবক।


 

Haripal Molestation Case Live Updates: গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা, হরিপালে নাবালিকাকে যৌন নিগ্রহে জানাল পুলিশ

হরিপালে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে মেডিকো-লিগাল মতামত নেওয়ার পাশাপাশি, তদন্ত চলছে। এই পরিস্থিতিতে নাবালিকা ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো জরুরি। গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। হরিপালে 
স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করল রাজ্য পুলিশ।

RG Kar Case Live Updates: হুগলির বৈদ্যবাটির সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পুজো অনুদান ফেরানোর সিদ্ধান্ত

এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের পুজো অনুদান 'প্রত্যাখ্যান'। হুগলির বৈদ্যবাটির সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পুজো অনুদান ফেরানোর সিদ্ধান্ত। সরকারি অনুদান চাই না, চাই বিচার, সিদ্ধান্ত ক্লাব সদস্যাদের। 

West Bengal Weather Live Updates: আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা

উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে ঘূর্ণাবর্তের জের, ফের আসছে বৃষ্টি। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা। সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। ওই একই দিনে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কয়েকটি জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দু এক জায়গায় স্বল্প সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে।নিম্নচাপটির আপাতত অবস্থান দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল। আগামী সোমবার এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস।

RG Kar Case Live Updates: চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত নয় সঞ্জয়, দাবি ধৃতের আইনজীবীর

চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার সঙ্গে সে জড়িত নয়। ধৃত সঞ্জয় রায় এই দাবি করেছেন বলে জানালেন তাঁর আইনজীবী। সেমিনার রুম থেকে দৌড়ে বেরনোর সময় তার হেডফোন পড়ে গিয়েছিল বলে দাবি করেছে ধৃত সিভিক ভলান্টিয়ার। এদিকে সিবিআই-এর আইনজীবী শিয়ালদা আদালতে দেরি করে হাজির হওয়ায় ভর্ৎসনা করলেন বিচারক। 

Sitalkuchi News: দার্জিলিং-এর মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনের সাজা ঘোষণা হবে আজ

আর জি কর-কাণ্ডের আবহে ঘোষণা হল কোচবিহারের শীতলকুচিতে কলেজছাত্রীর গণধর্ষণ মামলার রায়। দোষী সাব্যস্ত ৩ জনকেই ২৫ বছরের কারাদণ্ড দিল আদালত। অন্যদিকে, দার্জিলিং-এর মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনের সাজা ঘোষণা হবে আজ। 

Haripal Minor Molestation Case: আর জি কর-কাণ্ডের আবহে এবার হুগলির হরিপালে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ

আর জি কর-কাণ্ডের আবহে এবার হুগলির হরিপালে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ। প্রায় ১৫ কিলোমিটার দূরে, রাস্তা থেকে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। নির্যাতিতার পরিবারের তরফে হরিপাল থানায় অভিযোগ দায়ের। পকসো আইনে মামলা রুজু, অভিযুক্তরা এখনও অধরা। রাতে থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। আজ হরিপাল থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে SFI-DYFI ও সিপিএমের মহিলা সংগঠন।

RG Kar Protests: আর জি কর-কাণ্ডের এক মাসের মাথায় ফের 'রাত দখলের ডাক'

আর জি কর-কাণ্ডের এক মাসের মাথায় ফের 'রাত দখলের ডাক'। ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ১ মাসের মাথায় ৯ সেপ্টেম্বর (সোমবার) সুপ্রিম কোর্টে এই মামলার দ্বিতীয় শুনানি। এই আবহে শুনানির আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাতে নতুন কর্মসূচির ঘোষণা করা হল। নাম 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। ‘বিকল্প মানুষের ইতিবাচক সমন্বয়ক’ মঞ্চ গড়ার ডাক দিলেন ১৪ অগাস্টের রাত দখল কর্মসূচির আহ্বায়করা। কর্মসূচিতে পরামর্শদাতা হিসেবে থাকছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, বিশিষ্ট অর্থনীতিবিদ জঁ দ্রেজ, ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা।

Murshidabad News: মুর্শিদাবাদের ডোমকলে দুষ্কৃতীদের গুলিতে জখম এক যুবক

রাতের অন্ধকারে গুলি দুষ্কৃতীদের। ঘটনায় জখম হয়েছেন এক যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম রাকেশ হালদার ওরফে কালু। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মুরারিপুর দামুসের ধার এলাকায়। ঘটনার পর জখম যুবকে উদ্ধার করে আনা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। 

RG Kar Protests Live Updates: আর জি কর কাণ্ডকে হাতিয়ার করে এবার সুর চড়ালেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল

আর জি কর কাণ্ডকে হাতিয়ার করে এবার সুর চড়ালেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। বিজেপি শাসিত রাজ্যে একাধিক ধর্ষণ, খুনের মতো ঘটনায় দ্রুত বিচারের উল্লেখ করে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, মমতা দিদি, আমরা পদক্ষেপ চাই, শুধু কথা নয়। মহিলাদের সুরক্ষার জন্য পকসো ও অন্যান্য কড়া আইন রয়েছে, কিন্তু পুলিশের দ্রুত ও সঠিক পদক্ষেপের উপর নির্ভর করে তা কতটা কার্যকর হবে। মহিলা নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার, কোনও রাজনৈতিক ইস্যু নয়। আমাদের সকলকে তৎপরতা, স্বচ্ছতা এবং দায়িত্বপূর্ণভাবে কাজ করতে হবে। আর দেরি নয়, আর অজুহাত নয়, দায়িত্ব নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে।

RG Kar Victim Family Live Updates: নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, টানাপোড়েন চরমে

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্য়কর অভিযোগ। মেয়ের মৃতদেহ সৎকারের আগেই, পুলিশ তাঁদের টাকা দিতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন নিহত চিকিৎসকের বাবা। এরপর লালবাজার সূত্রে একটি ভিডিও সামনে আনা হয়, যেখানে তাঁকে দাবি করতে শোনা যায়, যে এরকম কোনও ঘটনাই ঘটেনি। কিন্তু, কয়েকঘণ্টার মধ্য়ে নিহত চিকিৎসকের মা-বাবা ফের দাবি করেন, এই ভিডিও করতে তাঁদের বাধ্য় করানো হয়েছিল। যার জেরে আরও বড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। 

RG Kar Case Live Updates: স্বাস্থ্য ভবনের অর্ডারে লুকিয়ে রহস্য? CBI চেয়ে আজ রাজভবন অভিযান ডক্টর্স ফোরামের

চিকিৎসকের দেহ উদ্ধারের দিন কি সেমিনার হলে ছিলেন অভীক দে? স্বাস্থ্য ভবনের ৬ অগাস্টের অর্ডারেই লুকিয়ে রহস্য। সিবিআই চেয়ে আজ রাজভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টর্স ফোরামের। 

RG Kar Corruption Case Live Updates: আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে এবার ED-র স্ক্যানারে সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা

আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে এবার ED-র স্ক্যানারে সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা, সল্টলেক, হাওড়া, হুগলি থেকে ক্যানিং, একযোগে ১২ জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। চন্দননগরে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও যান ED আধিকারিকরা। বাড়ি তালাবন্ধ থাকায় ফিরে আসেন তারা। 

প্রেক্ষাপট

RG কর কাণ্ডের প্রতিবাদে রাজভবন পর্যন্ত মিছিল নীলরতন সরকার হাসপাতালের চিকিৎসকদের।


১। সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি। রবিবার ফের রাত দখলের ডাক ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়কদের। রিমঝিম বললেন, শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর।


২। রাত দখলের পর এবার ভোর দখল। ৯ সেপ্টেম্বর শিলিগুড়িতে ভোর দখলের ডাক অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ-সহ বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থার। (RG Kar Protests_


৩। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন কি সেমিনার হলে ছিলেন অভীক দে? স্বাস্থ্য ভবনের ৬ অগাস্টের অর্ডারেই লুকিয়ে রহস্য। সিবিআই চেয়ে আজ রাজভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টর্স ফোরামের। (RG Kar Case)


৪। আত্মহত্যার ভুয়ো ফোন থেকে তড়িঘড়ি দেহ দাহ। এবিপি আনন্দে মুখ খুললেন মৃতা চিকিৎসকের বিশেষ বন্ধু। নির্যাতিতার বিশেষ বন্ধু বললেন,
'দেহ সৎকারে অতিসক্রিয়তা'। (RG Kar CBI Investigation)


৫। কলকাতা, থেকে ক্যানিং, হাওড়া থেকে হুগলি, আর জি কর মেডিক্যালে দুর্নীতির তথ্য তালাশে এবার একযোগে ১১জায়গায় সাঁড়াশি অভিযান ইডির। সল্টলেকে উদ্ধার বেশকিছু নথি।  


৬। বেলেঘাটায় সন্দীপের বাড়িতে ইডি। বাড়ি তালাবন্ধ থাকায় সিবিআইয়ের মতো দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা। পরে তালা খুললেন সন্দীপের স্ত্রী। জানালেন, সহযোগিতা করবেন। (Sandip Ghosh)


৭। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের শ্বশুরের চন্দননগরের বাড়ি-ফ্ল্যাট, এয়ারপোর্টের কাছে শ্যালিকার ফ্ল্যাটে ইডি-অভিযান। একাধিক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি।


৮। শিক্ষা দুর্নীতিতে ধৃত পার্থর মতোই আর জি কর-কাণ্ডে ধৃত সন্দীপের আলিশান বাংলোর হদিশ ইডির। সুইমিং পুল থেকে বাগান, বিলাসিতার ঘেরাটোপে ক্যানিংয়ে ২বিঘা জমিতে প্রাসাদোপম অট্টালিকা! 


৯। সেমিনার হলের ভাইরাল ভিডিওয় দেখা যাওয়া সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনের সুভাষগ্রামের বাড়িতে তল্লাশি ইডির। ধৃত ভেন্ডর বিপ্লব সিংহ ও তাঁর ঘনিষ্ঠের বাড়িতে রেড। 


১০। ঘনিষ্ঠ প্রসূনকে নিয়ে সন্দীপের ক্যানিংয়ের বাংলোয় ইডির ম্যারাথন তল্লাশি। বেরনোর সময় আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের


১১। দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, খারিজ আবেদন। সন্দীপ ঘোষের হস্তক্ষেপের জায়গাই নেই। ধর্ষণ-খুনের সঙ্গে দুর্নীতি তদন্তের যোগ কিনা, সেটাও তদন্তের বিষয়, মন্তব্য সর্বোচ্চ আদালতের।


১২। জামিনের আবেদন খারিজ, চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত। সিবিআইয়ের আইও দেরিতে আসায় ভর্ৎসনা শিয়ালদা কোর্টের।


১৩। আর জি কর-কাণ্ডে অব্যাহত নাগরিক সমাজের প্রতিবাদ। এবার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়। রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটেরও ঘোষণা।


১৪। আর জি কর-কাণ্ডে এবার সরব তৃণমূলপন্থী সুবোধ সরকার। বললেন, "আমার কাজ কবিতা লেখা, আমি চলে যেতে পারি। এই জনজোয়ার সত্যি সত্যি অভূতপূর্ব। এটা সব দলের শেখা উচিত।"


১৫। সংঘাতের আবহেই অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল। বোসের অসন্তোষের পর রাজভবনে বিল নিয়ে টেকনিক্যাল রিপোর্ট জমা বিধানসভার। (West Bengal Aparajita Bill)


১৬। ২০২১-এ শীতলকুচিতে কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, দোষী ৩জনকে ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ কোচবিহার জেলা আদালতের। আজ মাটিগাড়া-কাণ্ডে সাজা ঘোষণা।


১৭। দুর্গাপুরে পুলিশের বিরুদ্ধেই লুঠের অভিযোগ! রেলের ঠিকাদারের কোটি টাকার বেশি ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ASI, কনস্টেবল-সহ ৬। বাকিদের খোঁজে তল্লাশি। টাকা উদ্ধারের চেষ্টা তদন্তকারীদের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.