West Bengal News Live : তৃণমূল প্রার্থীর সমর্থনে ৩ প্রধানের কর্তা, তৃণমূলেই ভিন্ন সুর!
West Bengal News LIVE Updates RG Kar Case : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। কাল সকাল ১১টায় প্রথম মামলা হিসেবে আর জি কর-কাণ্ডের শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। বুধবার সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত হলফনামা দেবে রাজ্য সরকার। পাশাপাশি ধর্ষণ-খুন মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।
বাঁকুড়ার ইন্দাসে এক গৃহবধূর শ্লীলতাহানি এবং তাঁকে ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। ইন্দাস থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন নির্যাতিতা ও তাঁর স্বামী। মঙ্গলবার বাঁকুড়ার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নির্যাতিতা।
ফের সরকারি হাসপাতালের বিরুদ্ধে মুমূর্ষু রোগীকে হয়রানির অভিযোগ। রোগীর মৃত্যুর পর উত্তেজনা ছড়াল SSKM হাসপাতালে। পরিবারের দাবি, ওই রোগীর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ায়, তাঁকে হাসপাতালে আনা হয় অভিযোগ, SSKM কর্তৃপক্ষ বেড নেই বলে জানায়। এরপর রাতভর NRS ও কলকাতা মেডিক্যালেও ঘুরেও ওই রোগীকে ভর্তি করা যায়নি
হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে চন্দননগর এলেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপে এসে কোনওদিনও দেখা হয়নি। তাই এবারে ইচ্ছা আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না, দিদি নম্বর ওয়ানের শুটিংয়ের জন্য। 'ছেলে যেনও পাশ করে যায়', জগদ্ধাত্রী ঠাকুরের কাছে প্রার্থনা রচনা বন্দ্যোপাধ্যায়ের।
ফের ধর্ষণে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ! ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ! কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের পর এবার হবিবপুর থানার সিভিক ভলান্টিয়ার। আর জি করকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। এবার ফের সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল নারী নির্যাতনের অভিযোগ। মালদার হবিবপুর গৃহবধূকে ধর্ষণের অভিযোগ হবিবপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মা-বাবার ওপর দলবল নিয়ে হামলা চালায় অভিযুক্ত, অভিযোগ নির্যাতিতার। রড দিয়ে নির্যাতিতার বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
তৃণমূল প্রার্থীর সমর্থনে ৩ প্রধানের কর্তা, তৃণমূলেই ভিন্ন সুর! 'কেউ ক্রীড়া সংগঠক হলে, তার হয়ে বললে, কী আছে...', বিজেপির কল্যাণ চৌবের প্রসঙ্গ টেনে সওয়াল ফিরহাদের।
প্রতিবাদ করায় স্বামীকে মার, স্ত্রীকে 'ধর্ষণের হুমকি'! বাঁকুড়ায় খুন-ধর্ষণের হুমকি, অভিযুক্ত তৃণমূলকর্মী
দুবরাজপুরে টিউশন ফেরত নাবালিকাকে রাস্তার মধ্যেই গণধর্ষণের চেষ্টার অভিযোগ। নাবালিকার শ্লীলতাহানির পর গণধর্ষণের চেষ্টার অভিযোগ
নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। মেয়েকে নিয়ে দুবরাজপুর থানায় গেলে অভিযোগ নিতে টালবাহানার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কালীপুজো উপলক্ষ্যে থানা চত্বরে চলছিল জলসা, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
বিধানসভায় বাহিনী-বিতর্কে ২ বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঢোকার সময় ২ বিজেপি বিধায়ককে আটকাল পুলিশ। শঙ্কর ঘোষ, অশোক দিন্দাকে আটকালেন বিধানসভার নিরাপত্তারক্ষীরা। ২০২১ সালে বিতর্কের পর বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে না ঢোকার নির্দেশ দেন অধ্যক্ষ
আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি । আজ দুপুর ৩টের সময় শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে । আগামীকাল প্রথম মামলা হিসেবে সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি । আজই মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল CBI-এর ।
'সরানোর পরেও কেন ওয়েবসাইটে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি? সরানোর পরেও কেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুহৃতা পালের ছবি?দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ সত্ত্বেও কেন এখনও বিতর্কিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা জ্বলজ্বল করছে?', প্রশ্ন তুলে সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও জুনিয়র ডাক্তাররা।
নৈহাটি উপনির্বাচনের আগের দিনই দুর্নীতি মামলায় অর্জুনকে তলব CID-র। তৃণমূল প্রার্থীর পক্ষে প্রচার ময়দানের ৩ ক্লাব কর্তার! তুঙ্গে বিতর্ক।
তৃণমূল প্রার্থীর পক্ষে প্রচার ময়দানের ৩ ক্লাব কর্তার! তুঙ্গে বিতর্ক। ৩ ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর।
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি। আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি । কাল সকাল ১১টায় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি
প্রেক্ষাপট
কলকাতা: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি। আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি। কাল সকাল ১১টায় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি, পিছিয়ে গেল শুনানি। তৃণমূল প্রার্থীর পক্ষে প্রচার ময়দানের ৩ ক্লাব কর্তার! তুঙ্গে বিতর্ক। ৩ ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর। নৈহাটি উপনির্বাচনের আগের দিনই দুর্নীতি মামলায় অর্জুনকে তলব CID-র।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -