West Bengal News Live Updates: 'আর একমাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন, বহু হনুমানের লেজ কাটা যাবে', হুঁশিয়ারি নারায়ণের
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE
Background
১। দিনহাটার পর ক্যানিং। বেআইনি কাজে চাপ, তৃণমূল নেতার বিরুদ্ধে হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ। খোঁজ নেওয়ার আশ্বাস সিএমওএইচ-এর। (TMC News)
২। ক্যানিং হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ সত্যি কিনা খতিয়ে দেখা উচিত, দাবি সওকত মোল্লার।
৩। ট্যাবের টাকা নিয়ে এবার তোলপাড় আসানসোলে। ৭ পড়ুয়ার টাকা ঢুকল সুদূর উত্তর দিনাজপুরে একই ব্যাঙ্কের অন্য শাখায়! ঢুকতেই উধাও। থানায় নালিশ। (Tab Scam)
৪। মুর্শিদাবাদ থেকে ঝাড়গ্রাম। ট্যাবের জন্য বরাদ্দ টাকা উধাও! সালারে গায়েব ১৩ পডুয়ার টাকা। ঝাড়গ্রামে ৫০টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ।
৫। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির মধ্যেই মুর্শিদাবাদে উলট পূরাণ। মুর্শিদাবাদের ১৭টি স্কুলের প্রায় ৫ হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার টাকা!
৬। কীভাবে ট্যাবের লক্ষ লক্ষ টাকা উধাও? এবার নড়েচড়ে বসল নবান্ন। মুখ্যসচিব, ডিজিপির উপস্থিতিতে ডিএম-এসপিদের বৈঠক। তদন্তের নির্দেশ।
৭। মাথার উপরে নেই ছাদ, তাও আবাসে বঞ্চিত। প্রতিবাদে এবার রতুয়ায় বিডিওকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। গোঘাটে পঞ্চায়েত অফিস ঘেরাও। (Awas Yojana)
৮। আবাস প্রকল্পে বাড়ি পেতে মথুরাপুর বিডিও অফিসে লম্বা লাইন। আগের তালিকা ধরে বরাদ্দ, ফের সমীক্ষা হলেও আশঙ্কার কিছু নেই, আশ্বাস প্রশাসনের।
৯। কুণাল-সৌগতর পরে হুমায়ুন। অভিষেকের হয়ে এবার ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের। বললেন, মুখ্যমন্ত্রী না হলে ডেপুটি করতে হবে..দায়িত্ব দিতে হবে স্বরাষ্ট্রের। (Abhishek Banerjee)
১০। লোকসভা ভোটের আগে হঠাৎ পদহারা, উপনির্বাচনের আগে নিঃশব্দে প্রত্যাবর্তন কুণালের। ফিরে পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ। (Kunal Ghosh)
১১। ১২-র বদলে ১৪। উপনির্বাচনের পরের দিন সিআইডির তলবে হাজিরা দিতেই হবে অর্জুন সিংহকে। জানিয়ে দিল হাইকোর্ট। করা যাবে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। (Calcutta High Court)
১২। পুলিশকে নিয়ে মন্তব্য-বিতর্কে সুকান্তকে কমিশনের শোকজ। জবাব তলব। সুকান্ত বললেন, "মনে হচ্ছে কমিশন একটু বেশি সুপারফাস্ট।" (West Bengaly Assembly By Elections)
১৩। উস্কানিমূলক ভাষণের অভিযোগে এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। সেন্সরের দাবি। ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে তো তৃণমূল, পাল্টা বিজেপি। (Suvendu Adhikari)
১৪। উপনির্বাচনে ভোট লুঠ হলেই জানান, কীভাবে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয় দেখিয়ে দেব। তালডাংরায় গিয়ে হুঙ্কার শুভেন্দুর।
১৫। টাকা দিয়ে তালডাংরায় ভোট কেনার চেষ্টার অভিযোগ। লকেট-লক্ষ্মণকে আক্রমণে অরূপ। ভয় পেয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকির পাল্টা দাবি বিজেপির।
১৬। হাড়োয়ার ভোটের প্রচারে বিজেপির রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্য। ববির বিরুদ্ধে এবার তদন্তে এসসি কমিশন। এসপির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব।
১৭। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহারাষ্ট্রের বিজেপির জোট সরকারকে আক্রমণে মমতা। মিথ্যে প্রচারের অভিযোগ। তৃণমূলের জন্যেই তো বাংলা বঞ্চিত, পাল্টা শমীক।
১৮। আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, শিয়ালদা কোর্টে শুরু বিচার প্রক্রিয়া। আনা হল সঞ্জয়কে। প্রথম সাক্ষ্য নির্যাতিতার বাবার। সাক্ষ্য পারিবারিক বন্ধুরও।
১৯। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের পরেও হাসপাতালে সিসি ক্যামেরার টেন্ডারে দুর্নীতি? শুভেন্দুর অভিযোগে তোলপাড়। বিজেপিই দুর্নীতির মদতদাতা, পাল্টা তৃণমূল।
২০। প্রায় ১ বছর পরে ৩দিনের সফরে দার্জিলিঙে মুখ্যমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন পর্ষদ ছাড়াও আজ জিটিএ-র বৈঠক। কাল পাহাড়ে প্রথম সরস মেলার উদ্বোধন।
২১। শেষমুহূর্তে পিছিয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির সফর। ১২ থেকে ১৪-থাকার কথা ছিল কলকাতা, পাটনা, লখনউয়ে। সফর স্থগিত, জানাল লোকসভার সচিবালয়।
২২। সাংসদের শিশুকন্যা নিয়ে কুরুচিকর মন্তব্যকে সমর্থন-কাণ্ডে ধৃত মহিলাদের হেফাজতে মারধরের অভিযোগ। সিবিআই তদন্তে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ।
২১। হলদিয়া পেট্রোকেম মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য। বকেয়া প্রায় ২ হাজার কোটি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা রাখার নির্দেশ।
২৪। পুরুলিয়ার পারায় সরকারি বাসে পিষ্ট হয়ে সিভিক ভলান্টিয়ার-সহ ২ বাইকচালকের মৃত্যু। মালদার চাঁচলে অটোয় গাড়ির ধাক্কা, প্রাণ হারালেন মহিলা সিভিক ভলান্টিয়ার।
২৫। ফেসবুকে গ্রুপ খুলে রমরমিয়ে শিশুপাচার। হোয়াটসঅ্যাপে ডিল। হাওড়ায় চক্রের পর্দাফাঁসে নতুন তথ্য। আন্তঃরাজ্য চক্রে আর কারা জড়িত, তদন্তে পুলিশ।
২৬। ৩ মেয়ের জন্য পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিলেন পিসি সরকার জুনিয়র। সম্মতি আছে মানেকা-মুমতাজ-মৌবনীর, সব বাবা-মা করে থাকেন, বললেন জাদুকর।
Narayan Goswami: 'আর একমাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন, বহু হনুমানের লেজ কাটা যাবে', হুঁশিয়ারি নারায়ণের
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলের একাংশকে হুঁশিয়ারি নারায়ণ গোস্বামীর। 'কিছু তালেবর নিজেদের বড় মনে করছেন। আর একমাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন। বহু হনুমানের লেজ কাটা যাবে। এই লেজ কাটা বাঁদরের দল রাস্তায় ঘুরবে', তৃণমূলে অভিষেকের রদবদল-সুপারিশের মধ্যেই দলেরই একাংশকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।
RG Kar Protests: আর জি কর কাণ্ডে এখনও অধরা বিচার, ১৫ নভেম্বর মৌলালি যুব কেন্দ্রে কনভেনশনের ডাক
আর জি কর কাণ্ডের ৩ মাস পার, এখনও অধরা বিচার। ১৫ নভেম্বর মৌলালি যুব কেন্দ্রে কনভেনশনের ডাক। রাজ্য মেডিক্যাল সার্ভিস সেন্টারের আন্দোলনের আগামীর রূপরেখা ঠিক করতে গণকনভেনশনের ডাক জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষকে আহ্বান বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।
RG Kar Case: আর জি কর মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বেনজির ঘেরাটোপে সঞ্জয় রায়
আর জি কর মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বেনজির ঘেরাটোপে সঞ্জয় রায়। গতকাল বিনীত গোয়েলের নাম করার পর নজিরবিহীন বেষ্টনীতে সঞ্জয়। ৫ গাড়ির কনভয়ের ঘেরাটোপে সঞ্জয় রায়কে আনা হল শিয়ালদা আদালতে। প্রিজন ভ্যানে নয়, সঞ্জয়কে আনা হল এসটিএফের কালো কালো কাচ ঘেরা গাড়িতে। কনভয়ে রাখা ছিল আরও দুটি ডামি গাড়ি। গ্রিন করিডর করে জেল থেকে শিয়ালদা কোর্টে আনা হল আর জি কর কাণ্ডের মূল অভিযুক্তকে।
Canning News: দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি!
দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি! থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই ফের হাসপাতালে 'থ্রেট'! বহিরাগতদের সঙ্গে এনে হাসপাতালেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ! ডিউটি করতে নিরাপত্তাহীনতা, CMOH-কে চিঠি অ্যাসিস্ট্যান্ট সুপারের। 'কাজে না এলেও দেখানো যাবে না হাজিরা খাতায়',
একজনের ডিউটি অন্য করলেও, না দেখাতে হুমকি দেওয়ার অভিযোগ। 'বেতনের বিলেও চোখ বন্ধ করে সই করে দেওয়ার দাবিতে হুমকি', রোগীর না লাগলেও ওয়ার্ডে আয়া ঢুকতে দেওয়ার দাবিতে হুমকির অভিযোগ।
Kolkata News: এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ
এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের । কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব বিচারপতি জয় সেনগুপ্তর
আগামী ১৯ নভেম্বরের মধ্যে রিপোর্ট তলব। 'অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মিলছে না। কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির কাছে জানিয়েও কোনও লাভ হয়নি' বলে দাবি অভিযোগকারীর। ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ মামলাকারীর।