West Bengal News Live : ভোটের আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি
Sandeshkhali News : সব জেলার গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
৫১ দিন পার, এখনও ফেরার শেখ শাহজাহান, সিরাজও উধাও! আর কবে গ্রেফতার? বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি
৫১ দিন পার, এদিকে এখনও ফেরার শেখ শাহজাহান, সিরাজও উধাও। আর কবে গ্রেফতার? বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। ক্ষোভ প্রশমনে সন্দেশখালি গিয়ে সন্দেশখালির ক্ষোভের মুখে ২ মন্ত্রী। শেখ শাহজাহান-সিরাজউদ্দিনের গ্রেফতারি চাই, একটাই দাবি গ্রামবাসীদের।
ভোটের আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি (Central Force)। ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ফুল বেঞ্চের আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ৩ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্দেশখালি নিয়ে প্রতিদিনের রিপোর্ট তলবের মধ্যেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।
দাদার পরে এবার ভাইয়ের আরেক কীর্তি ফাঁস!ত্রাসের দোসর সিরাজ, জমি দখল করে মার্কেট তৈরির অভিযোগ। শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামে খেলার মাঠ দখল। জমি দখল করে সিরাজের নামে আস্ত একটা মার্কেট। পুলিশ ক্যাম্পে ৭৩টি অভিযোগ, সিরাজউদ্দিনের বিরুদ্ধেই হাফ সেঞ্চুরি পার। গ্রামবাসীর জমি দখল করে মার্কেট তৈরির অভিযোগ শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে ।
সন্দেশখালির খুলনা, জেলিয়া খালি জুড়ে যেমন ছিল শিবু উত্তম দের অত্যাচারের কাহিনী, তেমনি ঝুপখলি, সর্বেরিয়া, বেরমযুর জুড়ে সিরাজ অজিত মাইতি দের অত্যাচার এর অভিযোগ। সঙ্গে সার্বিকভাবে শেখ শাজাহান। অভিযোগ গ্রহণের জন্য দুয়ারে পুলিশ ক্যাম্প। সেখানেও সিরাজের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ।
সন্দেশখালিতে জনজাগরণ! ফের নন্দীগ্রামের সঙ্গে তুলনা টানলেন শুভেনদু। পাল্টা জবাব কুণালের।
সন্দেশখালির ক্ষোভের মুখে শেখ শাহজাহান, সিরাজের দায় ঝাড়তে চাইছে তৃণমূল? লোকসভা ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় শাসক দল
'পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে দল ও মন্ত্রিসভা থেকে সরাতে সময় নেয়নি দল। এইসব খুচরো মস্তানদের ক্ষমতা নেই, তৃণমূলে রাজত্ব করবে। এদের তৃণমূলে কোনও জায়গা নেই। অভিযোগ প্রমাণ হলে দল ও প্রশাসন ব্যবস্থা নেবে', সন্দেশখালির ক্ষোভ প্রশমনে গিয়ে মন্তব্য সেচমন্ত্রী পার্থ ভৌমিকের।
'আদিবাসী মহিলার ৩৩ শতক চাষের জমি দখল করে মার্কেট তৈরি করেছে সিরাজ। টাকার জন্য শেখ সিরাজউদ্দিনের দুয়ারের ঘুরেও মেলেনি সুরাহা। গাড়ি করে বসিরহাটে তুলে নিয়ে গিয়ে জমি লিখিয়ে নিয়েছে সিরাজ। ভয়ে কারও কাছে মুখ খুলতে পারিনি', পুলিশের ক্যাম্পে অভিযোগ দায়ের করে বিস্ফোরক সন্দেশখালির বাসিন্দা হরিপদ সর্দারের।
শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছে সন্দেশখালিবাসীর। 'তৃণমূল সরকারের অনুদান নয়, শেখ শাহজাহানের গ্রেফতার চাই'
এখনও কেন গ্রেফতার হল না শেখ শাহজাহান? পুলিশকে প্রশ্ন সন্দেশখালির বাসিন্দার। 'হাজার টাকা, ৫০০ টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকার আগে যখন টাকা দিত না, তখনও বেঁচে ছিলাম। চাই না অনুদান', পুলিশের সামনেই ক্ষোভ উগরে দিয়ে বললেন সন্দেশখালির বাসিন্দা।
সন্দেশখালিতে মীনাক্ষী মুখোপাধ্যায়, টোটোয় গ্রামে গ্রামে ঘোরার সময় বাধা পুলিশের। সন্দেশখালিতে অবাধে ঘুরছেন সুজিত, পার্থ। মীনাক্ষীকে সন্দেশখালিতে ঘুরতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা। একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা, পুলিশের চোখ এড়িয়ে ঘুরপথে সন্দেশখালির ভিতরে ঢোকেন মীনাক্ষী। ঢুকতে বাধা পাওয়ায় বেশ খানিকক্ষণ সন্দেশখালি ঘাটে অবস্থানের পর বসিরহাটে রওনা মীনাক্ষীদের।
৫১ দিন পার, এখনও ফেরার শেখ শাহজাহান, সিরাজও উধাও! বিচারের দাবিতে আজও ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। দিনের পর দিন অত্যাচার, শেখ শাহজাহান-ঘনিষ্ঠকে ধাওয়া। সন্দেশখালিতে ক্ষোভের আগুন, ড্যামেজ কন্ট্রোলে 'দুয়ারে' পুলিশ!
সন্দেশখালির হালদারপাড়ায় উত্তেজনা। তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ। শাসক নেতা বিনয় সর্দারের পরিবারকে ধাওয়া, মারধরের চেষ্টা। পুলিশ এসে গ্রামবাসীদের কয়েকজনকে আটক করে, পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ঘুরপথে সন্দেশখালিতে মীনাক্ষী মুখোপাধ্যায়। টোটোয় গ্রামে গ্রামে যাওয়ার পথে বাধা দিল পুলিশ। কী করে ঘুরতে পারেন পার্থ ভৌমিক, সুজিত বসুরা, প্রশ্ন সিপিএমের।
এবার সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। কথা বললেন বিডিও অরুণকুমার সামন্তর সঙ্গেও। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের কতগুলি অভিযোগ জমা পড়েছে। তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে জানতে চান তাঁরা। গতকাল সন্দেশখালি থানায় বৈঠক করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। গতকালের পর আজও গ্রামে গ্রামে গিয়ে বাসিন্দাদের অভিযোগও শোনেন তারা
আজও উত্তপ্ত সন্দেশখালি। মানুষের মন বুঝতে আজ যাচ্ছেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। খাল দখল করে ভেড়ি বানানোর অভিযোগ তুলেছেন বহু মানুষ। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন সেচ দফতরের আধিকারিকরাও
এবার সন্দেশখালির মাঝেরপাড়ায় মহিলাদের বিক্ষোভ, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন মাঝেরপাড়ার মহিলারা, শেখ সিরাজের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। বিক্ষোভ থামাতে পৌঁছল পুলিশ, পুলিশের সামনেই তুমুল বিক্ষোভ।
দক্ষিণবঙ্গে আজও বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। কাল থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় কারখানায় ভয়াবহ আগুন। সকাল সাড়ে ছ'টা নাগাদ ড্রিম পলিপ্যাক নামে একটি ফোম তৈরির কারখানার গোডাউনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে । পরে দমকলের একটি ইঞ্জিন এসে দেড়ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের কারণেই আগুন বলে অনুমান করছে স্ংস্থার কর্মীরা ।
উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে খেলার মাঠে মর্মান্তিক মৃত্যু। শুক্রবার ম্যাচ চলাকালীনই মৃত্যু হল বাংলার টেবিল টেনিস খেলোয়াড় অর্পিতা নন্দীর। ৩২ বছর বয়সি ওই টেবিল টেনিস খেলোয়াড়ের বাপের বাড়ি হাওড়ার ব্যাটরায় এবং শ্বশুরবাড়ি বাগুইআটিতে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে অর্পিতার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য আজ সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
সন্দেশখালির হালদারপাড়ায় উত্তেজনা। তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ। শাসক নেতা বিনয় সর্দারের পরিবারকে ধাওয়া, মারধরের চেষ্টা। পুলিশ এসে গ্রামবাসীদের কয়েকজনকে আটক করল, পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সন্দেশখালির বেড়মজুরে ফের উত্তেজনা। তৃণমূল নেতার পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ। ধাওয়া করে মারধরের চেষ্টা।
উত্তপ্ত সন্দেশখালি। অগ্নিগর্ভ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে আজ এলাকায় যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও দমকলমন্ত্রী সুজিত বসু।
সকালেই সন্দেশখালিতে অভিযোগ নিতে খুলল পুলিশের ক্যাম্প। জমি জবরদখলের একের পর এক অভিযোগ জমা পড়ছে শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে, খবর পুলিশ সূত্রে।
সন্দেশখালি পৌঁছলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা, পুলিশের চোখ এড়িয়ে ঘুরপথে সন্দেশখালির ভিতরে ঢোকার পরিকল্পনা মীনাক্ষীর। তাঁর সঙ্গে আছেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। সূত্রের খবর, মীনাক্ষী মুখোপাধ্যায়ের আজকের কর্মসূচি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। কর্মসূচি সম্পর্কে জানতেন না রাজ্য সম্পাদকমণ্ডলীর বড় অংশ।
শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিনের বাহিনীর অত্য়াচারে সন্দেশখালির বেড়মজুর এলাকার বাসিন্দা একটি পরিবার ঘরছাড়া ছিল বলে অভিযোগ। ক্ষোভের আগুনে সন্দেশখালি ফুঁসে উঠতেই ৩ বছর পর বাড়ি ফিরলেন তারা। বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন অমিত আড়ি।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় কারখানায় ভয়াবহ আগুন। সকাল সাড়ে ছ'টা নাগাদ ড্রিম পলিপ্যাক নামে একটি ফোম তৈরির কারখানার গোডাউনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে । পরে দমকলের একটি ইঞ্জিন এসে দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের কারণেই আগুন বলে অনুমান করছে স্ংস্থার কর্মীরা
হোটেলে নাবালিকাদের দিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগে হাওড়ায় গ্রেফতার হোটেল মালিক বিজেপি নেতা। ধৃতকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে, জানালেন বিজেপির রাজ্য সভাপতি। বেটি বাঁচাও, বেটি পড়াও-এর কথা বলে, বিজেপির কাজ এখন বেটি বেচা, কটাক্ষ করেছে তৃণমূল।
হোটেলে নাবালিকাদের দিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগে হাওড়ায় গ্রেফতার হোটেল মালিক বিজেপি নেতা। ধৃতকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে, জানালেন বিজেপির রাজ্য সভাপতি। বেটি বাঁচাও, বেটি পড়াও-এর কথা বলে, বিজেপির কাজ এখন বেটি বেচা, কটাক্ষ করেছে তৃণমূল।
তৃণমূলের অঞ্চল সম্পাদক অজিত মাইতির বাড়িতে গিয়ে জুতোপেটা, ভাঙচুর চালাল ক্ষিপ্ত গ্রামবাসী। অভিযোগ, গ্রামবাসীদের জমি দখল করে তিনিই তুলে দিতে শেখ শাহজাহানের হাতে। বাঘের ডেরায় এখনও জ্বলছে ক্ষোভের আগুন। গ্রামবাসীদের ক্ষোভের মুখে একের পর এক শেখ শাহজাহানের শাগরেদ।
ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর ৫১ দিন পার, এখনও অধরা সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারের দাবি ক্রমশ জোরালো হচ্ছে সন্দেশখালিতে। খারিজ হয়ে গেছে তৃণমূল নেতার আগাম জামিনের আবেদনও। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে প্রতারণার পুরনো একটি FIR সংগ্রহ করে ECIR দায়ের করেছে ED. এদিকে, ফের অগ্নিগর্ভ সন্দেশখালি। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়িতে চলল ভাঙচুর, লাগানো হল আগুন।
ফের আছড়ে পড়ল জনরোষ। বেড়মজুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জুতোপেটা, বাড়ি ভাঙচুর। জমি দখলের অভিযোগ গ্রামবাসীদের। গ্রেফতার ৫।
বিক্ষোভ, ভাঙচুর, আগুন। ফের অগ্নিগর্ভ সন্দেশখালি। বেড়মজুরে শেখ শাহজাহানের ভাইয়ের ভেড়িতে ভাঙচুর, তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ।
প্রেক্ষাপট
নজরে যে খবর : ফের উত্তপ্ত সন্দেশখালি ( Sandeshkhali )। নতুন করে আগুন জ্বলল সন্দেশখালিতে। সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত মহিলাকে নিয়ে যাওয়া হল সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়িতে ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হল ভেড়ির ঘর। সেই সঙ্গে হামলা হল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে।
অশান্ত সন্দেশখালিতে রাস্তায় আগুন জ্বেলে, গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ করলেন গ্রামবাসীরা। গ্রাম টহল দিলেন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি দক্ষিণবঙ্গ। ভাঙচুর-হামলার অভিযোগে গ্রেফতারও করা হল বেশ কয়েকজনকে। ধৃতদের নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
আরও ভয়াবহ অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটকের অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভে উত্তাল হল বেড়মজুর ও ঝুপখালি। ঝুপখালিতে আগুন জ্বালিয়ে, সিমেন্টের ল্যাম্পপোস্ট উপড়ে রাস্তায় ফেলে চলল বিক্ষোভ। ডিআইজি বারাসাত রেঞ্জের নেতৃত্বে রাস্তা থেকে সরানো হল গাছের গুঁড়ি, সরানো হল অবরোধ।
শুক্রের পর শনিবার সন্দেশখালির পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -