West Bengal News LIVE Updates: শারীরিক অবস্থার অবনতির জের, অনিকেত মাহাতোকে নিয়ে যাওয়া হল আরজি কর হাসপাতালে
RG Kar News LIVE Updates: ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা।
শারীরিক অবস্থার অবনতির জের, অনশন মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে নিয়ে যাওয়া হল আরজি কর হাসাপাতালে।
মূল দুটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে নিষ্প্রদীপ করে দেওয়া হল সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ।
ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার জন্য সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আসলে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটি শুনতে চান না। তার জন্য জেলে যেতে হয়েছে প্রতিবাদকারীদের।"
অনশনের পঞ্চম দিনে স্বাস্থ্যের অবনতি অনশনকারী চিকিৎসদের। ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের চার সদস্যদের দল।
পুজোমণ্ডপে স্লোগান দিয়ে ঠাঁই হল গারদে। গ্রেফতার না করলেই ভালো হত বলছেন বিশিষ্ট মানুষরা। ধৃতদের বিরুদ্ধ ৩টি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি ছড়ানোর অভিযোগ। ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলায় ৯ জনকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই নির্দেশের কথা জানাজানি হতেই আলিপুর আদালতের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা।
বুধবার ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে গিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেয়ার জন্য গ্রেফতার হয়েছিলেন ৯ জন। আজ আলিপুর আদালতে তোলা হলে তাঁদের ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক।
ধর্মতলা, চাঁদনি চক ও সেন্ট্রাল অ্যাভিনিউতে একের পর এক ব্যারিকেড সরিয়ে এগিয়ে চলেছে অভয় পরিক্রমা।
পুলিশ ও কলেজ স্কোয়ার পুজো কমিটির উদ্যোক্তাদের বাধায় পুজো মণ্ডপে ঢুকতে পারলেন না অভয়া পরিক্রমায় অংশগ্রহণ কারীরা।
ধর্মতলার পর কলেজ স্কোয়ারে আন্দোলনকারীদের মিছিল রুখল পুলিশ। ব্যারিকেড করে অভয়া পরিক্রমায় বাধা। পুলিশের সঙ্গে তুমুল বচসা আন্দোলনকারীদের। মিছিল থেকে দেখানো হল চটি।
অভয়া পরিক্রমাকে কেন্দ্র করে ধুন্ধুমার ধর্মতলায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। মিছিল থেকে ধিক্কার পুলিশকে। ধর্মতলা ও চাঁদনিকে ব্যারিকেড সরালেন আন্দোলনকারীরা।
আজও অভয়া পরিক্রমায় বাধা পুলিশের, তাকে অগ্রাহ্য করেই উত্তর কলকাতার দিয়ে এগিয়ে চলেছে আন্দোলনকারীদের মিছিল। অন্যদিকে ধর্মতলায় ব্যারিকেড দিয়ে পরিক্রমা আটকানোর চেষ্টা করছে পুলিশ।
সুদূর সুইডেনেও এবার মাতৃ আরাধনায় প্রতিবাদের সুর। হেল্সিংবোর্গে মা আসছেন সম্বন্ধের অভয়দাত্রী রূপে। সাউথ সুইডেনের এই পুজো এবার ৫ বছরে পড়ল। উদ্যোক্তারা বলছেন, এই অস্থির সময়ে উৎসব পালন হলেও ঢাকা পড়ছে না গ্লানি। তাই বিচারের অপেক্ষায় থাকা বিবেকের ডাকে সাড়া দিয়ে এবার দেবী দুর্গাকে অভয়দাত্রী হিসেবে পুজো করছেন সুইডেনের এই ছোট্ট শহরের প্রবাসী বাঙালিরা। শীতের কামড় উপেক্ষা করে,জ্যাকেট চাপিয়েই তাঁরা অসুরদলনী দুর্গার পুজো করবেন। আগামীকাল থেকে শুরু, সোমবার পর্যন্ত চলবে হেল্সিংবোর্গের পুজো।
আড়াইশো বছরের বেশি পুরনো মহিষাদল রাজবাড়ির পুজো। প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় পুজোর আচার। বনেদিয়ানার জৌলুস কমলেও এখনও সাধারণ মানুষ ভিড় করেন পুজো দেখতে। আগে তিথি অনুযায়ী, সপ্তমীতে ৭ মণ, অষ্টমীতে ৮ মণ চালের ভোগ নিবেদন করা হত। সন্ধিপুজোয় কামান দাগার রেওয়াজ থাকলেও এখন তা বন্ধ। শিকারের জন্য রাজ পরিবারের সদস্যদের ব্যবহার করা তরোয়াল এখন দেবী মূর্তির পায়ের কাছে রাখা থাকে। রীতি মেনে করা হয় তরোয়াল পুজো।
'আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে সিলড বক্স থেকে বেরোল রক্তমাখা গ্লাভস'! অভিযোগ কর্তব্যরত ডাক্তার ও নার্সদের। 'একাধিক গ্লাভসে রক্তের দাগ', সংক্রমণের আশঙ্কা চিকিৎসকদের। এর আগেও আর জি কর মেডিক্যালে বর্জ্য দুর্নীতির অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার। 'সেন্ট্রাল মেডিক্যাল স্টোর-কে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা আর জি কর হাসপাতালে গেছেন', জানিয়েছেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব
হাইরোডে মালবাহী গাড়িকে দাড় করিয়ে ডাকাতির চেষ্টা।এমনই একটি গ্যাং- কে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
বিচার চেয়ে স্লোগান দিয়ে স্লোগান দিয়ে গ্রেফতার ৯ জন, প্রতিবাদে রাতভর ধর্না। বেন্টিঙ্ক স্ট্রিটে রাতভর ধর্নার পর আলিপুর কোর্টের সামনেও প্রতিবাদ। ধৃত ৯ জনকে তোলা হবে আদালতে। ধর্নামঞ্চ থেকে ৫ জন জুনিয়র ডাক্তার যাচ্ছেন আলিপুর কোর্টে
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার আংশিক কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের ডাক্তারদেরও। সোমবার থেকে আংশিক কর্মবিরতি শুরু করতে চলেছে অ্যাপোলো হাসপাতালের ডাক্তারদের একাংশ।হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন শতাধিক চিকিৎসক। সোমবার অ্যাপোলো হাসপাতালে আউটডোর পরিষেবা মিলবে না, ঘোষণা ডাক্তারদের
সরকার চায় না সমস্যার সমাধান হোক, সরকারের জমিদারসুলভ আচরণের কারণেই জট কাটছে না। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আজ মহাসপ্তমীর রীতি আচার অনুষ্ঠান মেনে শুরু হল কৃষ্ণনগর রাজবাড়ির পূজার্চনা। সকাল থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে ভিড়। এটা শুধু কৃষ্ণনগর রাজবাড়ির পুজো নয় নদিয়াবাসীর একটি আবেগের পুজো এই রাজবাড়ী। প্রত্যেকটা বছর এই দিনটার অপেক্ষায় বসে থাকে সবাই ঘরের উমা ঘরে কবে ফিরবে। আর এই একটা বছর পর যখন উমা ঘরে ফেরে ৮ থেকে ৮০ সবার যেন এই পাঁচটা দিন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। আজ কৃষ্ণনগর রাজবাড়িতে সেই চিত্রই উঠে আসলো। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রাণীমা অমৃতা রায় এবং তার পরিবার।
চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে চলছে দুর্গাপুজো। এদিন সেখানে গেলেন জেপি নাড্ডা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা রাহুল সিনহা।
অনশনের সাড়ে চারদিন পার। ধর্মতলায় অনশনে সামিল বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ জন ও শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যালের ২ জুনিয়র ডাক্তার। সপ্তমীর দিন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সিনিয়র চিকিৎসকরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে বেশ কয়েকজন জুনিয়রদের সঙ্গে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন করছেন। অন্যদিকে, অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে সোমবার থেকে আংশিক কর্মবিরতিতে যাচ্ছেন অ্য়াপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের একাংশ।
আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ করতে এবার জুনিয়র ডাক্তারদের কাছে এলেন সিনিয়র ডাক্তারদের একাংশ।
১২৯ বছরে পা দিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির পুজো। ঐতিহ্য মেনে এবার পুজো হচ্ছে বীরভূমের মিরাটি গ্রামে। প্রনব বাবুর পর তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় পুজো দেখভাল করছেন।
অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এবার প্রতীকী অনশনে সিনিয়র ডাক্তাররাও। ধর্মতলায় ১২ ঘণ্টার অনশনে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স-এর প্রতিনিধিরা
৪দিনে অনশন, এখনও কেন নির্লিপ্ত সরকার? প্রশ্ন তুলে ডাক্তারদের 'গণ-ইস্তফা'। উত্তর থেকে দক্ষিণ, রাজ্য জুড়ে ২৫০-র বেশি সিনিয়র ডাক্তারের 'পদত্যাগ'
জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় ৪দিন, ফের 'অভয়া পরিক্রমায়' বাধা। মিনিডোরে অভয়া পরিক্রমায় বাধা, পুলিশের পা ধরে অনুমতির আবেদন মহিলার। মিনিডোর যেতে বাধা, হেঁটেই অভয়া পরিক্রমার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের।
৪দিনে অনশন, মধ্যরাতে স্বাস্থ্যভবনে নিষ্ফলা বৈঠক। 'শুধুই সময় নষ্ট' ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা। 'সদিচ্ছার অভাব রাজ্য সরকারের, আজ ফের বোঝা গেল। আমরা বলেছি সময় লাগে সবাই জানে, কিন্তু নির্দিষ্ট কিছু জানান। বলা হয়েছে, স্বাস্থ্য সচিব নিয়ে এই বৈঠকে আলোচনার কিছু নেই। কবে দাবি পূরণ, তা নিয়ে নির্দিষ্ট সময়ের কথা বলেছি। কিন্তু ওরা বলেছেন, এখনই কিছু নির্দিষ্ট বলা সম্ভব নয়। বৈঠকে বলা হয়েছে পুজোটা কাটিয়ে নেওয়া হোক। আমরা বলেছি, আপনারা অনশন মঞ্চে এসে অনুরোধ করুন', ৩ ঘণ্টা ধরে কিছুই হয়নি, বৈঠকের পরে দাবি জুনিয়র ডাক্তারদের।
সপ্তমীর সকালে বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাটে নবপত্রিকা স্নান করানোর ভিড়। তিথি মিলিয়ে এবার নবপত্রিকার স্নান পর্ব মিটেছে ভোরের আলো ফোটার আগেই। রাত ৩টে থেকে নদীর ঘাটে লম্বা লাইন। বিভিন্ন পুজোর মণ্ডপ থেকে নবপত্রিকা পালকিতে চাপিয়ে, ঢাক বাজিয়ে, শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয়।
চারদিনে পড়ল অনশন। ষষ্ঠীর রাতে স্বাস্থ্য ভবনে নিষ্ফলা বৈঠক। শুধুই সময় নষ্ট বলে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা।
আজ সপ্তমী। আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু সপ্তমীর পুজো। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ৯টি পাতা নয়, ৯টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। কলাবউকে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু হল মাতৃ বন্দনা।
চারদিনে জুনিয়র ডাক্তারদের অনশন। শেষপর্যন্ত সরকারের সঙ্গে নিস্ফলা বৈঠক।
প্রেক্ষাপট
শারীরিক অবস্থার অবনতির জের, অনশন মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে নিয়ে যাওয়া হল আরজি কর হাসাপাতালে।
ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার জন্য সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আসলে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটি শুনতে চান না। তার জন্য জেলে যেতে হয়েছে প্রতিবাদকারীদের।"
অনশনের পঞ্চম দিনে স্বাস্থ্যের অবনতি অনশনকারী চিকিৎসদের। ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের চার সদস্যদের দল।
ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি ছড়ানোর অভিযোগ। ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলায় ৯ জনকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই নির্দেশের কথা জানাজানি হতেই আলিপুর আদালতের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা।
বুধবার ত্রিধারা সম্মিলনীতে মণ্ডপে গিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ার জন্য গ্রেফতার হয়েছিলেন ৯ জন। আজ আলিপুর আদালতে তোলা হলে তাঁদের ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক।
ধর্মতলা, চাঁদনি চক ও সেন্ট্রাল অ্যাভিনিউতে একের পর এক ব্যারিকেড সরিয়ে এগিয়ে চলেছে অভয় পরিক্রমা।
পুলিশ ও কলেজ স্কোয়ার পুজো কমিটির উদ্যোক্তাদের বাধায় পুজো মণ্ডপে ঢুকতে পারলেন না অভয়া পরিক্রমায় অংশগ্রহণ কারীরা।
ধর্মতলার পর কলেজ স্কোয়ারে আন্দোলনকারীদের মিছিল রুখল পুলিশ। ব্যারিকেড করে অভয়া পরিক্রমায় বাধা। পুলিশের সঙ্গে তুমুল বচসা আন্দোলনকারীদের।
অভয়া পরিক্রমাকে কেন্দ্র করে ধুন্ধুমার ধর্মতলায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। মিছিল থেকে ধিক্কার পুলিশকে। ধর্মতলা ও চাঁদনিকে ব্যারিকেড সরালেন আন্দোলনকারীরা।
আজও অভয়া পরিক্রমায় বাধা পুলিশের, তাকে অগ্রাহ্য করেই উত্তর কলকাতার দিয়ে এগিয়ে চলেছে আন্দোলনকারীদের মিছিল। অন্যদিকে ব্যারিকেড দিয়ে পরিক্রমা আটকানোর চেষ্টা করছে পুলিশ।
বিচার চেয়ে স্লোগান দিয়ে স্লোগান দিয়ে গ্রেফতার ৯ জন, প্রতিবাদে রাতভর ধর্না। বেন্টিঙ্ক স্ট্রিটে রাতভর ধর্নার পর আলিপুর কোর্টের সামনেও প্রতিবাদ। ধৃত ৯ জনকে তোলা হবে আদালতে। ধর্নামঞ্চ থেকে ৫ জন জুনিয়র ডাক্তার যাচ্ছেন আলিপুর কোর্টে।
রাজ্য় সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। দু-ঘণ্টার বেশি সময় পর, বৈঠক থেকে বেরিয়ে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তোলার আহ্বান জানালেন মুখ্যসচিব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -