India vs Australia Test Live: বুমরাদের দাপটে তাসের ঘরের মত ভাঙল অস্ট্রেলিয়ান ব্য়াটিং, প্রথম দিনশেষে ৮৩ রানে এগিয়ে ভারত
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট: ঘরের মাটিতে নিউজ়িল্যান্ডের স্পিনাররা রোহিত, কোহলিদের দর্প চূর্ণ করে ভারতকে হোয়াইটওয়াশ করেছে। ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল বাদে কেউই ব্যাট হাতে তেমন রানই পাননি।
প্রথম দিনের পড়ল মোট ১৭ উইকেট। ৮৩ রান পিছিয়ে ৬৭ রানের বিনিময়ে সাত উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন। নিজের চতুর্থ উইকেট তুলে নিলেন বুমরা। ফেরালেন প্যাট কামিন্সকে। মাত্র ৩ রান করে পন্থেক হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়ার স্কোর ৫৯/৭।
অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন। ৫২ বলে ২ রান করে মহম্মদ সিরাজের বলে লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরলেন অস্ট্রেলিয়ার তারকা ডানহাতি ব্যাটার। পঞ্চাশের গণ্ডিও পেরতে পারেনি এখনও অজিরা।
এবার উইকেটের খাতা খুললেন মহম্মদ সিরাজও। মাত্র ৬ রান করে সিরাজের বলে ক্যাচ আউট হলেন মিচেল মার্শ। স্লিপে অসাধারণ ক্যাচ নিলেন কে এল রাহুল। অস্ট্রেলিয়ার স্কাের ৩৮/৫।
অভিষেক টেস্টে নিজের তৃতীয় ওভারেই উইকেট পেলেন হর্ষিত রানা। ট্রাভিস হেডকে বোল্ড করে দিলেন তিনি। অজি তারকা ১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। অস্ট্রেলিয়ার স্কোর ৩১/৪।
বিধ্বংসী বুমরা। পরপর দুই বলে ফেরালেন খাওয়াজা ও স্মিথকে। ৮ রান করলেন খাওয়াজা। খাতা খোলারই সুযোগ পেলেন না স্মিথ। হ্যাটট্রিকের সুযোগ ভারত অধিনায়কের সামনে। অস্ট্রেলিয়ার স্কোর ১৯/৩।
অভিষেক টেস্টের প্রথম ইনিংসটা ন্যাথান ম্যাকসোয়েনি জন্য খুব একটা ভাল গেল না। ১০ রানে বুমরার বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন তিনি। পরের ওভারে লাবুশেনেরও উইকেটটা বুমরার হতেই পারত। তবে স্লিপে দাঁড়ানো বিরাট কোহলি লাবুশেনের ক্যাচ ফেলে দেন। ৪ ওভার শেষে অজ়িদের স্কোর ১৪/১।
৪১ রান করে ভারতীয় ইনিংসের শেষ উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফিরলেন নীতিশ রেড্ডি। ১৫০ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল।
৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন জসপ্রীত বুমরাও। হ্যাজেলউডের বলে অ্যাক্সে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভারত অধিনায়ক। ৯ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৪৪।
অভিষেক ম্য়াচে একটি বাউন্ডারি হাঁকিয়ে ৫ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হর্ষিত রানা। ভারতের স্কোর ১২৮/৮।
প্যাট কামিন্সের ক্র্যাম্বল সিমের সামনে শেষ পর্যন্ত হার শিকার করলেন পন্থ। স্লিপে দুরন্ত ক্যাচ লুফলেন স্টিভ স্মিথ। ৩৭ রান করে ফিরে গেলেন ভারতীয় উইকেট কিপার ব্য়াটার। ভারতের স্কোর ১২৪/৭।
৪৮ রানের পার্টনারশপ গড়ে ফেললেন ঋষভ পন্থ ও নীতিশ রেড্ডি। ভারতের স্কোর ৪৪ ওভার শেষে ১২১/৬।
মিচেল মার্শের বলে মাত্র ৬ রান করে এবার প্যাভিলিয়নে ওয়াশিংটন সুন্দর। ৭৩ রান বোর্ডে তুলতই ৬ উইকেট খোয়ালো ভারত।
১১ রান করে মিচেল মার্শের বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ধ্রুব জুড়েল। ভারতের পঞ্চম উইকেটের পতন।
মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৫১। ক্রিজে আছেন ঋষভ পন্থ (অপরাজিত ১০) ও ধ্রুব জুড়েল (অপরাজিত ৪)।
ভারতের চতুর্থ উইকেটের পতন। স্টার্কের বল রাহুলের ব্যাটের কানা লেগে চলে গেল অ্যালেক্স ক্যারির হাতে। কে এল রাহুল রাহুল ২৬ রানের ইনিংস খেলে আউট হলেন। ভারতের স্কোর ৪৭/৪।
৫ রান করে হ্যাজেলউডের দ্বিতীয় শিকার হয়ে ফিরলেন বিরাট কোহলি। বিশাল ধাক্কা ভারতীয় দলে। স্লিপে ক্যাচ লুফলেন খাওয়াজা। ভারতের স্কোর ৩২/৩।
১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৩২ রান তুলল ভারত। হাত খুলছেন ধীরে ধীরে কে এল রাহুল।
১১.৫ ওভার। ৭১ বল পরে ভারতীয় ইনিংসে প্রথম ব্যাট থেকে বাউন্ডারি এল। প্যাট কামিন্সের বলে থার্ড ম্যানে বাউন্ডারি হাঁকালেন কে এল রাহুল।
২৩ বল খেলে শূন্য রান করেই প্যাভিলিয়নে দেবদত্ত পড়িক্কল। জস হ্যাজেলউডের বলে অ্য়ালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন পূজারার জুতোয় পা গলানো তরুণ ব্যাটার। ভারতের স্কোর ১৪/২।
৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৯ রান তুলল ভারত। ক্রিজে আছেন কে এল রাহুল (অপরাজিত ৪) ও দেবদত্ত পড়িক্কল (0)।
নিজের অভিষেক ম্য়াচেই গালিতে দুরন্ত লো ক্যাচ লুফে নিয়ে জয়সওয়ালকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন নাথান ম্য়াকস্যুইনি।
ভারতের প্রথম উইকেটের পতন। মিচেল স্টার্কের বলে খাতা খোলার আগেই ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন জয়সওয়াল।
প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৫ রান তুলে নিল ভারতীয় ক্রিকেট দল। ওপেনিংয়ে নেমেছেন কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল।
পারথে প্রথম বলেই বাউন্ডারি। মিচেল স্টার্কের বলের আমনে সামনে প্রথম ওভারেই যশস্বী জয়সওয়াল।
ভারতীয় একাদশে সুযোগ পেলেন তরুণ অলরাউন্ডার নীতিশ রেড্ডি ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে দুরন্ত পারফর্ম করা হর্ষিত রানা।
ওপটাস স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। দলে একাধিক নতুন মুখ।
প্রেক্ষাপট
পারথ: এই রকম বড় সিরিজ়ের আগে আত্মবিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ। যে আত্মবিশ্বাসের কথা পারথে টিম ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরার মুখে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেও এই কথা শোনা গিয়েছে। তবে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) আগে বর্তমানে সেই আত্মবিশ্বাসের অভাবেই ভুগছে ভারতীয় দল, আরও ভাল করে বললে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ঘরের মাটিতে নিউজ়িল্যান্ডের স্পিনাররা রোহিত, কোহলিদের দর্প চূর্ণ করে ভারতকে হোয়াইটওয়াশ করেছে। ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল বাদে কেউই ব্যাট হাতে তেমন রানই পাননি। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ় যে ভারতীয় দলের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। উপরন্তু, এই সিরিজ়ের ওপরই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ভরশীল। সিরিজ়ের পরিণামের ওপর অনেক কিছুই নির্ভর করছে। তাই নিঃসন্দেহে প্রবল চাপও থাকবে।
এই সিরিজ়ের আগে স্বাভাবিকভাবেই যার ওপর সবথেকে বেশি নজর, তিনি বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ান মিডিয়ার প্রোমো থেকে বিভিন্ন হেডলাইন, সবটাই 'বিরাটময়'। পাঁচ বছরে দুই টেস্ট সেঞ্চুরি হাঁকানো কোহলির ওপর যে লাইমলাইট রয়েছে, তা বলাই বাহুল্য। অজ়িভূমে অতীতে বারংবার মহাতারকা ক্রিকেটার নিজের অফফর্ম কাটিয়ে গর্জে উঠেছেন। ফের একবার কী তেমনটা দেখা যাবে? স্ট্যান্ড ইন অধিনায়ক যশপ্রীত বুমরা কিন্তু প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলেন তেমন কিছুরই পূর্বাভাস দিয়ে রাখলেন। রোহিতের অনুপস্থিতিতে তাঁর ওপর দায়িত্বও বেশি।
একেই রোহিত নেই, নেই মহম্মদ শামিও। তার ওপর আন্তঃদলীয় ম্যাচে আঙুল ভেঙেছেন শুভমন গিল। এমন পরিস্থিতিতে ভারতীয় সমর্থকদের প্রথম টেস্টের আগে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। ম্যাচে একাধিক নতুন মুখকে ভারতীয় জার্সি গায়ে মাঠে নামতে দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে শেষবার চোটগ্রস্থ টিম ইন্ডিয়া অজ়িভূমে কী করেছিল, তা কিন্তু খানিকটা হলেও, তাঁদের আত্মবিশ্বাস জোগাবে।
অপরদিকে প্যাট কামিন্সের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়াও প্রতিশোধ নিতে মরিয়া। ডেভিড ওয়ার্নার বেশ কিছুদিন হল অবসর নিয়েছেন। তবে এখনও টেস্টে তাঁর উত্তরসূরি খুঁজে পায়নি অজ়িরা। তবে তরুণ ওপেনার ন্যাথান ম্যাকসোয়েনি অজ়ি ক্রিকেটমহলে শোরগোল ফেলেছেন। প্রথম টেস্টে তাঁর অভিষেক ঘটতে চলেছে সম্ভবত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -