WB News Live Updates: ক্যাম্পাস খোলার দিনেই সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়
WB News Live Updates: করোনা আবহে আজ থেকে চেনা ছন্দে ফিরতে চলেছে স্কুল। আর তর সইছে না লক্ষ লক্ষ পড়ুয়ার। কোভিড বিধি মাথায় রেখে স্কুল, কলেজে জোর দেওয়া হয়েছে সচেতনতায়।
ক্যাম্পাস খোলার দিনেই সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়।সরস্বতী পুজোর আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ।এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ টিএমসিপির।পোস্টার দিতে বাধা দেয় টিএমসিপিই, পাল্টা অভিযোগ এসএফআইয়ের
বিধাননগর পুরভোটে সিপিএমের নতুন মুখ সুস্মিতা ফৌজদার। পেশায় আইনজীবী হলেও, এলাকায় রেড ভলান্টিয়ার হিসেবেই পরিচিতি পেয়েছিলেন তিনি। পুর পরিষেবায় অনুন্নয়নের অভিযোগকে সামনে রেখে, প্রচার চালাচ্ছেন ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী
পাড়ায় শিক্ষালয়ে এবার মিড ডে মিল। রান্না করা খাবার দেওয়ার সিদ্ধান্ত।সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে পাড়ায় শিক্ষালয়।প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয়।পাড়ায় শিক্ষালয় চলাকালীন রান্না করা খাবার দেওয়ার নির্দেশ।সমস্ত জেলাশাসককে বার্তা শিক্ষা দফতরের
ডোরিনা ক্রসিংয়ে বরযাত্রীবোঝাই মিনিবাসের দুর্ঘটনার ছবি ভাইরাল। ৩০ জানুয়ারি টার্ন নিয়ে রাস্তায় উল্টে পড়ে মিনিবাস
বালি খাদানে অভিযানে এসে ভূমিসংস্কার দপ্তরের আধিকারিকদের গাড়িতে হামলা। ভাঙচুর করা হয় গাড়িতে। বর্ধমানের ইদিলপুর ঘাটের ঘটনা।ঘটনাস্থলে যায় পূর্ববর্ধমান জেলাপুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।
শান্তিপুরে মত্ত যুবকদের বিরুদ্ধে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। গতকাল শান্তিপুর বেলেডাঙা মোড়ে ডিউটি করছিলেন সিভিক ভলান্টিয়ার রতন বিশ্বাস। অভিযোগ, রাস্তায় টোটো দাঁড় করানো নিয়ে দুই মত্ত যাত্রীর সঙ্গে তাঁর বচসা বাধে। এরপর স্থানীয় আরও কয়েকজনকে ডেকে এনে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্ত পলাতক।
রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা। উঃ ২৪ পরগনায় একদিনে ৬জনের মৃত্যু, ২৩৮জন আক্রান্ত। কলকাতায় একদিনে ৫জনের মৃত্যু, ২৭৭জন সংক্রমিত। দঃ ২৪ পরগনায় একদিনে ৪জনের মৃত্যু, ১০২জন আক্রান্ত।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে বাড়ল মৃত্যু, কিছুটা কমল সংক্রমণ। রাজ্যে টানা ২০দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু।রাজ্যে একদিনে ৩৬জনের মৃত্যু, ২ হাজারের নীচে সংক্রমণ
হিরণের ক্ষোভে ‘প্রলেপ’, পুরভোটের দলীয় কমিটিতে দায়িত্ব। খড়গপুর পুরভোটের প্রচার কমিটির আহ্বায়ক করা হল হিরণকে।খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়
দলের প্রতি ক্ষোভ উগরে পুরভোটের মুখে শিলিগুড়ি ছাড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সূত্রের দাবি, ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর টিকিট না পাওয়ায় এই সিদ্ধান্ত। যা নিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিরোধীরা। বিক্ষুব্ধ নেত্রীর উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তৃণমূল
এবার বিজেপির পিকনিক-রাজনীতি বাঁকুড়াতেও। পিকনিকে সামিল বিজেপির ৩ বিদ্রোহী বিধায়ক।পিকনিকে হাজির বাঁকুড়া, ওন্দা, সোনামুখীর বিজেপি বিধায়করা।পিকনিকে সামিল পদত্যাগী বিজেপির ছাতনা ১ নম্বর মণ্ডলের সভাপতিও।
মাথার ওপরে খাঁড়া ঝুলছে। এভাবে সিবিআইকে এড়ানো যাবে না। প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
ফের লোকপুর থানার নওপাড়া গ্রামে বেআইনি কয়লা উদ্ধার অভিযানে বীরভূম পুলিশ। আজ অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিৎ দে এর নেতৃত্বে খয়রাশোল ও লোকপুর থানার পুলিশ গ্রামে পৌঁছে বিপুল পরিমাণ থাকা বেআইনি কয়লা উদ্ধার করে। উল্লেখ্য গত 28 শে জানুয়ারি এই বেআইনি কয়লা উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে অবৈধ কয়লা ব্যবসায়ীদের খন্ড যুদ্ধ বাধে এরপর তার পরের দিন ওই গ্রাম থেকে প্রায় 500 টন কয়লা উদ্ধার করেছিল পুলিশ। আজ ফের কয়লা উদ্ধার করল পুলিশ।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরও কী করে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি লিখেছেন, আদর্শ আচরণবিধি জারির হয়েছে আজ থেকেই। এই অবস্থায় জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে কী করে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী? এটা পরিষ্কার কমিশন তৃণমূলের দ্বারা প্রভাবিত।
রাজ্যের কোনও বিল যদি রাজ্যপালের কাছে যায়, বিলের কি পরিণতি হল তা বিধানসভায় আসে। উনি কী করে এই কথা বলেন ? রাজ্যের কাছে সব তথ্য আছে। আরটিআই করলেই উত্তর দিয়ে দেব। বিল বিতর্কে রাজ্যপালকে চ্যালেঞ্জ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।
ব্যারাকপুর কমিশনারেটে পরপর অশান্তি, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। ‘২-৩টি ঘটনা ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রয়োজনে কলকাতা পুলিশ, এসটিএফ, ডিজির সাহায্য নাও। বাইরে থেকে অস্ত্র আনিয়ে রাজ্যে গণ্ডগোল করানোর চেষ্টা করলে ছাড়ব না। ওখানকার অপরাধীদের এই চক্রকে ধরতে হবে। কয়েকজন গ্রেফতার হয়েছে, কিন্তু পিছনে কারা?’, ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
ট্রাফিক-ভঙ্গে জরিমানা বৃদ্ধির পরেও পরপর দুর্ঘটনা। এবার নিউটাউনে বাসের রেষারেষিতে দুর্ঘটনা, কয়েকজন আহত।দাঁড়িয়ে থাকা সি-৮ বাসের পিছনে বেসরকারি বাসের ধাক্কা। সরকারি বাসের পিছনে আলমপুর-শাপুরজি রুটের বাসের ধাক্কা।রেষারেষি করতে গিয়ে বাসের ধাক্কা, বেশ কয়েকজন আহত
‘সীমান্ত এলাকায় কেউ কেউ পয়সা তুলছে, এটা চলবে না। সীমান্ত এলাকায় গোটা দায়িত্ব পরিবহণ দফতরকে দেওয়া হচ্ছে। ৭ তারিখের মধ্যে পরিবহণ দফতর যেন পুরো দায়িত্ব নিয়ে নেয়। যা আয় হবে, তা ট্রেজারিতে জমা হবে, সরকারের প্রকল্পে কাজে লাগবে’,প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
লালবাজারে সাংবাদিক বৈঠকে ডিসি সাইবার ক্রাইম বলেছেন, ‘সোশাল মিডিয়ায় নিজের তথ্য কম শেয়ার করুন। কাউকে না চিনলে বন্ধু বানাবেন না। ফেসবুকে প্রোফাইল লক করে রাখুন।’
প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ত্সনা মুখ্যমন্ত্রীর। ‘তোমাকে কি রাজ্যপাল ফোন করছেন? হিংসা ছড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ আসছে। অনেক দিন বলেছি, কিছু করা হয়নি। এটা ওটা কোরোনা, এসব নির্দেশ দিচ্ছেন রাজ্যপাল? কারও কথা না শুনে কাজ করতে হবে।’পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে তিরস্কার করে নির্দেশ মুখ্যমন্ত্রীর
অনুব্রতর শারীরিক সমস্যার কথা পুরোটা ঠিক নয়, দাবি সিবিআইয়ের। অনুব্রত দুরকম কথা বলে হাজিরা এড়াতে চাইছেন, দাবি সিবিআইয়ের।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাচ্ছে না সিবিআই, খবর সূত্রের। অনুব্রত মণ্ডলকে আদালতের নির্দেশ মেনে তৃতীয় নোটিস পাঠানো হবে , খবর সূত্রের। তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে জমা দেবে সিবিআই , খবর সূত্রের
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই উত্তপ্ত বেলুড়ের লালবাবা কলেজ। সরস্বতী পুজোকে কেন্দ্র করে তুলকালাম। দু’পক্ষের মধ্যে বচসার জেরে হাতাহাতি। বেশ কয়েকজন আহত। আজ বেলা ১২টা টাগাদ এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওপর তলার অফিসাররা নীচের তলায় কাজ ঠেলে দেন। এটা চরম অবহেলার পরিচয়, এমনটা করা চলবে না। সরকারি কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না’
দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায় কিশোরের রহস্যমৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে খালপাড় থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। পরিবারের দাবি, গতকাল রাতে জলসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ১৩ বছরের কিশোর। আজ সকালে খালপাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিশ।
মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করতেই বিপত্তি। ব্ল্যাকমেলিংয়ের শিকার ব্যারাকপুরের এক মহিলা। লোনের নামে টাকা চেয়ে পরপর মেসেজ আর ফোন! ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় আপলোড! পরিচিত মহলে অশ্লীল ছবি পাঠিয়ে সম্মানহানি! টিটাগড় থানায় দায়ের হয়েছে অভিযোগ।
পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার আগেই, এলাকার তৃণমূল কর্মীকে প্রার্থী হিসেবে তুলে ধরে ফেসবুকে প্রচার! উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে, বহিরাগত প্রার্থী চাইছি না জানিয়ে তৃণমূলের নামে পোস্টার পড়েছে বারাসাত পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি অসহযোগিতা করছে, বুঝিয়ে দিতে হবে ওরা দয়া করছে না। ঋণ দিক সমবায় ব্যাঙ্ক, ঋণ না দিলে জবাব চাওয়া হোক, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আজ থেকেই খুলল স্কুলের দরজা। স্কুলে ফিরল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। করোনা আবহে জারি হয়েছে বেশ কিছু নিয়মবিধি। সোম থেকে শনি ক্লাস হবে। কলকাতার বেসরকারি স্কুলগুলি অবশ্য অবশ্য ধাপে ধাপে ক্লাস শুরু করছে।
পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার আগেই এলাকার তৃণমূল কর্মীকে প্রার্থী হিসেবে তুলে ধরে ফেসবুকে প্রচার! উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে, বহিরাগত প্রার্থী চাইছি না জানিয়ে তৃণমূলের নামে পোস্টার পড়েছে বারাসাত পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে।
আসানসোলে পুরভোটের প্রচারে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। গতকাল ডামরায় আসানসোল পুরসভার ৩৮ ও ৮৭ নম্বর ওয়ার্ডের দুই সিপিএম প্রার্থীর সমর্থনে জনসভা করেন মীনাক্ষি। সেখানে তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে একটি নির্দিষ্ট কোম্পানির ক্রিমের কথা উল্লেখ করে তিনি বলেন, রুটিতে তা মাখালেও রং পরিষ্কার হবে না। এতটাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দিকে নয়, নিজের দলের দিকে তাকিয়ে বিধানসভায় একটিও আসন না জেতার কারণ খুঁজুন, পাল্টা কটাক্ষ তৃণমূলের। এ ধরনের মন্তব্য কুরুচিকর, প্রতিক্রিয়া বিজেপির। বাম নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এবার নতুন জেলা সভাপতিকে নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ দানা বাঁধল পূর্ব মেদিনীপুরের তমলুকে। বিষয়টি নিয়ে জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন এক বিক্ষুব্ধ নেতা। অন্যদিকে, মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা কানু মণ্ডলকে প্রার্থী করার দাবিতে পড়ল পোস্টার।
সল্টলেকে নির্বাচনী অফিস ভাঙচুরের প্রতিবাদে বিজেপির থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। থানায় ঢুকতে বাধা পাওয়ায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, বচসা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। সেখানেই হুঁশিয়ারি দিতে দেখা গেল সজল ঘোষকে। গেরুয়া ব্রিগেডকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ হাইকোর্টের। আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার নয়। তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে, বলল আদালত।
নেতাজি ইন্ডোরে আইএএস, আইপিএসদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকবেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। বিভিন্ন কমিশনারেটের পুলিশ সুপাররাও নেতাজি ইন্ডোরের এই বৈঠকে যোগ দেবেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে।
পুরভোটের আগে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরোধিতায় পোস্টার পড়ল দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে। বিজেপি সাংসদ ও জেলা নেতৃত্বের দাবি, পোস্টারের পিছনে তৃণমূলের হাত রয়েছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির।
জলপাইগুড়িতে সরকারি অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভানেত্রীর মুখে পুরভোটে পাশে থাকার আবেদন। পুরভোটের মুখে এই অভিযোগকে হাতিয়ার করেই আসরে নেমেছে বিজেপি। কোনও বিতর্কিত মন্তব্য করিনি, পাল্টা দাবি জেলা তৃণমূল সভানেত্রীর।
ভোট পরবর্তী সন্ত্রাসে ইলামবাজারে খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে আজই সিবিআইয়ের তলব। তার আগে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন তৃণমূলের বীরভূম জেলা সভাপতির। গতকাল অসুস্থতার জন্য এসএসকেএমে যান অনুব্রত মণ্ডল। রাতে তারাপীঠে আসেন। সূত্রের খবর, মহাযজ্ঞে লাগছে ৩ কুইন্টাল ৩১ কেজি বেলকাঠ, এক হাজার বেলপাতা ও ৬-৭ কেজি ঘি। এছাড়া, দিনভর চণ্ডীপাঠ চলবে। হবে ব্রাহ্মণ ভোজন। এদিন তারাপীঠ মন্দির পরিক্রমা করে হরিনাম সংকীর্তনের ১৬টি দল। ছিল মহিলা ঢাকির দলও। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, দেশ ও রাজ্যের কল্যাণের জন্যই মহাযজ্ঞের আয়োজন।
গিরিশ পার্ক স্টেশনের কাছে মেট্রোর লাইনে ফাটল। প্রায় ৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো পরিষেবা। এদিন লাইনে ফাটলের জেলে সকাল ৮টা ১৪ মিনিটে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। লাইন পরীক্ষার কাজ শুরু হয়। সকাল ১১টা ৬ মিনিট থেকে ফের শুরু হয় মেট্রো চলাচল। তাপমাত্রার তারতম্যের জন্য লাইনে সমস্যা বলে প্রাথমিক অনুমান মেট্রো কর্তৃপক্ষের। অফিস টাইমে দীর্ঘক্ষণ ওই লাইনে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।
১০০ দিনের কাজে জব কার্ড বিলির ভার কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূলের দুই নেতার সংঘাত। জব সুপারভাইজারকে ফোনে হুমকি এক তৃণমূল নেতার। অডিও ক্লিপ প্রকাশ্যে আসায় শুরু হয়েছে বিতর্ক। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার জাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের।
দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায় কিশোরের রহস্যমৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে খালপাড় থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। পরিবারের দাবি, গতকাল রাতে জলসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ১৩ বছরের কিশোর। আজ সকালে খালপাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিশ।
ক্রিপ্টো-কারেন্সিতে এখন অনেকেই বিনিয়োগ করেন। কিন্তু সেই ক্রিপ্টো-কারেন্সির ক্ষেত্রেও প্রতারণার অভিযোগ দিনে দিনে বাড়তে শুরু করেছে। সম্প্রতি এমনই প্রতারণার শিকার হয়েছেন ক্রিপ্টো ট্রেডার পরমপ্রীত গ্রেওয়াল।
পে স্লিপ চাওয়া নিয়ে বিবাদ। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক ও ভূগোলের শিক্ষকের তুমুল মারপিট। জেলা স্কুল পরিদর্শককে তদন্তের নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। শুক্রবারের মধ্যে দিতে হবে রিপোর্ট।
আরও চড়ল রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাতের আঁচ। রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে ঘোড়ার পাল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণাত্মক ভঙ্গিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন জগদীপ ধনকড়ও।
মোদি সরকারের বাজেটে হতাশ হয়েছে মধ্যবিত্ত, চাকরিজীবীরা। সেই বাজেট নিয়ে বুধবার বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা করলেন নরেন্দ্র মোদি, অমিত শাহকেও। পাল্টা তৃণমূলনেত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি-ও।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় আজ অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব। হাজিরার আগে গেলেন এসএসকেএমে। সিবিআই নোটিস চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি। আজই শুনানি।
২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট নিয়ে আজই বিজ্ঞপ্তি জারি করছে নির্বাচন কমিশন। প্রকাশ্যে ৫০০ জনকে নিয়ে সভায় ছাড়। আজ ডিএম-এসপি-দের সঙ্গে বৈঠক।
শান্তিপুরে মত্ত যুবকদের বিরুদ্ধে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। গতকাল শান্তিপুর বেলেডাঙা মোড়ে ডিউটি করছিলেন সিভিক ভলান্টিয়ার রতন বিশ্বাস। অভিযোগ, রাস্তায় টোটো দাঁড় করানো নিয়ে দুই মত্ত যাত্রীর সঙ্গে তাঁর বচসা বাধে। এরপর স্থানীয় আরও কয়েকজনকে ডেকে এনে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্ত পলাতক।
প্রথমে সোশাল মিডিয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট। তারপর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে কথোপকথন। শেষে ভিডিও কলে যৌন সম্পর্কের প্রস্তাব ও ব্ল্যাকমেল। এভাবেই এখন টাকা হাতানোর ফাঁদ পাতছে প্রতারকরা। এক এথিক্যাল হ্যাকারের মাধ্যমে এই ধরনের অপরাধের প্রমাণ এসেছে এবিপি আনন্দর হাতে।
গিরিশ পার্ক স্টেশনের কাছে মেট্রো লাইনে ফাটল। দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ আপ ও ডাউন মেট্রো পরিষেবা। লাইন পরীক্ষার কাজ চলছে। অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা। ‘তাপমাত্রার তারতম্যের জন্যই লাইনে ফাটল’, অনুমান মেট্রো কর্তৃপক্ষের।
কলকাতায় অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দর ১০৪.৬৭ টাকা। প্রতি লিটার ডিজেলের দর ৮৯.৭৯ টাকা।
কলকাতায় হানি ট্র্যাপের পর্দাফাঁস। পুলিশ অফিসার পরিচয়ে সেক্স র্যাকেটে নাম জড়ানোর কথা বলে মোটা টাকা আদায়ের ছক বানচাল। রাজারহাটের সাপুরজি কমপ্লেক্স থেকে ৫ জনকে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক।
হুগলির বলাগড়ের ডুমুরদহে ‘ভেজাল দুধের’ কারখানার হদিশ। গ্রেফতার খাটালের মালিক সহ ৩। ‘পাম তেল, রাসায়নিক মিশিয়ে বাড়ানো হত দুধের পরিমাণ। সেই দুধ নামকরা ডেয়ারিতে পাঠানো হত।’ জিজ্ঞাসাবাদে এমনই জানিয়েছেন খাটালের মালিক লক্ষ্মণ ঘোষ, দাবি পুলিশের। বাজেয়াপ্ত পাম তেল, ভেজাল দুধ, রায়াসনিক, দুধের ড্রাম, গাড়ি।
দক্ষিণ ২৪ পরগনার উস্তির হটুগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ৪-৫টি দোকান। রাত সাড়ে ১২টা নাগাদ হটুগঞ্জ বাজারের একটি দোকানে আগুন লাগে। স্থানীয়রা টের পাওয়ার আগেই আগুনের গ্রাসে চলে যায় পরপর কয়েকটি দোকান। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।
পুরভোটের আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন কাঁথি পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলর। দল বদলেই অধিকারী পরিবারকে নিশানা করেছেন দুই নেতা। পাল্টা জবাব দিয়েছেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌম্যেন্দু অধিকারী।
হাবড়ায় শিশুকন্যা বিক্রির ছক বানচাল, দম্পতি-সহ গ্রেফতার ৪। ৪ লক্ষ টাকায় শিশুকন্যা বিক্রির ছক, সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ। ২ মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বামনগাছি থেকে দম্পতি গ্রেফতার।
বাঘের হানায় মৃত ব্যক্তির চক্ষুদান। কুলতলির শঙ্কর সর্দারের রেটিনা দান করলেন তাঁর পরিবার। রেটিনা সংগ্রহ করলেন এসএসকেএম-এর চিকিৎসকরা।
২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য নির্বাচন কমিশন। এরপর ভোট নিয়ে সর্বদল বৈঠক করলেন নির্বাচন কমিশনের কর্তারা। বৈঠকে সব দলই ভোটপ্রচারের সময়সীমা বাড়ানোর আর্জি জানায়।
এবার বেসরকারি স্কুলেও সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত। কলকাতার একাধিক স্কুল শ্রেণিকক্ষের বাইরে আগামী সপ্তাহেই ক্লাস শুরু করছে কচিকাঁচাদের। করোনা পরিস্থিতির মধ্যে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুলে পঠনপাঠনের অনুমতি দেয়নি রাজ্য সরকার। বরং সোমবার থেকে সরকারি তৎপরতায় শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়।
দিনে দিনে বাড়ছে সাইবার প্রতারণার অভিযোগ। সামনে আসছে প্রতারণার নিত্যনতুন কৌশল। তার মোকাবিলায় এবার পুলিশের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে লালবাজার। কলকাতা পুলিশের হেড কোয়ার্টারেই চলছে ক্লাস।
প্রেক্ষাপট
কলকাতা: করোনা (Coronavirus) আবহে আজ থেকে চেনা ছন্দে ফিরতে চলেছে স্কুল (School)। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে যাচ্ছে স্কুলের দরজা। আর তর সইছে না লক্ষ লক্ষ পড়ুয়ার। কোভিড বিধি (COVID Norms) মাথায় রেখে স্কুল, কলেজে (College) জোর দেওয়া হয়েছে সচেতনতায় (Awareness)।
৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, ‘৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে। ছোটদের এখনই নয়। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ হবে।’
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই স্কুলে স্কুলে জীবাণুনাশের (Sanitisation) কাজ শুরু হয়েছিল। সেটা গতকালই সম্পন্ন হয়েছে। ক্লাসরুম থকে স্কুলবাস, স্যানিটাইজ করা হয়েছে সবকিছু। কলকাতার একাধিক স্কুলে দেখা গিয়েছে সেই ছবি। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত ক্লাস হবে। পড়ুয়াদের স্কুলে পৌঁছতে হবে ক্লাস শুরুর আধঘণ্টা আগে। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকে স্কুলে মাস্ক পরে থাকতে হবে।
বেথুন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী জানিয়েছেন, ‘টিফিন খাওয়ার সময় আলাদা করা হবে। বাড়ি থেকে টিফিন আনতে বলা হয়েছে। একই সঙ্গে অনেক পড়ুয়া নিয়ে ক্লাস নয়। ভেঙে ভেঙে ক্লাস হবে।’
করোনা সচেতনতা মেনে আজ থেকে স্কুল খোলার প্রস্তুতি চলছে জেলায় জেলায়। বীরভূমের বোলপুর হাইস্কুল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, সর্বত্র জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। গতকাল সকালে পুরসভার উদ্যোগে শিলিগুড়ি গার্লস স্কুল স্যানিটাইজ করা হয়।
কলকাতার বেসরকারি স্কুলগুলি অবশ্য অবশ্য ধাপে ধাপে কাজ করছে। সাউথ পয়েন্টে বৃহস্পতিবার থেকে শুধু নবম ও একাদশের ক্লাস শুরু হচ্ছে। সাউথ পয়েন্টে দশম ও দ্বাদশের ক্লাস শুরু হবে সোমবার থেকে আর অষ্টমের ক্লাস শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। শ্রীশিক্ষায়তন স্কুলে আজ থেকে শুরু হচ্ছে শুধু দ্বাদশের ক্লাস। বাকি ক্লাস শুরু হবে সোমবার থেকে। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলেও আজ থেকে শুরু হচ্ছে শুধু দ্বাদশের ক্লাস। ফিউচার ফাউন্ডেশনে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হচ্ছে আজ থেকে। মডার্ন হাই স্কুলে শুধু নবম এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্লাস। বালিগঞ্জ শিক্ষাসদনে শুরু হচ্ছে অষ্টম নবম এবং দশমের ক্লাস। লা মার্টিনিয়ার ফর বয়েজ এবং গার্লস দু’টি স্কুলেই ক্লাস শুরু হচ্ছে সোমবার থেকে। সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে ডন বস্কো পার্ক সার্কাসে। রামমোহন মিশন স্কুলে কাল থেকে শুরু অষ্টম ও দ্বাদশের ক্লাস। ডিপিএস রুবি পার্কে আজ থেকেই অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -