অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  ষষ্ঠ দফার ভোটের মধ্যেই এবার ঘূর্ণিঝড় রেমালের চোখরাঙানি। ক্যানিং থেকে এই মুহর্তে ৮১০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমালের উৎস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামীকাল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। 


কলকাতায় এখনও ইঙ্গিত নেই হাওয়া বদলের। তবে শুক্রবার থেকেই বৃষ্টি হতে পারে বঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের।  আবহবিদদের অনুমান, রবিবার সকালে এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে।


রেমালের প্রভাবে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে । তবে তার প্রভাব অমফান বা ফণীর মতো হবে কি না , সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।  শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।


রেমালের প্রভাব কোথায় কেমন



  • রবিবার হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রামে ঝড় ও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

  • সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেআলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

  • মঙ্গলবার থেকে এরাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করবে। কমবে বৃষ্টির পরিমাণও। 

    অন্যদিকে,  শুক্রবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়ার কথা। শনিবার ষষ্ঠ দফা ভোটের দিন বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তারপর দিন, রবিবার, রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে। 

    নির্ধারিত সময়ের ৩ দিন আগে ২২ মে বর্ষা ঢুকছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে। হিসেব মতো, বাংলাতেও বর্ষা নির্ধারিত সময়ের আগেই ঢোকার কথা। তার আগে এখন রেমাল কেমন প্রভাব বিস্তার করে বঙ্গে, সেটাই দেখার। 

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


    আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ