RG Kar News Update Live: আরজি কর কাণ্ডে ধৃত আশিস পাণ্ডের ৩ দিনের সিবিআই হেফাজত

WB News Update Live RG Kar Case: পুলিশি অত্যাচারের প্রতিবাদ, ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের

ABP Ananda Last Updated: 05 Oct 2024 12:26 AM
RG Kar News Update Live: আরজি কর কাণ্ডে ধৃত আশিস পাণ্ডের ৩ দিনের সিবিআই হেফাজত

আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডের ৩ দিনের সিবিআই হেফাজত।

RG Kar News Update:হাউজস্টাফ করে দেওয়ার নামে জুনিয়র চিকিৎসদের কাছ থেকে টাকা নিত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে, অভিযোগ সিবিআইয়ের

হাউজস্টাফ করে দেওয়ার নামে জুনিয়র চিকিৎসদের কাছ থেকে টাকা নিত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে। আদালতে অভিযোগ সিবিআইয়ের।

RG Kar NewS Live Upates: কর্মবিরতি প্রত্যাহার করে সরকারকে ডেডলাইন বেঁধে দিল জুনিয়র চিকিৎসকরা

সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিল বিক্ষোভকারী চিকিৎসকরা।

RG Kar NewS Live: ভয়ে নয় জনগণের কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহর করলেন জুনিয়র চিকিৎসকরা

সরকারের ভয়ে নয় জনগণের কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এই কথা ঘোষণা করেন তাঁরা।

RG Kar Protest NewS Live: ২৪ ঘণ্টার মধ্যে ডেডলাইন পূরণ না হলে আমরণ অনশনের হুমকি দিলেন জুনিয়র চিকিৎসকরা

আগামকীল রাত সাড়ে আটটা পর্যন্ত সময় বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যে সরকার দাবি না মানলে আমরণ অনশনেপ হুমকি দিলেন জুনিয়র চিকিৎসকরা।

WB News Update Live: পুলিশি অত্যাচারের প্রতিবাদ, ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের

পুলিশি অত্যাচারের প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার তাঁদের দাবি না মানলে লাগাতার অনশনের ডাক দিলেন তাঁরা।

RG Kar Protest NewS Live: ক্ষমা চাইতে হবে পুলিশ আধিকারিককে, দাবি জুনিয়র চিকিৎসকদের

জুনিয়র চিকিৎসককে লাথি মারার ঘটনায় ক্ষমা চাইতে হবে পুলিশ আধিকারিকদের। দাবি বিক্ষোভকারী চিকিৎসকদের। 

RG Kar Protest Live: জুনিয়র চিকিৎসদের ওয়াই চ্যানেলে বসতে বাধা, তুলকালাম ধর্মতলায়

জুনিয়র চিকিৎসদের ওয়াই চ্যানেলে বসতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হল ধর্মতলা চত্বরে। জুনিয়র চিকিৎসকদের টানা হেঁচড়া করার পাশাপাশি লাথি মারা হয় বলেও অভিযোগ। 

WB News Update Live: ধর্মতলার একাংশ অবরুদ্ধ, ব্যাহত যান চলাচল

ধর্মতলার ওয়াই চ্যানেলে জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসককে শারীরিক ভাবে হেনস্থা করার পাশাপাশি তাঁদের লাথি মারা হয় বলেও অভিযোগ। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার একাংশ। ব্যাহত যান চলাচল।

RG Kar Protest Live: সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে কি কেউ আশ্রয় দিয়েছিল?' উত্তরের খোঁজে CBI

তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন, তথ্যপ্রমাণ লোপাটে কিছু ধামাচাপার চেষ্টা? 'খুন-ধর্ষণের ঘটনাকে কি আত্মহত্যায় বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল?' ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কি না, জানতে বিস্তারিত তদন্ত চলছে: CBI। 'খুন-ধর্ষণের ঘটনা ঘটাতে সঞ্জয়কে কেউ প্ররোচনা দিয়েছিল? পিছনে কি ষড়যন্ত্র? সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে কি কেউ আশ্রয় দিয়েছিল?' উত্তরের খোঁজে CBI।

West Bengal News Live: দাড়িভিটে পুলিশের গুলিতে তাপস বর্মন-রাজেশ সরকারের মৃত্যুর অভিযোগ

দাড়িভিটে পুলিশের গুলিতে তাপস বর্মন-রাজেশ সরকারের মৃত্যুর অভিযোগ। ২০ সেপ্টেম্বর ২০১৮: শিক্ষক নিয়োগ ঘিরে দাড়িভিটে ছাত্র-পুলিশ সংঘর্ষ। বাংলার বদলে উর্দু-সংস্কৃত বিভাগের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ। ১০ মে, ২০২৩: ইসলামপুরের দাড়িভিটকাণ্ডে NIA তদন্তের নির্দেশ হাইকোর্টের।

West Bengal News Live: দাড়িভিটের ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদা দেওয়ার দাবিতে মমতাকে চিঠি সুকান্তর

'ভাষা শহিদের মর্যাদা দেওয়া হোক দাড়িভিটের ২ ছাত্রকে', ভাষা শহিদের মর্যাদা দেওয়ার দাবিতে মমতাকে চিঠি সুকান্তর। বাংলার ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পরেই দাবি সুকান্তর।

RG Kar Medical College Live: ১০ দফা দাবি নিয়ে মিছিল জুনিয়র ডাক্তারদের

বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ১০ দফা দাবি নিয়ে মিছিল জুনিয়র ডাক্তারদের।

RG Kar Investigation Live: সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দু-জনই প্রভাবশালী ব্যক্তি, দাবি সিবিআই-এর

'ধর্ষণ ও খুনকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল বলে মনে হচ্ছে। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আশ্রয় দেওয়া হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে,' সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দু-জনই প্রভাবশালী ব্যক্তি, দাবি সিবিআই-এর।

RG Kar Live Updates: RG করের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল, আদালতে বিস্ফোরক দাবি CBI-এর

'আর জি করের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। সন্দীপ ও অভিজিৎ-এর মোবাইল ফোন থেকে বেশ কিছু তথ্য মিলেছে', আদালতে বিস্ফোরক দাবি সিবিআই-এর।

Durga Puja 2024 Live: পরপর পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

পরপর পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ভবানীপুরের ৭০ পল্লির পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live: তৃণমূলকে নিশানা করে পোস্ট শুভেন্দু অধিকারীর

অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলকে নিশানা করে পোস্ট শুভেন্দু অধিকারীর। 'প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা। বোমাবাজির হয়েছে, নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য এই ভিডিওই যথেষ্ট,' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে ট্যাগ করে পোস্ট শুভেন্দু অধিকারীর।

WB News Live :উত্তরবঙ্গ ও রামপুরহাট মেডিক্যালে পরীক্ষা দুর্নীতির অভিযোগ

উত্তরবঙ্গ ও রামপুরহাট মেডিক্যালে পরীক্ষা দুর্নীতির অভিযোগ। ১০ সদস্যের তদন্ত কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। কমিটিতে কলকাতা মেডিক্যালের অধ্যক্ষ, এসএসকেএম ও আরআইও-র অধির্কতা। 

RG Kar Case: টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ

আর জি কর মেডিক্যালে 'দুর্নীতি', গ্রেফতার টিএমসিপি নেতা আশিস পাণ্ডে। টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআই-এর । 'অযোগ্য হওয়া সত্বেও সন্দীপ ঘোষের সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন আশিস। সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় ছিলেন আশিস পাণ্ডে'

North Bengal Medical College: উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষকে অপসারণের দাবি

উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণ দাবি। স্বাস্থ্য ভবনে চিঠি উত্তরবঙ্গ মেডিক্যালের ১৬ জন বিভাগীয় প্রধানের। পরীক্ষায় নম্বর বাড়ানো-সহ একাধিক অভিযোগে আগেই ডিন, সহকারী ডিন, আরএমও'র পদত্যাগ। 

RG Kar Case: জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। আজই শুনানিতে 'না' হাইকোর্টের প্রধান বিচারপতির। জনস্বার্থ মামলা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। দ্রুত শুনানির আর্জিতে 'না' হাইকোর্টের প্রধান বিচারপতির। মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ

Arjun Singh : বাঁশদ্রোণীতে পে-লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু, গ্রেফতার ২

বাঁশদ্রোণীতে পে-লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু, গ্রেফতার ২। পে-লোডারের চালক ও মালিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনার দিন পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ৫ । সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ 

Arjun Singh : তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিংহ-র

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিংহ-র। 'মজদুর ভবন লক্ষ্য করে বোমা-গুলি-ইটবৃষ্টি। পুলিশের সামনেই কমপক্ষে ২০-২৫টা বোমা পড়ে'। পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের  

Arjun Singh : তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিংহ-র

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অর্জুন সিংহ-র। 'মজদুর ভবন লক্ষ্য করে বোমা-গুলি-ইটবৃষ্টি। পুলিশের সামনেই কমপক্ষে ২০-২৫টা বোমা পড়ে'। পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের  

WB News Live : কলকাতার ৩ জায়গায় একযোগে তল্লাশি ইডির

দিল্লির একটি আর্থিক প্রতারণার মামলায় কলকাতার ৩ জায়গায় একযোগে তল্লাশি ইডির। দিল্লির এই সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও আমানত নয়ছয়ের অভিযোগ রয়েছে। কলকাতার বালিগঞ্জের গুরু সদয় রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। শেক্সপিয়ার সরণির জেসমিন টাওয়ারের তিনতলায় একটি অফিসেও তল্লাশি। ২০১৪-১৫ সালে প্রথম এই মামলার তদন্ত করছিল আয়কর দফতর। দিল্লির সংস্থার বিরুদ্ধে প্রচুর টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকায় তদন্তভার গ্রহণ করে ইডি। সেই মামলায় দেশের একাধিক জায়গায় চলছে তল্লাশি।

RG Kar Case Update: ফের জুনিয়র ডাক্তারদের আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণের

ফের জুনিয়র ডাক্তারদের আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'জুনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতালে চিকিৎসা না করে বেসরকারি নার্সিংহোমে মোটা টাকা আয় করছেন। সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা করছেন না জুনিয়র ডাক্তাররা, অন্যায় করছেন, পাপ করছেন। সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন, কিন্তু বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে কর্মবিরতি করছেন না। মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন', আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

WB News Live : অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি

অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, জগদ্দলের মেঘনা মোড়ে বোমাবাজি, ঘটনাস্থলে উত্তেজনা, পৌঁছেছে পুলিশ

RG Kar Case Update: আর জি কর মেডিক্য়াল কলেজের আর্থিক দুর্নীতির তদন্তে নতুন মোড়

আর জি কর মেডিক্য়াল কলেজের আর্থিক দুর্নীতির তদন্তে নতুন মোড়। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদ নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, তথ্য় প্রমাণ থেকে স্পষ্ট সন্দীপ ঘোষ ও আশিসের মধ্য়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর্থিক বেনিয়মকাণ্ডে এই নিয়ে পঞ্চম গ্রেফতারি করল সিবিআই। আর জি কর মেডিক্য়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট আশিস পাণ্ডে। গতকাল একাধিক তথ্য় প্রমাণ সামনে রেখে তাঁকে জেরা করে সিবিআই। তাঁর কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে সিবিআই সূত্রে দাবি। এরপরই আশিস পাণ্ডেকে গ্রেফতার করা হয়। সূত্রের দাবি, আর জি কর হাসপাতালের আর্থিক বেনিয়মের মাথা ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির সিন্ডিকেট চালানোর পিছনে প্রত্যক্ষ যোগ ছিল এই আশিস পাণ্ডের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন, তাঁদের একজন এই টিএমসিপি নেতা। 

RG Kar Case: মঙ্গলবার থেকে নতুন করে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা

মঙ্গলবার থেকে নতুন করে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের পাশেই আছেন নিহতের মা-বাবা।

RG Kar Victim Family Durga Puja: এবছর আর নিহত চিকিৎসকের বাড়িতে হচ্ছে না পুজো

যার উদ্যোগে বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল, সেই আজ নেই। তাই এবছর আর নিহত চিকিৎসকের বাড়িতে হচ্ছে না পুজো। তবে পুজোর ক'টা দিন বাড়ির সামনেই অবস্থান মঞ্চ তৈরি হবে বলে জানালেন নিহতের মা-বাবা।

Durga Puja 2024: ফের পুজোর চাঁদার জুলুমবাজি

ফের পুজোর চাঁদার জুলুমবাজি, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে বেধড়ক মারধর, আহত বৃদ্ধ

WB New LIVE Update: মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তার পরেও মন ভালো নেই ডেবরার তৃণমূল বিধায়কের

মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তার পরেও মন ভালো নেই ডেবরার তৃণমূল বিধায়কের।

RG Kar Case Update: পুজোতেও কর্মবিরতি ?

পুজোতেও কর্মবিরতি, আর জি কর মেডিক্যালে বৈঠক সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের। উঠুক কর্মবিরতি, পরামর্শ সিনিয়রদের। কর্মবিরতি বেআইনি, অভিযোগে হাইকোর্টে মামলা।

West Bengal New LIVE Update:দুর্নীতি মামলায় পঞ্চম গ্রেফতার

 আর্থিক বেনিয়ম মামলায় পঞ্চম গ্রেফতারি সিবিআইয়ের।  

WB New LIVE Update: গ্রেফতার আরেক সন্দীপ ঘনিষ্ঠ

 আর্থিক দুর্নীতি মামলায় এবার গ্রেফতার সন্দীপ ঘনিষ্ঠ আর জি কর মেডিক্যালের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে।

প্রেক্ষাপট

 কলকাতা: আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ট আশিস পাণ্ডের তিনদিনের সিবিআই হেফাজত।


সরকারের ভয়ে নয় জনগণের কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এই কথা ঘোষণা করেন তাঁরা।


পুলিশি অত্যাচারের প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার তাঁদের দাবি না মানলে লাগাতার অনশনের ডাক দিলেন তাঁরা।


জুনিয়র চিকিৎসককে লাথি মারার ঘটনায় ক্ষমা চাইতে হবে পুলিশ আধিকারিকদের। দাবি বিক্ষোভকারী চিকিৎসকদের। 


ধর্মতলার ওয়াই চ্যানেলে জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসককে শারীরিক ভাবে হেনস্থা করার পাশাপাশি তাঁদের লাথি মারা হয় বলেও অভিযোগ। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার একাংশ। ব্যাহত যান চলাচল।


আর্থিক দুর্নীতি মামলায় এবার গ্রেফতার সন্দীপ ঘনিষ্ঠ আর জি কর মেডিক্যালের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে। দুর্নীতির সিন্ডিকেট চালাতে প্রত্যক্ষ মদত, দাবি সিবিআইয়ের। আর্থিক বেনিয়ম মামলায় পঞ্চম গ্রেফতারি সিবিআইয়ের। পুজোতেও কর্মবিরতি, আর জি কর মেডিক্যালে বৈঠক সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের। উঠুক কর্মবিরতি, পরামর্শ সিনিয়রদের। কর্মবিরতি বেআইনি, অভিযোগে হাইকোর্টে মামলা। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তার পরেও মন ভালো নেই ডেবরার তৃণমূল বিধায়কের। ফের আন্দোলনকারী ডাক্তারদের নিশানা কল্যাণের। উত্তরপ্রদেশের মেরঠেও আক্রান্ত জুনিয়র ডাক্তার। রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর। প্রতিবাদে গণ ইস্তফা লালা লাজপত রাই মেডিক্যাল কলেজের ২৫০ চিকিৎসকের। আর জি কর কাণ্ডের মধ্যেই এবার হাসপাতালে ঢুকে ডাক্তার খুন! দিল্লির জৈতপুরে নিমা হাসপাতালে কেবিনে ঢুকে গুলি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টায় পুলিশ। বাঁশদ্রোণীতে পিষে মৃত্যু ছাত্রের, অবশেষে গ্রেফতার পে লোডারের চালক। এখনও দেখা নেই স্থানীয় কাউন্সিলরের। পুলিশের ওপর হামলায় পাঁচজন গ্রেফতার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.