West Bengal News Live : মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ বেশ কয়েকজন
West Bengal News : দিকে দিকে বিক্ষোভ, আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।
কল্যাণীতে বিবাহিতা তরুণীকে গণধর্ষণের অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ
। ধৃতরা সবাই উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম
লেক রোডের লেক ক্লাবের পুজো এবার পা দিল ২৯ বছরে। এখানে পুজো হয় পঞ্চকালীর। বাইরে বসেছে মেলায়। সব মিলিয়েই এবার এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান পেয়েছে তারা।
মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন।
বাদুতে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড।
অগ্নিদগ্ধ বেশ কয়েকজন, একজনের মৃত্যুর আশঙ্কা।
'গরিব মানুষকে বঞ্চিত করবেন কেন? যার দোতলা বাড়ি আছে, পয়সার বিনিময়ে তাকেই ফের প্রকল্পের সুবিধা দেবেন না', দলীয় নেতৃত্বকে বার্তা অনুব্রত মণ্ডলের।
দিকে দিকে বিক্ষোভ, আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। আবাসের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ।বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাইয়ের নির্দেশ নবান্নর। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যান, জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নর
এবার ক্যানিংয়ে আবাস-বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তালিকা তৈরিতে পক্ষপাতের অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদেরই ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ গ্রামবাসীদের। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
অবশেষে ভোটে লড়ছেন শান্তনু সেন। IMA রাজ্য শাখার সাধারণ সম্পাদক পদেই লড়ছেন তৃণমূল নেতা। শুক্রবার শেষদিনে, মনোনয়ন জমা দেন তিনি। এই পদেই তাঁর বিপরীতে লড়ছেন চিকিৎসক সুকান্ত চক্রবর্তী।
মুর্শিদাবাদের বড়ঞায় দলের বিজয়া সম্মিলনীতে গরহাজির জীবনকৃষ্ণ সাহা। তাঁকে ডাকাই হয়নি বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। শুধুমাত্র কাগজে সই-সাবুদে সীমাবদ্ধ বিধায়কের ক্ষমতা, দলের কাজে ব্যবহার না করার নির্দেশ রয়েছে, প্রকাশ্যে জানাল তৃণমূল জেলা নেতৃত্ব। বিরোধীদের কটাক্ষ, নেপথ্যে গোষ্ঠীকোন্দল।
৮০ দিন পার, এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তদন্তে গতি আনতে CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযান, দাবি আন্দোলনকারীদের। সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।
মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ। তন্ময়ের বিরুদ্ধে পথে তৃণমূল। বরানগরে মিছিল। আজ ফের সাসপেন্ডেড সিপিএম নেতাকে পুলিশের তলব।
১ মাসেই ভোলবদল! চিকিৎসক সংগঠনের ভোটে আর দাঁড়াবেন না বলেও প্রার্থী শান্তনু। অনেকে বলেছিলেন, তাই সিদ্ধান্ত বদল, দাবি তৃণমূলের চিকিৎসক-নেতার।
কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগে যুব তৃণমূল নেতাকে থানায় তুলে আনায় পুলিশকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূল নেতাদের বিরুদ্ধে। থানার মধ্যেই দুই অফিসারকে মেরে লক আপ থেকে অভিযুক্তকে বের করে নিয়ে যান ক্যানিং ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু। এই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী।
সাতসকালে সায়েন্স সিটির কাছে মা উড়ালপুলের ওপর দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা গাড়ি ট্যাক্সির পিছনে ধাক্কা মারে। গাড়ির চালক আহত হন। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
প্রেক্ষাপট
বুধবার যে যে খবরে নজর
আর জি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবি, CBI-এর ওপর বাড়ছে চাপ। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে আবার ১ মাসেই ভোলবদল করে ফের প্রার্থী হচ্ছেন শান্তনু। চিকিৎসক সংগঠনের ভোটে আর দাঁড়াবেন না বলেও তিনি প্রার্থী হচ্ছেন। অনেকে বলেছিলেন, তাই সিদ্ধান্ত বদল, দাবি করলেন তৃণমূলের চিকিৎসক-নেতা।
অন্যদিকে, মন্ত্রী-সাংসদের সামনেই কর্মীদের প্রশ্নের মুখে পড়লেন গোসাবার তৃণমূল বিধায়ক! টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দুই ২৪ পরগনা থেকে পুরুলিয়া, আবাস দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ হয়।
সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ, তন্ময় ভট্টাচার্যকে আজ ফের তলব পুলিশের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -