কলকাতা: এসএসকেএম ইস্যুতে অবস্থানে অনড় মদন (Madan Mitra)। পদত্যাগ করতে বললে পদত্যাগ করব, হুঙ্কার মদনের। SSKM বিতর্কে সুর চড়িয়ে আরও বেলাগাম মদন মিত্র। বাইক দুর্ঘটনায় আহত যুবককে SSKM-এ ভর্তি করাতে না পেরে বিস্ফোরক মদন মিত্র। মাঝরাতে স্বাস্থ্য সচিব, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসকে ফোন করে ভর্তির অনুরোধ জানিয়েও খালি হাতে ফিরতে হল কামারহাটির তৃণমূল বিধায়ককে। ঘটনায় ক্ষুব্ধ মদন মিত্র সাধারণ মানুষের জন্য SSKM বয়কটের ডাক দিয়েছেন।
অবস্থানে অনড় মদন: এদিন তিনি বলেন, অনুরোধ একটাই একমাসের মধ্যে ভোট করবেন। কী দিয়েছেন? গেলে একটা বিধায়ক পদ যাবে। দরকারে টিউশন করে খাব। আমি যদি বই লিখি, সেই বই বেস্ট সেলার হবে। বইমেলার থিম যাই করুন না কেন, আমার বই-ই বেস্ট সেলার হবে।' অবস্থানে অনড় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, 'আমি মুকুল, সোনালী, শুভেন্দু, দীনেশ ত্রিবেদী নই, আমি মদন মিত্র'। কুণালের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, এখন দলের প্রিয় মুখপাত্র। চাইলে দল ছেড়ে দেব, কিন্তু প্রতিহিংসার শিকার যেন না হয় পরিবার।'
মদনের বিস্ফোরক মন্তব্য, এটা সিপিএমের আমল হলে, এতক্ষণে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যেত। এখানে দালাল ঘুরছে। এখন টাকা দিলেই SSKM-এ সঙ্গে সঙ্গে দেখানো যায়। স্বাস্থ্য সচিব, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস সবাইকে ফোন করার পরেও রোগীকে ভর্তি করা যায়নি। ৬ ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় অ্যাম্বুল্যান্সে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ না করা পর্যন্ত say no to PG, মন্তব্য মদনের।
বৃহস্পতিবার রাতে বাইক দুর্ঘটনায় আহত হন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ল্যাব টেকনিশিয়ান বছর ২৪-এর শুভদীপ পাল। পরিবারের অভিযোগ, গতকাল SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলে, গুরুতর জখম শুভদীপের কোনও চিকিৎসাই করেননি কর্তব্যরত চিকিৎসকরা। ভর্তি করতেও অস্বীকার করেন তাঁরা। রাত ২টো নাগাদ হাসপাতালেও গিয়েও আহত যুবককে ভর্তি করতে ব্যর্থ হন মদন মিত্র। শেষপর্যন্ত তাঁর চেষ্টায় ওই যুবককে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Swimming: সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?