কলকাতা: দিল্লির ভয়াবহ পরিস্থিতির কথা মাথা রেখে ক্ষতিকর বাজি নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট। গোটা দেশেই এই নিয়ম কার্যকর করতে বলা হয়েছিল। কিন্তু আলোর উৎসবে দেদার তার লঙ্ঘনও চোখে পড়ল। সেই আবহেই রাজ্যের নাগরিকদের জন্য বিশেষ বার্তা নিয়ে হাজির হল পশ্চিমবঙ্গ পুলিশ।  মুক্ত এবং দূষিত বাতাসের ফারাক বোঝাতে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডরকেও তুলে আনলেন তাঁরা। (Kali Puja 2023)


রবিবার কালীপুজোয় মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গ। শহর কলকাতা-সহ জেলার আকাশও আলোয় আলোকিত। সেই আবহেই ফেসবুকে বিশেষ বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে তারা, যাতে 'কভি খুশি কভি গম' ছবির বিখ্যাত সেই দৃশ্য রয়েছে, যেখানে হেলিকপ্টার থেকে নেমে, সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে দৌড়ে যেতে দেখা যায় শাহরুখ খানকে, ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ছবির টাইটেল ট্র্যাকের সুরও। (Air Pollution)


কিছু ক্ষণ সেটি চলার পরই 'রইস' ছবির একটি দৃশ্য ফুটে ওঠে, যেখানে ধোঁয়ার মধ্যে থেকে আবির্ভূত হচ্ছেন শাহরুখ। দূষণমুক্ত এবং দূষিত বাতাসের মধ্যেকার ফারাক বোঝাতেই দু'টি ছবির দৃশ্যকে পর পর বসিয়ে ভিডিওটি বানানো হয়েছে। রাজ্যবাসীকে বায়ুদূষণ নিয়ে সতর্ক করতেই এমন পদক্ষেপ পশ্চিমবঙ্গ পুলিশের। 



আরও পড়ুন: Kali Puja 2023:শ্মশানচিতা জ্বলার পর আদি গঙ্গার মাটি ও জল দিয়ে শুরু হয় মন্দিরবাজারের শতক পুরনো পুজো


ভিডিওটি পোস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা হয়, 'এই দীপাবলিতে বাজি না পুড়িয়ে নিজেকে এবং প্রিয়জনদের বায়ুদূষণের প্রকোপ থেকে বাঁচান। প্রতিদিন বেড়ে চলা বায়ুদূষণকে আর না বাড়িয়ে, চলুন সকলে এই আলোর উৎসবে প্রদীপের আলোর রোশনাইয়ে পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে মেতে উঠি'।


শীতের আগে, দীপাবলিতে প্রতি বছরই দূষণের প্রকোপ বাড়ে। এ বছর ঢের আগেি অন্ধকার নেমে আসে দিল্লির বুকে। পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ফসলের গোড়া পোড়ানোর জেরে, দিল্লির আকাশ তো বটেই, পড়শি দেশ পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে দূষিত বাতাস। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র স্যাটেলাইটের তোলা ছবিতে বিষয়টি সামনে আসে। তার পরই সবুজ বাজি ছাড়া সব বাজি নিষিদ্ধ কের শীর্ষ আদালত। তার পরও রাজ্যগুলির তরফে দূষণ প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 


তবে কলকাতা পুলিশ বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা দিতে গিয়ে শাহরুখ অভিনীত ছবির দৃশ্যকেই কেন বেছে নিলেন, তার নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। বলিউডের 'বাদশা' পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। চলতি বছরের মার্চ মাসে অভিনেতা দেবকেও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শাহরুখের বিকল্প হিসেবে নয়, বরং শাহরুখও যে আগের মতোই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন, স্পষ্ট জানিয়ে দেন মমতা।