সৌভিক মজুমদার ও আশাবুল হোসেন, কলকাতা: বগটুই মামলায় আদালতে স্বস্তি মিলল না সিবিআইয়ের। লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্ত করবে রাজ্যই, নির্দেশ হাইকোর্টের। যদিও সিআইডির হাত থেকে তদন্ত গেল সিটের হাতে বগটুইকাণ্ডের তদন্তে সিট গঠন করল আদালত। রাজ্যে কর্মরত আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠন হাইকোর্টের।


নিজের পছন্দমতো অফিসারদের টিমে নিযুক্ত করতে পারবেন প্রণব কুমার। বর্তমান কোনও তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়ায় থাকতে পারবেন না, নির্দেশ আদালতের। এক সপ্তাহের মধ্যে সিট গঠনের নির্দেশ। কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না সিট। নিম্ন আদালত ছাড়া আর কোথাও কোনও রিপোর্ট পেশ করতে হবে না সিটকে। রাজ্যের কাছেও কোন রিপোর্ট পেশ করতে হবে না।


সিট গঠন না হওয়া পর্যন্ত সিআইডি কোনও তদন্ত করতে পারবে না, নির্দেশ হাইকোর্টের। তবে সিবিআই আধিকারিকদের রক্ষাকবচ বহাল রাখল হাইকোর্ট। ৭ সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর খারিজ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিট-কে তদন্তে সহযোগিতা করবে সিবিআই। আদালতের নজরদারিতে হবে তদন্ত, নির্দেশ হাইকোর্টের।


SIT-এ কারা?
IPS অফিসার প্রণব কুমারের নেতৃত্বে SIT গঠন করল আদালত। তদন্তকারী দলে থাকবেন, রাজ্য পুলিশের আধিকারিক বীরেশ্বর চট্টোপাধ্যায়। নির্দেশে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, প্রণব কুমার SIT-এ তাঁর পছন্দের আধিকারিক নিযুক্ত করতে পারবেন। বর্তমান তদন্তকারী আধিকারিকরা তদন্ত করবেন না।  ১ সপ্তাহের মধ্যে SIT গঠন করতে হবে। 


একদিকে CBI বগটুই হত্যাকাণ্ডের তদন্ত করছে। অন্য়দিকে, লালন শেখের রহস্যমৃত্যুতে, সিবিআইয়ের বিরুদ্ধে রাজ্য় পুলিশের SIT-এর তদন্তের দিকেও নজর রয়েছে সকলের।

লালন শেখের মৃত্যু:
গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআই ক্যাম্পে মৃত্যু হয় লালন শেখের। সিবিআই ক্যাম্পের শৌচালয় থেকে উদ্ধার হয় লালন শেখের ঝুলন্ত দেহ। তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। সিবিআইয়ের ৭ তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। গরুপাচার মামলার ২ তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দে-র বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর। রাজ্য পুলিশের তদন্ত ও এফআইআর-কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সেই মামলায় আগেই ৭ সিবিআই অফিসারকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। সেই মামলার রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ভাদু শেখ খুনের পর বগটুইয়ে ১০ জনকে পুড়িয়ে খুনে মূল অভিযুক্ত লালন শেখ। ২১ মার্চ বগটুইয়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে।


আরও পড়ুন: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস