কলকাতা: আড়িয়াদহের জয়ন্ত সিংহের সম্পর্কে যত তথ্য সামনে আসছে ততই চমকে উঠছেন রাজ্যের মানুষ। তার অত্যাচার ও সম্পত্তির কথা সামনে আসতে তৈরি হচ্ছে বিতর্ক। তার মতই মানুষের ওপর পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে চোপড়ার তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুল ওরফে জেসিবি-র বিরুদ্ধে। জয়ন্ত ও জেসিবি-র নারকীয় অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে শাসক-বিরোধীদের রাজনৈতিক তরজা তুঙ্গে। এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে দেখা করে জয়ন্ত সিংহ ও তাজিমুল ওরফে জেসিবি-র নামে নালিশ ঠুকলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ জানালেন রাজ্যের ভোট পরবর্তী একের পর এক হিংসার ঘটনা নিয়েও।
আরও পড়ুন: Vegetable Price Hike: একাধিক অনিয়মের অভিযোগ, আলু-পেঁয়াজের গুদামে হানা টাস্ক ফোর্সের
বৃহস্পতিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেল থেকে অমিত শাহের সঙ্গে তাঁর একান্ত বৈঠকের ছবি শেয়ার করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "তাঁর নয়াদিল্লির বাড়িতে ৪৫ মিনিট ধরে কথা বলার জন্য আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি-কে ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ধৈর্য্য ধরে পশ্চিমবঙ্গের গণপিটুনি ও হিংসার ঘটনা সম্পর্কে শুনেছেন। মহিলাদের ওপর যেভাবে চোপড়ায় তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং কামারহাটি-আড়িয়াদহে জয়ন্ত সিংহ অত্যাচার চালিয়ে জেনেছেন সেসম্পর্কেও। ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া মানুষদের সম্পর্কে খোঁজখবর নিয়ে তাঁদের সম্পূর্ণ সহযোগিতা করার কথা জানিয়েছেন। আমি তাঁর হাতে একটি ইউএসবি ড্রাইভ তুলে দিয়েছি। তাতে চোপড়ায় মানুষের ওপর যেভাবে অত্যাচার হয়েছে তার ভিডিওর পাশাপাশি কোচবিহারে একজন সংখ্যালঘু মহিলা নেত্রীর সঙ্গে হওয়া নারকীয় ঘটনা, বাঁকড়ায় তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের তাজা বোমা ঘোরার ঘটনা এবং আড়িয়াদহের ভিডিও রয়েছে।"
সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে পৌনে এক ঘণ্টার বৈঠকে লোকসভা ভোটের ফলাফল ও রাজ্যে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে শুভেন্দুর। যদিও সেই বিষয়ে নিজের টুইটে কিছু উল্লেখ করেননি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: অম্বানির বিয়েতে অতিথি মমতা, আজই মুম্বইয়ে, কাল যোগ দেবেন অনুষ্ঠানে