কলকাতা: রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ৭ মার্চ বারাসাতে প্রধানমন্ত্রীর সভা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) জানিয়েছেন, সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতে আসবেন প্রধানমন্ত্রী।
বারাসাতে প্রধানমন্ত্রীর সভা: আপাতত বারাসাতে সভা ঠিক করেছি। সন্দেশখালিতে করতে গিয়ে প্রশাসনের তরফে নানারকম বাধা এসেছে। এই সরকার অগণতান্ত্রিক সরকার। সরকারের গালে থাপ্পড় মারার জন্য প্রধানমন্ত্রী যাচ্ছেন। কোর্ট তো অনেকবার থাপ্পড় মেরেছে। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি থাপ্পড় মারবে, রাজনৈতিক থাপ্পড়। মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তা কোনওভাবে সহ্য করা যায় না। তার প্রতিবাদ জানাতে, মহিলাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। সন্দেশখালির মা-বোনেদের থাকার বার্তা দিতে যাচ্ছে।
গত সপ্তাহে তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধর অভিযোগ দায়ের করেন মহিলারা। সন্দেশখালিতে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করে, বিবৃতি দেয় জাতীয় মহিলা কমিশন। সেই সঙ্গে নির্যাতিতাদের বয়ানের ওপর ভিত্তি করে, তৃণমূলের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে তারা।জাতীয় মহিলা কমিশন এক্স হ্য়ান্ডলে লিখেছিল, আমাদের তদন্তকারী দল জানতে পেরেছে, যে পশ্চিমবঙ্গের নির্যাতিতাদের স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে, সামনে এসে যৌন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ জানাতে বাধা দিচ্ছে। বিবৃতি জারি করে তারা জানায়, ‘গ্রামের মহিলাদের বিচলিত করার মতো সাক্ষ্য় থেকে, ব্য়াপক ভয় এবং নিয়মে পরিণত হওয়া হেনস্থার ছবিটা পরিষ্কার। নির্যাতিতারা শারীরিক এবং যৌন নির্যাতনের বর্ণনা দিয়েছেন, যা সংগঠিত করেছেন পুলিশ এবং তৃণমূলের সদস্য়রা। যে মহিলারা অত্য়াচারের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতেন, তাদের তৎক্ষণাৎ প্রতিশোধের শিকার হতে হত। যার মধ্য়ে ছিল সম্পত্তি দখল, বাড়ির পুরুষদের গ্রেফতারি এবং নৃশংসতা।’
এদিকে দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উঠল সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালিতে সন্ত্রাস নিয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব আনলেন অমিত শাহ। সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে। দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ করেন অমিত শাহ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Chaos: শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজত