বিটন চক্রবর্তী, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়, পূর্ব মেদিনীপুর: ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এবার তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। 


পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র। সেখানেই বোমাবাজির অভিযোগ। তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ওই বাড়িটির মেঝেতে দেখা মিলেছে তাজা বোমার দাগের। নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সুতলি। কোথাও মেঝেতে পড়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। পঞ্চায়েত ভোটের আগে, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ওই কর্মীর দাবি, অল্পের জন্য় প্রাণে বেঁচেছেন তিনি। নন্দীগ্রামের মহেশপুরের পারুলবাড়ি এলাকার বাসিন্দা তৃণমূলকর্মী বুদ্ধদেব মুনিয়ান। তাঁর দাবি, বৃহস্পতিবার রাত সোয়া ১২টা নাগাদ,তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে কটূক্তি, গালি-গালাজ করছিল বেশ কয়েকজন। বাড়ির বাইরে একটি মোটরবাইক রাখা ছিল ওই তৃণমূলকর্মীর। সেটা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচির পরেও বাড়ির ভিতরেই ছিলেন ওই তৃণমূল কর্মী। এরপর বাইক ভাঙচুরের আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন বুদ্ধদেব। বাড়ির বারান্দায় বেরতেই তাঁর বাড়ি লক্ষ্য় করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। প্রায় তৎক্ষণাৎ ঘরের ভিতরে ঢুকে পড়েন ওই কর্মী। প্রাণে বাঁচলেও ওই তৃণমূল কর্মী গুরুতর জখম হন বলে অভিযোগ। গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।


কী বলছেন ওই কর্মী:
বোমাবাজিতে জখম তৃণমূলকর্মী বুদ্ধদেব মুনিয়ান বলেন, 'গালিগালাজ, চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তারপর বাইক ভাঙচুর করা হয়। ২-৩ জনকে চিনতে পারি। সঙ্গে সঙ্গে বোমা মেরেছে। বিজেপির দুষ্কৃতীরা এসব করেছে। আমি টিএমসি করি।' তাঁর স্ত্রী সুলেখা মুনিয়ান বলেন, 'বোমায় পড়ে যায় আমার স্বামী। উঠে তারপর সবাইকে ডাকে।' তৃণমূলের অভিযোগ এই হামলার পিছনে বিজেপির হাত রয়েছে। পাল্টা বিজেপির দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। যা নিয়ে শুরু হয়েছে তরজা। 


বুধবার মধ্যরাতে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বিধ্বংসী আগুন লাগে। দরকারি নথি, সিলিং ফ্যান, টেবল, চেয়ার-সহ পুড়ে ছাই হয়ে যায় সমস্ত আসবাব। সেই ঘটনাতেও বিরোধীদের দিকেই আঙুল তুলেছিল তৃণমূল। আর বৃহস্পতিবার রাতের বোমাবাজির ঘটনায়, বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মী। 


আরও পড়ুন: 'কোনও দলের ক্ষমতা থাকলে প্রার্থী দিতে পারে', অনুব্রত-গড়ে হুঁশিয়ারি তৃণমূল নেতার