কলকাতা: তাঁর লুক থেকে শুরু করে চরিত্রায়ণ, সবেতেই নাকি চমক রয়েছে এই ছবিতে। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganuly) পরিচালিত কাবেরী অন্তর্ধান (Kaberi Antardhaan)। আর এই ছবিতে নয়নতারার ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। ছবি অধিকাংশ অংশেরই শ্যুটিং হয়েছে আউটডোরে। ক্যামেরার পিছনের অভিজ্ঞতা থেকে শুর করে ব্যক্তিগত চিন্তাভাবনা, এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন চূর্ণী। 


নয়নতারার চরিত্রকে ফুটিয়ে তোলা কী চ্যালেঞ্জিং ছিল চূর্ণীর জন্য? অভিনেত্রী বলছেন, 'নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। সেইসময় মানুষের পোশাক থেকে শুরু করে কথা বলা, চালচলন সবই অন্য ধরনের ছিল। নয়নতারা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তাঁর বাচনভঙ্গি, গলার গাম্ভীর্য, ভদ্রতা, অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা.. এই সমস্ত কিছুকে চরিত্রের মধ্যে আনার জন্য অনেকগুলো স্তরের প্রয়োজন ছিল। যে উত্তাল সময়ের প্রেক্ষাপটে ছবিটি তৈরি, সেই সময়ের আবেগগুলো ও আলাদা। আমি নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর মানুষ সাধারণত আমায় অন্যরকম লুকে দেখে অভ্যস্থ। এই ছবিতে সময়টাকে ধরার স্বার্থেই আমার লুকে বেশ কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। সেই কৃতিত্ব অবশ্য আমার রূপটান শিল্পীদের। আর মা-মাসিদের মুখে নকশাল সময়ের গল্প শুনেছি, ওঁদের ছোটবেলার ছবি দেখেছি। সেগুলোকেই অনুকরণ করার চেষ্টা করেছি নিজের মতো করে। '


সম্প্রতি বলিউডে কর্ণ জোহরের ছবিতে কাজ করেছেন চূর্ণী। ভাষা ছাড়া টলিউড আর বলিউডে কাজের মধ্যে পার্থক্য কোথায়? চূর্ণী বলছেন, 'বলিউডের ছবি অনেক বেশি 'বিগ বাজেট' (Big Budget)। সেটা বদলে গেলে অনেক কিছু বদলে যায় পাশাপাশি। বড় স্কেলের ছবি বলে শিল্পীদের সুবিধার দিকটা সবসময় দেখা হয়। কিন্তু ওখানকার একটা ছবির বাজেটে আমাদের একাধিক ছবি হয়ে যায়। আমি মুম্বইতে কাজ করতে গিয়ে খুব গর্ব করে বলেছি, আমাদের বাংলায় ছোট বাজেটেও আমরা এমন ছবি বানাতে পারি যা গোটা বিশ্ব দেখবে।'


আরও পড়ুন: Pathaan: 'বিগ বস'-এ 'পাঠান' প্রচার করতে নারাজ শাহরুখ! কেন?


'কাবেরী অন্তর্ধান'-এর গোটা শ্যুটিংটাই উত্তরবঙ্গে। ক্যামেরার বাইরের বিশেষ কোনও ঘটনা এখনও মনে পড়ে চূর্ণীর? অভিনেত্রী বলছেন, 'এই শ্যুটিং থেকে ফেরার কয়েকটা দিন পরেই লকডাউন হয়ে যায়। তখন এতটা অনিশ্চিত সব, ভেবেছিলাম, আর বোধহয় আউটডোর শ্যুটিং করা হবে না কখনও। এই শ্যুটিংয়ের জন্যই দীর্ঘদিন পরে একসঙ্গে বাইরে গিয়েছিলেন বাবা-মা। ছবির একটা ছোট্ট দৃশ্যে আমার বাবা ছিলেন, আর ওঁকে সঙ্গে দেওয়ার জন্য গেছিলেন মা ও। এত বছর পরে দুজনে একসঙ্গে বাইরে গিয়েছিলেন বলে আমরা ওঁদের বসিয়ে খাওয়া দাওয়াও করেছিলাম। কোভিডে মা-কে হারালাম। ছবির রিলিজটা দেখা হল না ওঁর, তবুও মনে হয়, কোথাও না কোথাও সঙ্গেই আছেন উনি। আর মা ছাড়াও অরুণ গুহ ঠাকুরতা আর আমাদের ক্যামেরার সহকারী বিশুকে হারিয়েছি কোভিডে।'


বাড়ি বলতে স্বামী কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) আর ছেলে উজান। বাড়ির জীবন আর সিনেমার জীবনকে সযত্নে আলাদা রাখেন চূর্ণী? অভিনেত্রী বলছেন, 'কখনোই তা সম্ভব হয় না। সংসারের কথা তো কিছু থাকেই কিন্তু তার মধ্যে কাজের কথা, সিনেমার কথা, গল্প ঢুকে পড়বেই। কখনও কখনও আমিই বলি, সিনেমার আলোচনা সাময়িক বন্ধ রেখে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু আমাদের বাড়ি আর সিনেমাকে আলাদা করা যায় না।'


উজান অভিনয়ের সঙ্গে সঙ্গে চিত্রনাট্যও লেখে। সেই থেকে ছবি তৈরি করার কথা কখনও ভেবেছেন চূর্ণী? অভিনেত্রী বলছেন, 'উজান যে চিত্রনাট্য লেখে, সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে কতটা সম্ভব জানি না। হয়তো এমন ছবি আগে কখনও কেউ দেখেননি। ওর ভাবনাগুলো খুব অন্যরকম। আমি মাত্র ২টো ছবি পরিচালনা করেছি। জানি না কতটা সদব্যবহার করতে পারব উজানের চিত্রনাট্যের।'