রুমা পাল, কলকাতা : নববর্ষের দিনে উপহার জন সাধারণের জন্য। পয়লা বৈশাখে (Paila Baishak) সাধারণের জন্য খুলছে রাজভবনের দরজা। তার আগে বাংলা নববর্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড সাইক্রিয়াটিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার আগে দুপুরে বাবা সাবেহ আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। 


জন সাধারণের জন্য রাজ ভবন


এখন থেকে রাজভবন আর শুধু রাজ্যপালের নয়। পুরনো রেওয়াজ ঝেড়ে ফেলতে রাজভবনের দ্বার এবার অবারিত হতে চলেছে জনসাধারণের জন্যও। রাজভবনের ভিতরে ও বাইরে হেরিটেজ ওয়াক (Heritage Walk) করতে পারবেন সাধারণ মানুষ। পয়লা বৈশাখেই সাধারণ মানুষের জন্য খুলে যাবে রাজভবনের দরজা। গত মাসের শেষে ২ দিনের বঙ্গ সফরে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। তখনই সাধারণের জন্য দ্বার অবারিত করার সিদ্ধান্ত নেয় রাজভবন (Raj Bhavan)। এই উপলক্ষে শনিবার পিস মার্চ ও হেরিটেজ ওয়াকের আয়োজন করা হয়েছে। তার আগে শুক্রবার বাংলা নববর্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।


শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড সাইক্রিয়াটিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। অনুষ্ঠানে সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন দুপুরে বাবাসাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়েও যান রাজ্যপাল। সেখানে আম্বেদকরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এদিকে, শুক্রবার সন্ধেয় বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। নূববর্ষে সুখ-সমৃদ্ধি-শান্তি কামনা করেন রাজ্যবাসীর জন্য। এদিকে, বীরভূমে সভার শেষে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান অমিত শাহও। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার আইন শৃঙ্খলার উন্নতির জন্য, সন্ত্রাসমুক্ত পরিবেশে সব ধর্মের লোকেদের উৎসব পালনের পরিবেশ চেয়ে মায়ের কাছে প্রার্থনা করেছেন বলেই জানান।


এদিকে, নেপালি নববর্ষ উদযাপন (Nepali New Year Celebration) উপলক্ষে একমঞ্চে পাহাড়ের ছোট-বড় সব রাজনৈতিক দল। শুক্রবার নতুন নেপালি বছর ২০৮০ সালকে স্বাগত জানালেন পাহাড়বাসী। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিমল গুরুং, অজয় এডওয়ার্ড, রুদেন লেপচারা।  


আরও পড়ুন- পুকুরে বিধায়কের জোড়া ফোন! তার খোঁজেই তল্লাশি CBI-এর