সৌভিক মজুমদার, কলকাতা: নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি (Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন FIR দায়ের করে তদন্ত করবে সিবিআই (CBI), এমনটাই বলা হয়েছে আদালতের (Highcourt) তরফে। আজকেই FIR দায়ের করবে সিবিআই, এমনটাই বলা হয়েছে। আর কালকের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


কী জানিয়েছে আদালত? 


কাউকে রেয়াত নয়, সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে স্পষ্ট ভাবে সিবিআইকে সেই স্বাধীনতা দিল। পাশাপাশি এও জানান হয় যে, শান্তিপ্রসাদ সিনহা এবং বাকি সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ‘আদালতের সামনে শান্তি প্রসাদ সিনহা বারবার বলেছেন যে উপদেষ্টা কমিটির কোন মিটিং হয়নি।  তিনি নির্লজ্জের মত মিথ্যা বলেছেন।’ সিবিআই এর সামনে উপদেষ্টা কমিটির বাকি সদস্যরা যা বয়ান দিয়েছেন তার সঙ্গে শান্তি প্রসাদ সিনহার বয়ান মিলছে না, এমনই মন্তব্য করেছেন বিচারপতি।  


আরও পড়ুন, ‘বেশিরভাগ তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গেছে’, রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট পেশ


বিচারপতির মন্তব্য


প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে চোখের জল ফেলছেন। তাঁদের দুর্দশা দূর করার জন্য আমি, যা করার করব। যাঁরা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, তাঁদের জন্য আমি একাই যথেষ্ট। আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব।


যারা দীর্ঘদিন গান্ধীমূর্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন, বসে রয়েছেন, তাঁদের দুর্দশা দুর করার চেষ্টা রাজ্য সরকারের করা উচিত। তিনি আরও বলেন, উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অলককুমার সরকারকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন। CBI মনে করলে, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। এই দুর্নীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। CBI’কে অবিলম্বে FIR দায়ের করতে হবে। আর্থিক দুর্নীতি খুঁজে বের করতে হবে।


এদিনও সেই সুর রেখেই বিচারপতি বলেন, "পেটে খিদে থাকলে আর পকেটে টাকা না থাকলে কেমন লাগে জানেন? বার কাউন্সিল প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছে সেটা খুব ভালো করে লেখা হয়েছে। কে লিখেছে আমি আন্দাজ করতে পারি। ওই লেখনী থেকে আমাদের শেখা উচিত। আমাকে বিচারপতি কারনানের সঙ্গে তুলনা করা হয়েছে। 
আমাকে হজম করতে হয়েছে।"