সনৎ ঝা, শিলিগুড়ি : কালিয়াগঞ্জকাণ্ডের (Kaliagung) প্রতিবাদে সরব হওয়ায় শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ককে (BJP MLA) সোশাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এবার। থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূলকে নিশানা করেছেন শঙ্কর ঘোষ। অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়ককেই পাল্টা দুষেছে তৃণমূল (TMC)।
কালিয়াগঞ্জকাণ্ড ঘিরে বিতর্ক আর সংঘাতের যেন শেষ নেই। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর অভিযোগ সংক্রান্ত ঘটনায় প্রতিবাদে সরব হওয়ায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সোশাল মিডিয়ায়। ট্যুইটারে পাওয়া যে হুমকি প্রসঙ্গে বিষয়টি জানিয়ে শিলিগুড়ি থানায় (Siliguri Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছেন শঙ্কর ঘোষ।
খুনের হুমকির নেপথ্যে তৃণমূল-যোগ দেখছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। অভিযোগ উড়িয়ে তাঁকে পাল্টা দুষেছে তৃণমূল। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, মৃত্যুঞ্জয় বর্মনের মতো পুলিশকে দিয়ে আমাকে মারার চিন্তাভাবনা হচ্ছে কিনা, সেটাও এই পোস্টের মধ্যে দিয়ে সামনে এসেছে। কালিয়াগঞ্জে মৃত নাবালিকার দেহ উদ্ধারের পর, পুলিশ যেভাবে তা নিয়ে গিয়েছিল, তা নিয়ে সমালোচনায় ঝড় বয়ে গেছে। তা নিয়েই সম্প্রতি এই ট্যুইট করেছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। এই ছবি পোস্ট করে 'হীরকরানির রাজ্য' বলে কটাক্ষও করেছিলেন তিনি। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই ঘটনাতেও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এই ট্যুইট করেন শঙ্কর ঘোষ।
শিলিগুড়ির বিজেপি বিধায়কের অভিযোগ, ওই দুটি পোস্টের প্রেক্ষিতে ট্যুইটারে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বিপ্লবী নামের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে, শঙ্কর ঘোষকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, আপনাকে অবিলম্বে গ্রেফতার করে মারা উচিত। হুমকি-ট্যুইট ট্যাগ করা হয়েছে TMC নবজোয়ার ও TMC সাপোর্টার্সকে।
আরও পড়ুন- আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি ২ তৃণমূল নেত ! অভিযোগ দেবের ভাইয়ের
যে প্রসঙ্গে শঙ্কর ঘোষের আক্রমণ, 'অ্যারেস্ট করে খুনের হুমকি দেওয়া হয়েছে। সেই ট্যুইটার হ্যান্ডল থেকে প্রতিদিন টিএমসির প্রচার করা হয়। পোস্ট ট্যাগ করা হয়েছে নবজোয়ারকে। আমি অভিষেকবাবুর এই কর্মসূচির অর্থর উৎস নিয়ে বারবার প্রশ্ন তুলেছি। তার জন্য কেউ এটা করতে প্ররোচিত করেছে কিনা, নাকি সে দলীয়ভাবে করেছে, তা তাদের দল বলতে পারবে।' যার পাল্টা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, 'শঙ্করবাবুকে বলব, সব তৃণমূলের নামে চালানোর চেষ্টা করবেন না। তৃণমূলের নাম নিয়ে কেউ অপরাধ করে থাকলে, অপরাধী বেরোবে ও শাস্তি হবে। কিন্তু আগেও এমন অভিযোগে দেখা গেছে, তৃণমূল জড়িত নয়।'
আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?