কলকাতা: বিধানসভা ভোটের আগে রাজ্যে জোরকদমে চলছে এনুমারেশন পর্ব। অফলাইনের পাশাপাশি এখন অনলাইনেও এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন ভোটাররা। তবে আগে ২০০২ লিস্টে আপনার নাম আছে কি না, এর জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে একটি পিডিএফ ডাউনলোড করতে হত। সেখানে গিয়ে নাম খুঁজে বের করাটা কষ্টকরও হয়েছে কোনও কোনও সময়।
তবে ভোটারদের জন্য প্রক্রিয়া আরও সহজ করে দিল নির্বাচন কমিশন। এবার আর পিডিএফ ডাউনলোড করতে হবে না। নিমোক্ত পদ্ধতিতে পর পর ক্লিক করলে খুব সহজেই নিজের নাম, তথ্য, ওয়ার্ড সব পেয়ে যাবেন।
প্রথমে https://voters.eci.gov.in/ এ যেতে হবে
এরপর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR)- 2026 এ আন্ডারে Search Your Name in Last SIR - এ ক্লিক করতে হবে।
একটি পেজ খুলে যাবে যেখানে ডিটেলস তথ্য পর পর ফিল আপ করতে হবে।
এরপর Captcha পূরণ করে সার্চ করলেই বেরিয়ে পড়বে ২০০২ এ আপনার নাম এবং বিস্তারিত তথ্য।
নামের বানান ২০২৫ সালের শেষ SIR বিবরণ এবং বর্তমান বিবরণের মধ্যে পরিবর্তিত হতে পারে, তাই যদি আপনি সঠিক নামের সঙ্গে আউটপুট না পান তবে নামের বিভিন্ন রূপ চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, আরও নামের সঠিক বানান মনীশ। কিন্তু ২০০২ এ হয়তো বানানটি ছিল মনিশ। তাহলে মনীশ লিখলে সার্চ-এ আপনার নাম দেখাবে না।
অন্যদিকে, অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে প্রথমেই ভোটারকে যেতে হবে voters.eci.gov.in, এই ওয়েবসাইটে। সঙ্গে সঙ্গে খুলে যাবে এই পেজ। এখানে ভোটারকে নিজের লগ ইন করতে হবে। দিতে হবে এপিক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্টার্ড ই-মেল আইডি। এবার ক্যাপচা পূরণ করে ক্লিক করবেন রিকোয়েস্ট OTP-তে। এরপর আপনার মোবাইলে আসা ৬ সংখ্যার OTP দিয়ে ভেরিফাই করে লগ ইন প্রক্রিয়া সম্পন্ন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে খুলবে একটি নতুন পেজ। যেখানে সার্ভিস মেনুর মধ্যেই রয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-2026। সেখানে ক্লিক করলে আপনাকে বলা হবে নিজের রাজ্য বেছে নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর, আপনাকে দিতে হবে ভোটার কার্ডের নম্বর বা এপিক। তথ্য দেওয়ার পর আপনার এপিক নম্বর, নির্বাচনী ক্ষেত্র, BLO-র নাম ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে ফের একবার সেন্ড OTP-তে ক্লিক করতে হবে। এবার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড থাকে, সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে সরাসরি এনুমারেশন ফর্মের পেজে।