Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ফোন। রিয়েলমি 'পি' সিরিজের একটি ৫জি ফোন এবার লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, ডিসেম্বরের শুরুতেই ভারতে আসছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ফোনের জন্য আলাদা মাইক্রোসাইট দেখা গিয়েছে ইতিমধ্যেই। আর তার থেকেই অনুমান, রিয়েলমির এই ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন
৪ ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে, বেলা ১২টায়। এর সঙ্গে রিয়েলমি ওয়াচ ৫ মডেলও লঞ্চ হবে ভারতে। আনুষ্ঠানিক লঞ্চের আগে দুই ডিভাইসেরই সম্ভাব্য ফিচার সম্পর্কে কিছু আভাস পাওয়া গিয়েছে। রিয়েলমির ফোনের মতোই স্মার্টওয়াচটিও লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা ৫জি চিপসেট। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। ১৮ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম ফিচার পাওয়া যেতে পারে এই ফোনে। আর অনবোর্ড স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি।
রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে থাকতে চলেছে ৭০০০ এমএএইচের ব্যাটারি। একবার পুরো চার্জ দিয়ে নিলে সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ফোন। ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। রিয়েলমির এই ফোনে ৯০ ফ্রেম পার সেকেন্ডে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম এবং ১২০ ফ্রেম পার সেকেন্ডে ফ্রি ফায়ার গেম খেলা যাবে। গেম খেললে ফোন যাতে গরম না হয় তার জন্য ৫৩০০ sq mm- এর ভেপার চেম্বার রয়েছে যা আদতে কুলিং সলিউশন। অর্থাৎ ফোনটি ঠান্ডা রাখবে। নাগাড়ে ব্যবহারের পর ফোন গরম হয়ে গেলে ভিতরের তাপ বের করে দেবে যাতে ডিভাইস ঠান্ডা থাকে। এর ফলে ফোন অনেকদিন ভাল থাকবে। সহজে নষ্ট হবে না।
রিয়েলমি ওয়াচ ৫
এই স্মার্টওয়াচে ১.৯৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। স্কোয়ার ফ্রেমে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে। স্ক্রিনের উপর থাকতে চলেছে 2D ফ্ল্যাট গ্লাস কভার। একটি অ্যালুমিনিয়াম অ্যালয় ক্রাউন থাকবে এই স্মার্টওয়াচে। মেটালিক বডি ডিজাইন পাওয়া যাবে এই ডিভাইসে। মৌমাছিক চাকের আদলের ডিজাইনের স্পিকার হোল থাকতে চলেছে এই স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচ ২০ দিন চলতে পারে লাইট মোডে।