পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : টোটোচালক সেজে এলাকায় ঘুরে বেড়িয়ে সংগ্রহ করত ভারতীয় সেনার গোপন তথ্য! নিউ জলপাইগুড়ি থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত ব্যক্তিকে জেরায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এই কাজের জন্য অনলাইনে টাকাও পৌঁছে যেত তার অ্যাকাউন্টে, দাবি রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে।


পর্ন সাইটে গুপ্তচরদের নেটওয়ার্ক !


পর্ন সাইটের মাধ্যমে চলত গুপ্তচরদের নেটওয়ার্ক! সেনাবাহিনীর তথ্য পাচার করলে টাকা আসত অনলাইনে। পাক গুপ্তচর সন্দেহে ধৃতকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি রাজ্য পুলিশের এসটিএফ (West Bengal Police Special Task Force) সূত্রে। বুধবার নিউ জলপাইগুড়ি থেকে গুড্ডু কুমার নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।


কে এই গুড্ডু ?


রাজ্য পুলিশের STF সূত্রে খবর, বিহারের একটি কলেজে অঙ্ক নিয়ে স্নাতক স্তরে ভর্তি হয় গুড্ডু। কিন্তু, গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি। এরপর নয়ডায় লেবার কন্ট্রাকটরের কাজে যোগ দেয় সে। লকডাউনের সময় বিহারে গ্রামের বাড়িতে ফিরে আসে । তখনই গুপ্তচর নেটওয়ার্কে যুক্ত হয় সে।


কীভাবে গুপ্তচর নেটওয়ার্কে যোগাযোগ ?


কিন্তু, কীভাবে এই নেটওয়ার্কে যুক্ত হল গুড্ডু? গোয়েন্দা সূত্রে দাবি, জেরায় তাঁরা জানতে পেরেছেন, ধৃত গুড্ডু কুমারের অভ্যেস ছিল বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে পর্ন দেখা। সেইসব সাইটের মাধ্যমে বন্ধুত্ব হওয়া মহিলাদের নিয়ে একটি হোয়াটস্অ্যাপ গ্রুপ তৈরি হয়। সেখানেই গুড্ডুকে ভারতীয় সেনার গোপন তথ্য সংগ্রহ করতে বিপুল টাকার টোপ দেওয়া হয়। এইভাবে পর্ন সাইটকে কাজে লাগিয়ে গড়ে ওঠে গুপ্তচরদের নেটওয়ার্ক। 


টোটোচালকের আড়ালে গুপ্তচরবৃত্তি


এরপরই শিলিগুড়িতে গিয়ে টোটোচালক সেজে ঘাঁটি গেড়ে বসে গুড্ডু। সুকনা থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতে সেনার গতিবিধি জেনে তা পাচারের কাজ করত সে। গোয়েন্দা সূত্রে আরও দাবি, অনলাইনে টাকা ঢুকত ওই ব্যক্তির অ্যাকাউন্টে। বৃহস্পতিবার ধৃতকে সঙ্গে নিয়ে তার ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়।সেখান থেকে কিছু সিম কার্ড উদ্ধার করেছেন এসটিএফের গোয়েন্দারা।


এর আগে ২৩ সেপ্টেম্বর কালিম্পঙ থেকে পাক গুপ্তচর সন্দেহে পীর মহম্মদ নামে একজনকে গ্রেফতার করে এসটিএফ। এবার শিলিগুড়িতে একই সন্দেহে ধৃত গুড্ডু কুমার। ধৃত দুজনের মধ্যে কি কোনও যোগ রয়েছ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


আরও পড়ুন- বোমা ফেটে ঝলসে গেল শরীর, ৮ বছরের ২ শিশু গুরুতর জখম বীরভূমে, পঞ্চায়েত ভোটের আগে ফের বারুদের আস্ফালনে চিন্তা