কলকাতা: প্রথমে টালিগঞ্জ, তারপর বেলঘরিয়া। ফের উদ্ধার কোটি কোটি চাকা নগদ। উদ্ধার সোনা-দলিলও। এই ঘটনা নিয়ে এবার বিস্ফোরক কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন তিনি?
সরব কুণাল:
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'নয় বছর আগে আমি যখন গ্রেফতার হয়েছিলাম। আমি তখন নিজের বিবেকের কাছে পরিষ্কার ছিলাম যে আমি নির্দোষ। চক্রান্ত হয়েছে। আমাকে থামতে পুলিশ গাড়ি বাজাত। কথা বলতে দেওয়া হতো না। ' এখানেই পার্থ চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে একটি প্রশ্ন তুলেছেন তিনি। কুণাল বলেছেন, 'এখানে পার্থ চট্টোপাধ্যায়ের সামনে সংবাদমাধ্যম মাইক ধরছে। কথা বলার সুযোগ দিচ্ছে। তিনি কাকে ফোন করেছেন বলতে পারছেন। কেন মন্ত্রিত্ব ছাড়ব না বলতে পারছেন। কিন্তু এই নৈতিকতা নেই যে আমি নির্দোষ, এই শব্দটা কেন সুযোগ থাকা সত্ত্বেও তিনি বলছেন না। তিনি যদি মনে করেন, এত কিছুর পরেও, মন্ত্রিত্ব আঁকড়ে রেখেও প্রভাবশালী তকমা এড়ানো রণকৌশল তাঁদের জানা। সেটা তাঁদের ব্যাপার।'
দল কী ব্যবস্থা নেবে? কুণাল ঘোষ বলেন, 'দলের শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই এই অপকীর্তিকে প্রশ্রয় দেবে না। ফলে তাঁরা যখন কোনও সিদ্ধান্তে পৌঁছবেন, আমাদের দায়িত্ব দিলে সেটা আমরা জানাব।'
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ ? : শুভেন্দু অধিকারী