কলকাতা: এবার রামনবমীতে (Ram Navami 2024) ছুটি ঘোষণা রাজ্য় সরকারের ( West Bengal State Government)। '১৭ এপ্রিল রামনবমীর দিন সরকারি কর্মীদের ছুটি', বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের। এনআই অ্য়াক্টে রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য়ের।


শনিবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৭ এপ্রিল, রাম নবমীর দিন সরকারি কর্মীদের জন্য় ছুটি ঘোষণা করা হল। এতদিন এ রাজ্যে রাম নবমীতে সরকারি কর্মীদের কোনও ছুটি থাকত না। এই প্রথম, এনআই অ্যাক্ট অনুসারে, রাম নবমীতে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের রাম নবমীর ছুটি ঘোষণার নেপথ্যে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন।


অতীতে রাম নবমীর মিছিলকে ঘিরে এ রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। তা নিয়ে তুমুল রাজনৈতিক তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের আকার নিয়েছিল গতবছর হাওড়া। হাওড়ার (Howrah) ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় সংঘর্ষ হয়েছিল। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এসে পৌঁছেছিল বিশাল পুলিশ বাহিনী। কাজিপাড়া দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় গন্ডগোলের সূত্রপাত । বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছিল। 


গত ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য পূর্ণ দিবস অথবা অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিল। এ রাজ্যেও ছুটি ঘোষণার দাবি তুলেছিল বিজেপি। তবে সেই দাবিতে রাজ্য সরকার কর্ণপাত করেনি। এদিন ট্যুইটারে শুভেন্দু লিখেছেন, 'সময় বদলাচ্ছে ! চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।' ছবি আপলোড করে শুভেন্দু আরও বলেন,' আমি জানুয়ারি মাসে রামনবমীর দিন, ছুটি না দেওয়ার জন্য, রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম। আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল।আর এরপরেই গেরুয়া পতাকা ইমোজি সহযোগে বলেন, 'জয় শ্রীরাম।' সবশেষে স্ট্যান্ডআপের সুরে বললেন, 'ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।' 


আরও পড়ুন, তৃণমূলের জনগর্জন সভা উপলক্ষে হাওড়ায় কর্মী-সমর্থকরা, রান্নায় হাত লাগিয়েছেন TMC বিধায়ক


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)