রুমা পাল, কলকাতা: নিউটাউনের (Newtown) হরিণালয়কে (Deer Park) ঢেলে সাজানোর উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal Government)। ধীরে ধীরে হরিণের (Deer) সংখ্যা বাড়ানোর পাশাপাশি ওয়াটার বার্ড থেকে শুরু করে কুমির, জেব্রা, বাঘ, ভালুক আনা হবে বলে জানা গিয়েছে।


বট গাছের ছায়ায় যেন দাঁড়িয়ে রয়েছে দুই হরিণশিশু। নিউটাউনে (Newtown) হরিণালয়ে ঢোকার মূল গেটেই যেন আমন্ত্রণ জানাচ্ছে তারা। অদূরেই ইকো পার্ক (Eco Park)। কিন্তু, উৎসবের দিনগুলোতে ইকো পার্কে (Eco Park) যে ভিড় উপচে পড়ে, জনপ্রিয়তার অভাবে দর্শকের আনাগোনা এখানে ততটা হয় না। ২০১৬ সালে হিডকোর (HIDCO) জমিতে তৈরি এই হরিণালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার এই হরিণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিল সরকার সরকার (West Bengal Government)।  তৈরি হচ্ছে নতুন মিনি জু (Mini Zoo) হরিণালয় নিউটাউনে ৪০-৫০ টি হরিণ আছে এখন। প্রথম দ্বিতীয় ধাপের কাজ চলছে।


প্ল্যানমাফিক সব চললে কিছুদিন পরেই নিউটাউনের (Newtown) ফাঁকা রাস্তা মুখরিত হবে পেলিক্যান, ওপেন বিল স্টর্ক-এর মতো ওয়াটার বার্ডের কলকাকলিতে। এবিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক) জানিয়েছেন, “সংখ্যা আরও বাড়ানো হবে। রাঁচি বিভিন্ন জায়গা থেকে হরিণ আসছে। টাকা পেলে আরও কাজ হবে।’’ পশ্চিমবঙ্গ ইউআরএফডি ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট রামপ্রসাদ বাদানা জানিয়েছেন, এটি মিনি জুর (Mini Zoo) মতো হবে। শুধু পাখি (Birds) বা হরিণই (Deer) নয় ধীরে ধীরে কুমিরের আস্তানাও গড়ে উঠবে এই হরিণালয় (Deer Park)। আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo) থেকে আসবে জেব্রা, জিরাফ, জলহস্তি। জানা গিয়েছে, পরে আসবে বাঘ, ভালুকও।  সব মিলিয়ে, আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি এই হরিণালয়ও (Deer Park) ক্রমশ জনপ্রিয় হয়ে উঠবে বলে আসা কর্তৃপক্ষের।


আরও পড়ুন: Weather Today: কনকনে শীতের মাঝেই ফের বৃষ্টি রাজ্যে, জেলায় জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস