পার্থ প্রতিম ঘোষ, সুনীত হালদার, হাওড়া: জঙ্গি সন্দেহে মধ্যপ্রদেশের ভোপাল থেকে বাংলায় আনা হল দুই জঙ্গিকে (Terror Activities)। ভোপালের জেলে বন্দি ছিলেন অভিযুক্তরা। সেখান থেকে তাঁদের এ রাজ্যে নিয়ে এসে হেফাজতে নিয়ে এল রাজ্য পুলিশের সন্ত্রাস দনমনকারী সংস্থা। বৃহস্পতিবার হাওড়া জেলা আদালতে তোলা হয় ওই দু’জনকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Howrah News)।
জঙ্গি সন্দেহে ভোপাল থেকে রাজ্য়ে আনা হল দু'জনকে
কিছু দিন আগে, হাওড়ার বাঁকড়া এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে জঙ্গি সন্দেহে দুই যুবককে গ্রেফতার করে এসটিএফ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই এই দু’জনের হদিশ পান এসটিএফ গোয়েন্দারা। নির্দিষ্ট সূত্র ধরে জানা যায়, সন্দেহভাজন এক্রামুল হক এবং জমিরুদ্দিন আলি, দু’জনই বাংলাদেশের বাসিন্দা। এ রাজ্যের হাওড়ার ডোমজুড় এলাকায় জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল তারা।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই দুই যুবক জঙ্গি সংগঠন আলকায়দার সঙ্গে যুক্ত ছিলেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের নাম উঠে আসে। সেই মতো সূত্র ধরে ভোপাল পৌঁছয় বাংলার এসটিএফ-এর একটি দল সেখানে গিয়ে জানা যায়, মধ্যপ্রদেশ এসটিএফ-এর হাতে আগেই গ্রেফতার হয়েছেন ওই দু’জন। জেলবন্দি রয়েছেন সেখানকার জেলে। এর পরই আদালতে আবেদন জানিয়ে তাঁদের এ রাজ্য়ে নিয়ে আসতে তৎপর হয় বাংলার এসটিএফ।
বৃহস্পতিবার ধৃতদের হাওড়া জেলা আদালতে তোলা হয় সন্দেহভাজনদের। সেখানে ১২ দিনের হেফাজত হয়েছে ওই দু’জনকে। তবে বাংলায় থেকে য়ে ভাবে জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়েছিল ওই দু’জন এবং সাম্প্রতিক কালে যে ভাবে সন্ত্রাসী কাজকর্মে বাংলার মাটিকে ব্যবহারের একের পর এক অভিযোগ উঠে এসেছে, তাতে চিন্তিত গোয়েন্দারা।
ধৃত দুই যুবক বাংলাদেশের বাসিন্দা বলে খবর
এর আগে, আলকায়দার সঙ্গে যুক্ত সন্দেহেই ডায়মন্ড হারবারের দুই যুবককে গ্রেফতার করা হয়ে। তাঁদের মধ্যে একজনের হদিশ মেলে মুম্বইয়ে। একই ভাবে, গত ১৭ অগাস্ট আবদুল রাকিব সরকার এবং কাজি আকানুল্লা নামের দুই যুবককে আলকায়দার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। লাগাতার এমন ঘটনাতেই উদ্বেগ বাড়ছে।