খাদিকুল গ্রামজুড়ে শুধুই স্বজনহারাদের আর্তনাদ
এগরার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল। ভয়ঙ্কর বিস্ফোরণ প্রাণ কেড়েছে অন্তত ৯ জনের। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। গতকালের ঘটনার পর আজ এগরার খাদিকুল গ্রামজুড়ে শুধুই স্বজনহারাদের আর্তনাদ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা। SSKM-র রোনাল্ড রস বিল্ডিং-এ ভর্তি রয়েছেন এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণে গুরুতর জখম ২ জন। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনেরই অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, জখম বছর ২৬-এর পিঙ্কি মাইতি ও বছর ৩৮-এর রবীন্দ্র মাইতির শরীরের ৮৫ থেকে ৯০ শতাংশই পুড়ে গেছে।
তৃণমূল দলকে চোর স্লোগান
এগরার খাদিকুলে বিস্ফোরণস্থলে গেলেন শুভেন্দু। পুলিশ মন্ত্রীর ইস্তফা দাবি। এনআইএ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ। গুরুত্বে নারাজ কুণাল। অন্যদিকে তৃণমূলের প্রতিনিধি দল গেলে চোর চোর স্লোগান। তৃণমূলের প্রতিনিধি দল
দলে আছেন মন্ত্রী মানস ভুইয়াঁ, সাংসদ দোলা সেন, বিধায়ক সৌমেন মহাপাত্র, এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি সহ অন্যান্যরা। প্রতিনিধি দলের সদস্যদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।
আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
এগরা বিস্ফোরণকাণ্ডের জল গড়াল কলকাতা হাইকোর্টে। NIA-কে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির এজলাসে মামলা করার অনুমতি চাইলেন বিরোধী দলনেতার আইনজীবী। মামলা দায়েরে অনুমতি দিয়েছে আদালত। সিবিআই তদন্ত এবং প্রমাণ নষ্ট আটকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মামলার শুনানি আগামীকাল।
'শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু' অভিযোগে হাইকোর্টের নির্দেশ
শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়। নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশে জানাল আদালত। তদন্ত চালাতে পারবে রাজ্য। মামলার পরবর্তী শুনানি ১৩ জুন।
হ্য়ারিকেন হাতে গ্রুপ ডির চাকরিপ্রার্থীদের মিছিল
অবিলম্বে চাকরির দাবিতে হ্য়ারিকেন হাতে গ্রুপ ডির চাকরিপ্রার্থীদের মিছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে শহিদ মিনার থেকে মিছিল হবে। এক্সাইড মোড় হয়ে আশুতোষ কলেজের পাশ থেকে মিছিল যাবে কালীঘাট থানা পর্যন্ত ৮০ শতাংশ রাস্তা ছেড়ে এক লেনে মিছিল করার নির্দেশ আদালতের। আদালতের নির্দেশমতোই পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা ।
আরও পড়ুন :
'ভগবান বাংলাকে বাঁচান', এগরায় মৃতদেহ লোপাটের অভিযোগ শুভেন্দুর, আজই যাচ্ছেন ঘটনাস্থলে