দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর কপ্টার, জরুরি অবতরণ
দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ। বাগডোগরার দিকে না গিয়ে সেবকে জরুরি অবতরণ কপ্টারের। সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার।
মালবাজারে প্রচারে মমতা
উত্তরবঙ্গ সফরের ( North Bengal ) দ্বিতীয় দিনে আজ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) নির্বাচনী সভা করলেন। মালবাজার ব্লকের ক্রান্তির ভাণ্ডারী ময়দানে পঞ্চায়েত ভোটের প্রচার সভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক বিষয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকাংশে চা বাগান নির্ভর অর্থনীতি উত্তরবঙ্গের মালবাজার অঞ্চলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, ' চা-বাগানের শ্রমিকদের জন্য আমরা ঘর বানিয়ে দেব'। তিনি বললেন, এই এলাকার মানুষ ৩৪ বছরের বাম শাসন দেখেছেন। গত ১০ বছর কেন্দ্রে বিজেপির কাজও দেখছেন। কিন্তু তাঁদের জন্য কাজ করেছে তৃণমূলই।
সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান বার্তা মমতার
মালবাজারের মাটি থেকে বিজেপির উদ্দেশে কটাক্ষ শাণিয়ে বললেন, বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না'। আবারও বললেন, ' আগে আমরা দেখতাম না, এবার পঞ্চায়েত জেতার পর দল নজর রাখবে। কাউকে এক পয়সা দেবেন না, এসবই আপনার অধিকার। কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র তৃণমূল জিতবে'। তিনি আরও বলেন, ' মোদি আজ আছেন কাল নেই, আপনাদের তো দেশের সীমান্ত রক্ষা করতে হবে ... দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার '। বললেন, ' একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনব। ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না। বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস'।
৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে কাটছে বাহিনী (Central Election) জট। ভিন রাজ্যে থেকে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। কমিশনকে (State Election Commisssion) পাঠানো হল চিঠি। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে চিঠির পাল্টা চিঠি তরজা চলছেই। রাজ্য নির্বাচন কমিশনের উপর এবার পাল্টা চাপ বাড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি কেন্দ্রীয় বাহিনীর আসা ঘিরে ধোঁয়াশা আরও বেড়েছিল। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে কি এবার পত্র-যুদ্ধ শুরু হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের? ৩১৫ কোম্পানি বাহিনী কোথায়? এবং কীভাবে? ব্যবহার করা হবে তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।
ভোট প্রক্রিয়া বন্ধের দাবিতে হাইকোর্টে
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই লাাগাতার অশান্তি। এবার ভোট প্রক্রিয়া বন্ধের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরও এক আইনজীবী। পঞ্চায়েত ভোট হতে এখনও ২ সপ্তাহ বাকি। এরইমধ্যে, রাজ্যে গত ১৬ দিনে, রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছে ১০-১০টা প্রাণ। ভাঙড় থেকে ভেটাগুড়ি, ক্যানিং থেকে রানিনগর, রাজ্যের বিভিন্ন প্রান্তে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হচ্ছে। প্রতিদিনই উদ্ধার হচ্ছে শয়ে শয়ে তাজা বোমা।
তৃণমূল কর্মীর মৃত্যু
কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই দিনহাটার গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। বাবু হক নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। জখম আরও ৭ তৃণমূল কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা অতি সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। পঞ্চায়েত ভোটের আবহে বাংলায় এই নিয়ে গত ১৯ দিনে ১১ জনের মৃত্যু হল। ভারত-বাংলাদেশ সীমান্তে ধরলা নদী দিয়ে ঘেরা দিনহাটার জারি ধরলা গ্রাম।