• ধর্নায় বসল মহিলা তৃণমূল কংগ্রেস


এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, আজ থেকে ৩২ ঘণ্টা ধর্নায় বসল মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডে গাঁধীমূর্তির পাদদেশে, সকাল ১০ থেকে কাল সন্ধে ৬টা পর্যন্ত চলবে ধর্না। তৃণমূল সূত্রে খবর, ১০০ দিনের প্রকল্পে টাকা আটকে রাখার পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির মিথ্যা প্রচারের অভিযোগেও, প্রতিবাদ জানানো হবে। প্রসঙ্গত, বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই গত ২৯ ও ৩০ মার্চ, রেড রোডে ৩০ ঘণ্টা ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়



  • ময়না বনধ


পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্‍ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্‍ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।  



  •  বিধায়কের বাড়িতে আয়কর হানা


এবার রায়গঞ্জের বিধায়কের বাড়িতে আয়কর হানা। আয়কর দফতর সূত্রে খবর, কৃষ্ণ কল্য়াণীর ৩টি ঠিকানায় চলছে তল্লাশি। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণ কল্য়াণীর মোবাইল ফোনটি নিয়ে নিয়েছেন আধিকারিকরা। আয় বহির্ভূত সম্পত্তি, তথ্য গোপন ও আয়ের থেকে অনেক কম কর জমা দেওয়ার অভিযোগে সকাল ৮টা থেকে তল্লাশি চলছে বলে খবর আয়কর দফতর সূত্রে। কৃষ্ণ কল্যাণীর ২ জন ম্যানেজারের বাড়িও সিল করে দেওয়া হয়েছে। 



  • আসছে মোকা


শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। সোমবারের মধ্যে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় মোকায় পরিণত হয় কিনা, এখন সেদিকেই নজর রাখছে মৌসম ভবন। আগেভাগেই সতর্ক রাজ্য প্রশাসন। সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে বৈঠক করে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। 



  • শিলাবৃষ্টির সতর্কতা


আজ কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দু'একটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী ৩-৪দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। 


আরও পড়ুন