কলকাতা: শহরের নীল-সাদা সাজে আরও এক সংযোজন (BVlue-White Auto Rickshaw)। এ বার নীস-সাদার ছোঁয়া লাগতে চলেছে অটোর গায়েও। জানালের রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতার (Kolkata News) রাস্তায় শীঘ্রই নীল-সাদা অটো চলবে বলে জানিয়েছেন তিনি।
শহরে নীল-সাদা অটো পরিষেবার ঘোষণা
শনিবার এই ঘোষণা করেন ফিরহাদ। তিনি জানান, কলকাতা সহ গোটা রাজ্যে গ্রিন অটো পরিষেবা চালু করবে সরকার। অতি শীঘ্রই সেই সংক্রান্ত নীতি কার্যকর হতে চলেছে। পাশাপাশি ফিরহাদ জানান, কলকাতা শহরের একটি নির্দিষ্ট রং রয়েছে। সেই রংয়ের সঙ্গে মিলিয়ে অটোর রংও নীল-সাদা করা হবে।
এর আগে, সম্প্রতিই স্কুলের ইউনিফর্মের রং নীল-সাদা করার ঘোষণা করে রাজ্য সরকার। রাজ্য জানায়, ছাত্রদের জন্য সাদা জামা, নীল প্যান্ট, ছাত্রীদের নীল-সাদা সালোয়ার কামিজ এবং শাড়ি বরাদ্দ হচ্ছে। সব পোশাকের পকেটেই থাকবে বিশ্ব-বাংলা (Biswa Bangla) লোগো।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি-সহ সমাজের বিভিন্ন স্তর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। প্রশ্ন ওঠে, স্কুলের নির্ধারিত পোশাক দিয়েই চিহ্নিত করা যেত স্কুল। এ বার সব পোশাক এক রকম করে দিয়ে স্কুলের স্তন্ত্র পরিচয়ই কেড়ে নিচ্ছে রাজ্য! বাংলার শিক্ষা সংস্কৃতির উপর সরকার দখলদারি চালাতে চাইছে বলেও অভিযোগ করেন অনেকে।
পুরসভা থেকে ঘোষণা ফিরহাদের
তার মধ্যেই অটোর রং নীল-সাদা করার ঘোষণা করলেন ফিরহাদ। একই সঙ্গে প্রতারণার শিকার হওয়া থেকে শহরবাসীকে রক্ষা করে বেআইনি নির্মাণ সম্পর্কে সকলকে সচেতন করার কথাও জানান ফিরহাদ। তিনি জানিয়েছেন, অবৈধ ভাবে নির্মিত বিল্ডিংয়ের তালিকা প্রকাশ করবে কলকাতা পুরসভা। পুরসভার ওয়েবসাইটে মিলবে পূর্ণাঙ্গ তালিকা। যে ভাবে লাগাতার অবৈধ নির্মাণের (Illegal Construction) অভিযোগ উঠে আসছে, তার প্রেক্ষিতেই এমন পদক্ষেপ পুরসভা কর্তৃপক্ষের।