সঞ্চয়ন মিত্র, কলকাতা: মঙ্গলের বিকেলেই বড় দুর্যোগ ঘনিয়ে আসছে কলকাতা (Kolkata)-সহ গাঙ্গেয় উপকূলে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতায়। ইতিমধ্যেই ক্রমশ কালো মেঘে ঢাকছে আকাশ।                                                                             


কোন কোন জেলায় বৃষ্টি পূর্বাভাস? 


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বাজ পড়ার প্রাবল্যও বাড়তে পারে। 


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘন্টায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। জোড়া ফলায় ২১ জুলাই রাজ্যজুড়ে বৃষ্টি বাড়বে, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে। 
 
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বেশি বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।                                        


আরও পড়ুন, গণনা কেন্দ্রের মধ্যে এখনও পড়ে রয়েছে ব্যালট বক্স, মালদার গাজোলে চাঞ্চল্য


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরবর্তীতে উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। কলকাতায় দিনভর মেঘলা আকাশ। মাঝেসাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। অন্যদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি ওড়িশার দিকে এগোবে। মঙ্গলবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব বাংলায় কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়।