অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মার্চের গোড়াতেই গ্রীষ্মের দহন জ্বালা! রোদ উঠতেই হু হু করে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়ার তরফে বলা হয়েছে, চলতি মাসেই ৩৩-৩৪ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৩৪-এর ঘরে পৌঁছতে পারে তাপমাত্রা।                                                                

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে। সপ্তাহের মাঝে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। উইকেন্ডে বাড়বে তাপমাত্রা। এ সপ্তাহে কলকাতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে। 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে। সকালে হালকা কুয়াশা উপকূলের জেলায়। আপাতত পরিষ্কার আকাশ। আগামী ৪/৫ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যে হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রার সেভাবে পরিবর্তন নেই। সপ্তাহের মাঝে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফির তাপমাত্রা বাড়বে। এ সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ ৩৩/৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে এবং জেলায় জেলায় সর্বোচ্চ ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রার ছুঁতে পারে।।                                          

আরও পড়ুন, আমেরিকাকে 'ভিডিও বার্তা' জেলেনস্কির! ট্রাম্পকে দিলেন এই বড় মেসেজ

কলকাতায় স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।আগামী কয়েকদিনে তাপমাত্রা ওঠানামা করতে পারে। সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা।

আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ; পার্বত্য এলাকায় দু এক জায়গায় ধোঁয়াশা। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না আগামী চার-পাঁচ দিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে