কলকাতা : মঙ্গলবার রাত থেকে হু হু করে হাওয়া। বাতাসে ভেজা ভেজা অনুভূতি। মকর সংক্রান্তির আগে কি তবে নামবে বৃষ্টি ? ঝপ করে অনেকটাই কি নামবে পারদ ? জানাল আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে অনেকটাই। বুধবার থেকেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। কুম্ভস্নানের আগেই কি নামবে পারদ ?আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই। 

আলিপুর আবহাওয়া দফতর মনে করছে, বাংলায় এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে পারদ । ঠাণ্ডার প্রভাব জোরদার হবে বাংলার পশ্চিম দিকের জেলাগুলিতে। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির আশেপাশে নামতে পারে তাপমাত্রা। 

তাহলে কি মাঝ জানুয়ারি থেকে কনকনে শীতের লম্বা ইনিংস চলবে  ? আবহাওয়া দফতর মনে করছে, ঠান্ডা চার থেকে পাঁচদিনের বেশি স্থায়ী হবে না এই ঠান্ডার আমেজ ।  পশ্চিমী ঝঞ্ঝার দাপটে  ফের একবার তাপমাত্রা বাড়বে বঙ্গে । 

কলকাতায় টানা করেকদিন ধরে কুয়াশার চাদর সরিয়ে হচ্ছে ভোর। সূর্যের দেখা মিলছে দেরিতে। কুয়াশা শীতের  পথে কাঁটা হয়ে দাঁড়ালেও বুধবার থেকে  আগামী ২৪ ঘণ্টায় কলকাতাতেও তাপমাত্রা কমবে। মঙ্গলবার কলকাতা ও শহরতলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ধাপে ধাপে পারদপতন হবে। ২-৩ ডিগ্রি নামতে পারে।

কলকাতা-সহ আজ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।  উত্তরবঙ্গেও কুয়াশার দাপট থাকবে। তবে বুধবার সকাল সকাল কুয়াশার জাল ছিঁড়ে দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা। অন্যদিকে সান্দাকফু-তে হয়েছে শিলাবৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিঙে তুষারপাত হতে পারে। পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা পড়বে ।  

আগামী ৭ দিন কেমন থাকবে তাপমাত্রা ? 

সূত্র : https://city.imd.gov.in/

 

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings
08-Jan 12.0 25.0
Mainly Clear sky
No warning
09-Jan 12.0 25.0
Mainly Clear sky
No warning
10-Jan 12.0 26.0
Mainly Clear sky
No warning
11-Jan 13.0 26.0
Mainly Clear sky
No warning
12-Jan 15.0 27.0
Mainly Clear sky
No warning
13-Jan 15.0 27.0
Mainly Clear sky
No warning
14-Jan 15.0 27.0
Mainly Clear sky
No warning

 

আরও পড়ুন :  গায়ক চরণ দাসের জেল যাত্রা টেনে কোর্টে ধমক খেলেন কুন্তল ! নিয়োগ দুর্নীতিতে ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন