সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গের (West Bengal Weather) জেলাগুলিতে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। ভারী বৃষ্টি (Rain) হচ্ছে না বললেই চলে। আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। (WB Weather Update)



আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আরও ২৪ ঘন্টা আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎসহ  বৃষ্টি। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।


বুধবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।


উত্তরবঙ্গের আবহাওয়া


মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। ২৬ শে অগাস্ট শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। বুধবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।


বৃহষ্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।


শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।


আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন উত্তরবঙ্গের বালুরঘাটের  উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ক্রমশ উত্তরের দিকে সরবে। এর জেরে বৃষ্টি প্রবল  হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বাড়বে নদীর জল স্তর । নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে । শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 


মহানগরের আবহাওয়া 


কলকাতায় আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। 


আরও পড়ুন :


কীভাবে নজর ব্লাড সুগারে? মাত্রা ঠিক কত হলে ওষুধ খাওয়া ছাড়া উপায় নেই ?