কলকাতা: কোথাও নিজের ৩০ বছরের পথ চলার উদযাপন.. কোথাও আবার মাতৃত্বের বয়স বাড়ার আনন্দ.. টলিউড থেকে বলিউড, আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টে থাক শুধু মন ভাল করা খবর।
ক্যান্সারের গুঞ্জন উড়িয়ে তিন দশকে জ্বলে উঠলেন নচিকেতা
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। কানায় কানায় উপচে পরা অডিটোরিয়ামে দর্শকদের অপেক্ষা, গুঞ্জন এক মুহূর্তেই থামিয়ে তিনি যখন মঞ্চে এলেন.. সত্যিই তিনি 'আগুনপাখি'। কালো পোশাকে যৌবনের উচ্ছ্বাস, ওড়ার জেদ... ঝকঝকে চোখ হঠাৎ আটকে গেল ব্যালকনিতে। হেসে একবার মাথা নোয়ালেন তিনি... সহযোগীদের বললেন ছবি তোলার জন্য। সেই মুহূর্ত যে আরও একটু প্রাণ ঢেলে দিল 'তিন দশকে নচিকেতা'-র সফর উদযাপনের অনুষ্ঠান। সুর সফরের ৩০ বছর উদযাপনে, রবীন্দ্র সদনে অনুরাগীদের যে বার্তা দেখে এক মুহূর্তের জন্য আবেগে ভাসলেন শিল্পী, সেটা ছিল.. 'বাঙালির কোনও অপশন নেই নচিকেতা ছাড়া।'। সঙ্গীত জগতে নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) ৩০ বছর উদযাপনে রবীন্দ্রসদনে আয়োজিত হয়েছিল ‘৩ দশকে নচিকেতা’। কখনও দর্শকদের পছন্দের আবার কখনও 'নিজের শর্তে' নিজের গান শুনিয়ে হল ভরা দর্শকদের আরও একবার মন ছুঁয়ে গেলেন তিনি। আর গানের ফাঁকে ফাঁকে.. নিজের কথাও অকপটে বলে গেলেন নচিকেতা। মঞ্চে দাঁড়িয়েই তিনি বলেন, '৩০ বছরের লড়াইটা সহজ ছিল না, তবে আপনারা তো কেবল ৩০ বছরের লড়াই দেখেছেন, তার আগে আরও ১০ বছরের লড়াই রয়েছে। বহু মানুষ বহুবার ভেবেছেন নচিকেতা বোধহয় এবার শেষ, ফুরিয়ে গেল। গুজব রটেছে, আমার ক্যান্সার হয়েছে। আমার কিচ্ছু হয়নি... আপনারা তো বলে বলে আমার শরীর খারাপ করিয়ে দেবেন! দেখা হলেই সবাই প্রশ্ন করেন, শরীর কেমন আছে? আরে প্রশ্ন করুন, নতুন কী লিখলেন.. এই এক প্রশ্ন আর করবেন না!' এই ধরনের গুজব নিয়ে যে তিনি ভীষণ বিরক্ত, তা বুঝিয়ে দিলেন সোজাসাপ্টা। রাখঢাক না করে। যা তাঁর বরাবরের ইউএসপি।
মাতৃত্বের বছর ঘুরল সোনমের
মাতৃত্বের ১ বছর পার করলেন সোনম কপূর (Sonam Kapoor)। ছোট্ট বায়ু পূর্ণ করল ১ বছর। একমাত্র ছেলের জন্মদিনে নিজেদের বাড়িতে একটি পুজোর আয়োজন করেছিলেন আনন্দ আহুজা (Anand Ahuja) ও সোনম। দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন এই পুজোয়। সোশ্যাল মিডিয়া পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করেও সোনম প্রকাশ্যে আনলেন না তাঁর একরত্তির মুখ। এদিন হলুদ সালোয়ার কামিজ পরেছিলেন সোনম। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে সোনম লেখেন, 'আমাদের বায়ু গতকাল (রবিবার) ১ বছর পূর্ণ করল। আমরা সবাই মিলে একটা পুজোর আয়োজন করেছিলাম বাড়িতে। আর ছিল, একটা ছোট্ট মধ্যাহ্নভোজের আয়োজন। বিশ্বব্রহ্মান্ডকে ধন্যবাদ, আমাদের একটা এত সুন্দর আশীর্বাদ দেওয়ার জন্য।' সোনম এদিন পরেছিলেন একটি হলুদ রঙের সিল্কের সালোয়ার কামিজ। মাথায় টাইট করে বাঁধা খোঁপা। বায়ুকে একটি আকাশী রঙের কাজ করা পাজামা-পাঞ্জাবি আর একটি জওহর কোট পরেছিল সেই খুদে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি সোনম শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে না বায়ুর মুখ। এদিন সোনমের বাড়িতে গিয়েছিলেন সস্ত্রীক অনিল কপূর (Anil Kapoor)। গোটা পার্টিই সাজিয়ে তোলা হয়েছিল একটি বিশেষ থিমে। এদিনের জন্য বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছিল মন্দিরকেও। খাবার টেবিলের যে ছবি শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানে সাজানো ছিল সূর্যমূখী ফুল। দামি বাসনে সাজানো ছিল টেবিল। গোটা পার্টিতে ছিল অরিগ্যামির পাখি। বিভিন্ন রঙের কাগজের পাখিতে সাজিয়ে তোলা হয়েছিল গোটা পার্টি।